নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্পঃ বাবলা-কাঁটা বিধিল গলায়

১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৩


ফজলু মেম্বর দুই কেজি মিষ্টির প‌্যাকেট হাতে নিয়ে এসে দেখল মনছুর আলী তার চায়ের দোকানের সাথে সাঁটিয়ে লিখে রেখেছে, এখানে মরা মাইনষেরে নিয়া কোন আলোচনা করা যাইব না ।

ফজলু মেম্বর সে লেখাটাকে না দেখার ভান করে প্রথমে দোকানদার মনছুর আলীর হাতে পর পর দুইটা মিষ্টি তুলে দিল । মনছুর মিয়া মিষ্টির দানা চিবাইতে চিবাইতে কইল - কিয়া মেম্বর, কিসের জন্যে মিষ্টি খাওয়ালে, হেইডা তো কইলা না । মেম্বর বলল - কমুনে, আগে খাও মিয়া ।

এরপর একে একে উপস্থিত দোকানের প্রায় চৌদ্দ/পনের জনের মাঝে মিষ্টি বিলি করা শেষ হল । একজন কইল - মিষ্টিডা ভালই মেম্বর, তই কি উপলক্ষে খাওয়ালে হেইডা জানলে আরো ভাল লাগত । মেম্বর এবারও কোন জবাব না দিয়ে দোকানদার মনছুর আলীকে বলল - সবাইরে এক কাপ কইরা চা দাও ।

দোকানের এক কোণায় বসে থাকা হাঁটুভাঙ্গা ছালাউদ্দীন সবার মুখের দিকে একবার নজর বুলাইয়া লইয়া কইল - মিষ্টি খাওনের পর চা খাইতে পাইংসা লাগে, আগে একটু ঝাল চানাচুর হইলে মনে হয় চা ডারে ঝুমাইয়া খাওন যাইত । উপস্থিত আরো কয়েকজন তারে সমর্থন জানাইল ।

মেম্বর বুঝল, আরো এক'শ টাকা পকেট থিক্যা খুলতে হইব । দোকানদার মনছুর মিয়া এরপর তিন প‌্যাকেট চানাচুর ভেংগে সবাইরে খাওয়ালো এবং সে নিজেও খেলো ।

সবার মুখেই এবার একটা ঝাল ঝাল ভাব চলে এসেছে । এবার ঝুমাইয়া চা খাওনের পালা ।

মনছুর আলী স্পেশাল করে চা বানাচ্ছে । চা বানানো শেষ হলে সবার হাতে একটা একটা করে কাপ তুলে দিল । এখন চায়ের কাপে সবাই চুমুক দেবে । কেউ কেউ হয়ত দু-একটা চুমুক দিয়েও দিয়েছে । এর মধ্যে কেউই লক্ষ্য করেনি এখানে শাজাহান চৌকিদার এসে কখন দাঁড়িয়েছে । সে কিছুটা হাঁপাতে হাঁপাতে বলল - মেম্বর সাব, দুজন পুলিশ আইছে, আপনেরে আমার সাথে যাইতে কইল ।

চা খাওয়ার মাঝেই সবাই এক নজর দূরে চেয়ে দেখল, দুজন পুলিশ দাঁড়িয়ে আছে । এর কিছুক্ষণের মধ্যেই শাজাহান চৌকিদারের সাথে ফজলু মেম্বরও পৌছে গেল ওখানে । একজন পুলিশ হাতকড়া পরিয়ে দিল ফজলু মেম্বরের দুহাতে । হঠাৎ চায়ের দোকানে যেন নিশি রাতের নীরবতা নেমে এলো । কেউ কোন কথা বলছে না । কিন্তু এ অবস্থা আর কতক্ষণ ? একজন নীরবতা ভেংগে কিছুটা গর্জে উঠে বলল - বুঝছি, হেইডা ঐ হারামির বাচ্চা বাবুইল্লার কাজ ।

আরেকজন বলল - আহারে, থানায় নিয়া গিয়া পয়লা কী মাইরডাই যে দেব মেম্বর সাবরে ! দোকানের এক কোণে বসে থাকা হাঁটুভাঙ্গা ছালাউদ্দীন হঠাৎ দাঁড়াইতে গিয়া একজনের গায়ের উপর পড়তে পড়তে বলল - মাইনষেরে মাইরা যহন তার লাশের গাড়িতে ঝাটা, ঝাড়ু মারার ব্যবস্থা করছিলা, তহন মনে ছিল না যে আমাগোও একদিন মরতে হইব ? এ কথার কেউ কোন উত্তর দিল না ।

