নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

জাম-কাঁঠাল

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

# কাঁঠাল

কাঁঠাল আমাদের জাতীয় ফল ।

বাড়তি ফলনের পরও বিগত কয়েক বছর রোজার মাসে কাঁঠালের মৌসুম হ্‌ওয়ায় ইচ্ছে থাকার পরও অনেকে খেতে পারেনি

কারণ খাওয়ার পর হজমেরও একটা ব্যাপার আছে;

গরমে খেয়ে, নেয়ে একেবারে একাকার হতে হয় ।

আর এবার গোঁফে তেল দেওয়ার আগেই কাঁঠাল এসে হাজির,

স্বাদে, গন্ধে মোহিত পথিক !

চোরামি নয়, গাছ থেকে রোয়া ছুটিয়েও নেওয়া যায় খাওয়ার আনন্দ...

# জাম

খুব ছোট বেলায় একবার জাম গাছের ডাল ভেঙ্গে পড়ে গিয়েছিলাম,

সে ব্যথা অনেক দিন ছিল

তবু জাম দেখলে এখনো গাছে উঠতে ইচ্ছে করে ।

কিন্তু গাছ পাব কোথায় ?

এক কেজি জামের দাম এক'শ চল্লিশ টাকা,

ধরতেও ভয়, যদি করোনা হয় !




মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৩২

কৃষিজীবী বলেছেন: শুনেছি, গাছ থেকে রোয়া ছুটিয়ে খাওয়ার চেয়ে অন্যের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়াতে বেশি আনন্দ।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১৬

সাইন বোর্ড বলেছেন: কথা মন্দ কন নাই, লেখার সময় হেইডা মাথায় আসলে লেখাটা অন্য রকম হইতো ।

এখন আপনারে তো বলতে পারছি না, আগে কবেন না ?

অসংখ্য ধন্যবাদ ।

২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পরের মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়াতে অপার আনন্দ
লাভ করা যায়।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১৪

সাইন বোর্ড বলেছেন: ভাল ছবি দিইছেন, হেইডা মাথায় আসলে লেখাটা অন্য রকম হতো ।

অসংখ্য ধন্যবাদ ।

৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: আমি কাঠাল খাই না। জাম খাই না। লিচু খাই না।
আমি শুধু আম খাই।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১১

সাইন বোর্ড বলেছেন: পাকা কাঁঠাল আমিও তেমন খেতে পারিনা, খুব ভাল জাম হলে কিছু খেতে পারি ।

অসংখ্য ধন্যবাদ ।

৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:২৭

নেওয়াজ আলি বলেছেন: ভালই

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫৬

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৫| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আকৃতি বিবেচনায় মনে হয় কাঁঠালকে জাতীয় ফল বানানো হয়েছে। পৃথিবীতে এর চেয়ে বড় ফল মনে হয় আর নাই।

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫৬

সাইন বোর্ড বলেছেন: আমার মনে হয় জাতীয় ফল বানানোর পিছনে কাজ করেছে ফলটি সর্বত্র চাষের সহজলভ্যতা, অর্থাৎ কাঁঠাল ফলটি যেমন খুব পরিচিত তেমনি এটি বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় ।

তবে ফল হিসেবে কাঁঠাল অবশ্যই বড় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.