নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আজি এ বসন্তে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩


মেয়ে, তোমার পাশে যে ছেলেটি এখন হলুদে লাল,
ফাগুনের চেয়ে তার শরীরে আগুন একটু বেশি নয় তো ?
আস্তিনের ভেতর একটা গোখরা সাপ আছে কিনা
- দেখে নিও । কারণ, পাজামার ফিতা ভেদ করে
সেও ছোবল দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে

তখন কিন্তু হয়ে যেতে পারে একটা হ্যাস্ত-ন্যাস্ত অবস্থা !

তুমি কি অন্ধকার পছন্দ করো কিংবা একটু আড়াল ?
তবু সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো মেয়ে;
নিজে যেহেতু মন্ত্র জানোনা, তাই এ পোড়া শহরে
জেনো রেখো, একজনও ওঝা পাবেনা

বিষদাঁত বসিয়ে দিলেই সারা অঙ্গ জরো জরো...
তখন, তিন কালেও মুক্তি মিলবে না ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

নাহিদ০৯ বলেছেন: বাস্তব কবিতা। যদিও শেয়ার হবে কম। রগরগে কবিতা লিখেন, যে কবিতা আজকে অন্ধ চিলে কোঠা বা অলি গলি'র কথা থাকবে। ভাইরাল হয়ে যাবেন। :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

সাইন বোর্ড বলেছেন: নিজের কিছুটা দায় ব্দ্ধতা থেকে এ লেখা, তবে আপনার জন্যে লেখাটি কিন্তু অনেক সহজ করে দিয়েছি =p~ । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

সনেট কবি বলেছেন: বাস্তবতার কবিতা। খুব সুন্দর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ,শুভ কামনা রইল ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ,শুভ কামনা রইল ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

শামীম সুজায়েত বলেছেন: যেদিকে তাকাই
খুশিতে ঠ্যালায়
পহেলা ফাগুন
হলুদ দেখায়।

না জানি কাল
হবে লালে লাল
নর-নারীর গাল
বলছে হৃদয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ,শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.