নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
বন্ধু
ভাদ্র শেষে ইলিশ পাঠালাম টন-এ টন
তবু কি তোমার মন উচাটন ?
পেঁয়াজ পেয়েছি
আহা, গরুর ঠ্যাং-এ কী সুন্দর নিহারি বান...
২.
আড়াই হাজার টাকার বস্তা এক'শ টাকায় বিক্রি করলে বাকী থাকে শুধু বুক চাপড়ানি; কারণ কিছু আমদানী কারকের মাথায় আবার চুলও নাই ।
তবে ইচ্ছে করলে তারা পাছাও থাবড়াতে পারে । যদিও তাতে কোন লাভ নেই !
৩.
আমার পিঠের চামড়াটা মোটেই গন্ডারের না; তবু তুমি মারলে কেন জানি আমি মজা'ই পাই ।
হয়ত তোমাকে খুব বেশি ভালোবাসি বলেই
আর ভালোবাসার আঘাতকে সবার কাছে থেকে লুকিয়ে রাখতে হয় । তা না হলে তুমি যদি আবার আমাকে উপর থেকে ঠেলে ফেলে দাও !
তখন আমার কি হবে, শুনি ?
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৫
সাইন বোর্ড বলেছেন: হিসাবটা খুব সোজা, আড়াই হাজার টাকার পেঁয়াজ পচে যাবার পর তা মাত্র এক'শ টাকায় বিক্রি হয়েছে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৩
আখেনাটেন বলেছেন: হুট করে রপ্তানী বন্ধ করা উচিত হয় নি ভারতের। পিএম মনে হয় এ নিয়ে গতবছর বিরক্তিও প্রকাশ করেছিলেন। ভারত বাংলাদেশ থেকে না চাইতেই এই কয়বছরে এত বেশি পেয়ে গেছে যে এখন সবকিছুতেই একটা গাও ডেঙারি ভাব চলে এসেছে। পিএম নিশ্চয় এগুলো টের পাচ্ছেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩২
সাইন বোর্ড বলেছেন: আমার তো মনে হয় ভারত ঠিক কাজ করেছে, কারণ তাদের মধ্যে সত্যিকার অর্থে স্বদেশ প্রেম আছে । তারা দেশের মানুষকে পেঁয়াজের সংকটে ফেলতে চায়নি ।
ইন্ডিয়ার প্রতি সব কিছুতেই নির্ভরশীল হতে গেলে এরকম বিপদে পড়তে হবেই । দুঃখ হলো সেখান থেকে কোন শিক্ষা নেওয়া হয় না । অবশ্য কেন নেওয়া হয় না, সেটা বলতে মানা ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪
খায়রুল আহসান বলেছেন: তাজা ইলিশের পরিবর্তে পচা পেঁয়াজ, কত উত্তম বিনিময়!
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৪
সাইন বোর্ড বলেছেন: বন্ধুর দেওয়া আঘাত গোপনে সয়ে যেতে হয় । কারণ, বলতে গেলে ইজ্জত থাকে না ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪
শায়মা বলেছেন: হায় হায় আমি তো ভেবেছিলাম পেয়াজ দিয়েও ইলিশ মাছ রান্না করা যায়। মানে পেয়াজটাকে ইলিশ ভেবে!
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৬
সাইন বোর্ড বলেছেন: রান্নাটা করলে মনে হয় মন্দ হতো না । কিন্তু সমস্যা হলো, পচা পেঁয়াজ ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
খাওয়া পরিমিত করতে হবে ।
কেবল মাত্র ভারতের কাছ থেকে পেঁয়াজ পাব এই আশায় পেঁয়াজ খাওয়া উচিত নয়।
চাষাবাদে মনোযোগ দিতে হবে সবার আগে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪০
সাইন বোর্ড বলেছেন: দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেই অনুযায়ী উৎপাদন হচ্ছে না । শুধু পেঁয়াজে না, অনেক কিছুতেই ঘাটতি থেকে যাচ্ছে । জিনিস পত্রের দাম বাড়ছে হু হু করে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯
একাল-সেকাল বলেছেন:
দাদা বলে হাঁদারাম,
খাবি পেঁয়াজ দিবি দাম।
তাজা ইলিশ ভাজা খাব
পচা পেঁয়াজ তোকে দিব।
চলবে না যে মান অভিমান
এটাই তোদের প্রাপ্য সম্মান।
করলে বেশি বাড়াবাড়ি
করব তোদের ভিটা ছাড়ি।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৪
সাইন বোর্ড বলেছেন: ভিটা ছাড়াতে আর বাকী রেখেছে কৈ ?
