নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ চরিত্রহীন

০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:২১


চরিত্রহীন কথাটা বলতেই তুমি আমার মুখের দিকে এমনভাবে তাকালে যেন বিরাট কিছু অন্যায় করে ফেলেছি । আমি তখন আকাশের দিকে চেয়ে বললাম - মেঘলা।
- মানে ?
- মেঘের স্ত্রীলিঙ্গ । বিশেষণও বলতে পারো ।
- হঠাৎ মেঘ আর মেঘলা নিয়ে এমন বিশ্লেষণের কারণ ?
- আষাঢ়ের বৃষ্টি । দ্যাখ না, এই আছে এই নাই । এখানে হচ্ছে তো ঐখানে নাই । এদের চরিত্র বলতে আসলে কিছু নাই ।
- কিন্তু আমার মনে হচ্ছে, কথাটা তুমি আমাকে উদ্দেশ্য করেই বলেছ ।
- কিন্তু তুমি তো চরিত্রহীন নও । লিঙ্গের দিক থেকে বিচার করলেও বড় জোর চরিত্রহীনা বলা যায় । তুমি সেটা নও বা তা বলার সাহসও আমার নেই ।
- তাহলে তুমি আমার কাছে এই শব্দটা কেন উচ্চারণ করলে ?
- বললাম তো মেঘকে বলেছি । আষাঢ়ের মেঘ আর বৃষ্টির চরিত্রকে বলেছি ।
- শোন, তোমার এই ঘোরানো প‌্যাচানো কথার এত কাব্যিকতা আমার ভাল লাগে না । আমি স্ট্রেইট কথা বলতে এবং শুনতে পছন্দ করি ।
- ঠিক আছে, আষাঢ় চলে যাওয়ার পর আর বলব না ।
- আষাঢ়ের সাথে তোমার ঘোরানো প‌্যাচানো কথার কি সম্পর্ক ?
- ঐ যে বললাম, মেঘ আর বৃষ্টির চরিত্রহীন কার্যকলাপ ।
- ঠিক আছে এবার বুঝলাম । এখন চলো ফিরে যাই । তোমার চরিত্রহীন মেঘ-বৃষ্টি কখন আবার ন্যাকেড হতে শুরু করবে ।
- তুমি মনে হয় ভুলে যাচ্ছো আমরা আজ এখানে আষাঢ়ের বৃষ্টিতে ভিজতে এসেছি ।
- ভুলিনি, কিন্তু তোমার মুখে মেঘ-বৃষ্টির চরিত্রহীন গল্প শুনে আর ভিজতে ইচ্ছে করছে না ।
- ঠিক আছে, চলো ।

ততক্ষণে বৃষ্টি চলে এসেছে । বলা যায় বেশ ভারী বর্ষণ । ধানকাটা মাঠে অনেকটা জল জমে ছিল আগে থেকেই । তা এখন আরো বেড়ে চলেছে । আমরা খানিকটা উচু জায়গার উপর দাঁড়িয়ে আছি । এরপর বৃষ্টি কখন যে থেমে গেছে, বুঝতেও পারিনি ।

আমরা কি বাড়ি ফিরে যাবার কথাও ভুলে গেছি ?





মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঠিক আছে।
জীব্ন এমনই ।

০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৩২

সাইন বোর্ড বলেছেন: প্রথম মন্তব্যে আরো বেশি বেশি ধন্যবাদ ।

ভাল থাকুন, শুভ রাত্রি ।

২| ০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৫২

নেওয়াজ আলি বলেছেন: সবার জীবন এখন অন্ধকারময়

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩১

সাইন বোর্ড বলেছেন: আমার লেখায় সে দিকটাই সব সময় বেশি আসে । এই লেখাটি নিছক আষাঢ়ের উপর ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: মানুষের নানান রকম চরিত্র থাকে। চরিত্রীন আসলে কেউই না।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩০

সাইন বোর্ড বলেছেন: শুধুমাত্র একটা দিক বিচার করে কাউকে চরিত্রহীন বলা যায় না, তেমনি চরিত্রবানও অনেকগুলো গুণের সমন্বয় ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:১০

আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড,






"এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিষায়"

তেমন কিছু বলেই শেষ পর্যন্ত "ন্যাকেড" বৃষ্টিকে নামিয়েই ছাড়লেন !

সুন্দর।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৭

সাইন বোর্ড বলেছেন: ভেজার উদ্দেশ্যেই যদি বের হয়, তাহলে তারা ভিজবেই ।

আষাঢ়ের বৃষ্টিতে ভেজার মজাই আলাদা, রোগ-বালাই তেমন কিছু হয় না ।

গল্পটি আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আষাঢ়ে মেঘের কোনো চরিত্র নাই। গল্পটায় অন্য কিছু আছে ভাবছিলাম, যেমনটা আপনার সব লেখাতেই থাকে। কিন্তু গল্পের শেষে রোমান্টিকতা দেখে আর সেটা মনে হলো না।

'চরিত্র' নিয়া তাহলে এত কথা বলার কারণ কী ছিল?

সাবলীল লেখা।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২০

সাইন বোর্ড বলেছেন: আসলে প্রথমে আমি নিছক আষাঢ়ের কথাই বলতে চেয়েছিলাম, সেখানে নারি চরিত্র আর রোমান্টিকতা মেঘ না চাইতেই বৃষ্টির মতো ।

তাই এখানে আমি ভাবনার আড়ালে আর কোন ভাবনা রাখতে চাইনি; যা বলার তা স্পষ্ট বলে দিয়েছি ।

আপনি আমার লেখা ও ভাবনার ধরণ মনে রেখেছেন জেনে ভাল লাগল ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৬| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:৪০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: মেঘ বৃষ্টির এই চরিত্র যেমন তাৎক্ষণিক, আমার মনে হয় মানুষের এই উপলব্ধিগুলো ও তাৎক্ষণিক। স্থান,সময় ভেদে ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৫

সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, পরিবেশের সাথে মানুষের উপলব্ধিও চেঞ্জ হয় । কেউ সাগরে গেলে যেমন তার মন উদার হয়ে যায় তেমনি কাজের টেবিলে বসলে অন্যরকম ।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.