নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
সন্ধার পর অফিসে মালিক পক্ষ্যের কেউ থাকলে সাধারনত ৫টা, ৬টা বা ৭টার পরও বেরুনো যায় না, কারণ যে কোন সময় বস ডাকতে পারে। প্রাইভেট কোম্পানির চাকুরী বলে কথা; নিঃশ্বাসের বিশ্বাস থাকলেও চাকুরীর কোন গ্যারান্টি নাই। তাই মালিক অফিস থেকে বের না হওয়া পর্যন্ত অফিসেই বসে থাকতে হয়, যখন হাতে কাজ থাকলেও কাজ করার মত আর এ্যানার্জি থাকেনা।
গতকাল এরকম অবস্থার মধ্যে সন্ধা ৭টার পর অফিস থেকে বের হলাম। কিন্তু বাইরে পা বাড়ানোর আগেই শুনতে পেলাম বৃষ্টির শব্দ। খুব জোরে না, মাঝারি ধরণের বৃষ্টি। একটু ঝুঁকি নিলেই হয়ত বেরনো যায়। কিন্তু ভুলে গেলে চলবেনা, এটা আষারের বৃষ্টি না, কার্তিকের বৃষ্টি। শেষমেষ অনেকক্ষণ অপেক্ষার পড়ও যখন বৃষ্টি কমার কোন সম্ভাবনা দেখলাম না, তখন কিছুটা রাগ করেই বেরিয়ে পড়লাম। কিন্তু বেশিদূর যেতে পালাম না, শুরু হলো মুশলধারে বৃষ্টি; এমন বৃষ্টি সম্ভবত গত আষার-শ্রাবনেও হয়নি। দৌড়ে গিয়ে আশ্রয় নিলাম রাস্তার পাশে একটা মাদ্রাসার বারান্দায়।
যে মাদ্রাসার সামনে দিয়ে আমি প্রায় প্রতিদিনই অন্তত একবার করে যাতায়াত করি। অথচ কোনদিনই এখানে আসার কথা ভাবিনি। এদিক ওদিক চেয়ে দেখলাম, কাছাকাছি একজন মাত্র লোক অাছে বারান্দায় দাঁড়িয়ে। বারান্দার সাথে লাগোয়া একটা রুমের জানালা খোলা। ভেতরে চেয়ে দেখলাম, নিচে মাদুর পাতা, পুরো মেঝেটাই একটা বিছানার মত, তার উপর কাঠের তৈরী ক্যাশ বাক্সের মত ৪/৫টা বাক্স রাখা। পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে প্রথমে জিজ্ঞাসা করলাম ।
- এটা তো একটা মাদ্রাসা, তাই না?
- জ্বি, এটি একটি কওমি মহিলা মাদ্রাসা, তবে আপনি যে রুমটা দেখছেন, এটি মাদ্রাসার অফিস রুম।
- কিন্তু অফিসে যে কোন চেয়ার-টেবিল নেই ।
- এটা কওমি মাদ্রাসার নিয়ম, নিচে বসেই পড়ালেখা এবং অফিসিয়াল কাজ কর্ম করতে হয় ।
- বেশ তো, বিষয়টা অামার জানা ছিলনা । বুঝলাম, নিচে ক্যাশ বাক্সের মত কাঠের কাক্সগুলো রাখার অর্থ ।
এবার ভিন্ন প্রসঙ্গে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হলো, যদিও মনে হচ্ছিলো কওমি মাদ্রাসার তরুণ এই শিক্ষক অামার সাথে কথা বলাটা খুব একটা পছন্দ করছে না, তবুও বললাম ।
- গতকাল প্রধান মন্ত্রীর সংবর্ধণা অনুষ্ঠানে গিয়েছিলেন ?
- না, অামাদের এখান থেকে দু'জন হুজুর গিয়েছিল রিজার্ভ করা দুটি বাসে অন্যান্য হুজুরের সাথে ।
- প্রধান মন্ত্রী কওমি মাদ্রাসা শিক্ষার যে স্বীকৃতি দিলো, এতে কি অাপনারা সত্যিকার অর্থে খুশী হতে পেরেছেন ?
- অবশ্যই ।
এবার মনে হলো একটা কঠিন কথা জিজ্ঞাসা করি, দেখি উনি প্রশ্নটার কেমন উত্তর দেয় । বললাম
- অাচ্ছা, অাপনার কি মনে হয় শিক্ষার এই স্বীকৃতি পাওয়ার পর এখন শাপলা চত্ত্বরের ঘটনাটি অাপনারা ভুলে যেতে পারবেন ?
