![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুচোখ ভরিয়া আছে আঁখি জল কেহ নাই মুছিবার, হৃদয় ভরিয়া কথার কাকলি কেহ নাই শুনিবার ......।
বেশ কিছুদিন পর আজ দুপুরে একটু সময় পেয়ে বসেছি কিছু লেখালেখি করব বলে । অনেক দিন কিছু লেখা হয় না । মাথাটাও কেমন জট পেকে গেছে । সহজ শব্দের অর্থও কেমন অচেনা লাগছে । তাই একটু একটু করে এগুচ্ছে লেখা । হঠাত খেয়াল করলাম আমার কানের ঠিক উল্টো পিঠে কিছু একটা দিয়ে আমাকে কাতুকুতু দেয়ার চেষ্টা করছে কেউ একজন । আমি পাত্তা দিলাম না, জানি পাত্তা দিলেই আজকের এই লেখাটাও মাটি হয়ে যাবে । কিছুক্ষন পর খিল খিল করে হেসে ঊঠল নিশু । বুঝলাম আজ আর আমার কপালে লেখা লেখি নাই । ও, আপনাদের তো নিশু সম্পর্কে কিছু বলা হয় নাই । নিশু আমার একমাত্র ছোটবোন । ৯ বছর বয়স, কিন্তু এমন একটা ভাব নেবে যেন আমার দাদী । ওর কাজ সারাক্ষন আমার আশেপাশে ঘুরঘুর করা আর এত্তো এত্তো প্রশ্ন করে আমাকে জ্বালাতন করা । এত্তটুকু মেয়ে, তার প্রশ্নের ধরন দেখলে মনে হবে যেন একটা বয়স্ক বুদ্ধিজীবি । হবেই বা নে কেন, আমার পিচ্চি লাইব্রেরীটার একমাত্র নিয়মিত পাঠক সে । ছোটদের ভুতের গল্প থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, এমনকি হোমার, শেক্সপিয়র পর্যন্ত তার পড়া শেষ । সব বিষয়ে পন্ডিত আমার এই পিচ্চি বোনটি । সারাক্ষন শুধু আমার সাথে টুকটুক করে কথা বলে, আমি ওর নাম দিয়েছি টুকটুকি ।
আজকে টুকটুকিটা বেশ খোশ মেজাজে আছে । আর এর অর্থ হল আমার জন্য বিপদের আগাম সতর্কবার্তা । এখন ওর সাথে কথা বলতে গেলেই আমার লেখার বারোটা বাজবে । তাই সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক আজ ওকে প্রশ্ন করার সুযোগ দেয়া যাবে না । তাই পিছন না ফিরেই বললাম, টুকটুকি, কয়েকটা শব্দের অর্থ বলতে পারবি ?
টুকটুকির প্রথমে কেমন একটু গম্ভীর হয়ে গেল, তার পর বলল, বল ?
আমি বললাম, বলতো সবাক, নির্বাক আর অবাক শব্দের মধ্যে মিল কোথায় ?
বলতে পারলে উপহার আছে ।
টুকটুকি ভেংচি কেটে বলল, ওমা, তুমি এটা জানোনা ? সবাক মানে তো কিছু বলা, নির্বাক মানে কিছু না বলা । একটা আরেকটার বিপরীত ।
আমি বললাম, আর অবাক ?
