নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
সাতচল্লিশ-এ যা ছিল দেশভাগ, উঠাউঠি; পরে তা'ই
রূপ নিয়েছিল দাঙ্গায়, মারামারি, কাটাকাটিতে;
তবু রক্তের হোলিখেলায় আজও পূর্ণতা পায় না ধর্ম
লক্ষ-কোটি অনুপ্রবেশকারী চিবিয়ে খায় ভারতপিতা;
বুকের উপর বাইশ মণ পাথর চাপিয়ে বলে,
এখনি ফিরিয়ে নাও ওদের, নয় তো
কুকুরের মত পাঠিয়ে দেব কাঁটাতারে
চোখের জলে প্রায়শ্চিত্ত্ব করি চট্রগ্রাম বন্দর, মংলা বন্দর
হারিয়ে যায় ফেনী নদীর জল, গ্যাস সিলিন্ডার...
তবু তিস্তার বুকে বেড়ে চলে জলের হাহাকার
বিশ্ব জননী স্বাগত জানায় দশ লক্ষ রোহিঙ্গাকে
এখনো হাজার কোটি টাকার সন্ধান মিলে
অনুপ্রবেশকারীর তকমা দিলে...
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৫
সাইন বোর্ড বলেছেন: কাব্যিকতার দিক থেকে ভারতমাতা কথাটাই মানানসই ছিল, তবু আপনার যুক্তিকেই প্রাধান্য দিলাম । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন, শুভ রাত্রি ।
২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
বার্মায় মোট রোহিংগাদের সংখ্যা হচ্ছে, ১৬ লাখের মতো; ভুল টুল দিয়ে পদ্য লেখা মানে কবিতা লেখা নয়।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৩
সাইন বোর্ড বলেছেন: বার্মায় মোট রোহিংগাদের সংখ্যা ১৬ লাখ - এটা আমার মনে হয় পুরোপুরি বিশ্বাসযোগ্য না, কারণ তারা যে হারে সন্তান উৎপাদন করে করে তাতে এ সংখ্যা ৫০ এর উপরে হওয়ার কথা । আর বাংলাদেশে অবশ্যই ১০ লাখের উপরে প্রবেশ করেছে । এবং এটার ও সঠিক সংখ্যা নির্নয় করা কঠিন । যাইহোক, আমার লেখায় কেউ কোন প্রস্তা্বনা দিলে সাধারনত আমি সেটা সানন্দে গ্রহণ করি । তাই সংখ্যাটা আপনার সগহনীয় পার্যায়েই রাখলাম । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: চেতনার ডামাডোল
করিসনে তুই গন্ডগোল
আবরার কয়ে দুটো কথা
দিলো জীবন বুকে বাজে ব্যাথা!
কথা নয় কথা ওরে
রবী ঠাকুরের মন্ত্রে জেগে উঠরে
ওরে সবুজ ওরে আমার কাঁচা
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা!
ঘা না মেরে বললে কি আর
দুষ্ট ভালো হয়
লাথোকা ভুত বাতোসে
কাভি নেহি ঠিক হয়
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৪
সাইন বোর্ড বলেছেন: কিছু কথা এমনিতেই চলে আসে, যদিও সত্য কথা বলা বা লেখা খুব বিপদজনক । কারন আজ এ জাতিকে মিথ্যার চর্চা করানো হচ্ছে, মিথ্যা বলানো হচ্ছে । নিরুপায় সবাই ।
..................অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন ।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: দেশভাগটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নাকি ভাগ্য খুলে গেছে??
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০২
সাইন বোর্ড বলেছেন: এখানে মতের পার্থক্য আছে, যারা অখন্ড ভারত চেয়েছে তারা অবশ্যই এটাকে ভাল ভাবে নিতে পারেনি । তবে যারা দেশভাগ চেয়েছে, তারও অনেক যৌক্তিক কারন ছিল । সেটা অল্প কথায় বলে শেষ করা যাবেনা ।
...............অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতায় সমসাময়িক সমস্যা, বাস্তবতা
ভালো উপস্থাপন।
২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪০
শাহিন-৯৯ বলেছেন:
আমার মনে হয়, ভারতমাতা না লিখে ভারতপিতা লেখা উচিত ছিল তাহলে বাস্তবতা আর ব্যঙ্গতা একই সাথে পূর্ণতা পেত।