নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
কেউ ভাবতেই পারে, আমেরিকা ভারতের পক্ষে লাদাখে সৈন্য পাঠালে মদির বডি একেবারে সিক্স প্যাক হয়ে উঠবে ।
কাশ্মীর সীমান্তে এক ঠ্যাং উঁচিয়ে যেভাবে বায়ুত্যাগ করে মাঝে মাঝে পাকিস্তানকে উড়িয়ে দিতে চায়, সেভাবে চীনকেও উড়িয়ে দেবে ।
ব্যাপারটা কি আসলেই সেরকম ?
যদিও চীনের শত্রুও এখন কম নয় । জাপান, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনএশিয়া, মালয়শিয়া । এ ছাড়া হংকং এবং তাইওয়ান নিয়েও আছে সমস্যা ।
তবু অনেকেই মনে করে চীনকে ঘায়েল করা এত সহজ হবে না ।
একমাত্র বৃটেন ছাড়া ইউরোপের কোন দেশ এখন পর্যন্ত প্রকাশ্যে চীনের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করেনি ।
সব চেয়ে বড় কথা হলো, চীনের সাথে কোন দেশের যুদ্ধ ঘোষণার আগে সামরিক বিষয়ের চেয়ে সে দেশের অর্থনৈতিক বিষয় নিয়ে আগে ভাবতে হবে । কারণ বর্তমান বিশ্বে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশের অর্থনীতিকে টিকে রাখা কঠিন ।
এটা ভারতও খুব ভাল করেই জানে । তাই কিছু উগ্র হিন্দুত্ববাদীদের দিয়ে কয়েকটা পুরানো চায়না টিভি, মোবাইল ভাংচুর করে জাতীয়তাবাদের স্ফুরণ দেখানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত চীনের সাথে যুদ্ধে তা হালে পানি পাবে না ।
তাই, আপাতত বাংলাদেশ সীমান্তে কিছু মানুষকে গরুচোর বানিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেই ভারতকে সন্তুষ্ট থাকতে হবে । আর আমাদের আত্মা তো অনেক বড়, হত্যা করলেও আমরা বুকে জড়িয়ে ধরে রাখতে জানি ।
এত সহজে বন্ধুর উপর রাগ করি না ।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৫
সাইন বোর্ড বলেছেন: আমিও যুদ্ধকে ঘৃণা করি, শান্তি চাই । এখনো পৃথিবীতে কত অসহায় মানুষ আছে, সামরিক ব্যায় না করে উচিৎ সেসব মানুষকে সহায়তা করা ।
ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
২| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:২৭
ফেনা বলেছেন: সঠিক বলেছেন।
"আপাতত বাংলাদেশ সীমান্তে কিছু মানুষকে গরুচোর বানিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেই ভারতকে সন্তুষ্ট থাকতে হবে । আর আমাদের আত্মা তো অনেক বড়, হত্যা করলেও আমরা বুকে জড়িয়ে ধরে রাখতে জানি ।"
২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৩২
আহলান বলেছেন: অস্ত্র ব্যবসায়ীরা কি ঘরে বসে থাকবে? এমিরিকা রাশিয়া যেই হোক, যুদ্ধ মানেই বাণিজ্য ... !!
২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৯
সাইন বোর্ড বলেছেন: ভারত মনে হচ্ছে সেরকম টোপে পড়ে গেছে । এই করোনা কালেও তারা অস্ত্র কিনছে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: টুকটাক সংঘর্ষ মানেই সেটা যুদ্ধ নয়। তবে যুদ্ধ যুদ্ধ খেলা বা দেখে নেওয়ার হুমকি হতেই পারে। কোন অবস্থায়ই দুটি দেশের কূটনৈতিক আলোচনা যুদ্ধ অবস্থায় যাবে না। অবশ্য পাকিস্তান হলে যুদ্ধটা নিশ্চিতই হত। অবস্থানগত দিক থেকে দেখলে, শত্রু বলয় যেমন চীনের আছে তেমনি ভারতেরও আছে।অন্ধ ধর্ম ধর্ম করে ভারত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে নিজেকে অনেকটা আইসোলেটেড করে ফেলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত এই মুহূর্তে নির্বান্ধব একটি রাষ্ট্র। অন্যদিকে বর্তমানে বিশ্বের চলমান প্যানডেমিকের ফলে বিতর্ক যাই থাকুক, গোটা বিশ্বের কাছে চীন অনেকটাই অপাংতেয়।
