নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

সামাজিক দূরত্ব মেনে এবার বেরিয়ে পড়ুন ।

৩১ শে মে, ২০২০ সকাল ১০:৪৪


আজ থেকে শুরু হলো হার্ড ইমিউনিটি অর্জণের অব্যাহত প্রচেষ্টা । বাইরে বের হয়ে স্বাভাবিক কাজ কর্ম করো, আক্রান্ত হও, আবার নিজেই সেরে উঠো । আর যারা সেরে উঠতে পারবেন না, তারা ? ধরে নিলাম ৮০% মানে বার কোটি মানুষ যদি আক্রান্ত হয়, তবে ১% মারা গেলেও বার লাখ মানুষ মারা যায় ।

এরা সবাই কি সলিমদ্দি, কলিমদ্দি, জয়তুন নেছা, রূপচৈতন, কাঁথা, বালিশ ?

না, বেশির ভাগই হয়ত নিচ তলার মানুষ; এমন কি কোন তলা'ই নেই অনেকের; রাতে শুধু শোয়ার জায়গাটুকু আছে । বাকীরা ? হ্যাঁ, কিছু এত বেশি উপর তলার যে, মুখ আকাশের সমান উচু করে ধরলেও তাদের নাগাল পাওয়া যাবে না ।

জেনে রেখ, তারাও কিন্তু মরবে ।

আর আমি তুমি সে মানে ১ ২ ৩ । নিছকই কয়েকটা সংখ্যা । কোন গুণার মধ্যেই পড়েনা ।

তাহলে আর দেরি কেন ? চলুন এবার বেরিয়ে পড়ি । জীবনের চেয়ে অর্থনৈতিক মুক্তি আমাদের বেশি জরুরী । করোনা পরিস্থিতি উর্ধ্বমুখী না নিম্নমুখী - সেটা বিবেচ্য নয় ।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২০ সকাল ১১:৩৩

রাকু হাসান বলেছেন:

দ.কোরিয়া কে বলা হয় করোনা নিয়ন্ত্রণে অনেকটাই সফল। সংক্রমণ নিয়ন্ত্রণের কারণে স্কুল খুলে দিয়েছিল,তারপর বাড়া শুরু করে সংক্রমণ । এখন আবার স্কুল বন্ধ আছে। ভয়াবহ কিছুর দিকে হয়তো যাচ্ছি। হার্ড ইমিউনিটি সহজ কিছু না ,

৩১ শে মে, ২০২০ রাত ৯:১৫

সাইন বোর্ড বলেছেন: তারা বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিল এবং কার্যকরী পদক্ষেপ নিয়েছে ।

আমার তো মনে হচ্ছে এবার করোনার বীজ বোনা হলো, এখন চারা গজাবে এবং তা বৃক্ষে রূপ নিবে । জানিনা, এর জন্য আমাদের কতটা মূল্য দিতে হয় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ৩১ শে মে, ২০২০ সকাল ১১:৪০

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। বাস্তবতা ও সময় মানুষকে যে শিক্ষা দেয় তা অমলিন। কাজেই সময়ের চাপেই মানুষ করোনার এই ভয়াবহতাকে জয় করতে না পারলেও উপেক্ষা করে হলেও জীবিকার তাগিয়ে বাইরে বের হতে বাধ্য হবে। এটাই সময়ের চাহিদা।

৩১ শে মে, ২০২০ রাত ৯:০৯

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, ঝুঁকি তো আমাদেরকে নিতেই হবে । এ ছাড়া আর উপায় কি !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ৩১ শে মে, ২০২০ সকাল ১১:৫১

আমি সাজিদ বলেছেন: একটু গুগল করেন বা পড়েন৷ ভ্যাকসিন ছাড়া ভাইরাসের বিরুদ্ধে হার্ড ইম্ম্যুনিটি এভিভ করা কখনোই সম্ভব হয় নাই। আসলে আমরা সর্ব বিষয়ে পন্ডিত সব কাজের কাজী জাত।

৩১ শে মে, ২০২০ দুপুর ২:৪৩

সাইন বোর্ড বলেছেন: সেটা আমিও বিশ্বাস করি, কিন্তু যারা দেশ পরিচালনা করছে, তারা অন্য কিছু ভাবছে, তবে এর জন্য আমাদের সবাইকে অনেক মূল্য দেওয়া লাগতে পারে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:১০

পদ্মপুকুর বলেছেন: বহুবছর আগে সৈয়দ ওয়ালীউল্লাহ লালসালুতে বলেছিলেন 'জান না থাকলে ধান দিয়ে কি হবে?'....

