নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

দুই আনার জীবন

০৬ ই জুন, ২০২০ রাত ৯:৪৪


অতপর সাতটা হাসপাতাল ঘুরে আবার ফিরে আসল ঢাকা মেডিকেলে । রোগী তখনো অ্যাম্বুলেন্সের ভেতর শুয়ে কাতরাচ্ছে । আরেকবার পৃথিবীকে পরিপূর্ণভাবে দেখার খুব ইচ্ছে তার । তাই যথাসাধ্য শ্বাস নেওয়ার চেষ্টা করছে ।

কোথাও একটিও আইসিইঊ বেড খালি নেই । এক বোতল অক্সিজেন, না সেটাও নেই কিংবা দেওয়া যাবে না । করোনা রোগী । হাত দিয়ে ছুঁয়ে দেখাতেও ভয় । আর চিকিৎসা মানে পরীক্ষা-নিরীক্ষা, প্রশ্নই উঠেনা ।

তবু দ্বিতীয় বারের মত ঢাকা মেডিকেলে ফিরে আসার অর্থ নিজেকে শুধুই শান্তনা দেওয়া । নিষ্ঠুরতার শেষ পেরেকটি বুকের মধ্যে হাতুড়ি দিয়ে পুঁতে দেওয়ার জন্যে কাউকে সুযোগ করে দেওয়া । হয়ত এটা ওদের অভ্যাস হয়ে গেছে । লেবুর সরবতের মতো, ঢক ঢক করে খেয়ে ফেলা । প্রথমেই তো বলে দিয়েছিলাম, এখানে কোন সুযোগ নেই, আবার কেন এনেছেন ?

ততক্ষণে স্ত্রীর কোলের উপর মাথা রেখে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছে রোগী । বত্রিশ বছরের জীবন, বিনা চিকিৎসায় শেষ ! সে কি কাউকে অভিশাপ দিয়ে গেল ?

না, সে কাউকে অভিশাপ দিয়ে যায়নি বরং অভিমান করে চলে গেল । কোটি টাকা হাতে নিয়ে যে সন্তান তার বাবাকে নিয়ে হাসপাতালের পর হাসপাতাল ঘুরে কোথাও ভর্তি করা তো দূরের কথা, এক বোতল অক্সিজেনও জোগাড় করতে পারেনি; অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছে । আর সে তো অতি দরিদ্র একজন মানুষ । একটু অভিমান করেছে, তাই বলে মৃত্যুতে তার কোন দুঃখ নেই ।

আর দুঃখ করেই বা কি হতো ? তার মত কত মানুষই তো আজ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এই দেশে, এই সময়ে !



মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২০ রাত ৯:৫৪

বিজন রয় বলেছেন: পুরো দেশের চিত্র এটিই।

আমাদের দেশের নেতাদের বুদ্ধি অনেক বেশি তো, সেজন্য এই অবস্থা।

আপনি ভাল আছেন তো প্রিয় সাইন বোর্ড।

০৬ ই জুন, ২০২০ রাত ১০:০০

সাইন বোর্ড বলেছেন: এখন পর্যন্ত ভাল আছি, তবে খুব ভয়ে আছি । যতটুকু সম্ভব সাবধানে থাকার চেষ্টা করছি । আপনিও সাবধানে থাকুন এবং ভাল থাকুন । শুভ রাত্রি ।

২| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:০৭

ঢাবিয়ান বলেছেন: বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের স্বাস্থ্য প্রতিষ্ঠান বা হাসপাতালগুলোকে জবাবদিহির আওতায় এনে কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা অবশ্যই সম্ভব।

কিন্ত ..

০৬ ই জুন, ২০২০ রাত ১০:১৬

সাইন বোর্ড বলেছেন: কিছুদিন তো দেখলাম বসুন্ধরার নতুন হাসপাতাল নিয়েও অনেক লেখালেখি, পাবলিসিটি হলো; এখন আর কোন খবর পাই না ।

প্রথম থেকেই বেসরকারী হাসপাতালকে সরকার পক্ষ থেকে এ্যভয়েড করা হয়েছে, এর কারনও নিশ্চয় একটা আছে । এখনো কার্যকরী কোন পদক্ষেপ চোখে পড়েনা । অথচ মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ।