এপর উনি খুব সহজ ও স্বাভাবিকভাবেই বলল, অাসলে এটার সাথে ওটার কোন সম্পর্ক নেই, ওটা সম্পূর্ণ ভিন্ন বিষয় ।
ততক্ষণে বাইরে বৃষ্টির তোড় যথেষ্ট কমে গেছে, বাসা থেকে বার বার ফোন অাসছে । তাই, অামি অার দেরি না করে হাঁটা শুরু করলাম ।
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪
জগতারন বলেছেন:
ব্লগার সাইন বোর্ড ; আপনার পর্যবেক্ষণটি ভালই;
তবে বিষবস্তুর কলেবর আরেকটু তলিয়ে উপলব্ধি করে লিখলে ভালো হতো।
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
সাইন বোর্ড বলেছেন: অাসলে ইচ্ছে করেই এসব বিষয় নিয়ে ডিটেইলস বিশ্লেষণে য়ায় না, শুধু একটু টাস দিয়ে গেছি মাতে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্টটা দিনলিপি হিসেবে ঠিক আছে, কিন্তু এটা দিয়ে শুকরানা ও শাপলাচত্ত্বরের ঘটনাকে বিবেচনা করলে ম্যাওপ্যাও ধরণের লেখা হয়েছে।
@অাপনার কি মনে হয় শিক্ষার এই স্বীকৃতি পাওয়ার পর এখন শাপলা চত্ত্বরের ঘটনাটি অাপনারা ভুলে যেতে পারবেন ?
সাপলা চত্তোরে কতজন জানি সহীদ হয়েছিল ভায়া??
@ উনি খুব সহজ ও স্বাভাবিকভাবেই বলল, অাসলে এটার সাথে ওটার কোন সম্পর্ক নেই, ওটা সম্পূর্ণ ভিন্ন বিষয় ।
উনি ঠিকই বলেছেন। আপনাদের আবেগ দেখে মনে হচ্ছে মায়ের চেয়ে প্রতিবেশীর দরদ বেশী। Disgusting
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
সাইন বোর্ড বলেছেন: অামি তো বলিনি যে উনি বেঠিক বলেছেন, শাপলা চত্তরের ঘটনা নিয়ে কোন ক্ষোভ যদি তাদের থেকে থাকে, তাহলে সেটা সেই জায়গাতেই অাছে, তার মানে সেটার কোন পরিবর্তন হয়নি । অাপনি অযথাই চুলকিয়ে ঘা করছেন । ধন্যবাদ ।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
ঢাবিয়ান বলেছেন: এটা কি কোন গল্প? মাদ্রাসার একজন শিক্ষকের কাছ থেকে এত বুদ্ধিমান উত্তর আশা করি নাই। মাদ্রাসার ছাত্র /শিক্ষক বললেই চোখের সামনে ভেসে ওঠে দুস্থ, দরিদ্র, চাঁদার রিসিট নিয়ে দৌড়াদৌড়ি করা কিছু কুসংস্কারছন্ন , কুপমুন্ডক মানুষের চেহারা।
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
সাইন বোর্ড বলেছেন: অাপনার ধারণা পুরোপুরি না হলেও অনেকটাই ঠিক । কিন্তু এটা স্বীকার করতে হবে যে বিগত ১০ বছরে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালারাও যখন এক একটা ঝানু রাজনীতিবিধ হয়ে গেছে সেখানে একজন মাদ্রাসার শিক্ষক তাদের চেয়ে নিশ্চয় বেশি শিখেছেন, শিখতে বাধ্য হয়েছেন । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: চুপ করে পোষ্ট টি পড়ে গেলাম।
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদটা অামি জানিয়েই দিলাম, ভাল থাকুন ।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
মাহমুদুর রহমান বলেছেন: নাথিং টু সে।
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
সাইন বোর্ড বলেছেন: হয়ত অাপনার কথাই ঠিক । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি থাকলেও হয়ত কৌতুহল বশত আপনার মতই জিজ্ঞেস করতাম...
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন, এটাই স্বাভাবিক । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
নজসু বলেছেন:
কি বলি আর কি লিখি।
তারচেয়ে বরং আমার পোষ্টে করা শেষ মন্তব্যটার প্রতিমন্তব্যটা এখানে পোষ্ট করি।
মানুষ নামক আমরা যে জীবটি পৃথিবীতে বিচরণ করছি,
সেই জীবটির মৌলিক মানবীয় প্রাণশক্তি হলো 'বিবেক'।
এই বিবেক ছাড়া আমরা কখনও মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবো না।
সবক্ষেত্রে, সবার বিবেক জাগ্রত হোক এই প্রত্যাশা রইল।