নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
যে মানুষগুলো তাদের পরিবার পরিজন নিয়ে এখনি গ্রামে ফিরতে শুরু করেছে, তাদের আয়হীন সংসার । করোনার চেয়েও বড় অসুখ তাদেরকে শংকিত করে তুলেছে । তাই গ্রামই এখন ওদের জন্যে সব চেয়ে নিরাপদ আশয় । ওখানে অন্তত প্রতিমাসে ঘরভাড়া গুণতে হবেনা, খাদ্যও কিছু একটা হয়ত জুটে যাবে ।
বলা হচ্ছে আগামিতে খুব প্রম্প্রতি এক হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যাবে । বর্তমান অবস্থার কথা চিন্তা করলে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা । এতে করে লক্ষ লক্ষ শ্রমিক, কর্মচারী বেকার হয়ে যাবে । গার্মেন্টস বাদে অন্যান্য যে সমস্ত শিল্প-কলকারখানা; বলা বাহুল্য এসবের উপর দিয়েও একটা টর্নেডো বয়ে যাবে । সেগুলোও অনেকটাই নড়বড়ে হয়ে যাবে । দেশের সার্বিক অর্থনৈতিক এই মন্দা অবস্থার কারণে এসব প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম অভ্যাহত রাখলেও অনেকাংশে সেল কমে যাবে । যার ফলে কর্মচারীর বেতনসহ অন্যান্য খরচাদি মিলিয়ে আর পূর্বের মত লাভজনক অবস্থায় পৌছাতে পারবে না । তাই, অনেকটা বাধ্য হয়েই এ সমস্ত প্রতিষ্ঠানের মালিকগণ শ্রমিক, কর্মচারী ছাঁটাই করবে ।
এ অবস্থায় নিঃসন্দেহে বলা যায় সামনে আমাদের জন্যে একটা বড় ধরণের বেকারত্বের ধাক্কা অপেক্ষা করছে । এ ধাক্কায় অনেক দক্ষ কর্মচারীও বেকার হয়ে পড়ার সম্ভাবনা আছে । যার শুরু হয়ত কোন কোন জায়গায় হয়েও গেছে ।
করোনার চেয়েও এই মহামারী অসুখ থেকে আমাদের বাঁচার উপায় কি ? গ্রামে ফিরে যাওয়ায় কি এর একমাত্র সমাধান ?
১০ ই জুন, ২০২০ দুপুর ১:০৭
সাইন বোর্ড বলেছেন: আমিও ঠিক বুঝতে পারছি না, কি কারণে আপনাকে এভাবে ঝুলায়ে রাখছে । ধৈর্য্য ধরেন, ধৈর্য্যে ফল লাভ হয় । আপনার জন্যেও হয়ত ভাল কিছু একটা অপেক্ষা করছে ।
২| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:১১
আহলান বলেছেন: আয়হীন মানুষ যে কতটা অসহায়! আল্লাহ তুমি রহম করো। পরিবার পরিজনের মুখে অন্তত তিনবেলা কিছু আহার তুলে দিতে না পারলে একজন মানুষ নিজেকে চরম অসহায় ভাবে ... অন্যান্য চাহিদা না হয় বাদই দিলাম। কি দিয়ে যে কি হবে?
১০ ই জুন, ২০২০ দুপুর ১:১৬
সাইন বোর্ড বলেছেন: সত্যিই খুব কষ্টের কথা, বিশেষ করে যারা পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন থেকে ঢাকায় আছেন ।
জানিনা আল্লাহ আমাদের কি পরীক্ষা নিচ্ছেন !
