নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন আবিষ্কার - কে দেবে স্বীকৃতি ?

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৪৯


প্রাণী দেহে প্রথম স্টেপ ট্রায়ালের পর সফলতা পাওয়া গেছে ।

এখন চলছে দ্বিতীয় স্টেপে মানব দেহে প্রয়োগের চুড়ান্ত প্রকৃয়া । যা শেষ করতে সময় লাগবে আরো ছয় থেকে আট সপ্তাহ ।

তার আগে অবশ্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে ।

যাহাদের পক্ষ থেকে এখন পর্যন্ত একটা ধন্যবাদও জ্ঞাপন করা হয়নি, তাহারা দেবে মানব দেহে ভ্যাকসিন প্রয়োগের অনুমতি ।

তারপর আমরা তিন ইঞ্চি বুক ফুলিয়ে বিশ্ববাসীকে বলব - দ্যাখ, আমরাও পারি ।

যেমনটা গণস্বাস্থ্যের কিট আবিষ্কারের সময়ও আশা করেছিলাম ।

সব সফলতা একাই নিয়ে নেবে, তা তো হয় না । পায়ের নিচে মাথা রেখে যে বলতে পারবে না -

এই নাও প্রণমি আমার, আকাশ ছোঁয়া, জীবনে-মরণে...

তাকেও দিতে হবে স্বীকৃতি ?

তবু এগিয়ে যাক গ্লোব বায়োটেক, দরিদ্র দেশের রাখাল বালক । ভুল তো হতেই পারে ।

আমরা আগেই নিরাশ হবো কেন ?

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


আপনি লিখেছেন, মানব দেহে পরীক্ষা করতে সময় লাগবে "৬ থেকে ৮ সপ্তাহ"; ইহাই যদি আপনার জ্ঞান বিজ্ঞানের দৌঁড় হয়ে থাকে, এই টিকার স্বীকৃতি আপনাকেই দিতে হবে।

মানব দেহে কমপক্ষে ৩ ধাপে, ৬/৭ মাস সময় লাগবে।

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:১৭

সাইন বোর্ড বলেছেন: "৬ থেকে ৮ সপ্তাহ" এটা গ্লোব বায়োটেকের কথা, আমার না । এই সময় পর তাদের ভ্যাকসিন মানব দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের উপযোগী হবে এবং তার আগে অবশ্যই সরকার থেকে তাদের অনুমতি নিতে হবে ।

ওরা বলছে না যে, এর পর পরই এটা বাজারজাত করা যাবে ।

আরেকটি কথা বলে রাখি, আমি বিজ্ঞানের ছাত্র না, অর্থনীতির । যা বলা হয়েছে তা সংবাদ পত্রের খবরের ভিত্তিতে প্রাপ্ত ।

২| ০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কবিতায় না লিখলে, লেখার গুরুত্ব থাকে না; দেখেন, ইহাকে কবিতায় পরিণত করা যায় কিনা?

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:২০

সাইন বোর্ড বলেছেন: কিভাবে প্রকাশ করব, তা একান্তই আমার ব্যাপার ।

৩| ০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৩০

ডার্ক ম্যান বলেছেন: শেষ পর্যন্ত সফল হয় কিনা দেখার বিষয়

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৪

সাইন বোর্ড বলেছেন: সফল হলে সেটা অবশ্যই আমাদের জন্যে দারুণ একটা খবর হবে এবং জাতি উপকৃত হবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন!

সাফল্য কামনা করছি।

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৩

সাইন বোর্ড বলেছেন: আমিও, তারা সফল হলে উপকৃত হবে জাতি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

পদ্মপুকুর বলেছেন: সংবাদটা বেশ চমকের অবশ্য। সফলতা কামনা করি।

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫০

সাইন বোর্ড বলেছেন: এই দুঃসময়ে সংবাদটা অবশ্যই আশাজাগানিয়া, তারা সফল হতে পারলে উপকৃত হবে জাতি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬

জুন বলেছেন: অভিনন্দন রইলো গ্লোব বায়োটেক ও তার সকল কর্মীদের।

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৪৯

সাইন বোর্ড বলেছেন: আমরা সবাই চায়, তারা সফল হোক ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৮:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সব কেমন সটকাট মনে হচ্ছে

