নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ফজলু মেম্বর দুই কেজি মিষ্টির প্যাকেট হাতে নিয়ে এসে দেখল মনছুর আলী তার চায়ের দোকানের সাথে সাঁটিয়ে লিখে রেখেছে, এখানে মরা মাইনষেরে নিয়া কোন আলোচনা করা যাইব না ।
ফজলু মেম্বর সে লেখাটাকে না দেখার ভান করে প্রথমে দোকানদার মনছুর আলীর হাতে পর পর দুইটা মিষ্টি তুলে দিল । মনছুর মিয়া মিষ্টির দানা চিবাইতে চিবাইতে কইল - কিয়া মেম্বর, কিসের জন্যে মিষ্টি খাওয়ালে, হেইডা তো কইলা না । মেম্বর বলল - কমুনে, আগে খাও মিয়া ।
এরপর একে একে উপস্থিত দোকানের প্রায় চৌদ্দ/পনের জনের মাঝে মিষ্টি বিলি করা শেষ হল । একজন কইল - মিষ্টিডা ভালই মেম্বর, তই কি উপলক্ষে খাওয়ালে হেইডা জানলে আরো ভাল লাগত । মেম্বর এবারও কোন জবাব না দিয়ে দোকানদার মনছুর আলীকে বলল - সবাইরে এক কাপ কইরা চা দাও ।
দোকানের এক কোণায় বসে থাকা হাঁটুভাঙ্গা ছালাউদ্দীন সবার মুখের দিকে একবার নজর বুলাইয়া লইয়া কইল - মিষ্টি খাওনের পর চা খাইতে পাইংসা লাগে, আগে একটু ঝাল চানাচুর হইলে মনে হয় চা ডারে ঝুমাইয়া খাওন যাইত । উপস্থিত আরো কয়েকজন তারে সমর্থন জানাইল ।
মেম্বর বুঝল, আরো এক'শ টাকা পকেট থিক্যা খুলতে হইব । দোকানদার মনছুর মিয়া এরপর তিন প্যাকেট চানাচুর ভেংগে সবাইরে খাওয়ালো এবং সে নিজেও খেলো ।
সবার মুখেই এবার একটা ঝাল ঝাল ভাব চলে এসেছে । এবার ঝুমাইয়া চা খাওনের পালা ।
মনছুর আলী স্পেশাল করে চা বানাচ্ছে । চা বানানো শেষ হলে সবার হাতে একটা একটা করে কাপ তুলে দিল । এখন চায়ের কাপে সবাই চুমুক দেবে । কেউ কেউ হয়ত দু-একটা চুমুক দিয়েও দিয়েছে । এর মধ্যে কেউই লক্ষ্য করেনি এখানে শাজাহান চৌকিদার এসে কখন দাঁড়িয়েছে । সে কিছুটা হাঁপাতে হাঁপাতে বলল - মেম্বর সাব, দুজন পুলিশ আইছে, আপনেরে আমার সাথে যাইতে কইল ।
চা খাওয়ার মাঝেই সবাই এক নজর দূরে চেয়ে দেখল, দুজন পুলিশ দাঁড়িয়ে আছে । এর কিছুক্ষণের মধ্যেই শাজাহান চৌকিদারের সাথে ফজলু মেম্বরও পৌছে গেল ওখানে । একজন পুলিশ হাতকড়া পরিয়ে দিল ফজলু মেম্বরের দুহাতে । হঠাৎ চায়ের দোকানে যেন নিশি রাতের নীরবতা নেমে এলো । কেউ কোন কথা বলছে না । কিন্তু এ অবস্থা আর কতক্ষণ ? একজন নীরবতা ভেংগে কিছুটা গর্জে উঠে বলল - বুঝছি, হেইডা ঐ হারামির বাচ্চা বাবুইল্লার কাজ ।
আরেকজন বলল - আহারে, থানায় নিয়া গিয়া পয়লা কী মাইরডাই যে দেব মেম্বর সাবরে ! দোকানের এক কোণে বসে থাকা হাঁটুভাঙ্গা ছালাউদ্দীন হঠাৎ দাঁড়াইতে গিয়া একজনের গায়ের উপর পড়তে পড়তে বলল - মাইনষেরে মাইরা যহন তার লাশের গাড়িতে ঝাটা, ঝাড়ু মারার ব্যবস্থা করছিলা, তহন মনে ছিল না যে আমাগোও একদিন মরতে হইব ? এ কথার কেউ কোন উত্তর দিল না ।
দোকানদার মনছুর আলী তার বাকীর খাতা বের করে লিখতে শুরু করল, পনের কাপ চায়ের দাম ষাট টাকা, তিন প্যাকেট চানাচুরের দাম এক'শ পাঁচ টাকা হয়; কিন্তু সে লিখল এক'শ টাকা । কারণ সে নিজেও কিছু খাইছে । পরক্ষণে মনে হলো, ধুর এসব লিইখা লাভ কি, ঐ মেম্বর সাব কি এত সহজে ছাড়ন পাইল ? এই চা চানাচুরে ট্যাকা তার গাঁইট থিক্যাই যাইব ।
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহারে বেচারা ফজলু মেম্বার
করোনার মহামারীেতেও লোভ সামলাইতে
পারলিনা। গরীবের ত্রানের চালের বস্তা কেন
তোর খাটের নীচে !!
