নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল - কথাটা পুরানো হলেও বেশ কার্যকরী । কারণ, যে গরুকে কখনোই পোষ মানানো যাবে না, তাকে ত্যাগ করাই শ্রেয় । তাতে বাড়তি ঝামেলা থেকে অন্ততঃ মুক্তি পাওয়া যায় ।
আর সে যদি স্বেচ্ছায় চলে যায়, তাহলে তো লে হালুয়া, কোন কথাই নেই ।
২। কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি - মানে উপকরীর উপকারের কথা স্বীকার না করে বরং তার দুর্নাম করা । কিন্তু কাজী যদি সত্যিই পাজি হয়ে থাকে, তাহলে সমালোচনাকারী বরং কাজীর মুখোশটা উন্মোচন করে দিয়ে কিছুটা ভাল কাজই করেছে ।
যদিও উপকারীর উপকারের কথা স্বীকার করাটাই উত্তম ।
৩। যে যা চায়, সে তা পায় - কথাটা কি সত্যি ?
অনেকটাই ।
তবে পাওযার জন্য যা যা করা দরকার, তা তা করতে হবে । তাহলে না পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য ।
আসলে জীবনে কোন কিছুই এমনি এমনি আসে না ।
২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৯
সাইন বোর্ড বলেছেন: আপনি নিজেও এর সঠিক অর্থ ও একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারেন । কারণ, অঞ্চল ভেদে কোন প্রবাদের অর্থের কিছুটা তারতম্য হতে পারে ।
ধন্যবাদ ।
২| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৬
মনিরা সুলতানা বলেছেন: আসলে জীবনে কোন কিছুই এমনি এমনি আসে না সত্যি ই তাই
এমনি এমনি যা আছে তা সব পরগাছা, সেসব জঞ্জাল পরিষ্কার করা ও ঝামেলার।
২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২২
সাইন বোর্ড বলেছেন: আমার কাছেও তাই মনে হয় ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: প্রবাদ বাক্য পড়তে মজা। বাস্তব জীবনে প্রবাদ বাক্য অচল।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ২ নাম্বারটা মনেহয় এমন না।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫
হাসান ইমরান বলেছেন:
"দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো" এই প্রবাদটা - "নাই মামার চেয়ে কানা মামা ভালো" প্রবাদ দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রবাদ প্রবচন গুলি একসময়ের মানুষের জীবনের অর্জিত জ্ঞানের ই নির্যাস বা সমষ্ঠি।তাই সে গুলো একেবারে ফেলে দেয়ার মত কিছু নয় এবং তাদের সত্যতা রয়েছে।
৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১
খায়রুল আহসান বলেছেন: "আসলে জীবনে কোন কিছুই এমনি এমনি আসে না" ঠিক তাই, এবং এ প্রবাদগুলোও এমনি এমনি আসেনি। জীবনের লব্ধ অভিজ্ঞতা থেকেই এসব প্রবাদের সৃষ্টি হয়েছে।
২ নম্বরটার অর্থঃ যে অসৎ ব্যক্তি শুধু তার প্রয়োজনের সময়ই সদাচরণের ভান করে এবং তার প্রয়োজন মিটে গেলেই পুনরায় অসৎ কর্মে লিপ্ত হয়।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
২ নং:
ইহার অর্থ ও ব্যাখ্যা ভুল।