নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rajib\'s Blog

েশখ রািজব

আমি একজন ফ্ামাসিস্ট। ওষুধ লইয়া কারবার আরকি। এ হন একটা ফামাসিউটিক্যালে কাম করি। আমি আড্ডা দিতে ভাল পাই। আর ঘুরতাম ভালা পাই। আর কি কমু ... কওনের আর কিছু নাই...

েশখ রািজব › বিস্তারিত পোস্টঃ

এই কি অতি আধুনিক সভ্যতার যুগ !!!

২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

৪৭ দেখি নাই, ৪৯ দেখি নাই, ৫২ দেখি নাই, ৬২ দেখি নাই, ৬৯-৭০-৭১ দেখি নাই, ৭৪ দেখি নাই, ৭৫ ও দেখি নাই, ৮১ দেখি নাই, হালকা শুনেছি; ৯০ দেখেছি, শুনেছি, তারপর থেকে দেখতেছি শুনতাছি।।।

কিন্তু এই অতি আধুনিক সভ্যতার যুগে, কি দেখার কখা ছিল? আর কি দেখছি?
আবার সেই মধ্যযুগের পেশী শক্তির বরবরতা, কোষাগার লোপাট, রাজশক্তির স্বেচ্ছাচার, গনমানুষের আধিকারে বৃদ্ধাঙ্গুলি, প্রচার ও প্রকাশনায় একচোখা চরচা, দলবাজী, গলাবাজীতে সাধারন মানুষ আজ দিশাহারা। দৃশ্যমান উন্নয়ন স্তম্ভিত, সততা আজ নির্বাসনে,
কে যে কিসের নেশায় বুঁদ তা বোঝা কষ্টকর তাই কি???
না না না। ওনাদের নিজেদের প্রাপ্তির উন্নয়ন সুনিশ্চিত করাই আজ, জাতীয় উন্নয়ন ব্যহত।
সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কিছু নাই। চাওয়া পাওয়া গুটি কয়েক মানুষ রূপী করপোরেট ব্যাক্তি হাজার বছরের ইজারা নিয়েছেন।।।
এক সময় জনগনকে তাদের ভোটের জন্য পুজা করা হতো, সে প্রক্রিয়াকে নির্বাসন দিয়েই গনতন্ত্রের জয়যাত্রা অব্যহত রেখেছেন, শক্ত হাতে ঝান্ডা ধরেছেন। জীবনের ধারা নয়, আইনের চালু রয়েছে। আইনের জন্য মানুষ, মানুষের জন্য আইন নয়। চলতে থাকুক। অাজ যা কঠিন ও অপ্রয়োজনীয় কাল বা চিরকাল তা বজায় থাকে না। থাকবেও না।।। সময়ের সাথে মানুষের প্রয়োজনিতাও পরিবরতন হয়েছে, এবং হতে থাকবে.....।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.