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
কৃষিজীবী বলেছেন: নাহ,ধরতে পারলাম না
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩৪
সাইন বোর্ড বলেছেন: আপনার জন্যে তেমন জটিল ছিল না, ধরতে পারার কথা ।
অসংখ্য ধন্যবাদ ।
৪| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩৫
শায়মা বলেছেন: আহা মনছুর আলী।
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৫
সাইন বোর্ড বলেছেন: মনছুর আলীর চেয়ে ফজলু মেম্বরের জন্যই আসলে বেশি দুঃখ পাওনের কথা, কারণ খুব সাধারন অপরাধে পুলিশ তাকে ধরেছে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: এরকমই হয়।
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৯
সাইন বোর্ড বলেছেন: এরকম হয় না, এখন হচ্ছে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ১৯ শে জুন, ২০২০ রাত ১০:০০
নেওয়াজ আলি বলেছেন: এই দেশটা মেম্বার চেয়ারম্যানদের তাই খাটের নিচে চাল তেল।
২০ শে জুন, ২০২০ দুপুর ১:২২
সাইন বোর্ড বলেছেন: কিছুই করার নেই, এগুলো দেখে যাওয়া ছাড়া ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৭| ২০ শে জুন, ২০২০ রাত ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আসলে পাপ করতে করতে এক সময় বিষটি অটো হয়ে যায় । দারুন পোস্ট ।
২০ শে জুন, ২০২০ দুপুর ১:২০
সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন । বিবেক সব মানুষের মধ্যেই আছে, কিন্তু কিছু মানুষ পাপ করতে করতে একটা সময় তাদের বিবেক আর বাঁধা দেয় না, আপনার কথায় বিষয়টা অটো হয়ে যায় ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৮| ২০ শে জুন, ২০২০ সকাল ৮:০০
বিজন রয় বলেছেন: ছোট হলেও মেসেজ দিয়েছেন।
আপনি তাহলে গল্প মাঝে মাঝে গল্প পোস্টও দেন।
২০ শে জুন, ২০২০ দুপুর ১:১৬
সাইন বোর্ড বলেছেন: বলতে গেলে অনেক দিন ধরে কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি; এখন মনে হয় গল্প লেখার সময় হয়েছে আমার । তাই এই প্রয়াস । এর আগে হাতে গোনা কয়েকটা পরীক্ষামূলকভাবে লিখেছি । আসলে গল্প লেখার ক্ষেত্রে আমার কাছে সব চেয়ে যেটা বাঁধা, সেটা হলো সময় নিয়ে দীর্ঘক্ষণ ধরে লেখা এবং টাইপ করা ।
আপনি হয়ত খেয়াল করবেন, কবিতাও কিন্তু আমি খুব অল্প কথার মধ্যে আমার ভাবনাটাকে প্রকাশ করার চেষ্টা করি; যদিও আমি জানিনা নেটা আদৌ কোন কবিতা হয় কি না । তারপরও ২০১২ থেকে বাংলা কবিতা ডট কম এ নিয়মিত লিখে আসছিলাম । বেশ কয়েক বছর অবশ্য ওখানে আমি আর লিখিনা ।
যাইহোক, অনেক কথা বলে ফেললাম । ভাল থাকুন নিরন্তর ।
৯| ২০ শে জুন, ২০২০ দুপুর ১:৪৮
কল্পদ্রুম বলেছেন: তেমন কোন কিছু মন্তব্য করার কিছুই।ভালো হয়েছে।
১০| ২০ শে জুন, ২০২০ দুপুর ১:৪৯
কল্পদ্রুম বলেছেন: তেমন কোন কিছু মন্তব্য করার নেই।ভালো হয়েছে।
২০ শে জুন, ২০২০ রাত ৯:৩৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
আমি সাজিদ বলেছেন: গভীর