নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১//
মেঘের কোন পোশাক নেই, কোনদিন ছিলও না
কিন্তু তারও একটা লজ্জা ছিল এতদিন,
এতটা বেশরম সে ছিল না আগে
আজ চতুর্থ দিনে এসেও, দ্যাখ
কীভাবে নষ্ট করছে বাংলার ফসলকে
কে বলে এখন কার্তিক মাস ?
২//
বেকার ছেলের প্রেম হলো নুন ছাড়া তরকারী
তার উপর বাবা যদি হয় হিসেবি,
চুরি করে আর কতদিন পকেট তাজা ?
আজকালকার প্রেমিকারা হাত ধরলেই
চল যাই, হোটেল না হয় ক্যাফেটেরিয়া ।
৩//
তবু বৃষ্টির জন্য কেউ কেউ অপেক্ষা করে
দু'চোখে কাজল পরে গ্লাসকাট হাসিতে
দুরে, লং ড্রাইভে একটু শরীর ভেজাতে
নির্জন কোন নদীর ধারে নদী হয়ে যেতে
যাদের আষাঢ় শ্রাবণ ফাল্গুন চৈত্র পার হয়
ঝাড়বাতির নিচে দামী কার্পেটৈ
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৪
সাইন বোর্ড বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসেবে অসংখ্য ধন্যবাদ, রইল শুভ কামনা ।
২| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৭
ইসিয়াক বলেছেন: অসাধারণ।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৮
এস সুলতানা বলেছেন: বাহ্ কবিারুণ লিখেছেন
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৭
এস সুলতানা বলেছেন: আমার পাতায় আসার আমন্ত্রণ রইলো বন্ধু।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪২
সাইন বোর্ড বলেছেন: এই তো চলে গেলাম...
৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১
নগরসাধু বলেছেন: মুগ্ধ করা কাব্য
ভাল লাগলো কবি
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১
কিরমানী লিটন বলেছেন: এক কথায়- অসাধারণ....
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩০
সাইন বোর্ড বলেছেন: অশেষ কৃতজ্ঞ, ভাল থাকুন নিরন্তর ।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৩
জাহিদ হাসান বলেছেন: বৃষ্টিটা খারাপ লাগছে না।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৯
সাইন বোর্ড বলেছেন: খারাপ তেমন হয়ত লাগছে না, কিন্তু কাজের ব্যাঘাত ঘটাচ্ছে । অসংখ্য ধন্যবাদ ।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: আকাশে মেঘ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই।
কবিতাটি কি এখনই লিখলেন?
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৫
সাইন বোর্ড বলেছেন: একদম ঠিক, সকালে নাস্তার টেবিলে বসে । ধন্যবাদ ।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৯
বিজন রয় বলেছেন: বৃষ্টির দিনে বৃষ্টির কবিতা দিয়ে জীবনকে বোঝানো।
আপনার এই ক্ষমতাটি অসাধারণ।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৭
সাইন বোর্ড বলেছেন: আমার কবিতা পড়ার পাশাপাশি মনে হয় আমাকেও আপনি পড়তে শুরু করেছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ব্লগার ।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বৃষ্টি যদিও নেই আর তবুও আপনার কবিতায় তার রেশ রয়ে গেছে। বৃষ্টি আমার প্রিয় হলেও অসময়ের বৃষ্টি বিরক্তিকর। ৩ নাম্বারটা জোসস্!