প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্যে ভারত ইচ্ছা করলেই চীনের সব দ্রব্য হুট করে বাজার থেকে বার করতে পারবে না। যেমন একটি ক্ষেত্রে বলা যায়- ভারতের ওষুধ তৈরিতে 67 শতাংশ কাঁচামাল চীন থেকে আসে। ভারতীয় সৈনিকদের 100 জনের মধ্যে 100 জনই চীনের একক ফোন অথবা চীনের সঙ্গে অন্য দেশের যৌথ উদ্যোগে তৈরি মোবাইল ফোন ইউজ করেন। তাছাড়া চলমান করোনা সমস্যার মোকাবেলা করার পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতি ভারতের এই মুহূর্তে নেই।
এমতাবস্থায় বাবরের আমলে রথমাথুল বা কিছু বুড়িমার চকোলেট ফাটিয়ে নিজ নিজ স্বার্থে প্রচার বা যুদ্ধকে বাণিজ্যিকীকরণ করানোই উভয়ের প্রধান উদ্দেশ্য বলে আমার মনে হয়। ভারতে তো আবার মোমবাতি জ্বালিয়ে অন্ধ জাতীয়তাবাদ প্রদর্শনের ধুম আছে।
শুভেচ্ছা নিয়েন প্রিয় সাইনবোর্ড ভাই।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৫
সাইন বোর্ড বলেছেন: আপনার কথার সাথে সম্পূর্ণ একমত, আমিও সেটাই বলতে চেয়েছি যে, ভারত এই মুহূর্তে চীনের সাথে যুদ্ধ করার মত অবস্থায় নেই । এছাড়া বাণ্যিজিক ব্যপার তো আছেই, চাইলেই চীনের তৈরী পণ্য বা কাঁচামাল আমদানী বাদ দিতে পারবে না । এটা শুধু ভারতের ক্ষেত্রেই না, পৃথিবীর প্রায় সব দেশের ক্ষেত্রে ।
এ অবস্থায় ভারত যদি আমেরিকার সাপোর্ট নিয়েও চীনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তবু ভুল করবে বলেই আমার মনে হয় ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: কোনো যুদ্ধ হবে না।
মানূষ এত বোকা না।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:০৪
সাইন বোর্ড বলেছেন: যুদ্ধ সাধারন মানুষে করলে অবশ্যই হবে না, কারণ তারা যুদ্ধ চায় না ।
ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৬| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১২
ইসিয়াক বলেছেন: এটা স্রেফ যুদ্ধ যুদ্ধ নাটক।
২৮ শে জুন, ২০২০ রাত ১০:৩৮
সাইন বোর্ড বলেছেন: আমরাও চাই, এটা নাটকের মধ্যেই সীমাবদ্ধ থাকুক । বাস্তবিক ভারত এ যুদ্ধে জড়ালে অনেক বেশি ক্ষতিগ্রস্থ্য হওযার সম্ভাবনা আছে ।
ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৭| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ট্রামপের ভুমিকা পরিস্থিতি ভালো করার চেয়ে আরও খারাপ করতে পারে।
২৮ শে জুন, ২০২০ রাত ১০:৪০
সাইন বোর্ড বলেছেন: ভারতকে এটা আগে উপলব্ধি করতে হবে, তা না হলে এ যুদ্ধে জড়ালে অনেক বেশি ক্ষতিগ্রস্থ্য হওযার সম্ভাবনা আছে ।
ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৮| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমেরিকা মনে প্রানে চায় যুদ্ধ লাগুক।কুটনৈতিক ভাবে যদি আমেরিকা জিতে যায় তবে বড় সড় যুদ্ধ না হলেও যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে।এই সুযোগে আমেরিকা ভারতের কাছে তার কিছু অস্ত্র শস্ত্র বিক্রি করবে। এই কাজটা সে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।
২৮ শে জুন, ২০২০ রাত ১০:৪৩
সাইন বোর্ড বলেছেন: এখন ভারতের উচিৎ হবে আমেরিকার এই চালটা ধরা এবং যুদ্ধের মত ভয়ংকর ক্ষতি থেকে সরে আসা । এতে করে দেশ এবং জনগণ রক্ষা পাবে ।
ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৯| ২৮ শে জুন, ২০২০ রাত ৮:১০
পদ্মপুকুর বলেছেন: চীনের সাথে যেকোনো দেশের যুদ্ধ শুধুমাত্র মিলিটারি ওয়রফেয়ার নয়, ইকোনোমিকাল ওয়র জড়িয়ে আছে এবং সে যুদ্ধে অন্য দেশগুলো মূল যুদ্ধের আগেই হেরে বসে। ভারত এই কথাটা ভালো করেই জানে। আপনি ঠিকই বলেছেন- এ অবস্থায় কিছু পুরোনো চায়না টিভি, মোবাইল ভাংচুর করে জাতীয়তাবাদের চাগান দেয়া যায়, যুদ্ধ করা যায় না।
মনে রাখতে হবে, এই যায়গাতে কিন্তু আমরাও ভারতের কাছে আটকা। বরং এক্ষেত্রে শুধু অর্থনৈতিক বাইন্ডিংস নয়, কালচারাল বাইন্ডিংসও বিবেচনায় নিতে হয়।
২৮ শে জুন, ২০২০ রাত ১০:৫৯
