নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
একজন আইনজীবী গতকাল যেটা চেয়েছেন হাইকোর্টে রিট আবেদন দাখিলের মাধ্যমে ঢাকা মহানগরীর পুরো এলাকাকে লকডাউন ঘোষণা করার
ব্যাপারাটা এমন নয় যে এটা শুধু উনার একার'ই চাওয়া । এই চাওয়াটা আসলে অনেকেরই; কিন্তু সবাই তো আর এই কাজটা করতে পারবেন না
উনি পেরেছেন এজন্য যে প্রথমতঃ উনি একজন আইনের লোক, দ্বিতীয়তঃ মানুষের প্রতি একটা দায়বদ্ধতাও নিশ্চয় কাজ করেছে উনার মধ্যে । যাইহোক, রেফারেন্স হিসেবে গত ২৮ জুনের সর্বসম্মত একটা সিদ্ধন্তের কথাও তিনি উল্লেখ করেছেন; যেখানে ঢাকাকে লকডাউন করার কথা বলা হয়েছিল এবং নিম্ন ও প্রান্তীক আয়ের মানুষদের স্বাভাবিক জীবন-যাত্রা নির্বাহের জন্যে যা যা করা দরকার, তারও একটা দিক নির্দেশণা ছিল ।
নয়তো অব্যাহত মৃত্যুকে মেনে নিতে হবে; যেটা অলরেডি আমরা প্রতিদিনই মেনে নিচ্ছি
আমাদের কাঁচাবাজার, মাছের বাজার, চালের বাজার, পান-শুপারির বাজার যেমন একটার সাথে আরেকটা মিলেমিশে একাকার হয়ে আছে, তেমনি রাজাবাজারের সাথে অন্যান্য বাজারও আছে । তাই, এক রাজাবাজারকে রেড জোন হিসেবে লকডাউন করে ঢাকাকে বাঁচানো যাবেনা মানে সংক্রমণ ও মৃত্যু হার কমানো যাবেনা
এটা অনেকে বুঝলেও অর্থনীতির চাকাওয়ালারা বুঝছেন না । তারা চাকা ঘুরানোর জন্য অতি ব্যস্ত হয়ে পড়েছেন
চাকা ঘুরছে ঠিকই, সাথে সংক্রমণ ও মৃত্যু হারের রেখাচিত্রটাও উর্ধ্বমুখী হচ্ছে । তাই, এই আইনজীবীর রিট আবেদনে ফিট না হয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও লোকজনকে এখনি জেগে উঠা উচিৎ মানুষকে বাঁচাতে, করোনা থেকে মুক্তি পেতে
যদিও ইতোপূর্বে এরকম কিছু রিট আবেদন আমরা করতে দেখেছি, যা কোন পাল্টা মিছাইল ছাড়াই চোখের পলকে ভূপাতিত হয়েছে, কেউ টেরও পায়নি । আর এখন তো ঘুরন্ত চাকার সাথে আমাদের চাকা চাকা হওয়ার সময় !
১২ ই জুন, ২০২০ সকাল ১১:৫৫
সাইন বোর্ড বলেছেন: মৃত্যু সবার জন্যেই অবধারিত একটা বিষয়, কিন্তু এমন কিছু দেশ আমরা দেখেছি, যারা কঠিন লকডাউন পালন করে সফলতা পেয়েছে । সেই তুলনায় বাংলাদেশ প্রথম থেকেই ঢিলেঢালা ভাবে নির্দেশনা ও তা মানা হয়েছে । এখন যে অবস্থা সামনে যদি আরো বাড়ে, তাহলে পৃথিবীর অনেক দেশই বাংলাদেশের সাথে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে । তখন অর্থনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, একবার চিন্তা করে দেখুন ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: করোনা থেকে বাচতে হবে কঠিন লকডাউন দিতে হবে। এবং জনগন যেন লকডাউন মেনে চলে সেই ব্যবস্থা নিতে হবে।
১২ ই জুন, ২০২০ বিকাল ৪:৩২
সাইন বোর্ড বলেছেন: এ ব্যপারে সরকার আন্তরিক না হলে কিছুই সম্ভব না ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:৩৮
নেওয়াজ আলি বলেছেন: বিপদজনক অবস্থা
১২ ই জুন, ২০২০ বিকাল ৪:৩১
সাইন বোর্ড বলেছেন: আজকের রিপোর্ট আরো ভয়ংকর ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৪| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: রিট গৃহীত হোক বা না হোক এটা সরকারকে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে সাহায্য করবে আশা করি। যে যার অবস্থান থেকে চেষ্টা করবে এটাই স্বাভাবিক।
১২ ই জুন, ২০২০ বিকাল ৪:৩০
সাইন বোর্ড বলেছেন: কিন্তু ফলাফল তো জিরো । আক্রান্ত, মৃত্যু হু হু করে বেড়ে চলেছে, এর শেষ যে কোথায়, বলা যাচ্ছে না ।
ব্যক্তি হিসাবে একজন মানুষ নিজে নিরাপদ থেকে অন্য কিছু মানুষকেও ভাল রাখতে পারে । কিন্তু সেরকম মানুষের সংখ্যা কয়জন ?
তাই, রাষ্ট্র শক্ত অবস্থানে না গেলে করোনা প্রতিরোধ করা সম্ভব না ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৫| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:০২
অগ্নি সারথি বলেছেন: অবিলম্বে সেই আইনজীবীকে রাজাকার আখ্যা দেয়া হোক! যে কোন উপায়েই জাতীয় প্রবৃদ্ধি ৮.২ এর উপ্রে রাখতে হবে। দেশে মানুষ না থাকলেও চলবে, শুধু দেশের মাটি থাকলেই চলবে।
১২ ই জুন, ২০২০ বিকাল ৪:২৫
সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই, মানুষ ছাড়া যখন ক্ষমতাই পাওয়া যায় তখন আর মানুষের দরকার কি ?
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৬| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৪
ইব্রাহীম আই কে বলেছেন: এতো কিছুর পরও আজকে শনাক্ত হওয়া আক্রান্তে ও মৃত্যুতে অন্যান্য দিন থেকে এগিয়ে আছে।
১২ ই জুন, ২০২০ বিকাল ৪:২৩
সাইন বোর্ড বলেছেন: মনে হচ্ছে এভাবে বাড়তেই থাকবে....
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০২০ সকাল ১১:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্বয়ং প্রধানমন্ত্রী বুঝে গিয়েছেন মৃত্যু যেভাবেই হোক হবে। সেখানে এখন আর লকডাউন/শাটডাউন দিয়ে কাজ হবে না। মনজিল মোরশেদ হলেন এটেনশান সিকার টাইপ। সব কিছুতেই রিট করা তেনার অভ্যাস। তিনি কি কারো জীবন/মৃত্যুর গ্যারান্টি দিতে পারবেন? যে কয়েকজন শিল্পপতি, ব্যবসায়ী মারা গিয়েছেন তারা কি কম সুরক্ষায় ছিল?