নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

তিনটি প্রবাদ

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৭


১। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল - কথাটা পুরানো হলেও বেশ কার্যকরী । কারণ, যে গরুকে কখনোই পোষ মানানো যাবে না, তাকে ত্যাগ করাই শ্রেয় । তাতে বাড়তি ঝামেলা থেকে অন্ততঃ মুক্তি পাওয়া যায় ।

আর সে যদি স্বেচ্ছায় চলে যায়, তাহলে তো লে হালুয়া, কোন কথাই নেই ।

২। কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি - মানে উপকরীর উপকারের কথা স্বীকার না করে বরং তার দুর্নাম করা । কিন্তু কাজী যদি সত্যিই পাজি হয়ে থাকে, তাহলে সমালোচনাকারী বরং কাজীর মুখোশটা উন্মোচন করে দিয়ে কিছুটা ভাল কাজই করেছে ।

যদিও উপকারীর উপকারের কথা স্বীকার করাটাই উত্তম ।

৩। যে যা চায়, সে তা পায় - কথাটা কি সত্যি ?

অনেকটাই ।

তবে পাওযার জন্য যা যা করা দরকার, তা তা করতে হবে । তাহলে না পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য ।

আসলে জীবনে কোন কিছুই এমনি এমনি আসে না ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


২ নং:

ইহার অর্থ ও ব্যাখ্যা ভুল।

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৯

সাইন বোর্ড বলেছেন: আপনি নিজেও এর সঠিক অর্থ ও একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারেন । কারণ, অঞ্চল ভেদে কোন প্রবাদের অর্থের কিছুটা তারতম্য হতে পারে ।

ধন্যবাদ ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৬

মনিরা সুলতানা বলেছেন: আসলে জীবনে কোন কিছুই এমনি এমনি আসে না সত্যি ই তাই
এমনি এমনি যা আছে তা সব পরগাছা, সেসব জঞ্জাল পরিষ্কার করা ও ঝামেলার।

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২২

সাইন বোর্ড বলেছেন: আমার কাছেও তাই মনে হয় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: প্রবাদ বাক্য পড়তে মজা। বাস্তব জীবনে প্রবাদ বাক্য অচল।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ২ নাম্বারটা মনেহয় এমন না।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

হাসান ইমরান বলেছেন:
"দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো" এই প্রবাদটা - "নাই মামার চেয়ে কানা মামা ভালো" প্রবাদ দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রবাদ প্রবচন গুলি একসময়ের মানুষের জীবনের অর্জিত জ্ঞানের ই নির্যাস বা সমষ্ঠি।তাই সে গুলো একেবারে ফেলে দেয়ার মত কিছু নয় এবং তাদের সত্যতা রয়েছে।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

খায়রুল আহসান বলেছেন: "আসলে জীবনে কোন কিছুই এমনি এমনি আসে না" ঠিক তাই, এবং এ প্রবাদগুলোও এমনি এমনি আসেনি। জীবনের লব্ধ অভিজ্ঞতা থেকেই এসব প্রবাদের সৃষ্টি হয়েছে।
২ নম্বরটার অর্থঃ যে অসৎ ব্যক্তি শুধু তার প্রয়োজনের সময়ই সদাচরণের ভান করে এবং তার প্রয়োজন মিটে গেলেই পুনরায় অসৎ কর্মে লিপ্ত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.