নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বিক্রি করতে না পেরে ছাগলের চামড়া পদ্মা নদীতে নিক্ষেপ

০২ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৮


এবারের কোরবানীর ঈদে গরু-ছাগলের কাঁচা চামড়া অনেকটা পানির দামে বিক্রি হয়েছে - কথাটা বললেই কেউ কেউ হয়ত চামড়ার তৈরী বিশ্ব বিখ্যাত সব ব্র্যান্ডের ব্যাগ, জুতো, স্যান্ডেল, কোমরের বেল্ট, মানিব্যাগ ইত্যাদি নিয়ে হাজির হয়ে বলবে -

জানেন, এইসব প্রডাক্টের এক একটার দাম কত ?

আরে ভাই, এই দাম দিয়া আমরা করব কি ? আমাদের দরকার কোরবানীর ঈদে গরু-ছাগলের কাঁচা চামড়ার মিনিমাম একটা মূল্য; যাতে করে ঐ টাকাটা গরীব-মিসকিনদের মধ্যে বা এতিম খানায় দান করা যায় এবং এতে করে তারা আর্থিক ভাবে কিছুটা উপকৃত হয় ।

কোরবানীর ঈদে বাংলাদেশের মত এত পশু আর কোন দেশে জবেহ হয় কি না, আমার জানা নেই । অথচ বছরের পর বছর দেখে আসছি, কোরবানীর ঈদ এলেই এই চামড়া নিয়ে শুরু হয় যত চামড়ামি ।

কিন্তু এবার বিগত বছরের সব রেকর্ড ভেংগে দিয়ে একটা গরুর চামড়া সাইজ ভেদে বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ৫০০ টাকা এবং একটা ছাগলের চামড়া বিক্রি হয়েছে ২ টাকা থেকে ১০ টাকার মধ্যে ।

আর ভেড়ার চামড়া ফাও ।

এমন অবস্থায় কোথাও কোথাও নাকি চামড়া কেনার কোন ব্যাপারীই ছিল না । এর মধ্যে রাজশাহীর কিছু মৌসুমী ব্যবসায়ী ছাগলের চামড়া কিনে ব্যাপারীর কাছে বিক্রি করতে না পেরে শেষ পর্যন্ত পদ্মা নদীতে ফেলে দিয়েছে । মানে এই দুঃসময়ে তাদের পুঁজিও গেছে ।

এরপর থেকে গায়ের চামড়া কেটে পায়ের পাদুকা বানিয়ে দিলেও হয়ত এসব মৌসুমী ব্যবসায়ী ভবিষ্যতে আর চামড়া কিনবে না । কারণ, ন্যাড়া বেলতলায় একবারই যায় ।

তাই বলে কোরবানীর ঈদ এলে চামড়া নিয়ে এই চামড়ামি থেমে থাকবে না ।

মন্তব্য ৪১ টি রেটিং +০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: চূড়ান্ত অব‍্যবস্থা! আর্থিক দিক তো বটেই, পরিবেশের দিক দিয়ে মারাক্তক বিপদজনক।
ঈদুল আজহার শুভেচ্ছা নিয়েন প্রিয় ভাই।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৩৪

সাইন বোর্ড বলেছেন: আপনাকেও ঈদের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইল ।

ভাল থাকুন নিরন্তর ।

২| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


১ জন ব্লগার তো আপনাদেরকে চামড়া প্রসেসিং শিখায়েছিলো, উহা প্রয়োগ করে দেখেন; চামড়ার সোফায় বসে ব্লগিং করতে পারবেন

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪০

সাইন বোর্ড বলেছেন: সেইটা আমি পড়ি নাই, আর পড়লেও চামড়া প্রসেসিং কর্মে নিযুক্ত হওয়ার ইচ্ছা নেই । তাই চামড়ার সোফায় বসাও হচ্ছে না । আমি বসি হাতিলের কাঠের চেয়ারে, অনেকটা ঠকমকা ।

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নদীর পানি দূষিত হয়ে যাবে।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪২

সাইন বোর্ড বলেছেন: এরকম একটা সম্ভাবনা অবশ্যই আছে, যদিও এখন নদী বন্যা হওয়ায় প্রচুর পানি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


ইলিশ মাছ মোটা তাজা হবে।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৩

সাইন বোর্ড বলেছেন: শুধু মোটা তাজা না, সোয়াদও ভাল হবে ।

৫| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের এলাকায় এতিমখানার সাথে আমি জড়িত। কোরবানীর চামড়া সংগ্রহ করে তা বিক্রির পরে অর্ধেক গরুর মালিককে দিয়ে দিতাম।। গত ৩/৪ বছর ধরে এমন অবস্থা হয়েছে চামরা বিক্রির টাকার অর্ধেক মালিককে দিলে চামরা সংগ্রহের খরচও উঠে না। গত দুই বছর ধরে তাই মালিকদের দেয়া যাচ্ছে না। লাখ টাকাবার গরুর চামরা দাম ৪০০ টাকাও হয় না।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৭

