নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
যেখানে খুশী সেখানে যেতে পারে । মাইনষের খেত মাড়িয়ে, খেয়ে আবার সেখানেই হাগু দিয়ে আসতে পারে
সে অধিকার তার আছে
কারণ গৃহস্থ্য তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখেনি কেন ?
বেচারা দূর্বল কৃষক অভিযোগও করতে পারে না - তুমি ইচ্ছে করেই চিকনাই দড়ি দিয়ে বেঁধে রেখেছ, যাতে সহজে ছিঁড়ে মাইনষের ফসলে যেতে পারে ।
জোতদার কৃষক ভাবে - গরুটা তো বেশ মোটা-তাজা হয়ে উঠেছে; দেখতে একেবারে যেন বাংলার বাঘ
ভয়ে ওর ধারে কাছেও কেউ আসে না ।
সামনে কোরবানীর ঈদে কি ওকে বিক্রি করে দেব ? ছুরির নিচে পড়লেই চালান !
না থাক, বরং হাম্বা হাম্বা করুক আর চোখ দুটো বড় বড় করে মাইনষেরে গুঁতো দিয়ে আসুক
দেখতে তো ভালই লাগছে ।
কিন্তু আমরা সবাই জানি, গরুকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখলে মাইনষের সাথে ক্যাচাল কম হয় ।
১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:২৩
সাইন বোর্ড বলেছেন: বাজার মন্দা যাবে, এটা অনেকটাই নিশ্চিৎ । সামনে কোরবানী বলেই লেখায় কোরবানীর কথাটা এসে গেছে ।
পড়া ও মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ ।
২| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:২৭
আকিব ইজাজ বলেছেন: লেখাটির রূপক অর্থ চিন্তা করলে বেশ দারুন একটা বার্তা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। গৃহস্থ্য ঠিকই জানে তার কোন গরুটা চিকন দড়িটি ছিড়ে অপরের হক নষ্ট করেত পারবে। কিন্তু নিজের সুবিধা আদায়ে তারপরও সে ঐ গরুটাকে ছাড় দিয়ে রাখে। কারণ আমরা সবাই জানি, গরুকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখলে মাইনষের সাথে ক্যাচাল কম হয় ।
১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:৩২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে কথাটি আমি শেষ লাইনে বলে দিয়েছি । আপনি খুব চমৎকারভাবে লেখার মূল ভাবনাটিকে তুলে ধরেছেন ।
৩| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১৪
পদ্মপুকুর বলেছেন: আমার মাথামোটা, আকিব ইজাজ না বললে মেসেজটা একটু বুঝতে কষ্ট হচ্ছিলো। বেশি অ্যবসট্রাক্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে।
১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:২৮
সাইন বোর্ড বলেছেন: আসলে লেখায় পাঠকের ভাবনার একটু স্পেস না রাখলে লেখাটা খুব সাদামাঠা হয়ে যায়, তাই এটুকু রাখা ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:২৩
শায়মা বলেছেন: ধর্মের ষাড়ের কথা শুনেছিলাম। যেখানে সেখানে যার ক্ষেতে ইচ্ছা ঢুকতো যা ইচ্ছা তাই খেত। কেউ বাঁধা দেবার নিয়ম ছিলো না।
কিন্তু মানুষকে বলা হয় যখন ধর্মের ষাড় সেটা অকর্মার ঢেকীদেরকে বলা হয়। যারা খায় দা্য গায়ে ফু দিয়ে বেড়ায় তাদেরকে।
১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:২৪
সাইন বোর্ড বলেছেন: আপনার ব্যাখ্যাটাও ঠিক আছে, তবে এখানে গরু একটু ভিন্নভাবে এসেছে মানে জোতদার গৃহস্থ্যের খামখেয়ালিপনা । সুযোগ পেলে গরু তো মানুষের ফসল মাড়াবেই ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৫| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১:১৯
নেওয়াজ আলি বলেছেন: এক ছেলে ফেসবুকে লিখছে গরু হতে গোরু হওয়ায় গরু এখন বেহেস্তে যাবে
১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:২০
সাইন বোর্ড বলেছেন: মানুষের কত রকম ভাবনা থাকে ।
অসংখ্য ধন্যবাদ ।
৬| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১:৪৬
রাজীব নুর বলেছেন: গরুর মাংস আমার প্রিয়।
আগামীকাল গরুর মাংস রান্না করতে বলেছি।
১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:১৯
সাইন বোর্ড বলেছেন: গরুর মাংসের স্বাদ নিতে না পারলে আর কিসের মুসলমান ? দামটা একটু বাড়তি, এই আর কি !
অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোরবানী ঈদে বিক্রি করতে চাইলে বলব কৃষকের সিদ্ধান্ত ভুল। এবার ঈদে মোটা তাজা আর দুর্বৃত্ব গরু বিক্রি হবার সম্ভাবনা কম।
সবাই কম পয়সায় হাড় জিরজিরে গরু দিয়ে সারতে চাইবে।