দোকানদার মনছুর আলী তার বাকীর খাতা বের করে লিখতে শুরু করল, পনের কাপ চায়ের দাম ষাট টাকা, তিন প‌্যাকেট চানাচুরের দাম এক'শ পাঁচ টাকা হয়; কিন্তু সে লিখল এক'শ টাকা । কারণ সে নিজেও কিছু খাইছে । পরক্ষণে মনে হলো, ধুর এসব লিইখা লাভ কি, ঐ মেম্বর সাব কি এত সহজে ছাড়ন পাইল ? এই চা চানাচুরে ট্যাকা তার গাঁইট থিক্যাই যাইব ।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

আমি সাজিদ বলেছেন: গভীর

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩০

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

২| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহারে বেচারা ফজলু মেম্বার
করোনার মহামারীেতেও লোভ সামলাইতে
পারলিনা। গরীবের ত্রানের চালের বস্তা কেন
তোর খাটের নীচে !!

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

কৃষিজীবী বলেছেন: নাহ,ধরতে পারলাম না

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩৪

সাইন বোর্ড বলেছেন: আপনার জন্যে তেমন জটিল ছিল না, ধরতে পারার কথা ।

অসংখ্য ধন্যবাদ ।

৪| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩৫

শায়মা বলেছেন: আহা মনছুর আলী।

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৫

সাইন বোর্ড বলেছেন: মনছুর আলীর চেয়ে ফজলু মেম্বরের জন্যই আসলে বেশি দুঃখ পাওনের কথা, কারণ খুব সাধারন অপরাধে পুলিশ তাকে ধরেছে ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: এরকমই হয়।

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৯

সাইন বোর্ড বলেছেন: এরকম হয় না, এখন হচ্ছে ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৬| ১৯ শে জুন, ২০২০ রাত ১০:০০

নেওয়াজ আলি বলেছেন: এই দেশটা মেম্বার চেয়ারম্যানদের তাই খাটের নিচে চাল তেল।

২০ শে জুন, ২০২০ দুপুর ১:২২

সাইন বোর্ড বলেছেন: কিছুই করার নেই, এগুলো দেখে যাওয়া ছাড়া ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৭| ২০ শে জুন, ২০২০ রাত ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: আসলে পাপ করতে করতে এক সময় বিষটি অটো হয়ে যায় । দারুন পোস্ট ।

২০ শে জুন, ২০২০ দুপুর ১:২০

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন । বিবেক সব মানুষের মধ্যেই আছে, কিন্তু কিছু মানুষ পাপ করতে করতে একটা সময় তাদের বিবেক আর বাঁধা দেয় না, আপনার কথায় বিষয়টা অটো হয়ে যায় ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৮| ২০ শে জুন, ২০২০ সকাল ৮:০০

বিজন রয় বলেছেন: ছোট হলেও মেসেজ দিয়েছেন।

আপনি তাহলে গল্প মাঝে মাঝে গল্প পোস্টও দেন।

২০ শে জুন, ২০২০ দুপুর ১:১৬

সাইন বোর্ড বলেছেন: বলতে গেলে অনেক দিন ধরে কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি; এখন মনে হয় গল্প লেখার সময় হয়েছে আমার । তাই এই প্রয়াস । এর আগে হাতে গোনা কয়েকটা পরীক্ষামূলকভাবে লিখেছি । আসলে গল্প লেখার ক্ষেত্রে আমার কাছে সব চেয়ে যেটা বাঁধা, সেটা হলো সময় নিয়ে দীর্ঘক্ষণ ধরে লেখা এবং টাইপ করা ।

আপনি হয়ত খেয়াল করবেন, কবিতাও কিন্তু আমি খুব অল্প কথার মধ্যে আমার ভাবনাটাকে প্রকাশ করার চেষ্টা করি; যদিও আমি জানিনা নেটা আদৌ কোন কবিতা হয় কি না । তারপরও ২০১২ থেকে বাংলা কবিতা ডট কম এ নিয়মিত লিখে আসছিলাম । বেশ কয়েক বছর অবশ্য ওখানে আমি আর লিখিনা ।

যাইহোক, অনেক কথা বলে ফেললাম । ভাল থাকুন নিরন্তর ।

৯| ২০ শে জুন, ২০২০ দুপুর ১:৪৮

কল্পদ্রুম বলেছেন: তেমন কোন কিছু মন্তব্য করার কিছুই।ভালো হয়েছে।

১০| ২০ শে জুন, ২০২০ দুপুর ১:৪৯

কল্পদ্রুম বলেছেন: তেমন কোন কিছু মন্তব্য করার নেই।ভালো হয়েছে।

২০ শে জুন, ২০২০ রাত ৯:৩৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.