৩১ শে মে, ২০২০ দুপুর ২:৩৯

সাইন বোর্ড বলেছেন: উনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন লেখক ছিলেন, তাই বাস্তবতাকে খুব বেশি উপলব্ধি করতে পেরেছিলেন ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:১১

পদ্মপুকুর বলেছেন: এতদিন পরে এসে সৈয়দ সাহেব অপ্রাসাঙ্গিক হয়ে গেছেন মনে হচ্ছে।

৩১ শে মে, ২০২০ দুপুর ২:৪০

সাইন বোর্ড বলেছেন: না, মোটেই উনি অপ্রাসঙ্গিক হয়ে যাননি ।

৬| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৪৫

ঢাবিয়ান বলেছেন: না খুলে উপায় বা কি? তবে আদ্রতা ও তাপমাত্রা হয়ত বাচিঁয়ে দেবে আমাদের দেশের মানুষকে।

৩১ শে মে, ২০২০ দুপুর ২:৩৪

সাইন বোর্ড বলেছেন: আমি বিশেষজ্ঞ নই, তবে আদ্রতা ও তাপমাত্রা করোনা থেকে বাঁচাতে আমাদের কিছুটা সহায়তা করবে, এর পিছনে শক্ত কোন যুক্তি আমি পাইনি । আপনার জানা থাকলে সেটা উল্লেখ করুণ । নিচে দুজন ব্লগার বন্ধুও বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে জানতে চেয়েছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: কেউ জানে না কি হতে চলেছে।

৩১ শে মে, ২০২০ রাত ৯:০৭

সাইন বোর্ড বলেছেন: কয়দিন পরেই হয়ত আমরা এর সুফল পেতে থাকব, সেটা নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:৪১

নেওয়াজ আলি বলেছেন: কি জানি কি হয়। বাঁচি কিনা

৩১ শে মে, ২০২০ রাত ৯:০৫

সাইন বোর্ড বলেছেন: মৃত্যুভয় আমাকেও জাপটে ধরেছে, কোন কিছুই স্বাভাবিকভাবে করতে পারছি না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৯| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:৪৪

আমি সাজিদ বলেছেন: ঢাবিয়ান আপনার কথার ব্যাখ্যা দেন।

৩১ শে মে, ২০২০ দুপুর ২:৩৬

সাইন বোর্ড বলেছেন: এখনো উনি কোন ব্যাখা দেননি, দেয়ার জন্য হয়ত ভাবছেন ।

১০| ৩১ শে মে, ২০২০ দুপুর ২:০৫

বিজয় নিশান ৯০ বলেছেন: ঢাবিয়ান আদ্রতা ও তাপমাত্রা আমাদের বাঁচিয়ে দেবে এই কথার ভিত্তি কি ?

৩১ শে মে, ২০২০ দুপুর ২:৩৬

সাইন বোর্ড বলেছেন: এখনো উনি কোন ব্যাখা দেননি, দেয়ার জন্য হয়ত ভাবছেন ।

১১| ৩১ শে মে, ২০২০ দুপুর ২:৫৭

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: না, মোটেই উনি অপ্রাসঙ্গিক হয়ে যাননি ।
এখন আমরা যেমন জানের পরোয়া না করে ধানের জন্য হত্যে দিয়ে পড়েছি, সে অর্থে বলেছি। আজকের সংবাদ দেখেছেন? ২৫৪৫ জন আক্রান্ত এবং ৪০ জন মারা গেছেন....

০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৪৮

সাইন বোর্ড বলেছেন: আপনার ইঙ্গিতটা আমি বুঝতে পেরেছি, আজকের খবরটা শোনার জন্য অপেক্ষা করছি...

১২| ৩১ শে মে, ২০২০ বিকাল ৩:১৭

ঢাবিয়ান বলেছেন: করোণা ভাইরাস বিস্তারে তাপমাত্রা ও আদ্রতার প্রভাব গুগলে সার্চ দিলে অনেক ফিচার পাবেন।

গরম প্রধান দেশগুলোতে শীত প্রধান দেশগুলোর চেয়ে করোনাভাইরাসের বিস্তার তুলনামূলক কম হওয়ার কারণ নিয়ে চলছে অনেক গবেষনা। কেন শীত প্রধান দেশগুলোতে এত প্রাণসংহার?