৩| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:০৯

আমি সাজিদ বলেছেন: শুরুতেই গলদ। সিস্টেমেই গলদ৷রোগী বাড়লে কি করবে সেটার প্ল্যান ছিল না। প্রতিটা জেলায় সিভিল সার্জনের অফিস থেকে হেল্প লাইনের ব্যবস্থা করা যেতো। কোন হস্পিটালে সিট খালি আছে, কোথায় আইসিইউ আছে খালি এইসব বাসা থেকে জেনে রোগী বের হতো, এতো ঘুরাঘুরি করা লাগতো না। খুব খারাপ লাগতেসে এইসব দেখে।

৪| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:১৫

আমি সাজিদ বলেছেন: সাবধানে থাকেন নিরাপদে থাকেন। কেস বাড়তেসে। জোন লক ডাউনের আগে যে কান্ড হইসে তার রেষটা থাকবে এই মাস।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:২৫

সাইন বোর্ড বলেছেন: চেষ্টা করছি যতটা সম্ভব নিরাপদে থাকতে, আপনিও সাবধানে থাকুন ।

৫| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:২০

ঢাবিয়ান বলেছেন: দেশের স্বাস্থ্য সেক্টরের বারোটা বাজিয়ে নিজেদের একটু সর্দি কাশি হলেই সিঙ্গাপুর, লন্ডন দৌড়াতেন রাজনীতিবিদেরা। মহামারীর সময় রাজনীতিবিদিদের কীর্তিকান্ডের মাশুল দিচ্ছে জনগন।

৬| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষ পর্যন্ত জীবনের কোনো দামই নাই। একটা গান ছিল - সব জিনিসের মূল্য আছে, মানুষের দাম নাই। করোনা মহামারীতে প্রতিদিনই আমরা তার প্রমাণ পাচ্ছি। সারাদেশের প্রতিদিনের ঘটনার একটা নিষ্ঠুর বাস্তবচিত্র উঠে এসেছে লেখায়।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:২৩

সাইন বোর্ড বলেছেন: সত্যিই মৃত্যুর কাছে কতটা নিরুপায় আমরা ! এই মহামারি সময়েও মানুষ একটু মানবিক হতে পারছে না, এটা আরো কষ্টের !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:৪৪

ধুঁপছায়া বলেছেন: আহ জিবন!!আহারে জীবন!!!

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:২০

সাইন বোর্ড বলেছেন: এখন আসলে কানা কড়িও দাম নাই, আমি মনে হয় একটু বাড়িয়েই লিখেছি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: বড্ডো অমানবিক একটা পরিস্থিতি, বড্ডো অসহনীয়!
এখনো সময় আছে, বা যতটা আছে, সোজা আঙুলে ঘি উঠবে না। প্রাইভেট হাসপাতালগুলোকে একটা পাক্কা ওয়ার্নিং দিয়ে সুলভ ও স্বল্পমূল্যে জনসাধারণকে কোভিডের চিকিৎসা প্রদানের জন্য সতর্ক করা হোক। এতে কথায় চিড়ে না ভিজলে লাইসেন্স বাতিল করে হাসপাতালগুলোকে সরকারি ব্যবস্থাপনায় নেয়া হোক।
মানুষ না বাঁচলে কিসের হাসপাতাল আর কিসের স্বাস্থ্যমন্ত্রী!

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:১৯

সাইন বোর্ড বলেছেন: প্রাইভেট হাসপাতালগুলোকে চিকিৎসায় সুযোগ করে না দেওয়ার ব্যাপারে মনে হয় কোথাও একটা ঘাপলা আছে । তা না হলে মানুষ এভাবে মারা যাবার পরও কেন তারা সিদ্ধান্ত নিতে পারছে না ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৯| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: দেশ নাকি উন্নয়নের মহাসড়কে?

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:১৬

সাইন বোর্ড বলেছেন: এখন সে আরো গতি পেয়েছে, ঘন্টায় ১২০ মাইল...

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১০| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বলতে গেলে সারা পৃথিবীর চিত্র অনেকটা এরকমই ।
কোন দেশে একটু ভালো ।
কোন দেশে এর চেয়েও খারাপ।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:১৫

সাইন বোর্ড বলেছেন: এটা একটা শান্তনার বাণী, এসব নিয়েই আমাদেরকে আপাতত বেঁচে থাকার যুদ্ধ করে যেতে হবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১১| ০৬ ই জুন, ২০২০ রাত ১১:১১

মীর আবুল আল হাসিব বলেছেন: দুই আনার থেকেও কম।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:১০

