নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

পুরাতন বেকার, নতুন বেকার এবং বাড়িওয়ালাদের হাহাকার !

০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৪


যারা আগে থেকেই বেকার ছিল, তাদের জন্যে একটা সুবিধা হলো নতুন করে আর বেকার হওয়ার কোন চান্স নাই

বরং করোনা শুরুর আগেই তারা যুদ্ধের ময়দানে অবস্থান করায় দীর্ঘ মেয়াদি একটা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যে মানসিকভাবে তৈরী ছিল ।

এখন বিগত তিন-চার মাসে যারা চাকরী হারিয়েছে, ব্যবসা খুইয়েছে, দালালি, চামচামি, দু'নম্বরী করার পথটাও হারিয়েছে; তাদের জন্যে করোনা এবং বেকারত্ব এক লগে দু'টো যুদ্ধ ।

এবং দু'টোতেই নিশ্চিৎ পরাজিত হইয়া শেষমেষ অনেকেই ঢাকা ছাড়তে বাধ্য হইছে ।

আর এসব নব্য বেকার ঢাকা ছাড়োনের ফলে শুরু হইছে আরেক শ্রেণির বেকার, বলা যায় আরেকটি যুদ্ধ

বাড়িওয়ালাদের ভাড়াটে না পাওয়ার যুদ্ধ ।

এতদিন যেসব বাড়িওয়ালা ভাড়াইট্টাদের কাছ থেকে প্রতি মাসে ছ্যাপ দিয়া গুইন্যা গুইন্যা টাকা নিত আর ঠ্যাং এর উপর ঠ্যাং তুলে দিয়া রাজার হালে চলত, তারা এবার গম থেকে ময়দা গুনা শুরু করেছে ।

এক হিসাবে বলতে গেলে আমরা এখন সবাই বেকার, আমাদের এই বেকার রাজত্বে ।

পুরানো কিছিমের চিন্তা-ভাবনা থেকে কেউ কেউ অবশ্য বলতে চাচ্ছে, দেশে আবার চুয়াত্তরের মতো একটা আকাল আসবে । কিন্তু সাতান্ন ধারার ভয়ে সেইটা কেউ খোলসা করে বলছে না ।

যদিও অর্থনীতিবিদ অমর্ত সেন-এর গবেষণায় এসেছিল, খাদ্যের অভাবে নয়, সুষ্ঠু বন্টনের অভাবেই চুয়াত্তরে দুর্ভিক্ষ হয়েছিল ।

এখনো অনেকে তাই মনে করে, দেশে খাদ্যের কোন অভাব নাই বা এত সহজে হবেও না; কিন্তু সুষ্ঠু বন্টনের অভাব আছে । দেশে চালচোর, তেলচোর, রিলিফচোর কমে নাই; বরং বেড়েছে ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সাইন বোর্ড : এতদিন যেসব বাড়িওয়ালা ভাড়াইট্টাদের কাছ থেকে প্রতি মাসে ছ্যাপ দিয়া গুইন্যা গুইন্যা টাকা নিত আর ঠ্যাং এর উপর ঠ্যাং তুলে দিয়া রাজার হালে চলত, তারা এবার গম থেকে ময়দা গুনা শুরু করেছে ।

বাড়িওয়ালাদের অবস্থা খারাপ হইছে, বেশ খারাপ। তবে যতটা ভাবছেন ততোটা না।

০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪০

সাইন বোর্ড বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন, যেসব বাড়িওয়ালার বাড়ি ভাড়া ছাড়াও অন্য আয়ের পথ আছে, তাদের ক্ষেত্রে সমস্যাটা অতটা প্রকট না্ হওয়ারই কথা ।

তবে আমি এমন কিছু খাচ্চর বাড়িওয়ালা দেখেছি, যাদের ব্যবহার খাটাশের মতো । ভাড়াইট্টাদের মানুষই মনে করেনা, ভাবে এদের মনে হয় কোথায় ঘর-বাড়ি নাই । এজন্যে অনেক বাড়িওয়ালাকেই আমি উচিৎ কথা শুনিয়েছি ।

