নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

অাতা গাছে তোতা পাখি তেঁতুল গাছে মৌ

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮


১.
উত্তরা ষড়যন্ত্রের পর বলা যায়, অার কোন ষড়যন্ত্র নেই । নেই পিল খানায়, নেই শেয়ার বাজারে, নেই পদ্মা সেতুতে, নেই শীতলক্ষ্যায়, নেই ব্যাংকে, নেই বীমায়, নেই খুনে, গুমে, বন্দুক যুদ্ধে, ক্রস ফায়ারে, জেলে, জুলুমে । কোথাও কোন ষড়যন্ত্র নেই । তবু এক যুগ ধরে কয়েদ খানার পেটে চলছে বদ হজম । যেসব কাক এক সময় বিষ্ঠা ঘেঁটে ঘেঁটে অাহার সংগ্রহ করতো, তারা উন্নত মানের খাবার পেয়েছে অার পেয়েছে কোকিলের সুরেলা কণ্ঠ । তারা শুধু গান গায়, কোন ষড়যন্ত্র করতে জানেনা । অার গোঁফওয়ালা বিড়াল এসব গানে মোহিত হয়ে উঠতে উঠতে একেবারে তাল গাছের মাথায় উঠে গেছে । সে তো অার মাটিতে নামতে পারবে না । নিচে কিছু ছুঁচো, ইঁদুর, চামচিকা কিচির কিচির করছে, করতেই অাছে...। অথচ এসবে বিড়ালের অার একদম রুচি নেই । তাহলে বিড়াল কি এখন না খেয়ে থাকবে ? মোটেই না ।

২.
জানা গেছে, বিড়ালের রুচি এখন তেঁতুলে । তাও অাবার যেনো তেনো তেঁতুল না, তেঁতুল বাবার তেঁতুলে । যে বাবার তেঁতুলে একদিন ছিল ধর্মান্ধতার দূর্গন্ধ অার কপালের চামড়া উপরে উঠার মতো মৌলবাদ - সেই বাবার তেঁতুল'ই নাকি এখন খেতে দারুণ স্বাদ !

যাইহোক, তোতা পাখি অাগের মত অাতা গাছে থাকলেও ডালিম গাছের মৌ হঠাৎ চলে এসেছে তেঁতুল গাছে । এর মধ্যে অামরা যেনো অাবার কোন ষড়যন্ত্রের গন্ধ না খুঁজি । কারন দেশে ষড়যন্ত্র যা হয়েছে, তা কেবল ঐ উত্তরা ষড়যন্ত্র । এখন কেউ যদি বলে, বাকীগুলো সব স্বৈরতন্ত্র, তাহলে মিথ্যা বলার অপরাধে তাকে চৌদ্দ শিঁকের ভাত খাওয়ানো হবে; তার অাগে অবশ্য বাড়তি বেনিফিট হিসেবে দেওয়া হবে ১৫ দিনের রিমান্ড ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

সামিয়া বলেছেন: ভালো বলেছেন-----------

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

তারেক_মাহমুদ বলেছেন: তেতুল কে না খেতে চায়? অন্যরা আগেই খেয়েছে, হাসিনা আর বাদ যাবে কেন?

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

সাইন বোর্ড বলেছেন: কারেক্ট, কিন্তু অন্যরা খাওয়ারঅাগে বলেনি যে, তেঁতুল ড্যাঞ্জারাস টক এবং বিপদজনক ! ধন্যবাদ ।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তেতুলের গুনের শেষ নেই!
তাইতো তেতুলের চাহিদা দিনে দিনে বাড়ছেই।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

সাইন বোর্ড বলেছেন: সেতো বোঝায় যাচ্ছে । অসংখ্য ধন্যবাদ ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কামড়ায়?


১৯৮০সালের সেপ্টেম্বরে একটি কর্মশালা উদ্বোধনকালে তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন,[৩০]
"কোন রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না। একটা অবদান থাকতে পারে। কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনওই রাজনীতি করা যেতে পারে না। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান সময়ে যখনই রাজনীতি করা হয়েছিল সেটা বিফল হয়েছে। কারণ ধর্ম ধর্মই। আমাদের অনেকে আছে যারা আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেন। রাজনীতির রূপরেখা বানাতে চেষ্টা করেন, আমরা বারবার দেখেছি তারা বিফল হয়েছে। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনেরাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। (জিয়াউর রহমানের বাণী, উইকি থেকে।)

মন্তব্যঃ ভূতের মুখে রাম নাম।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

সাইন বোর্ড বলেছেন: তেঁতুলের টানে কে যে কখন ভূত হয়ে যায়, বলা মুশকিল । তারপরও সাবধানে থাকা ভালো, ভূত বলে কথা । পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এবার অন্য মুডে মন্তব্য করি;)

লাথি মারি তোর গণতন্ত্রকে,
ফিরিয়ে দে আমাদের বিশ্বজিতকে।
.....
রাজনৈতিক দলগুলোকে, হে মুগ্ধ জননী,
রেখেছো সরকারি দল ও বিরোধী দল করে, মানুষ করো নি।

(সামুর এক লেখকের পোস্ট থেকে।)

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

সাইন বোর্ড বলেছেন: একটু ভুল হয়েছে, গণতন্ত্রের মুখে কেন লাথি মারবেন ? সেতো তার জায়গাতেই অাছে, বরং সাহস থাকলে লাথি মারুণ, যারা গণতন্ত্রকে খেয়ে ফেলছে, তাদের মুখে । অাবারও ধন্যবাদ ।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

নজসু বলেছেন: কাল থেকে ব্লগ তেঁতুলময় হয়ে উঠেছে।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সাইন বোর্ড বলেছেন: তা অবশ্য ঠিক বলেছেন, তেঁতুলের যে চাহিদা দেখা দিয়েছে তাতে মনে হচ্ছে, সব কিছু বাদ দিয়ে এখন তেঁতুলের চাষ শুরু করতে হবে । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: একটা পত্রিকা পড়লে যাকে দেবতা মনে হয়, অন্য পত্রিকা দেখে তাকেই দানব ভাবা হয়। এটা হলো জনমতকে নিয়ন্ত্রণ করার জন্য মিডিয়ার একটা কৌশল।

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

সাইন বোর্ড বলেছেন: এটা অাগে বেশি ছিল, এখন সাংবাদিকরাও শংকিত, সরকারের বিরুদ্ধে লেখার অাগে তার পরিবারের কথা চিন্তা করে, কারন বেঁচে থাকাটা তার খুব জরুরী; ভবিষতের কথা এখনি বলা যাচ্ছেনা । ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.