সাইন বোর্ড বলেছেন: এখন আসলে কানা কড়িও দাম নাই, আমি একটু বাড়িয়েই লিখেছি ।

আবারও ধন্যবাদ ।

১২| ০৬ ই জুন, ২০২০ রাত ১১:৫৬

মা.হাসান বলেছেন: দুঃখিত , আপনার কাহিনী বিশ্বাস করিতে পারিলাম না।

কেহ যদি কিডনি হাসপাতালে ডেলিভারি রোগী লইয়া যাইয়া প্রত্যাখ্যাত হয় তবে কি হাসপাতালের দোষ? এই ক্ষেত্রে এই রকম কিছু হইয়াছে বলিয়া মনে হয়; কেননা আমার জানামতে দেশের হাসপাতালগুলিতে আমজনতা ভিআইপি ট্রিটমেন্ট পাইতেছে।

প্রমাণ হিসাবে দুইটি উদাহরণ দিতেছি।
১) আলহাজ্ব জনাব মকবুল হোসেন সাহেব আমজনতার একজন। উনি কোন এক সময়ে সংসদ সদস্য ছিলেন কিন্তু তাহা অনেক পূর্বের কথা। আম মানুষের এই প্রতিনিধি অসুস্থ হইবার পর একটি বেসরকারি হাসপাতালে পুরাদস্তুর চিকিৎসা পাইয়াছেন। উনার হায়াত ছিল না, আল্লাহর মাল আল্লাহ হইয়া গিয়াছে; কিন্তু এই সাধারণ আদমি বিনা চিকিৎসায় মারা গিয়াছেন এই কথা কেহ বলিতে পারিবে না।

২) জনমানুষের নেতা, একাধিকবারের মন্ত্রী জনাব মোঃ নাসিম কয়েকদিন পূর্বে অসুস্থ হন। এখন কিন্তু তিনি মন্ত্রী নন, এখন তিনি একজন সাধারন মানুষ হিসেবেই হাসপাতালে চিকিৎসা লইয়াছেন। শ্বাস কষ্ট শুরু হইবার পর আইসিইউ পাইয়াছেন। অপারেশনের দরকরা ছিলো তাহাও হইয়াছে। ম্যাঙ্গো পিপলের একজন- এই সাবেক মন্ত্রীর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড পর্যন্ত বসানো হইয়াছে । ঘরে ঘরে তার জন্য প্রার্থনা হইতেছে । আন্তরিকভাবে কামনা করি, তিনি যেন সুস্থ হইয়া ফিরিয়া আসেন, আমাদেরকে তিনি যে ঋণে আবদ্ধ করিয়াছেন, ভবিষ্যতে তাহার কিয়দাংশ হইলেও যেন শোধ করিতে পারি।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:১৩

সাইন বোর্ড বলেছেন: দেখুন, রোগীর সম্পর্কে জানার আগেই যদি তাকে বিতাড়িত করে দেওয়া হয়, তবে রোগ নির্নয় কেডা করব ? ওসব কিছু না, সব হলো করোনার ভয় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৩| ০৭ ই জুন, ২০২০ রাত ১২:২৪

নেওয়াজ আলি বলেছেন: আরে এক আনার জীবনও না

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:০৯

সাইন বোর্ড বলেছেন: এখন আসলে কানা কড়িও দাম নাই, আমি একটু বাড়িয়েই লিখেছি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৪| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন :(

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:০৮

সাইন বোর্ড বলেছেন: অনেক মূল্যবান অনেক তুচ্ছ ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৫| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩০

পদ্মপুকুর বলেছেন: কষ্টকর, অত্যন্ত কষ্টকর। আসলে প্রতিটা দুর্যোগই মানবজীবনের বিভিন্ন চরিত্র উম্মোচন করে দেয়। মানুষের খারাপ দিকগুলো যেমন প্রকাশ পাচ্ছে, উল্টোপাশে অসংখ্য ভালো, অনুকরণীয় ঘটনাও ঘটছে। এই যে আপনি এই সংবাদে ব্যথিত হচ্ছেন, সেটা আপনার মধ্যে ভালোটুকু আছে বলেই ঘটছে।

এখন আমরা আশা করতে পারি যে এই দুর্যোগের অভিজ্ঞতায় হয়তো সামনের দিনগুলোতে মানুষ আরও মনুষ্যত্ববোধসম্পন্ন হবে।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:০৭

সাইন বোর্ড বলেছেন: সেটাই একমাত্র কাম্য, সামনে যেন আমরা সুদিন দেখতে পাই ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৬| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:৫৬

ফেনা বলেছেন: জীবন আর দেশ দুই-ই এখন করোনায় করুণ সময় পার করছে। এখন শুধু উপরঅয়ালার কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই।

ভাল এবং সুস্থ থাকুন সতত।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:০৬

সাইন বোর্ড বলেছেন: আপনিও ভাল থাকুন, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.