নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

তেল-চাউলে তেলেসমাতি !

২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৬


মুদি দোকানে গিয়েছিলাম বিরিয়ানির মসলা কিনতে । দোকানি আমাকে দেখে কিছুটা আফসোস করে বলল,ভাই ফাটাফাটি একটা ব্যবসা চলে গেল, দশ লাখ টাকার সয়াবিন তেল কিনে রাখলে এখন একেবারে লাল হয়ে যেতেন ! আমি বললাম, আপনি কি আগে থেকেই জানতেন যে, তেলের দাম এভাবে বেড়ে যাবে ?

উনি বেশ গর্বের সাথে বললেন, জানতাম মানে, অবশ্যই জানতাম । আমি বললাম, আপনি হয়ত এটা জানেন না যে, তেলওয়ালা মাথারাই কেবল তেলের ব্যবসায় লাভ করতে পারে; কারণ দাম উঠা-নামা করানোটাও তাদের হাতে । আমার মাথা ভাই বড্ড খসখসে, আর এই খসখসে মাথায় তেল ঢেলেও কোন লাভ হতো না !

দোকানি এবার মসলার প‌্যাকেটটা আমার হাতে তুলে দিয়ে একটা শুকনা হাসি দিল ।

বুঝলাম, আমার কথায় ও বেচারা খুব একটা খুশী হতে পারেনি । কিন্তু কী আর করার, আমি এবার ওখান থেকে দ্রুত কেটে পড়ার জন্য সামনের দিকে পা বাড়ালাম । কারণ আমার ধারণা আর কিছুক্ষণ থাকলে নির্ঘাৎ ও বলত চাউল কিনে রাখলেও প্রতি পঞ্চাশ কেজির বস্তায় কমপক্ষে ছয়/সাত'শ টাকা করে বাড়তি লাভ হতো ।

অথচ আমার হিসাবটা হলো, এক বস্তা চাউলে কিভাবে দুই মাসের বেশি সময় নিয়ে যাওয়া যায় - তার । কারণ পুরানা আবদার তো আর নতুন করে করা যায় না - 'আমাকে দশ টাকা কেজি চাউল দে, নয় তো...

স্বপ্নে বেশি করে ঘি দিয়ে পোলাও খাওয়া দোষের কিছু না; কিন্তু তাতে পেট ফুলে মরে যাবারও ভয় থাকে ।

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই তেলেসমাতি যে কবে থামবে কে জানে

২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৭

সাইন বোর্ড বলেছেন: এ রকম সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৮

রানার ব্লগ বলেছেন: পন্যের দামের উপর কারই নিয়ন্ত্রন নাই।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশে কি শুরু হল-একেক সময় একেক পন্যের দাম বাড়ছে!!!!!!

৪| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৭

শাহ আজিজ বলেছেন: যে কোন সেক্টরে গোছালো ভাবের অভাব ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: এক হিসাবে দোকানী আপনাকে সঠিক তথ্যই দিয়েছে ।কারন ,আমাদের দেশে যা চলে তাই তার অভিজ্ঞতায় অর্জন করেছে এবং তা আপনার সাথে শেয়ার করেছে।

তবে সে এটা ভুলে গেছে যে , সব কিছু সবার জন্য নয়।আমাদের যাদের মাথা শুকনা(পকেট গড়ের মাঠ) তাদের জন্য এসব কিছু নয়। আমরা শুধু রোজগাড় দিয়ে কোন রকমে খেয়ে-পরে বাচতে পারলেই সুখী ।এটা অনেকেই বুঝবে না বুঝতে চাইবেনা।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫০

নেওয়াজ আলি বলেছেন: কোন জিনিসটার দাম কম আছে। গরীব জনগণ সহজে কিনতে পারবে।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২২

পদ্মপুকুর বলেছেন: বাসায় রুমী নেই, অনেকদিন থেকে বাজারে যাওয়া লাগছে না তাই বাজারমূল্য সম্পর্কে হালনাগাদ নই, তেলের দাম কি আবারও বেড়ে গেছে?

৮| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: তেল চাল ময়দা সবই তো বাড়তির দিকে।

৯| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:২১

রানার ব্লগ বলেছেন: সাথে একটু ডাল মেশান খিচুড়ি হয়ে যাবে। বাংলাদেশের সব কিছুই নিয়ন্ত্রণহীন বাজার তবে কি দোষ করলো??

১০| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:০৫

সোহানী বলেছেন: যতদিন পর্যন্ত বাজার নিয়ন্ত্রনে না করবে তততদিন এরকম তেলসমাতি চলবে।

১১| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: এসব কিছুই ব্যবসায়ী গডফাদারদের ছক কাটা পরিকল্পনা মাফিক হয়ে থাকে। একটু চোখ খোলা রাখলেই তা বোঝা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.