সাইন বোর্ড বলেছেন: ভারত খুব কৌশলেই আমাদের মার্কেটকে ধরেছে, কিছু পণ্যের ক্ষেত্রে ডাম্পিংও করেছে এবং তারা খুব সফলভাবেই বলা যায় বাংলাদেশে ব্যবসা করছে । এখান থেকেও বাংলাদেশের বেরিয়ে আসা সম্ভব না । গত বছর পেঁয়াজের কথাই চিন্তা করুণ, এমনভাবে আমরা ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম যে ভারত ছাড়া অন্য দেশ থেকেও যে পেঁয়াজ আমদানী করা যায় - এটা জানতামই না ।
আর ভারতের সাংস্কৃতিক আগ্রাসনটা আরো মারাত্বক, কয়েকটা প্রজন্মকেই ধ্বংস করে দিচ্ছে । এখন বলতে গেলে বাংলা নাটক ছাড়া আর আমাদের কিছুই নেই । এ ক্ষেত্রে একটা শ্রেণির মানুষের যেমন দোষ আছে তেমনি সরকারেরও উদ্যোগের অভাব আছে ।
ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
১০| ২৮ শে জুন, ২০২০ রাত ১১:৫১
ঊণকৌটী বলেছেন: এই সমস্যাটা ইন্ডিয়া না চীন কে প্রথম শুরু করে ছিল?
২৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৪
সাইন বোর্ড বলেছেন: পত্রিকা থেকে যতটুকু জেনেছি, তাতে চীনই ভারতের ভূমি দখল করেছে আগে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
১১| ২৯ শে জুন, ২০২০ রাত ১২:১৯
নেওয়াজ আলি বলেছেন: পেপারে দেখলাম ভারত ৪৫ হাজার সৈন্য এবং ভারী কামান মোতায়েন করছে।
২৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৬
সাইন বোর্ড বলেছেন: ভারত প্রতিদিনই যুদ্ধের সাজে সজ্জিত হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে যুদ্ধটা হবে না ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
১২| ২৯ শে জুন, ২০২০ রাত ১২:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভারত অনেক আগে থেকেই নিজ অস্তিত্ব রক্ষার অজুহাতে
ছোট খাট অনেক দেশ খেয়ে ফেলেছে, এমন কি
প্রয়োজনে আরও কিছু দেশের উপর কড়া নজরদারী করত ।
.................................................................................
আরও দূর্বল হলে ফলাফল ভয়াবহ হবে, ভারতের বর্তমান দৃষ্টি ভঙ্গী
না পাল্টালে অত্যাচারী ভারত নূতন চেহারা নিয়ে আসবে ।
২৯ শে জুন, ২০২০ রাত ৯:০৩
সাইন বোর্ড বলেছেন: দক্ষিণ এশিয়ায় ভারত অনেক দিন ধরেই সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং সে অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিকেও নিয়ন্ত্রণ করছে, যেটা সে দেশের সাধারন মানুষের জন্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে ।
এখন চীনের কাছ থেকে যদি একটা বড় ধরণের শিক্ষা পায়, তাহলে ভারতকে নতুন করে ভাবতে হবে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
১৩| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৭
নীল আকাশ বলেছেন: পদাতিক দা খুব সুন্দর মন্তব্য করেছেন। ভারত নিজের দোষেই দিন দিন একঘরে হয়ে যাচ্ছে। ভারতের বর্তমান পরিস্থিতি যে ভালো না সেটা নেপালের সৈন্যদের ভারতীয় বর্ডারে গুলি চালানো দেখেই বুঝা যায়।
তবে আমি মনে করি এইদুইটা দেশের সরকারই করোন থেকে জনগনের দৃষ্টি অন্যদিকে ফেরানো জন্য এই হাস্যকর যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে।
২৯ শে জুন, ২০২০ রাত ৯:০৬
সাইন বোর্ড বলেছেন: আপনি খুব দারুণ একটা পয়েন্ট ধরেছেন, কারণ করোনা নিয়ে দুই দেশের সরকারই চাপে আছে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
১৪| ২৯ শে জুন, ২০২০ রাত ১০:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের জন্য ভারতের চেয়ে আমরা বেশী দায়ী।
৩০ শে জুন, ২০২০ রাত ৮:৩০
সাইন বোর্ড বলেছেন: অবশ্যই আমরা দায়ী । ভারতের সিনেমা, গান, সিরিয়াল না দেখলে আমাদের চলেই না ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:২৬
বিজন রয় বলেছেন: এত যুদ্ধ করে যে কোন লাভ হয় না তা যুদ্ধবাজরা কোন দিন বুঝল না।
আফসোসসসসসসসসসসসসসস!!