নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কলার খোসা

০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৩৭


১/
ভেতরে দানা নেই বলে কলা-ছিলা খোসা ।

যার ঘর আছে, তার বাহির নাই
যার বাহির আছে, তার ঘর নাই

কিন্তু যার ঘর, বাহির কিছুই নাই
সে আগুনে পোড়া পাতা, ছাই !

২//
বানের পানির কথা ভাববে কেবল বানভাসিরা,
অন্য কেউ না; তাই
তুমি সাজেশন দিতে এসো না -

খোয়াজ খিজিরের শিষ্য হলে
জলের উপর পড়া যেত ঈদেরে নামাজ
সামাজিক দূরত্ব বজায় রেখে ।

কে বলেছে জলের কষ্ট করোনার চেয়েও বেশি ?

ছিন্নমুল মানুষ শুধু ঈদ মোবারক বলতে পারে না,
জলের কাছে কোরবান হয়ে যায় ঈদের আনন্দ !




মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৪

বিজন রয় বলেছেন: কলার খোসাও কথা বলে। আপনি তা দেখালেন!!

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:০৮

সাইন বোর্ড বলেছেন: ছবিটা ভাল লাগল, তাই ভাবনাটাও চলে এলো ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: কলার খোসাটা অনেক কাজে লাগে। যদিও শহরের মানুষ বিনে ফেলে দেয়। কিন্তু গ্রামে কলার খোসা ফেলে দেয় না। গরু ছাগল কে খেতে দেয়। তারা বেশ আগ্রহ এবং আরাম করে খায়।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:০৭

সাইন বোর্ড বলেছেন: কারো জীবন যদি কলার খোসার মতো হয়ে যায়, সেইটা আর কেউ কাজে লাগাইতে চায় না । সবাই ছুইড়া ফেইলা দেয় ।

অসংখ্য ধন্যবাদ ।

৩| ০২ রা আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

ঢাবিয়ান বলেছেন: কবিতার ছন্দে বাস্তবতা ভাল লাগল

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:০৩

সাইন বোর্ড বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল ।

অসংখ্য ধন্যবাদ ।

৪| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বাবার অবর্তমাণে আমি একটি ৬ তালা মসজিদের (অযগ্য) সভাপতি। গত রমজানের ঈদের জামাতে ফাঁকা ফাঁকা করে দাড়ানোর কারণে অনেকেই যায়গা পায়নি। পরে রাস্তার উপরে বসার ব্যবস্থা করতে হয়েছে। তাতেও অনেকে জামাত পায়নি। তাই এবার বাধ্য হয়ে দূরত্বটা কমাতে হয়েছে।
যতদূর বুঝি মসজিদ ছাড়া আর কোথাও এখন সামাজিক দূরত্ব বজায় নেই।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৫৪

সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, কেউ কোথাও আসলে সামাজিক দূরত্ব মানছে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.