এই সব বাড়িওয়ালাকে এক কথায় ছোটলোক বলা যায়, এরা যথেষ্ট বেকায়দায় আছে ।

যদিও আমি এক বছর হলো নিজের বাড়িতে থাকি, তাই আপাতত এক দিক থেকে অন্তত আল্লাহ আমাকে বাঁচিয়েছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৭

শায়মা বলেছেন: আমাদের ভাড়াটিয়ারাও একে একে চলে যাচ্ছে!! :(

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৬

সাইন বোর্ড বলেছেন: যারা যাচ্ছে তারা সবাই নিরুপায় হয়েই যাচ্ছে । এ থেকেই বোঝা যায় দেশের অর্থনৈতিক অবস্থা কতটা নাজুক হয়ে গেছে ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সব বাড়িওয়াদের একই পাল্লায় মাপা ঠিক না।
আমার একমাত্র আয়ের উৎস বাড়ি ভাড়া। যদিও আহমরি কিছু না, সেমি-পাকা বাড়ি। কখনোই কোনো ভাড়াটিয়াকে ১০ তারিখের মধ্যে ভাড়া দিতে হবে বলা হয় না। যে যখন পারে দেয়। প্রতি মাসে অন্তত ৩০% ভাড়া বাকি থাকে।
বাড়ির নানা সমস্যা আছে বেই হয়তো এই সুযোগগুলিই।
এই করোনা কালীন সময়ে এবং তার আগের মাস থেকে মিলিয়ে কোনো মাসেই ১০% এর বেশী বাড়া কেউ দেয় নাই। কাউকে চাপও দেয়া হয় নাই। গত ৩০ তারিখে সরকার ৩ মাসের বিল এক সাথে নিলো। সব মিলিয়ে ১লাখ ৭০ হাজার টাকার বিল দিয়েছি ধার-দেনা করে।
এই সস্ত দূর্বলতার কারণে নানান সময় নানান ঝামেলায় পড়তে হয়।
সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে অন্য সব ব্যবসার মতো বাড়ি ভাড়াটাও একটা ব্যবসা এটা কেউ বুঝতে চায় না। বাড়িটা করতে বিশাল একটা ইনভেস্ট করতে হয়, এটা কেউ মাথাতেই রাখতে চায় না।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৩

সাইন বোর্ড বলেছেন: আপনি একজন সচেতন মানুষ,তাই বিষয়টা বুঝেন এবং ভাড়াটিয়াদের সাথে সেরকম আচরণ করেন ।

একটা কথা মাথায় রাখবেন, ঢাকা শহরে যারা পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক, এদের ৯০% ই অবৈধ আয়ে করা, কারণ সৎভাবে ইনকাম করে এক জীবনে এত বড় বাড়ি করা সম্ভব না ।

আর এ কারণেই এই সব বাড়িওয়ালার মধ্যে মানবিক কোন মূল্যবোধ নেই । ভাড়াটিয়াদের সাথে নিকৃষ্ট ব্যবহার করে ।

আপনার কথা ১০০% ঠিক যে সৎভাবে ইনকাম করে একটা বাড়ি নির্মাণ করা এত সহজ না, এইটা আমিও জানি । তাই সব ভাড়াটিয়া যে ভাল, এইটাও ঠিক না । কিছু ভাড়াটিয়া আছে যাদের মনে নানা রকম ফন্দি থাকে ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৯

নেওয়াজ আলি বলেছেন: পুরা দেশে হাহাকার । শুধু পাপুল শাহেদ গং ব্যতিত

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৫

সাইন বোর্ড বলেছেন: পাপুলরা সব সরকারের সময়ই ভাল থাকে, এদের কিছু হয় না । পাবলিক শুধুই ফাল পাড়ে ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: রাজনীতিবিদরা চাকরি সৃষ্টি করতে জানেন না। তারা দূর্নীতি করেই কূল পায় না।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৪

সাইন বোর্ড বলেছেন: খুবই সত্য কথা, তারা নিজের আখের গোছানো নিয়েই ব্যস্ত থাকে ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.