নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ডুবো জাহাজে চেপে বসেছে আষাঢ়ে মন ।

১৮ ই জুন, ২০২০ রাত ৯:৩০


কয়েক দিন হলো আষাঢ় এসেছে । অথচ থই থই জলে যেন ডুবে আছি আমরা কতদিন ! বৈশাখের প্রচন্ড খরায় যখন আমাদের মন পড়েছিল এক চিলতে মেঘের উপর, তখন এত বৃষ্টি হয়নি; তবু হাঁটুজল থেকে বুক অব্দি ডুবতে ডুবতে এখন যেন তলিয়ে যাবার জোগাড় !

কে আর চায় এত জল ! আষাঢ় এলে টিনের চালে বৃষ্টি তো পড়বেই; সারারাত বৃষ্টির শব্দ শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে যাব; সকাল হলে ঘুম ভেঙ্গে ময়ুরের পাখার মতো ডানা মেলে উড়াল দেব আকাশে । এই পথ, অবাধ হেঁটে চলা, গাড়ীর শব্দ, হর্ণ, ফেরিওয়ালার ডাক, কর্মক্ষেত্র সর্বপরি ব্যস্ত জীবনটাই যেন আমাদের আকাশ । আর প্রতিদিনের কাজটাই হলো ভ্রমণ কিংবা ভ্রমণের মধ্য দিয়েই আমাদের কাজ । তারপর দিন শেষে বাড়ি ফেরা ।

আষাঢ়, মেঘ, বৃষ্টি, জল এটা প্রকৃতিরই একটা খেয়াল । সে আসে, এসেছে এবং আসবে । কিন্তু আষাঢ়ের এই মেঘ, বৃষ্টি, জলের সাথে যদি আমাদের চোখের জলও মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে এই ঝর ঝর বৃষ্টির নান্দনিক যে ছন্দ, তা আর আমাদের মনে বাড়তি কোন দোলা দেয় না । সে ছন্দ তখন বিরক্তির কারণ হয়ে মনকে আরো বিষিয়ে তোলে ।

তবু এই বিষন্ন মনে একরাশ ভয়, আতংক আর জীবনের মায়া ত্যাগ করে আকাশভরা মেঘ আর রিমঝিম বৃষ্টির মধ্যেই আমাদের বেরিয়ে পড়তে হয় নগরে । যে নগরে এখন নিয়ম মানা আর নিয়ম ভাংগার খেলা চলছে । জানিনা এই নিয়ম মানা আর নিয়ম ভাংগার খেলায় আমি, আপনি কিংবা আমরা কতটুকু জয়ি হচ্ছি । নাকি নবাগত এই আষাঢ়ের বৃষ্টির জলে আমরা প্রতিদিন একটু একটু করে তলিয়ে যাচ্ছি !



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২০ রাত ৯:৩৪

নেওয়াজ আলি বলেছেন: উন্নয়নের জোয়ারে কানাডায় বন্যা হয় মাঝে মাঝে। ব্যপার না।

১৮ ই জুন, ২০২০ রাত ৯:৪০

সাইন বোর্ড বলেছেন: আষাঢ়ে বন্যার চেয়ে এখন করোনা বন্যায় আমরা বেশি আতংকিত !

শুভ রাত্রি, ভাল থাকুন ।

২| ১৮ ই জুন, ২০২০ রাত ৯:৫২

ঢাবিয়ান বলেছেন: ঢাকা এখন ইতালির ভেনিসের রুপ ধারন করেছে । বিনা পয়সায় ইতালি দেখার সুযোগ করে দিয়েছে সরকার জনগনকে ।

১৮ ই জুন, ২০২০ রাত ১০:০০

সাইন বোর্ড বলেছেন: বর্ষায় ঢাকার এ রূপ আমাদের চিরচেনা । করোনা পরিস্থিতে প্রতিদিন আমাদের যে হাঁটুজল থেকে বুকজলে একটু একটু করে তলিয়ে যাচ্ছি, সেটাই বলতে চেয়েছি । বর্ষাটা আসলে এখানে সময়ের সাথে অনেকটা কাকতালিয়ভাবে মিলে গেছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৮ ই জুন, ২০২০ রাত ১০:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আষাঢ় এসেছে তা ভুলেই গেছি
করোনার ভয়ে। কখন বৃষ্টি নামে
আবার কখন শেষ হয় বোঝা দায়
যেহেতু ঘরে বন্দি কোয়ারেন্টাইনে।
তবুও আষাঢ়স্য প্রথম
কদমফুল করিনু দান।

১৮ ই জুন, ২০২০ রাত ১০:১১

সাইন বোর্ড বলেছেন: সুবাসিত হলাম ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ১৮ ই জুন, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: নগর যেমন তেমন, নদীর বাধ ভেঙ্গে বহু বাড়ি ঘর প্লাবিত হয় প্রতি বছর। নেই কোনো স্থায়ী সমাধান।

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৭

সাইন বোর্ড বলেছেন: এসবের চেয়ে করোনা বন্যা আমাদের এখন বেশি ডোবাচ্ছে ।

অসংখ্য ধন্যবাদ ।

৫| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২৭

কৃষিজীবী বলেছেন: ভরসা রাখুন নৌকায় :P

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫২

সাইন বোর্ড বলেছেন: তা না হলে নিরাশা বেড়ে যাবে, রাতের ঘুমও কমে যেতে পারে ।

অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.