নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
বিদ্যুৎ বিল জমা দেওয়ার শেষ তারিখ । ভাদ্রের গরমে হাঁসফাঁস দুপুর । দুটো কাইন্টারে চারটা লাইন । সামনে এগুচ্ছে কচ্ছপের গতিতে ।
মাথার উপর রোদ যেন শিশার মতো ঢেলে পড়ছে । ভাই, আপনার পিছনে কিন্তু আমি, একটু ছায়াতে গেলাম, আর দাঁড়িয়ে থাকতে পারছি না । একটা পাগল বিল হাতে মুখে শব্দ করতে করতে ভেতরে ঢুকে পড়ল । আরেকজন পাগলপ্রেমিক তাকে ধরে কাউন্টারের সামনে নিয়ে গেল । নিয়ে যাওয়ার সময় সে সবাইকে ওছিওত করে বলল, আপনারা কিছু মনে করবেন না, ওকে একটু সুযোগ দিন । পাগল গান ধরল - কইলজের খবর রাখলিনারে কেউ...।
মহিলারা মুখে কাপড় দিয়ে হাসছে । তালপাকা গরমে এ যেন তালের ফুলুরি ।
একজন বয়স্ক লোক কি যেন সব নথিপত্র নিয়ে লাইন ছাড়া কাউন্টারে গিয়ে দীর্ঘক্ষণ ধরে ফ্যাচর ফ্যাচর করছে । বাকীদের রোদপোড়া শরীরে বাড়ছে ঘামের স্রোত, গায়ের দুর্গন্ধ; উঠছে মেজাজের পারদ । খিটখিটে এক লোক বলে উঠল, দেখছেন ভাই এই বালপাকনা বুড়োটার কান্ড ? আমরা ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর উনি এই সময় তার সমস্যার সমাধান করতে এসেছেন ।
সবাই একবার এর-ওর মুখ চাওয়া-চাওয়ি করল । এরমধ্যে হঠাৎ একজন রাগে গজ গজ করে বলে উঠল, আমাদের টাকাই ভেতরে দুটো ফ্যান ঘুরছে আর আমরা বাইরে রোদে সবাই ভাজা ভাজা হচ্ছি । আরেকজন বলল, আসলে সরকারী অফিসের যেখানেই যাবেন, সেখানেই দেখবেন উনারা উনাদের গতিতেই চলছে । পাবলিকের কষ্ট কেউ মাথায় নেয় না ।
আমার তখন মনে পড়ল পান খেয়ে জাবরকাটার কথা । কিন্তু কোথাও পিকদানি খুঁজে পেলাম না ।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮
মা.হাসান বলেছেন: অফিসের দেয়ালে খয়েরি চুনকাম করে ফেলতে পারতেন। অনেক এলাকার বিলই বিকাশের মাধ্যমে দেয়া যায়। কোনো এক্সট্রা চার্জ লাগে না। পল্লী বিদ্যুত কি ঐ সিস্টেম রাখেনি?
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৫
তারেক ফাহিম বলেছেন: অনলাইনে দেয়া যায়তো। আমি আমারটা অনলাইনে পেমেন্ট করি।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদ্যুতের আবার পল্লী ই কি আর শহরই কি।
সব বিদ্যুৎ তো একই হওয়ার কথা।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৭
জাহিদ হাসান বলেছেন: বিকাশে না বিল দেয়া যায়?
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৪
ইলি বলেছেন: অনলাইনে বিল দেয়া যায়। সে সিস্টেম আছে এত কষ্ট না করে যেনে নিলেই হয়।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫
সাগর শরীফ বলেছেন: ধামরাই? আগে জানা থাকলে চলে আসতাম। আশেপাশেই আছি।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: বিকাশ থেকে কি দেওয়া যায় না?
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
এটা এনালগ আমলের গল্প।
বর্তমান ডিজিটাল আমলে সবধরনের বিলই অনলাইন ও বিকাশ তথা মোবাইলব্যাঙ্কিং মাধ্যমে দেয়া যায়। কোনো এক্সট্রা চার্জ লাগে না।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৭
নেওয়াজ আলি বলেছেন: আজকাল মানুষ এত হাবা কেন ।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিদেশের সব ধরনের বিল অনলাইনে দেয়া যায় ।
আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে অনলাইনে পরিশোধ করে দেই।
আধুনিক বিজ্ঞান মানুষের জীবনকে খুবই সহজ করে দিয়েছে।