সাইন বোর্ড বলেছেন: গত বছরের ঈদে আমি নিজে গিয়ে মসজিদে চামড়া দিয়ে এসেছি । নাম মাত্র দাম হওয়ায় মসজিদ-মাদ্রাসার কমিটিও এগুলো নিতে খুব একটা আগ্রহী না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকার সামান্য চামড়ার বাণিজ্যও ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না অথবা একটা শ্রেণীকে লাভবান করিয়ে দেবার উদ্দেশ্যে অনেকটা নিরব ভূমিকা পালন করছে। কয়টা দিনের সামান্য চামড়ার লোভ সামলাতে না পারলে এদের থেকে আর কি আশা করা যায়।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৫২

সাইন বোর্ড বলেছেন: আসলে এটা করে প্রতি বছরই এতিম, অসহায়দের হক মেরে দেওয়া হচ্ছে । কারণ চামড়া বিক্রয়ের এই টাকাটা সমাজের অসহায়,দরিদ্রদেরকেই দেওয়া হয় ।

এটা আসলে মেনে নেওয়ার মত না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: দেশ যখন নষ্টদের দখলে চলে যায় তখন এমনই হয়।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

সাইন বোর্ড বলেছেন: প্রতি বছরই গরীব-অসহায়দের এই সামান্য হক টুকুও মেরে দেওয়া হচ্ছে । এটা খুবই দুঃখজনক ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:০১

ঢাবিয়ান বলেছেন: স্বৈরাচারীর দেশে এমটাই প্রত্যাশিত ছিল। ভিন্ন কিছু হলে বরং অবাক হতাম।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:১২

সাইন বোর্ড বলেছেন: দেশ বা জনগণের প্রতি দায় বদ্ধতা না থাকলে এরকমটা চলতেই থাকবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৯| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:২৫

নতুন বলেছেন: চামড়ার দাম মাপের উপরে ঠিক করা উচিত। এতো কম দাম অথ হচ্ছে কিছু মানুষ এটা নিয়ে বেশি ব্যবসা করছে।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:০৪

সাইন বোর্ড বলেছেন: দামের ক্ষেত্রে এরকম একটা মাপও ঠিক করে দেওয়া হয়েছিল । কিন্তু যেখানে কেনারই লোক নেই, সেখানে আর কি করার আছে ।

অসংখ্য ধন্যবাদ ।

১০| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দীর্ঘ ৩০ বছর পর আন্তর্জাতিক বাজারে ওয়েট-ব্লু চামড়া রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৯৯০ সালে শেষ রফতানি হয় ওয়েট-ব্লু। এরপর নিষেধাজ্ঞা দেয়া হয়। বুধবার প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। একই দিন আমদানি ও রফতানির প্রধান নিয়ন্ত্রকের দফতর থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এখন আর রফতানি বাধা থাকবে না ওয়েট-ব্লু চামড়ার। পাশাপাশি কোরবানির পশুর কাঁচা চামড়া রফতানির অনুমোদন দেয়া হয়!!!

প্রয়োজনে কাঁচা চামড়া রফতানি করা হবে : বাণিজ্যমন্ত্রী

দাম না পেলে কাঁচা চামড়া রফতানির সুযোগ: বাণিজ্যমন্ত্রী

এই তিনটা নিউজই বলে দেয় পর্দার অন্তরালের খেলার কথা।
এমন আত্মঘাতি খেলা হয়েছিল স্বাধীনতার পর পাট নিয়ে! এবার চেতনার অবৈধ, রাতের ভোটের স্বৈরাচারি সরকার আবার তেমনি আত্মঘাতি সিদ্ধান্ত নিল দেশকে পিছিয়ে দিতে!!!!!

শেইম!!!

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:০১

সাইন বোর্ড বলেছেন: এটা নতুন কিছু না, প্রতি বছরই চামড়া নিয়ে খেলা চলে, গরীবের হক মেরে দেওয়ার খেলা ।

এটা খুবই দুঃখজনক ঘটনা !

অসংখ্য ধন্যবাদ ।

১১| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফেলে দিবে তবুও মাদ্রাসার
এতিম ছাত্রদের জন্য দান
করবেনা !! আফসোস

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:০০

সাইন বোর্ড বলেছেন: ঘটনা তো একই, মাইনষে বিক্রি করতে না পারলে, মাদ্রাসাই বা কিভাবে বিক্রি করবে ?

১২| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


@বিদ্রোহী ভৃগু ,

করোনার মাঝে, ১ দিনে এত চামড়া কি দেশে প্রসেসিং করা সম্ভব?

