নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
চোখে কম দেখতে পাওয়া কিংবা একেবারেই
না দেখতে পাওয়াটা আসলে বড় কথা নয়;
বড় কথা হলো, তোমার চোখের সামনে
শহীদ মিনারও যে দখল হয়ে গেল,
- সেটা অনুভব করতে না পারা ।
যদিও এ ব্যপারে তুমি আগেও নির্বিকার ছিলে; তবে
কারো কারো মধ্যে এ নিয়ে কিছু ক্ষোভের উদ্রেক হলেও
তারা জানে, কুকুরও আজকাল কিভাবে ঘেউঘেউ করে
আর চেতনার ফেরি করে মনিবকে শোনায়...
তাই, বেলা শেষে সব পাখি ঘরে ফেরার পর
একাই সে আজ বাসরিয়া
এবং আকাশই হলো তাঁর একমাত্র শ্রোতা,
যাঁর আর কোন অভিমান নেই, নেই কোন বাড়ি ফেরার তাড়া,
কালের কলসে যিনি রেখে গেছেন সোনালী কাবিন
কিছু কুকুর তো ঘেউঘেউ করবেই, কিছু শকুনও খুঁজে নেবে ভাগাড়...
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৭
সাইন বোর্ড বলেছেন: কবিত্ব আসলে এমনি এমনি কারোর মাঝেই আসেনা, চর্চা করতে হয়, প্রচুর চর্চা । আমি তো আসলে একজন খেঁটে খাওয়া মানুষ, তাই অতটা চর্চা করতে পারিনা; তবে বেঁচে থাকলে ভবিষ্যৎতে করার ইচ্ছে আছে । আর কবির সমালোচকদের মধ্যে তো আপনি নেই, নাকি আছেন ? আসলে আমরা এক অভাগা জাতি, তাই একজন শক্তিমান কবির মৃত্যুর পরও তাঁকে নুন্যতম সম্মান জানাতেও আমরা দলাদলি করি ।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
২/৪ লাইন এটা সেটা লেখে নিজের আসলরূপ প্রকাশ করেছেন, কবি সমালোচকদের কুকুর ডেকেছেন; আপনার কবিতা কোনদিনও জনপ্রিয় হবে না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৯
সাইন বোর্ড বলেছেন: আজকাল কি জ্যোতিষ শাস্ত্র নিয়েও পড়াশোনা শুরু করেছেন ? বেশ কয়েক মাস ধরে আমারও অবশ্য পড়তে চশমা লাগে । উপমা হিসেবে কুকুর আর শকুনই এখানে পারফেক্ট মনে হয়েছে । আসল-নকল যাই বলেন, রূপ আমার একটাই । অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২০
হাসাস হোসেন বলেছেন: যানিনা কতটুকু ভালো হয়েছে তবে
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৫
ল বলেছেন: "কুকর ঘেউঘেউ করবে------------------
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৪
সাইন বোর্ড বলেছেন: ঘেউঘেউ এক সাথেই ভাল দেখায়, করে দিয়েছি । অসংখ্য ধন্যবাদ ।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৫
মাহমুদুর রহমান বলেছেন: একটি দীর্ঘশ্বাস।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১২
সাইন বোর্ড বলেছেন: এসব দীর্ঘশ্বাসে মানুষ আস্তে আস্তে অভ্যস্থ হয়ে যাচ্ছে । অসংখ্য ধন্যবাদ ।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১০
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগে, এক কবিকে নিয়ে কবিতা লিখেছেন, সেখানে কবির সমালোচকদের "কুকুর"ও ডেকেছেন? এটা প্রমাণ করছে যে, আপনার মাঝে কবিত্ব অনুপস্হিত