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২২
সাইন বোর্ড বলেছেন: গত চার দিন ধরেই আকাশে মেঘ, গত রাতে তো অনেক বৃষ্টি হয়েছে । ধন্যবাদ, ভাল থাকুন ।
১১| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২২
বিজন রয় বলেছেন: হ্যাঁ, অবশ্যই।
আপনাকে জানিয়ে রাখি, লেখকের লেখা সম্পর্কে জানতে হলে সে লেখককে বেশি করে জানতে হয় বা চাই। না হলে তার লেখাকে ঠিকমতো বোঝা যায় না।
ভাল থাকুন।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৭
সাইন বোর্ড বলেছেন: একদম ঠিক বলেছেন, আমিও এটাতে বিশ্বাস করি । বিশেষ করে কোন কবির সব কবিতা পড়লে তার জীবনকেও জানা হয়ে যায় । আমি কিন্তু কথাটা খুব পজিটিভলি এবং ভাল লাগার সহিত বলেছি । আবারও ধন্যবাদ, ভাল থাকুন ।
১২| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৭
বিজন রয় বলেছেন: হা হা হা ....... অবশ্যই আমিও আপনার সব কথা আপনাকে সম্পূর্ণ সন্মান রেখেই গ্রহণ করি, করেছি, করবো। তাই বিনয় আর কোমলতা ছাড়া আর কিছু ভাববার দরকার নেই। এখানে নেগেটিভ বা নাভাল লাগার কোন স্থান নেই।
অনেক আগে কয়েকজন ব্লগারের সাথে আমার অনেক কথা হতো, তারা আমার খুব প্রিয় ছিলেন। তারা অনেক দিন ব্লগে আসেননা, আর আমিও আগের মতো কথা বলতে পারি না। হয়তো আপনার সাথে আমার অনেক কথা হবে!!
আপনার কবিতাগুলোতে এক্সট্রা টেস্ট পাই, গতানুগতিকতার বাইরে।
তাই কথা বলি।
অনেক ধন্যবাদ আপনার আন্তরিকতার জন্য।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৫
সাইন বোর্ড বলেছেন: অবশ্যই কথা বলবেন, আপনার মত এমন কাব্য প্রেমির সাথে বললে আমারও অনেক ভাল লাগে, সত্যিকার অর্থে আমি শুধু কবিতার একজন সমজদারই না একজন বিশ্লেষকও, কবিতা নিয়ে আপনি অনেক এক্সপেরিমেন্ট করেন । তা ছাড়া আপনি নিজেও অনেক ভাল কবিতা লিখেন । আশা করি আমাদের কথোপকথন চলবে এবং একে অপরের কাছাকাছি আসতে পারব । আবারও অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
১৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
১৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একদম ঠিক, সকালে নাস্তার টেবিলে বসে । ধন্যবাদ ।
আপনি একজন উজ্জ্বল প্রতিভা।
আমি যদি কবিতা লিখতে পারতাম!!!!
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৭
সাইন বোর্ড বলেছেন: লিখতে পারতাম নয়, অলরেডি লিখছেন....
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! দারুণ।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৮
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
১৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৮
নীল আকাশ বলেছেন: দারুণ।
১ নাম্বারটা খুব পছন্দ হয়েছে।
ধন্যবাদ।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৮
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।
১৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৯
নিভৃত ইসলাম্ বলেছেন: একটা বৃষ্টি, কয়েক ফোঁটা কবিতা।
ভালই কাটবে রাতটা....
দৃশ্য কল্পনা ভাল ছিল
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৪
সাইন বোর্ড বলেছেন: আপনার বলাটাও বেশ কাব্যিক, ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ ।
১৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগলো কবি
+++
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৫
সাইন বোর্ড বলেছেন: অশেষ কৃতজ্ঞ, ভাল থাকুন ।
১৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৯
তারেক ফাহিম বলেছেন: দারুন কাব্য
৩ নাম্বার বেশ লাগছে।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৫
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।
২০| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:২৯
কাওসার চৌধুরী বলেছেন:
চমৎকার কাব্য। রূপে রসে টইটম্বুর। +++
২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৩
সাইন বোর্ড বলেছেন: আপনার মন্তব্যে বেশ মজা পেলাম । অসখ্য ধন্যবাদ ।
২১| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: লিখতে পারতাম নয়, অলরেডি লিখছেন....
আমি যা লিখি সেটা আসলে কবিতা হয় না।
মাত্রা ছন্দ আবেগ কিছুই থাকে না।
২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৮
সাইন বোর্ড বলেছেন: মাত্রা, ছন্দ কিছু কিছু বুঝলেও তার ব্যাকরনিক প্রয়োগ ঘটাতে গেলে আমার কাছে মনে হয়, কবিতার মজাটাই চলে গেল । তাই আমি কবিতা লেখার সময় আমার মত করে একটা ছন্দ দাঁড় করিয়ে নিই, সেটা মোটেই কবিতার গতবাঁধা ব্যাকরণের মধ্যে পড়েনা । আপনিও লিখতে থাকুন । ছন্দ, মাত্রা এমনিতেই চলে আসবে ।
২২| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ কবি বাহ্।