ভাল থাকুন, শুভ কামনা রইল ।
৩| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:২৬
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "সত্যিই খুব কষ্টের কথা, বিশেষ করে যারা পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন থেকে ঢাকায় আছেন ।
জানিনা আল্লাহ আমাদের কি পরীক্ষা নিচ্ছেন ! "
-কোন বিষয়ে পরীক্ষা তাও জানেন না? পরীক্ষা হবে 'ফাইন্যান্স'এ।
ফাইন্যান্স অনার্সের পুরান বই কিনে পড়ার শুরু করেন; অখাদ্য কুখাদ্য ২/৩ লাইন পদ্য লিখে পাশ করতে পারবেন না।
১০ ই জুন, ২০২০ দুপুর ১:৩৯
সাইন বোর্ড বলেছেন: ব্যক্তিগত আক্রমণের্ এই মন্তব্যের উত্তর দিতে গিয়ে আপনার মত পায়খানার ট্যাংকির ভেতর নেমে গোসল দিতে পারছিনা বলে দুঃখিত ।
৪| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশ মধ্য পঁচাত্তরের আর্থিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। অবস্থার উন্নতি না হলে দেশ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে।
১০ ই জুন, ২০২০ দুপুর ১:৪৫
সাইন বোর্ড বলেছেন: সেরকমটাই মনে হচ্ছে, কারণ ইতোমধ্যে কারো কারো চাকুরী চলে গেছে, সামনে আরো অনেকের যাবে । দেশে যে ব্যাপকভাবে বেকারত্ত্ব বাড়বে, এটা স্পষ্ট ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৫| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৪৫
নেওয়াজ আলি বলেছেন: এই কষ্ট ভুক্তভোগী বুঝে। অনেক ঝামেলায় দিন কাটছে
১০ ই জুন, ২০২০ দুপুর ১:৪৭
সাইন বোর্ড বলেছেন: বাস্তবতা অনেক কঠিন, এটা সবাই বুঝবে না ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:৪৩
রাজুরনি বলেছেন: গ্রামে চলে গেলে কোন সমস্যার সমাধান হবে না বরং এখানে থেকেই যে কোন কিছুর ব্যবস্থা করিতে হইবে। আর এতেই তাদের পরিবার ভাল থাকতে পারবে।
১০ ই জুন, ২০২০ রাত ৯:৩৭
সাইন বোর্ড বলেছেন: ঢাকা থেকে কিছু করতে পারলে তো অবশ্যই ভাল, কিন্তু এই মুহূর্তে সেটা করা কয় জনের পক্ষে সম্ভব হবে - সেটাই বড় কথা ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৭| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: বহু লোকের চাকরি চলে যাচ্ছে। আবার বহু লোক কিন্তু চাকরি পাচ্ছেও। আমার ছোট ভাইয়ের চাকরি হলো পপুলারে।
আমার নিজেরই গ্রামে চলে যাবার ইচ্ছা আছে।
১০ ই জুন, ২০২০ রাত ৯:৫৭
সাইন বোর্ড বলেছেন: আপনার ছোট ভাই ভাগ্যবানদের একজন, কারণ এই মুহূর্তে চাকুরী চলে যাওয়া সব বেকাররের সহজেই চাকুরী পাওয়াটা এত সহজ না ।
আর আপনি গ্রামে বড় জোর বেড়াতে যেতে পারেন, ওখানে কন্টিনু করতে পারবেন না ।
৮| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দক্ষ হাতে পরিস্থিতি ট্যাকল করতে না পারলে দুর্ভিক্ষ আসন্ন।
১০ ই জুন, ২০২০ রাত ৯:৫৯
সাইন বোর্ড বলেছেন: সেরকমই একটা আভাস পাওয়া যায়, পরিস্থিতি ট্যাকল দেওয়ার মত কোন অবস্থা আপাতত চোখে পড়ছে না ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৯| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৪৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত হতে হবে ,নয়তো গ্রামেই যাক বা শহরেই যাক মুক্তি নেই।
১০ ই জুন, ২০২০ রাত ১০:০৩
সাইন বোর্ড বলেছেন: অর্থনৈতিক এই বৈষম্য থেকে মুক্ত করবে কে ? নিশ্চয় সরকারকে সে উদ্যোগ নিতে হবে । যেখানে প্রনোদনার টাকা পাওয়ার পরও মালিক পক্ষ শ্রমিকদের বেতন দেয় না । সেখানে আর কি আশা করা যায় ?
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
১০| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৫৫
সাহাদাত উদরাজী বলেছেন: আমি নিজেই ইচ্ছাকৃত ভাবে কোন ছোট শহরে চলে যাব বা আমাদের গ্রামের বাড়ি। ধনী হবার আর চেষ্টা করতে ইচ্ছা হয় না!
১০ ই জুন, ২০২০ রাত ১০:০৬
সাইন বোর্ড বলেছেন: মানসিকভাবে এরকম প্রস্তুতি থাকলে তো ভালই, কিন্তু যারা দীর্ঘ দিন ঢাকা আছে, তাদের পক্ষে হুট করে গ্রামে গিয়ে কতদিন থাকা সম্ভব হবে - সেটা একটা ব্যপার ।
তবু পরিস্থিতি যদি বাধ্য করে, এ ছাড়া আর উপায় কি ?
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: আমি ব্লগিং করাই ছেড়ে দিবো। অনেক সহ্য করেছি। আর না। এমন কোনো অপরাধ করি নাই যে আমাকে এত দিন জেনারেল করে রাখবে।