নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

যে শিক্ষাটা সে বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারেনি

২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩০


নারায়ণগঞ্জের ছেলে রায়হান কবির ২০১৪ সালে এইচএসসি পাশ করার পর যখন মালয়েশিয়ায় যায়, তখনো বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন চালু হয়নি ।

তার অর্থ এই নয় যে দেশে সবাই তখন বুক ফুলাইয়া সরকারের সমালোচনা করত, সত্য কথা বলত ।

তখনো দেশে জেল, জুলুম, হামলা, মামলা, রিমান্ড ছিল । রায়হান কবির তখন ছোট ছিল - এই যা ।

হতে পারে সত্য, অসত্য গুলো তখন সেভাবে বুঝে উঠতে পারেনি; মালয়েশিয়ায় গিয়ে যেটা তার উপলব্ধিতে এসেছে ।

এখন সে 'অভিবাসী শ্রমিকরা পুলিশি নির্যাতনের পাশাপাশি বৈষম্যের শিকার হচ্ছেন' এমন একটা অভিযোগ তুলে আলজাজিরাতে যে সাক্ষাৎকার দিয়ে ফেলেছে এবং সেই কথা গুলো মালয়েশিয়া সরকারের ইজ্জতে লেগেছে ।

কামলা কেন এত সাহস দেখাবে ?

অতএব, তাকে ধর । আইনের আওতায় আন । জিজ্ঞাসাবাদ করে তার ভিসা বাতিল কর । তারপর কালো তালিকাভুক্ত করে তাকে চিরতরে দেশে পাঠিয়ে দে ।

আর এরই পরিপ্রেক্ষিতে তাকে অলরেডি চৌদ্দ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ । এই হলো, তৃতীয় বিশ্বের সব চেয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশের মেজাজ ও বিচারিক নমুনা ।

যদিও রায়হান কবিরের পক্ষে ইতোমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং মালয়েশিয়ার দুজন আইনজীবী আইনি সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে ।

কিন্তু কেউ কেউ অভিযোগ করছে, বাংলাদেশ সরকার নাকি রায়হান কবিরের ব্যাপারে ততটা আন্তরিক না । হতে পারে এমন একটা স্পর্শ কাতর বিষয়ে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের বিরাগভাজন হতে চাচ্ছে না ।

কারণ, আর যাই হোক, কিছু মানুষের রুটি-রুজির ব্যবস্থা তো হচ্ছে মালয়েশিয়াতে ।



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রায় সব খানেই একই অবস্থা

২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৪

সাইন বোর্ড বলেছেন: রায়হান কবিরের এ ঘটনায় সেটাই প্রমাণ হয় ।

অসংখ্য ধন্যবাদ ।

২| ২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৯

ডি মুন বলেছেন: বেশিরভাগ দেশের মানুষই এখন কঠোর নজরদারির ভেতর। প্রযুক্তির উন্নয়নের একটি অন্যতম সুফল (!)
সরকারের বিরুদ্ধে বা বিপক্ষে কিছু বললেই এখন ব্যবস্থা নেয়া হয়।
আধুনিক পরাধীনতা।

২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৪

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন, দুনিয়ার সব খানেতেই মনে হচ্ছে মানুষের বাক স্বাধীনতাকে চেপে ধরা হচ্ছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০০

ইফতেখার ভূইয়া বলেছেন: রায়হান নিজে "বৈধ শ্রমিক" হয়েও যাদের জন্য সাফাই গেয়েছেন তারা "অবৈধ অভিবাসী শ্রমিক"। বৈধ আর অবৈধ এর মাঝে বিস্তর ব্যবধান আছে। দুঃখিত, কিন্তু এ ব্যাপারে পৃথিবীর সব দেশই কম-বেশী একই আচরণ করে, এতে অবাক হওয়ার কিছু নেই। পাশের দেশ ভারতে পড়তে যাওয়া বাংলাদেশী বেশ কিছু ছাত্র-ছাত্রীদেরও দেশে ফেরত পাঠানো হয়েছে কিছুদিন আগে দিল্লীর প্রতিবাদে অংশ নেয়ার জন্য। এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের আইন, বিচার ব্যবস্থা বা যে কোন সামাজিক কাঠামো কেমন হবে সেটা নিয়ে বলার অধিকার রাখেনা। সে অধিকার কেবল নাগরিকের হাতে ন্যাস্ত, কোন ক্ষনস্থায়ী শ্রমিক বা ভ্রমনকারীর দায়িত্ব সেটা নয়। তাদের সরকারকে এ ব্যাপারে বাংলাদেশ কোন কিছু বলার অধিকার রাখে না, বরং যাতে বাংলাদেশ থেকে কেউ অবৈধভাবে অন্যদেশে বা মালোয়েশিয়ায় না যেতে পারে সে ব্যাপারে বাংলাদেশের আরো জোরালো উদ্যোগ নেয়া প্রয়োজন। নয়তো কিছুদিন পর যারা বৈধভাবে কাজ করছেন, তাদের উপরও খড়গ নেমে আসতে পারে। রায়হান, কিছু মানুষের ভালো করতে গিয়ে হয়েতো অনিচ্ছাকৃতভাবে আরো বেশী মানুষের জন্য সমস্যা তৈরী করে ফেলতে পারেন। তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৭

সাইন বোর্ড বলেছেন: আপনি যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন, তাই বিদেশে অস্থানরত প্রবাসীদের অধিকার, স্বাধীনতা ও আইনি ব্যাপারটা আরো ভাল বুঝবেন ।

তবে এটা ঠিক যে, সারা বিশ্বেই সাধারন মানুষের কথা বলার অধিকার দিন দিন সংকুচিত হচ্ছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: রায়হানের জন্য আমার ভীষন মায়া হচ্ছে।

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৪০

সাইন বোর্ড বলেছেন: কিছু করার নেই, সত্য কথা বলে ফেঁসে গেছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৮

নেওয়াজ আলি বলেছেন: প্রথম হতে সব কিছূ জেনে আসছি রায়হানের ।তবে তাই বলেন তার বোকামি হয়েছে কারণ আমরা মূল্য হীন তাদের কাছে।

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৯

সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই, কামলাদের কথা কেন শুনবে তারা ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫৭

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বর্তমানে পৃথিবীতে সঠিক কথা বলাটায় অপরাধ। রায়হান সত্যি বললেও বলার সময়টি সঠিক নয়। দূর্যোগে ধৈর্য্য ধরা জরুরী।

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৮

সাইন বোর্ড বলেছেন: বলার সময় ও সম্ভবত ভাবেনি যে, এইটা এতদূর গড়াবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পরের দেশে কাজ করতে গেলে এমন কিছু বলা উচিত নয় যা ঐ দেশের বিরুদ্ধে যায়।
এখানে আমার মতো আরো অনেকেই কামলা দেয়্।

সবার জন্য এই কথা প্রযোজ্য। সত্য কথা সব সময় বলতে নেই।

২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৭

সাইন বোর্ড বলেছেন: প্রথমত ছেলেটার বয়স কম, ও হয়ত ভাবতেই পারেনি যে, তার এই স্বাক্ষাৎকার তাকে এরকম একটা বিপদে ফেলবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.