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণায় দেখতে পান যে, বাতাসের আদ্রতা ২০ শতাংশ মানে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংক্রমণশীল ভাইরাস ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং তাদের সংক্রমণশীলতা ছড়াতে পারে। আবার ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের আর্দ্রতা যখন ৫০ শতাংশে গিয়ে পৌঁছে তখন ৩ দিন পর স্টেইনলেস স্টিলে ভাইরাসের পরবর্তী আর বিস্তার দেখা যায় না। তাদের ফলাফলও বলছে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাইরাস দ্রুত অকার্যকর হয়ে পড়ে।

চীনের বেইহাং এবং সিনঘুয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, চীনের শতাধিক শহরে আবহাওয়া উষ্ণ এবং সেখানকার আদ্রতা বাড়তে থাকায় কোভিড-১৯য়ের প্রকোপ কমেছে।

তবে সেই সাথে এটা মনে রাখতে হবে যে উচ্চ তাপমাত্রা ও আদ্রতায় করোনা ভাইরাস হয়ত কিছুটা ধীরে বিস্তার করে কিন্ত তার মানে এই নয় যে বিস্তার করে না। করোনা মুলত ছড়ানো মানুষ থেকে মানুষের সংস্পর্শে। সুতরাং সোস্যাল ডিস্ট্যন্স মেনে না চললে এর বিস্তার প্রতিরোধ সম্ভব নয়।

৩১ শে মে, ২০২০ রাত ৯:০৪

সাইন বোর্ড বলেছেন: এইটা করোনা প্রতিরোধে কতখানি সহায়ক হবে, সেটা এখন দেখার বিষয় । তবে খুব একটা সুবিধা করতে পারব বলে মনে হয় না ।

বিষয়টা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

১৩| ৩১ শে মে, ২০২০ বিকাল ৩:২৮

ঢাবিয়ান বলেছেন: গত ২৪ ঘন্টায় ২৫৪৫ জন আক্রান্ত এবং ৪০ জন মারা গেছেন!!! লকডাউন তুলে নেবার আগেই এই অবস্থা, সামনে কি অপেক্ষা করছে কে জানে !

৩১ শে মে, ২০২০ রাত ৯:০১

সাইন বোর্ড বলেছেন: যথেষ্ট আতংকিত হওয়ার মত খবর । জানিনা সামনে কি অপেক্ষা করছে ।

১৪| ৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৮

শের শায়রী বলেছেন: আমাদের মত দেশে আসলে কি আর কিছু করার আছে? যেদেশের অধিকাংশ মানুষ দিন আনে দিন খায় (যদিও কাগজ কলমে আমার মধ্যবিত্তের কাতারে) সেদেশে আর কি কোন অপশান আছে? আরো ১৫ দিন বা এক মাস অঘোষিত ছুটি যদি থাকে তারপর? সব থেকে বড় কথা এত দিন ছুটিতে যেটা ধীরে ধীরে হয়েছে এবার হয়ত দ্রুত হবে যা আজকের পরিসংখ্যানে অল রেডি দেখা গেছে। আসলে সবাই নিরূপায় এই ক্ষেত্রে আমার ধারনা।

৩১ শে মে, ২০২০ রাত ৮:৪৮

সাইন বোর্ড বলেছেন: আপনার ভাবনা অবশ্যই ঠিক আছে যদি আগামিতে বড় ধরণের করোনা মহামারিতে না পড়ি, এখন শুধু সময়ের অপেক্ষা ভাল ভাল যেন পার করতে পারি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৫| ৩১ শে মে, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৪০,
নতুন আক্রান্ত ২,৫৪৫,
সুস্থ ৪০৬ জন।
নমুনা পরীক্ষা ১১,৮৭৬
মোট মৃত ৬৫০,
আক্রান্ত ৪৭,১৫৩,
সুস্থ ৯,৭৮১ জন

০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৪৯

সাইন বোর্ড বলেছেন: আজকের খবরটা শোনার জন্য অপেক্ষা করছি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.