নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

দুঃসময়ের ঈদ এবং কোরবানী দেওয়া না দেওয়ার প্রশ্ন ।

৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪০


মৃত্যু, ভয়, আতংক ও আর্থিক সংকটের মধ্যে থেকেও যারা কোরবানী দেওয়ার নিয়ত পাকা করে ফেলেছে, তারা কোরবানী দেবেই ।

কারণ, তাদের এখনো সামর্থ আছে । তাছাড়া সামাজিক মর্যাদাও একটা ব্যাপার, যা কখনো কখনো ধর্মীয় নির্দেশনার চেয়েও বড় হয়ে উঠে ।

আর যাদের আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠেছে, তাদের কথা আলাদা । তাদের কোরবানীর চেয়ে বরাবরের মতই প্রদর্শনী বেশি হবে ।

আয় তো আয়'ই । বৈধ-অবৈধ্যের কথা আর এই জমানায় কে ভাবে ? যারা এখনো সুযোগ পায়নি, তারাই কেবল সততার কথা বলে মুখে ফেনা তুলে ।

ওসব অনেক দেখেছি !

তাই বলে আমাদের মানবিকতাটা এখনো একেবারে মরে যায়নি । আপনি বাজারের সব চেয়ে দামী, মোটা-তাজা গরু কিনে কিনে কোরবানীর নামে প্রদর্শনী করবেন - ভাল কথা । কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে, দেশের একটা বিশাল জনগোষ্ঠী বড়ই ক্রান্তিকাল পার করছে ।

করোনার সাথে যোগ হয়েছে দীর্ঘস্থায়ী বন্যা । অসংখ্য বেকার মানুষের সাথে যোগ হচ্ছে সহায়-সম্বলহীন কৃষক । পারলে এদের জন্যেও কিছু করুণ । এ জন্য কোরবানীর ব্যয় কিছু কমানো দরকার।

তবে দুঃখজনক হলেও এটা সত্য যে, হাটে যেসব কোরবানীর গরু উঠছে, সেগুলোও কৃষকদের দীর্ঘ এক বছরের লালিত স্বপ্নের ফসল । এসব গরুর পিছনে একজন কৃষক খরচ করেছে অনেক টাকা এবং শ্রম ।

তাই, এই দুঃসময়ে সামর্থবান খুব বেশি মানুষ যদি কোরবানীর পশু কেনা থেকে বিরত থাকে, তাহলে কৃষক ও ব্যাপারীরা বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ।

এটাও একটা ভাবনার বিষয় ।




মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: কোরবানী একটা বিশেষ ধরনের ইবাদত। টাকা থাকলে বিশাল এবং অতুলনীয় নেকি পাওয়া যায়, বিশেষ কোনো কষ্ট ছাড়াই। সেই সাথে পারিপার্শিক আরো নানান কারণ কোরবানীতে মানুষকে আগ্রহী করে তোলে।

৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৭

সাইন বোর্ড বলেছেন: প্রথমত আমরা একটা দুঃসময় পার করছি, সেই অর্থে মানবিক দিকটাও বিবেচনা করতে হবে । কোরবানীর ব্যয় কিছুটা কমিয়ে যদি অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় - সেটাও মন্দ না ।

অসংখ্য ধন্যবাদ ।

২| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
যে সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে -
পাপ পূণ্যের আর নাই বালাই .......
পাপ পুণ্যের কথা আমি কারেবা শুধাই .........

৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৯

সাইন বোর্ড বলেছেন: সবাই উপরের দিকে উঠতে চায়, তার জন্যে বৈধ-অবৈধ্যের কোন বালাই নাই ।

অসংখ্য ধন্যবাদ ।

৩| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইসলামের কিছু এবাদতের সাথে অর্থনীতি জড়িত। প্রচলিত অর্থনীতির সূত্রই বলে যে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে গেলে তা অর্থনীতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। তাই গরু কোরবানি কমলে অনেক ব্যাপারী, কৃষক এদের দুর্ভোগ হবে। কোরবানি ছাড়াও দান, জাকাত এগুলিও এবাদত। আমাদের সেগুলির ব্যাপারেও চিন্তা করতে হবে।

৪| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি এবার গরু না ছাগল?

৫| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: নামাজ যেমন পড়তেই হয়। তেমনি কোরবানীর দ্বিতীয় কোনো অপশন নাই।

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৮

সাইন বোর্ড বলেছেন: আমি কোরবানী দেওয়া থেকে বিরত থাকতে বলছি না, গরুর জায়গায় টরু মানে ছোট গরু দিয়ে কিছু টাকা মানবিক কল্যাণে ব্যয় করা যায় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭

ঢাবিয়ান বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
যে সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে -
পাপ পূণ্যের আর নাই বালাই .......
পাপ পুণ্যের কথা আমি কারেবা শুধাই .........

আমাদের সকল পাপ পুন্য যে লোক দেখানোর মাঝেই সীমাবদ্ধ

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৫

সাইন বোর্ড বলেছেন: শেষ পর্যন্ত অনেকটা সেরকমই হয়ে যায় কারো কারো ক্ষেত্রে । তবে প্রকৃত ধর্ম পালনের মাঝে এক ধরণের মানসিক প্রশান্তিও আছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১০

লোনার বলেছেন:

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩২

সাইন বোর্ড বলেছেন: ভিডিও চলে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.