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৪৮

সাইন বোর্ড বলেছেন: ঠিকই ধরেছেন, সটকাট । সকলেরই সময়ের অভাব, অল্পতেই অনেক কিছু বলার চেষ্টা ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা জাগানিয়া এই সংবাদ অনেকগুলি বড় গণমাধ্যম গতকাল কেন দিল না বুঝলাম না। গতকালের সব পেপারের প্রথম পাতার হেড লাইন এটা হওয়া উচিত চিল। অতিরিক্ত ও অপ্রয়োজনীয় সেলফ সেন্সরশিপ ভালো না।

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৪৪

সাইন বোর্ড বলেছেন: কয়েকটা পেপারে দিয়েছে, কিন্তু সেভাবে হাইলাইট করেনি । এটা এক ধরণের হীনমন্যতার প্রকাশ, আবার এর পিছনে অন্য কোন কারণও থাকতে পারে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৯| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:২৬

কৃষিজীবী বলেছেন: পিকচার আবি বাকি হে

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৩৮

সাইন বোর্ড বলেছেন: কোন পিকচারের কথা কইতেছেন ? একটু খোলসা কইরা কন ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১০| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৪৯

এম ডি মুসা বলেছেন: আশা করা যাচ্ছে

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫২

সাইন বোর্ড বলেছেন: তাদের কথায় যথেষ্ট আত্মবিশ্বাস লক্ষ্য করা যায় । আমরাও আশাবাদি হতেই পারি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল আসিফ ভাই ও তার টিমের জন্য। উনারা সফল হবেন আশা রাখি।

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:২৭

সাইন বোর্ড বলেছেন: আমিও সেটাই মনে করছি, তারা সফল হোক ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১২| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:২৪

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন তবে কিছুটা সন্দেহ থেকে যায় । যে সময় এর কথা বলেছে তা নিয়ে

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:২৬

সাইন বোর্ড বলেছেন: দেখা যাক, আমাদের অপেক্ষা করতে তো সমস্যা নেই ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৩| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:৫৩

কল্পদ্রুম বলেছেন: ওনারা সফল হোক বা না হোক।সব গবেষণায় শেষ পর্যন্ত কিছু অভিজ্ঞতা অর্জন হয়।দেশে গবেষণা হচ্ছে এটাও কম আশার কথা না।তাও এরকম সেক্টরে।এই ভ্যাক্সিন তৈরির অভিজ্ঞতা দিয়ে পরে দেশের জন্য আরো ভালো কিছু করবেন আশা করছি।

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:১৫

সাইন বোর্ড বলেছেন: সাহস নিয়ে কাজটা যেহেতু শুরু করেছে, এ্টাই আপাতত আমাদের জন্যে অনেক বড় প্রাপ্তী । এভাবে একদিন হয়ত সফলতার মুখও দেখবে তারা ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৪| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ২:৪৯

আমি সাজিদ বলেছেন: আপনি লিখেছেন, মানব দেহে পরীক্ষা করতে সময় লাগবে "৬ থেকে ৮ সপ্তাহ"; ইহাই যদি আপনার জ্ঞান বিজ্ঞানের দৌঁড় হয়ে থাকে, এই টিকার স্বীকৃতি আপনাকেই দিতে হবে।

মানব দেহে কমপক্ষে ৩ ধাপে, ৬/৭ মাস সময় লাগবে।
- চাঁদগাজী সাহেবের মন্তব্য।

আমিও একমত এই বিষয়ে। প্রথমত, তিনটা খরগোশের উপর গবেষণা করে ভ্যাক্সিন বানিয়ে ফেলা সম্ভব নয়। এছাড়াও চারটা ফেজ ট্রায়ালে মিনিমাম এক বছর লাগে। আরো বেশী সময় লাগে। বিজ্ঞান আবেগের খেলা নয়।

গ্লোব ফার্মার তিনটা ভালো প্রোডাক্টও বাংলাদেশে নাই। এইটা মাথায় রাখেন। গ্লোবের শেয়ার ভ্যালু তিনটা খরগোশের উপর গবেষনা করে বেড়ে গেল কি না কে জানে !

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:০৭

সাইন বোর্ড বলেছেন: আমার মনে হয় বিষয়টাকে আপনি সহজভাবে নিতে পারছেন না। বাংলাদেশে কোন কোম্পানির শেয়ারের দাম কারা কমায়-বাড়ায়, তা অনেকেরই কিছুটা ধারণা আছে । তাই শেয়ার ভ্যালু দিয়ে ঐ কোম্পানিকে মূল্যায়ন করা বোকামি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.