এবারে একটু গম্ভীর হয়ে বলল, অবাক হচ্ছে সবাক আর নির্বাকের মধ্যবর্তী অবস্থা ।
বহুকষ্টে হাসি থামিয়ে বললাম, ওকে টুকটুকি মনি, তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো । এবার যাও, আমার ড্রয়ারে তোমার জন্য নতুন একটা সায়েন্স ফিকশন এনেছি । ওইটা পড়তে থাক ।
খুশি হয়ে দৌড়ে চলে গেলো । আবার লেখায় মন দিব ভাবছিলাম, কিন্তু মনোযোগ কিছুতেই দিতে পারলাম না । বারবার টুকটুকির কথা গুলো মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে । আসলেই হয়ত ও ঠিক বলেছে । অবাক হয়তো সবাক আর নির্বাকের মাঝামাঝি শব্দ ।
যখন সকালে শোনাগেলো সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন হয়েছে, সাথে সাথে শোকে নির্বাক হয়ে গিয়েছিল তাঁদের সহকর্মীরা । আর সরকার সবাক হয়ে শুনিয়েছিল কিছু গত বাধানো বুলি । আমরা আমজনতা সব সময়ই মধ্যম পন্থি, হয়েছিলাম অবাক; এখনও হচ্ছি । শুধু উলটে গেছে সবাক আর নির্বাকের পক্ষের লোক ।
বিরোধীদল গুম রহস্য উদ্ধারে সবাক হয়ে রাস্তায় নেমে এলো, একের পর এক দিয়ে গেলো হরতাল, সরকার নির্বাক । পুলিশের লাঠিতেই দিলো জবাব । আর আমরা টেলিভিশনে, পত্রিকায় সেই সব খবর দেখে পড়ে হলাম অবাক । আর কি করতে পারি আমরা ? আমরা যে মধ্যমপন্থী ।
যুদ্ধোপরাধী বিচার ইস্যুতে একসময় সরব সরকার নেতিয়ে পড়েছে, অপর দিকে কোনঠাসা যুদ্ধোপরাধী চক্র সরকারের দুর্বলতায় আবার সবাক । আমরা আমজনতা দ্রব্যমূল্যের ভারে জর্জরিত, বেকারত্বের জ্বালা বুকে নিয়ে অবাক । আমরা যে মধ্যমপন্থী ।
এভাবেই চলে যাচ্ছে আমাদের এই দেশ, সবাক সূশীলের বাগাড়ম্বতায়, নির্যাতিত নারীর নির্বাক অশ্রুতে আমরা অবাক । এখন সারাটা বছর, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায় আমরা অবাক । আমরা অবাক হই দুর্নীতি দেখে, আমরা অবাক হই আমাদের অক্ষমতা দেখে, আমরা অবাক হই আমাদের স্বাধীনতা, আমাদের গনতন্ত্রের অবস্থা দেখে ।
তারপরও হয়তো আল্লাহ আমাদের বছরে ২-১ দিনের জন্য অবাক হওয়া থেকে নিঃষ্কৃতি দেন । সেদিন আমরা প্রথমে নির্বাক হয়ে শত কোটি শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, তারপর সরব হয়ে ওঠে আমাদের আমজনতার কন্ঠ । সেদিন আমরা ঐক্যতানে গেয়ে উঠি,
“মা তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জ্বলে ভাসি
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ......”।।
০৬ ই মে, ২০১২ রাত ১:৫৬
বাউন্ডুলে শিকু বলেছেন: আপনার কথা শুনে সবাক হয়ে ধন্যবাদ দিলাম
২| ০৬ ই মে, ২০১২ রাত ১:৪৩
পাতালপুরের জাহাজ চালক বলেছেন: ভালো লাগলো লেখাটা শিকু ভাই। শুভকামনা!
০৬ ই মে, ২০১২ রাত ১:৫৭
বাউন্ডুলে শিকু বলেছেন: আপনার জন্যেও শুভ কাম্না জাহাজ চালক ভাই
৩| ০৬ ই মে, ২০১২ রাত ৩:০৯
রেজওয়ান তানিম বলেছেন: চমৎকার ভাবে বলেছেন। সত্যিই বেশ লাগল বলার ভঙ্গিটা
তবে টপিকের বেলায় আর কি বলব,
আমরা শুধুই হতাশ
০৬ ই মে, ২০১২ দুপুর ১:০৫
বাউন্ডুলে শিকু বলেছেন: আমি এতোটা হতাশ নই, ইনশাল্লাহ একদিন আমাদেরও সময় আসবে । সেদিন আমরা আর শুধু অবাক হব না । সেদিন আমরা সবাক হয়ে প্রতিবাদ করবো । ফিরে চাইবো আমাদের অধিকার ।
আপনাকে ধন্যবাদ ।
৪| ০৬ ই মে, ২০১২ রাত ৩:২২
নোমান নমি বলেছেন: দারুন লিখছ।
আমরা সবসময় অবাক! কখনো খুশীতে,কখনো দুখে............