দারুণ লিখেছে !
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: পিঁয়াজের ঝাজে
আবার আসবে চোখে জল
সবটাই দাদাদের ছল
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৫
সাইন বোর্ড বলেছেন: কিন্তু দাদী যে তা বোঝে না ।
দুঃখ !
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫২
শেরজা তপন বলেছেন: সবগুলোই উমদা হয়েছে - মজার ছলে খোঁচাগুলো দারুন হয়েছে!
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৬
সাইন বোর্ড বলেছেন: জেনে পুলকিত হলাম ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪২
নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা কেমন তা প্রমাণ হলো পদ্মার দামি ইলিশে আসলো পচা পিয়াজ এইটা মতলবাজ ভালোবাসা
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ফাঁকি বাজ।
চাষাবাদে মন নেই।
কেবল আমদানির চিন্তা!
রফতানি একটা দেশ কখন করবে?
যখন তার নিজের ১ বছরের চাহিদা মিটিয়ে অতিরিক্ত থাকবে।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: সরকারের উচিত কৃষি ফলন বাড়ানোর।
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
আমরা বানিজ্য ঘাটতি নিয়ে সমালোচনা করি, আবার আমদানি নির্ভর দেশে আমরাই ইলিশ রফতানি নিয়ে সমালোচনা করি।
যেখানে সারা বিশ্ব মরিয়া হয়ে রফতানির ক্ষেত্র খুজে বেড়ায়। দেশের দরিদ্র কৃষক যাতে সর্বচ্চ লাভবান হয় সেই চেষ্টা করে। আমরা করি উল্টোটা। ভোগবাদি সমাজ সবচেয়ে সস্তায় খাবে, কৃষক জেলে জাহান্নামে যাক।
আমি মনে করি, বাংলাদেশ থেকে কোন পণ্য রফতানি নিয়ে কোন অভিযোগ তোলাই উচিত না,
আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বানিজ্য ঘাটতি কিভাবে কমানো যায়, তা নিশ্চিত করা। অর্থাৎ, রফতানি বাড়িয়ে, আমদানি কমানোর চেষ্টা করা। দেসজ উৎপাদনকারি পক্ষ কৃষক শ্রমিক জেলে যাতে সর্বচ্চ লাভবান হয় সেই চেষ্টা করা।
অথচ, আমরা আটকে আছি ‘ইলিশ’ আর ‘পিঁয়াজ’ এর সস্তা অংক নিয়ে।
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৫৭
এস সুলতানা বলেছেন: এটাই ছিলো প্রাপ্য। আমরা করব স্বজন প্রীতি আর ওরা করবে ভাভ বিনিময়। ফারাক্কা বাঁধ খুলে দিবো ঠিকি তবে গ্রীষ্মে নয় বর্ষায় শালারা নাকানি চুবানি খেয়ে মর এবার। ইলিশ দিবো টন টন সেগুলো খেতে বুঝি পিয়াজের দরকার হয়না। দাদাদের দিয়ে ওরা কি . হাত......।
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পিয়াজ নিয়ে প্রতি বছর ভারতের
বজ্জাতিপনা স্মরণে রেখে আমাদের
পিয়াজ উৎপাদনে আরো মনোযোগী
হওয়া আবশ্যক।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে। ১ নাম্বারটা যদিও ধরতে পেরেছি, কিন্তু ২ নাম্বারটা মাথায় ঢোকে নি। আড়াই হাজার টাকার কোন জিনিস ১০০ টাকায় বিক্রি হলো বুঝি নাই ব্যাপারটা।