নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ভাইরাল

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫


ছেলেটি কবি, সাহিত্যিক বা গল্পকার বলতে যা বোঝায়
তার কিছুই না; তবে সে জানে
অন্যদের চেয়ে সে মোটেই খারাপ লিখে না,
তাই সে সময় পেলে লিখে আর ফেসবুকে পোষ্ট করে
যদিও তাতে কোন লাইক, কমেন্ট বা শেয়ার কিছুই নাই
তবু সে লিখে, লিখে লিখে ফেসবুকে পোষ্ট দেয়...

মাঝে মাঝে তারও যে ইচ্ছে হয় না
হয়
কেউ তার লেখা পড়ুক, পড়ে লাইক দিক, কমেন্ট করুক,
শেয়ার না হয় নাই'ই করল,
কিন্তু তার বেলায় যেন ওসব কিছু হতে নেই !


একদিন মিরপুরে হাঁটতে হাঁটতে ফুটপাথের পাশে একটা দোকানে
প্লাস্টিকের ড্রাম, বয়াম, কাঁচের বোতলের সাথে একটা পুরানো
মদের বোতলও পেল সে
এবং সেটিকে বাসায় এনে পরিষ্কার করে ধুয়ে তাতে কোকাকোলা ভরে
বন্ধুকে দিয়ে ছবি উঠিয়ে ফেসবুকে পোষ্ট দিয়ে উপরে লিখল -
"মদ খাবিনা তো মানুষ হবি না" ।

মাত্র এক ঘন্টায় পাঁচ'শ কমেন্ট, তিন হাজার লাইক এবং দু'শ পচাশি শেয়ার;
তারপর থেকে সে ভাইরাল...

এখন ছেলেটি লেখালেখি বাদ দিয়ে টিকটক বানায়
তাহেরীর ওয়াজ শোনে আর ওড়না ছাড়া মেয়েদের ছবি উঠায়...


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মাত্র এক ঘন্টায় পাঁচ'শ কমেন্ট, তিন হাজার লাইক এবং দু'শ পচাশি শেয়ার ---- মাঝে মাঝে আমার ইচ্ছা হয়।

কবিতা বরাবরের মত ভালো লেগেছে।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। আসলেই মানুষ এসব পোস্ট বেশী মজা পায়
আজাইরা পোস্টে হাজার হাজার লাইক দেখি কমেন্ট দেখি শেয়ার দেখি
নেটের বিভিন্ন ছবি পোস্ট দিয়েও মানুষ হাজার হাজার লাইক কামাই করে হাহাহা

অথচ একজন নিজে কষ্ট করে লিখলে মানুষ পড়ে না।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

সাইন বোর্ড বলেছেন: ফেসবুকে মানুষ আলতু-ফালতু বিষয় নিয়ে বেশি মাতামাতি করে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: চরম !!!

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আজেবাজে জিনিস ভাইরাল হলে, বুঝতে হবে সমাজ ও দেশে আজেবাজে মানুষের সংখ্যা বেড়ে গেছে।

সমসাময়িক সমাজ বা দেশচিত্র সুন্দর এঁকেছেন।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০২

সাইন বোর্ড বলেছেন: খুব ভাল বলেছেন । অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.