০৬ ই মে, ২০১২ দুপুর ১:০৭
বাউন্ডুলে শিকু বলেছেন: খুশিটা মনে হয় একটু কম, তবে আমরা অবাক বেশি হই হতাশায় ।
৫| ০৬ ই মে, ২০১২ রাত ৩:৫৮
রাষ্ট্রপ্রধান বলেছেন:
০৬ ই মে, ২০১২ দুপুর ১:০৮
বাউন্ডুলে শিকু বলেছেন:
৬| ০৬ ই মে, ২০১২ ভোর ৪:২৩
প্রকৌশলী আতিক বলেছেন: ভাল লাগল।
০৬ ই মে, ২০১২ দুপুর ১:০৮
বাউন্ডুলে শিকু বলেছেন: ধন্যবাদ
৭| ০৬ ই মে, ২০১২ ভোর ৪:৪৬
স্তব্ধতা' বলেছেন: আহা, আমার যদি এমন একটা টুকটুকি থাকতো ....
০৬ ই মে, ২০১২ দুপুর ১:০৯
বাউন্ডুলে শিকু বলেছেন: সবাই আমার মত ভাগ্যবান হয়ে জন্মায় না । কি আর করবেন
৮| ০৬ ই মে, ২০১২ রাত ১০:৫২
প্রতীক মণ্ডল বলেছেন: Khub sundor hoichhe lekhata....nijer chhotoboner boyos nirdisto kore bollei swavabik hoto bodh hoy.
০৭ ই মে, ২০১২ রাত ১:১৫
বাউন্ডুলে শিকু বলেছেন: ঠিক আছে প্রতীক দা, এডিট করতেছি ।
৯| ০৮ ই মে, ২০১২ ভোর ৪:২৯
কামরুল হাসান শািহ বলেছেন: দারুন লিখছেন ++
০৯ ই মে, ২০১২ রাত ১:১৪
বাউন্ডুলে শিকু বলেছেন: আপনাকে ধন্যবাদ
১০| ০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৮
পথিক অপু বলেছেন: ভাই , ব্লগে সবসময় থাকি না । তাই নতুন পোস্ট দিলে প্লিজ একবার আমার দরজায় নক করে যাইয়ো । আই মিন আমার নিকে পোক দিয়ে যেয়ো । তোমার নাম টা আমার ব্লগে দেখেই আসলাম । আর চমৎকার সবাক লেখাটি মিস করা থেকে বেঁচে গেলাম ।
পাম পট্টি মারার টাইম নাই ।তাই আসল কথাই বলি - আমার এমন লেখাই ভাল লাগে ।
খুব সম্ভব , শনিবার মধ্যরাতে ( ১২ টার পর ) মা নিয়ে একটা আবল তাবল লেখা দিব । পারলে দেখে যেও । আর ব্লগে বেশি আসতে পারিনা । তাই দুঃখিত ।
০৯ ই মে, ২০১২ রাত ১১:২৭
বাউন্ডুলে শিকু বলেছেন: ধন্যবাদ ভাইয়া, দেখা হবে আবার ।
১১| ০৯ ই মে, ২০১২ রাত ৮:১২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৮নং প্লাস!!
শুভকামনা
০৯ ই মে, ২০১২ রাত ১১:৩১
বাউন্ডুলে শিকু বলেছেন:
ধন্যবাদ অগ্রজ ভ্রাতা ।
১২| ০৯ ই মে, ২০১২ রাত ৮:১৯
ঈষাম বলেছেন: লেখার ধরণটা দারুণ লাগলো!
০৯ ই মে, ২০১২ রাত ১১:৩২
বাউন্ডুলে শিকু বলেছেন: ধন্যবাদ ভাই, আমরা তো সব সময়িই অবাক হই, তাই না ?
১৩| ০৯ ই মে, ২০১২ রাত ১১:৪৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন:
০৭ ই জুন, ২০১২ রাত ৩:১১
বাউন্ডুলে শিকু বলেছেন:
১৪| ১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০৩
রাহি বলেছেন: সুন্দর পোষ্ট। মিস্ হলো ক্যামনে!
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৩
বাউন্ডুলে শিকু বলেছেন: আমি জানি না
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১২ রাত ১:৩১
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: চমতকার বলেছেন!+