নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
এখন আর পজিটিভ কোন ঘটনা অনেককেই সেভাবে আলোড়িত করেনা । আবার কেউ কেউ মনে করে, পজিটিভ কিছু ঘটেই না; মাঝে মাঝে যে দু-একটা ঘটনা ঘটে বা ঢাক-ঢোল পিটিয়ে ঘটানো হয়; তার বিশ্বাসযোগ্যতা নিয়েও কিছু প্রশ্ন থেকে যায় । কারণ, ওটাও আসলে নেগেটিভ ঘটনা; ভাল পোশাক-পরিচ্ছেদ পরিয়ে সবার সামনে পজিটিভ হিসেবে পরিবেশন করা হয় ।
তাহলে দেশে পজিটিভ কোন কিছুই কি হচ্ছে না, যা ঘটনা হিসেবে মানুষের চোখে ধরা পড়তে পারে এবং তা মানুষের আলোচ্য বিষয় হতে পারে ?
হয়ত হচ্ছে, কিন্তু আমরা এতটাই নেতিবাচক ধ্যান-ধারণায় অভ্যস্ত হয়ে গেছি যে, সব সময় যেন আমরা এ ধরণের নিউজে বা শিরোনামের জন্য অপেক্ষা করি । কিন্তু প্রশ্ন হলো, কেন এমনটা হলো ?
কারণ, চারদিকে এত বেশি নেগেটিভ ঘটনা ঘটছে যে, আমরাও এর সাথে আষ্টে-পৃষ্ঠে বাঁধা পড়েছি । একটা শ্রেণি বছরের পর বছর অবৈধ্য ভাবে সম্পদের পাহাড় গড়ছে এবং সেটা অনেকটা দাপটের সাথে কোন কিছুর তোয়াক্কা না করে । যাদের বিরুদ্ধে কেউ কোন কথা বলা বা সমালোচনা করার ক্ষমতা পর্যন্ত রাখেনা । কারণ, তারা অনেক পাওয়ারফুল পারসন । নিজেদেরকে সব কিছুর উর্ধ্বে মনে করে । কারণ, সমালোচনা কারীকে শায়েস্তা করার জন্য তাদের হাতে আছে ডিজিটাল নিরাপত্তা আইন । যার কারণে, কেউ'ই এসব রাঘব-বোয়ালদের ঘাঁটাতে সাহস পায় না ।
আবার অনেকেই ভাবে, নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে লাভ কি ? তাদের মতো আমাদের গালে, মুখে, চর্বি ধরেনি ঠিকই কিন্তু শরীরটা তো এখনো জেগে আছে; তাকে ডলা দেওয়ার সুযোগ করে দেওয়ার দরকার কি ?
তার চেয়ে বরং এটাই ভাল - তাকিয়ে থাকব কিন্তু দেখব না, শুনব কিন্তু মাথায় নেব না, পড়ব কিন্তু মনে রাখব না ।
আকাশ-পাতাল ভেংগে ঘটনা ঘটুক, সব কিছু ভেংগে চুরমার হয়ে যাক । কখনোই মনে করা যাবে না, এই বার বুঝি ওদের রক্ষা নেই, এত দিনের সব পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে ।
কিন্তু না, ঘটনা যত বড়ই হোক, তাকে ঢেকে দেওয়ার জন্য আরেকটি ঘটনা রেডি আছে । এবং খুব অল্প সময়ের মধ্যেই সেটা সামনে চলে আসবে । তারপর, পূর্বের ঘটনাটি আমরা ভুলে যাব । বুকে পাথর চাপা না দিয়েও এ জাতি এখন অনায়াশেই অনেক কিছু ভুলে যেতে পারে । এটা সময়ের দাবী । আর সময়ের দাবীকে সহজে অস্বীকার করা যায় না ।
০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
সাইন বোর্ড বলেছেন: ঐ সব পচে যাওয়া মানুষ গুলোও এটাই চায়, সবাই প্রতিকৃয়াহীন হয়ে যাক; যাতে তারা মনের আনন্দে লুটপাট করে যেতে পারে বছরের পর বছর ধরে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।
৩| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০১
নূর আলম হিরণ বলেছেন: শাসক ও আমলাদের অপকর্ম ঠিকভাবে বুঝা ও সেগুলো রুখতে পারার মত অবস্থায় নেই সাধারণ জনগণ। তাদের সেভাবে শিক্ষিত করে গড়ে তোলা হয়নি।
৪| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: চরম অরাজকতার মধ্যে আমরা বাস করছি আমরা। উন্নতির কোনও আলামত দেখা যাচ্ছে না।
৫| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৩:২২
অন্তরা রহমান বলেছেন: এর একটা প্রধান কারণ শাসকশ্রেণীর দ্বারা মিডিয়ার উপর ছায়া-নিয়ন্ত্রণ বজায় রাখা
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: পঁচে যাওয়া মানবসম্প্রদায়ের হাতে দেশের সমস্ত কিছু। এর চেয়ে ভালো কেউ যে আসবে তারও কোনো সুযোগ নেই। আমাদের চামড়াও ধীরে ধীরে গন্ডারের চামড়ার রূপ নিয়েছে। কিছুতেই কিছু যায় আসে না।