১৩| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নাড়িভূড়ি যেমন ফেলে দেয় চাড়াও ফেলে দেবার কথা মাথায় রেখেই কোরবানী দিতে হবে।ক্রেতা না থাকলে সেটা কোন বিক্রয় যোগ্য দ্রব্য না।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সাইন বোর্ড বলেছেন: ফেলা দেওয়াটা তো কোন সমাধান নয়, এটা আমাদের ব্যর্থতা । এমন সম্ভাবনাময় একটা প্রডাক্ট, সেভাবে কাজে লাগানো যাচ্ছে না ।

অসংখ্য ধন্যবাদ ।

১৪| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:৪৮

শাহ আজিজ বলেছেন: চাঁদগাজী বলেছেন:


ইলিশ মাছ মোটা তাজা হবে

লেখক বলেছেন: শুধু মোটা তাজা না, সোয়াদও ভাল হবে ।


আমি বলি ইলিশে ছাগলের গন্ধ যোগ হবে , ভিন্ন দুটি স্বাদ , এও কি কম পাওয়া ।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

সাইন বোর্ড বলেছেন: কথা অবশ্য হাচা কইছেন । একের ভেতর দুই ।

অসংখ্য ধন্যবাদ ।

১৫| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:৫৮

আকন বিডি বলেছেন: @ শাহ আজিজ
বিবর্তনের ঠেলায় খশির পরিবর্তে চামড়াওয়ালা ইলিশ পেলে ষোলকলা পূর্ণ হবে। আবার চামড়া সমস্যা দেখা দিবে।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫২

সাইন বোর্ড বলেছেন: না না, ওটা আবার হবে না, ঝোল করে রান্না করে সব খেয়ে ফেলবে । ইলিশের স্বাদ বলে কথা ।

অসংখ্য ধন্যবাদ ।

১৬| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কোরবানীর চামড়া বিক্রি না করে
মাদ্রাসায় দিয়ে দিলেই সমস্যার সমাধান।
চামড়া বিক্রি করে যখন খাওয়া জায়েজ নাই।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫০

সাইন বোর্ড বলেছেন: চামড়ার টাকা নিজে ভোগ না করলেই হলো । এলাকা ভেদে বিভিন্নভাবেই এটা বন্টন করা হয় ।

অসংখ্য ধন্যবাদ ।

১৭| ০৩ রা আগস্ট, ২০২০ ভোর ৫:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গরুর চামড়ার বদলে বাংলাদেশ রাজনীতিবিদদের চামড়া রপ্তানি করলে কেমন হয়? কুমিরের মায়ের মতোই এরা কান্নাকাটিতে পারদর্শী আবার গন্ডারের চামড়ার মতোই পুরু তাদের চর্ম ভেদ করে জনগণের গালিগালাজ বা অভিসম্পাত প্রবেশ করতে পারে না বলে এই সকল ক্লাউনগুলোর চামড়া গুণগত মানে অনেক ভালো বলেই আমার কাছে মনে হয় ।

এই মূল্যবান চামড়া রপ্তানি বাংলাকে এনে দিতে পারে সহস্র কোটি বৈদেশিক মুদ্রা।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

সাইন বোর্ড বলেছেন: কিন্তু এসব দুনম্বরী চামড়া কোন দেশ নিবে কি না, সেটাও একটা ব্যাপার ।

এত চমৎকার একটা সম্ভবনাময় চামড়াখাত, বছরের পর বছর ধরে ধ্বংস হয়ে যাচ্ছে ।

অসংখ্য ধন্যবাদ ।

১৮| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ৭:০২

ইসিয়াক বলেছেন:





অরাজকতায় ভরে গেছে দেশ।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

সাইন বোর্ড বলেছেন: কিছুই বলার নেই ।

১৯| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: গরুর চামড়া ১৫০ টাকা। ছাগলের চামড়া ৫ টাকা।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০

সাইন বোর্ড বলেছেন: বড়ই আজীব এক দেশ !

২০| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ট্যানারি বাদ দিয়ে এবার চামড়া দিয়ে কুটির শিল্প করা যায় কি না সেটা ভাবা দরকার। কর্পোরেট পুজি আর মনপলি চামড়ার এই খারাপ অবস্থার জন্য দায়ী। শুধু রপ্তানির কথা চিন্তা না করে দেশের মধ্যে চামড়াজাত পণ্যের উৎপাদন ও চাহিদা বাড়াতে হবে।

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৬

সাইন বোর্ড বলেছেন: চামড়ার এ অবস্থার জন্য সম্ভবত অতি মুনাফা খোরী বড় একটা সিন্ডকেট দায়ী । সরকার ইচ্ছে করলে এই সিন্ডিকেট ভেংগে দিয়ে একটা সুষ্ঠু চামড়ানতি গ্রহণ করতে পারে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২১| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইশ্ ! এতো মূল্যবান জিনিস কি ভাবে নষ্ট হয়ে গেলো কিন্তু সরকারে কোন উদ্যোগ দেখা গেলোনা এই মূল্যবান সম্পদ রক্ষার্থে।

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৪২

সাইন বোর্ড বলেছেন: খুবই দুঃখের কথা, এত বছরেও চামড়া সংরক্ষণ এবং কাজে লাগানো গেল না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.