নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
আমার গ্রামবাসের শেষের কয়েকদিনে শামসুর রাহমানের উপন্যাসসমগ্র পড়ে শেষ করলাম। বাড়িতে আসার পর হঠাৎ করেই বইটি আমার এক রিলেটিভের কাছে পেয়ে গেলাম। এখানে মোট চারটি উপন্যাস আছে। কোন খ্যাতিমান কবির লেখা গল্প -উপন্যাস সব সময়ই সাহিত্যগুণে সমৃদ্ধ হয়। যা বাজারী কোন গল্প -উপন্যাস থেকে একেবারেই ভিন্ন ধারার। কবি শামসুর রাহমান এর উপন্যাসগুলিও এর ব্যাতিক্রম নয়। কাহিনীর চেয়ে ভাবনার বিস্তার যেখানে অনেক বেশি।
তবে সব উপন্যাসগুলোর কাহিনীতেই কেবল একজন পুরুষই মুখ্য চরিত্র হয়ে ভিন্ন নামে, ভিন্ন পেশা নিয়ে বার বার এসেছে। নগর কেন্দ্রীক মধ্যবিত্ত জীবনে তাদের চিন্তার যে ঘুরপাক, তা অনেকটা একই রকম। সেখানে প্রেম, জীবন-সংসার, মানসিক টানাপোড়েন, সংঘাত, কখনো গৎবাঁধা জীবনের প্রতি অনিহা - এসবই ঘুরেফিরে এসেছে। মুখ্য চরিত্র হিসেবে সবকিছু ছাপিয়ে একজনই প্রেমিকপুরুষ হয়ে উঠেছে। প্রতিটা উপন্যাসেই নারী চরিত্র এসেছে নেহাৎ প্রেমিকপুরুষের ভালোবাসার যোগান দিতে। আর খেটে খাওয়া সাধারন নিম্নবিত্ত মানুষ সেভাবে আসেইনি।
চারটি উপন্যাসের মধ্যে 'অদ্ভুত আঁধার এক' এবং 'অক্টোপাস' বেশি ভাল লেগেছে। 'এলো সে অবেলায়' উপন্যাসের শেষের দিকটা খুব সাধারণ মনে হয়েছে। তবে 'নিয়ত মন্তাজ' মন্দ লাগেনি।
সব শেষে বলতে হয়, প্রতিটা উপন্যাসের প্রধান চরিত্রের মধ্যে একজন কবি শামসুর রাহমানকেই বেশি পাওয়া যায়।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৬
সাইন বোর্ড বলেছেন: আমার কাছেও তাই মনে হয় ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনি বদলে গেছেন?
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৮
সাইন বোর্ড বলেছেন: আপনার কি সেরকম মনে হচ্ছে ? আপনি তো আবার খুব সহজেই কাউকে একটা লেবেল লাগিয়ে দিতে পারেন ।
আসলে এখনো বেশ কয়েকটি লেখা জমে আছে, যেগুলো গ্রামে গিয়ে লিখেছিলাম; শুধু টাইপ করার আলসেমির কারণে সেগুলো পোস্ট দিতে পারছি না । আর এ কারণে নতুন কোন লেখাও হচ্ছে না ।
অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
ভাবছি, বইটা আপনাকে বদলিয়ে দিলো কিনা?
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৩
সাইন বোর্ড বলেছেন: আপনি কি বইটা পড়েছেন বা এর কোন উপন্যাস ? হুমায়ূন আজাদের উপন্যাসগুলোও এরকম ভিন্ন ধারায় লেখা ।
বর্তমান বাংলাদেশের মানুষকে অবজারভেশন করার ক্ষমতা আপনার নেই । কে কখন কোথায় কিভাবে বদলে যাচ্ছে বা কেন বদলাচ্ছে, সে সবের কুল কিনারা আপনি পাবেন না ।
আবারও ধন্যবাদ ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: উপন্যাসের লেখককে নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা আছে। তবে অবশ্যই অনেক কিছু দিয়ে গেছেন সাহিত্যের অঙ্গনে।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩১
সাইন বোর্ড বলেছেন: সেটা তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না ।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " আপনি কি বইটা পড়েছেন বা এর কোন উপন্যাস ? হুমায়ূন আজাদের উপন্যাসগুলোও এরকম ভিন্ন ধারায় লেখা "
-না, বইটা পড়া হয়নি; কলেজ, ড: হুমায়ুন আজাদ আমার শিক্ষক ছিলেন
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৬
সাইন বোর্ড বলেছেন: আপনার শিক্ষক মহাশয়ের কয়টা বই পড়েছেন এ পর্যন্ত ?
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪১
দারাশিকো বলেছেন: আমিও কয়েকদিন আগে বাড়ি গিয়েছিলাম। সেখানে পড়ার জন্য হাতে নিয়েছিলাম মেজর জলিলের রচনাসমগ্র। উল্টে পাল্টে দেখেছি, কিন্তু ইচ্ছা করেই পড়া শুরু করিনি। অন্য একটা বইয়ের মধ্যে ডুবে ছিলাম, সেটা যখন শেষ হলো - ততক্ষণে বাড়ি থেকে চলে এসেছি।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩০
সাইন বোর্ড বলেছেন: অন্য সময় তো পড়া হয়ই, তবে করোনাকালে বেশি বই পড়া হয়েছে ।
বাড়িতে গেলে সাধারনত আমার বই পড়া হূয় না, তবে এবার পড়েছি, পাশাপাশি কিছু লেখালেখিও করেছি । বাড়িতে গিয়ে আপনিও বই পড়েছেন জেনে ভাল লাগল ।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০২
নেওয়াজ আলি বলেছেন: এইবার করোনায় বই প্রেমিকেরা কম আর বেশী সবাই বই পড়েছে সময় কাটানোর জন্য
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩০
সাইন বোর্ড বলেছেন: সেটা অবশ্য ঠিক বলেছেন ।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১২
নুরুলইসলা০৬০৪ বলেছেন:
কোন লেখকের বই পড়া আর তাকে জানা প্রায় সমার্থক।লেখক যেমন চরিত্রই সৃষ্টি করুক তার ছায়া তাতে থাকবেই।
মাঝে মাঝে গ্রামে গিয়ে থাকলে কিছু নতুন উপলব্ধি হয়।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৩
সাইন বোর্ড বলেছেন: আসলে একজন লেখকের সব লেখা পড়লে সেই লেখককেই পড়া হয়ে যায় ।
আপনি ঠিকই বলেছেন, লেখার মধ্যে সেই লেখকের ছায়া অনেকটাই থাকে ।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: বইটা পড়া হয় নি।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৫
সাইন বোর্ড বলেছেন: পড়তে পারেন, গতানুগতিক উপন্যাস থেকে অনেকটাই ভিন্ন ।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৯
শোভন শামস বলেছেন: বই সময়টাকে আনন্দে ভরিয়ে দেয়