নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

অন্তরঙ্গ আলাপনঃ- কফি উইথ ব্লগার কাণ্ডারি অথর্ব।

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

IN THE NAME OF INNOCENCE





"আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। "





“ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার কাণ্ডারি অথর্ব । তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।



ব্লগার কাণ্ডারি অথর্বের সাথে মিরপুরে একটি কফির দোকানে কফি খাওয়ার সময় কিছু আলাপন আপনাদের সাথে তুলে ধরলাম। খুবই আন্তরিক একজন মানুষ।



১) আপনি কেমন আছেন ? অন্তরঙ্গ আলাপনে এসে আপনার কেমন লাগছে?

কাণ্ডারি অথর্বঃ- যে কোন পরিস্থিতিতেই ভালো বলতে হয় এটাই নিয়তি। ধন্যবাদ শোভন, আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক ভালো লাগতেছে ।



২) আপনি বর্তমানে কি করছেন?

কাণ্ডারি অথর্বঃ- অন্তরঙ্গ আলাপনে সাক্ষাৎকার দিচ্ছি। :)



৩) বাস্তব জীবনে আপনি কি করছেন ? :)

কাণ্ডারি অথর্বঃ- একটি ব্যাংকে কর্মরত আছি ।





৪) সামুর সাথে আপনার পরিচয় কিভাবে?

কাণ্ডারি অথর্বঃ- জানা আপু কে দেখে মুগ্ধ হয়ে ...... ;)



৫) দেশ সম্পর্কে আপনার ভাবনা কি?

কাণ্ডারি অথর্বঃ-স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায় আমাদের সকলের।



৬) টি টুয়ান্টি বিশ্বকাপে আপনার বাজীর ঘোড়া কোন দল?

কাণ্ডারি অথর্বঃ- বাংলাদেশ।



৭) আপনি অবসর সময়ে কি করতে পছন্দ করেন?

কাণ্ডারি অথর্বঃ- ব্লগিং আর গান শোনা , আড্ডাবাজী , বই পড়া , মুভি দেখা ,কার্টুন দেখা



৮) আপনার প্রিয় লেখক ও কবি কে?

কাণ্ডারি অথর্বঃ- প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, কবি জীবনানন্দ দাশ



৯) আপনার প্রিয় ব্যক্তিত্ব কে?

কাণ্ডারি অথর্বঃ- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান



১০) আপনার প্রিয় রং কি?


কাণ্ডারি অথর্বঃ- বেনীআসহকলা



১১) আপনার প্রিয় ফুল কি?

কাণ্ডারি অথর্বঃ- কৃষ্ণচূড়া





১২) আপনার প্রিয় খাওয়ার কি?

কাণ্ডারি অথর্বঃ- ভাত , ডাল, আলু ভর্তা , ডীম ভাজি





১৩) বর্তমান সময়ে সামু আপনার কাছে কেমন লাগছে?

কাণ্ডারি অথর্বঃ-অনুভূতিহীন





১৪) আপনি কার বা কার কার গান শুনতে পছন্দ করেন?

কাণ্ডারি অথর্বঃ-মাইলস, ফিডব্যাক, শেখ ইশতিয়াক,এন্ড্রু কিশোর, জিম মরিসন, স্করপিয়নস



১৫) আপনার প্রিয় ফুটবল টিম কোনটি?

কাণ্ডারি অথর্বঃ- ব্রাজিল।





#প্রিয় ব্লগার এখন আপনাদের প্রশ্ন করার পালা - উত্তর দেবেন ব্লগার কাণ্ডারি অথর্ব । পুরো ব্যাপারটাই লাইভ। আর আমি থাকবো কোন অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে।



ব্লগার কাণ্ডারি অথর্বের অনুমতি প্রার্থনা করছি তার উপস্থিতি নিশ্চিত করার জন্য।



মন্তব্য ২১২ টি রেটিং +১২/-০

মন্তব্য (২১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৯

আমিনুর রহমান বলেছেন:






লাভ ইউ ভান্ডারি থুক্কু কান্ডারি <3

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: :P

২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: চার চক্কা হই হই
কাণ্ডারি গেল কই 8-|

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: !:#P !:#P

৩| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



শোভন ধন্যবাদ আমার মত এক অথর্বকে এমন একটি সুন্দর আয়োজনে আমন্ত্রন জানানোর জন্য। সেই সাথে সামহোয়্যার ইন ব্লগের সকল সহ ব্লগারগণের প্রতি রইল আমার শুভেচ্ছা ও শুভকামনা। সকলের প্রতি উৎসর্গ করে একটা অখাদ্য;

কালের বর্জ্যে উৎকট গন্ধ ছড়িয়ে বিলীন হয়েছে বহু মন,
বহু শরীর মাটির ক্রিয়ায় পুনরায় জন্ম নিয়েছে;
কখনও অর্জুন, হরিতকী, বহেরা কখনোবা নিমের মত করে মাথা উঁচু করে।
চৈত্রের জন্য বড় বেশি মায়া হয়, তখনও সে বোঝেনি;
পশ্চিম আকাশে মেঘেরা একটু একটু করে জড়ো হতে শুরু করেছে,
তারপর হঠাৎ করেই যেন রাত নেমে এলো ভূস্বর্গে,
কাঁদছে আমার প্রিয়া, চোখের লাজ নগ্ন করে মেলে ধরে;
আঁচলের প্রতিটি বুণনে শব্দরা ঘুমের বাহানা খুঁজে খুঁজে যখন ক্লান্ত,
হৃদপিন্ড তখনও জ্বালাময়ী শ্লোগানে প্রকম্পিত,
আমাকে পুণ্যতা ফিরিয়ে দাও, আমার ঈশ্বর!
ধান ক্ষেতে বসে থাকা সাদা রঙের বকটির অধরে খুধা; ভাতের সংঘারামে,
লোহিত কণিকাদের বেঁচে থাকার লড়াইয়ে, বায়জেন্টাইন দ্যূতি পর্যন্ত ম্লান হয়।
ভবিষ্যতের ভাষায় বর্তমানের হায়ারোগ্লিফিকে; রচনা করে মহাজাগতিক পুরাণ।
চৌকাঠে বন্দী জীবন নিয়ে ঘুণেদের বেঁচে থাকা,
যাপিত জীবনের কড়াল গ্রাসে তারপর একদিন নিজের বাসটুকু ধুলো হতে দেয়ার মাঝেই সুখ খুঁজে পাওয়া।



@ আমিনুর রহমান যিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার ব্লগীয় জীবনের গুরু প্রথমেই আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা।

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার একটি কবিতা। আশাকরি সকলে কবিতাটি পছন্দ করবে। :)

৪| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


@পরিবেশ বন্ধু এইত বন্ধু .....

৫| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কি ব্লগার ব্যতিত এই ব্লগের অন্য কোন উর্ধতন দায়িত্বে (মডারেটর, নির্বাচক, ইত্যাদি) সংযুক্ত? :P

৬| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
@কান্ডারি ভাই,
নামের মহিমা বর্ণন করুন।

আর ব্লগার হিসেবে প্রাপ্তি, অপ্রাপ্তি বলুন।

৭| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫২

জেরিফ বলেছেন: প্রথমেই শোভন ভাই কে ধন্যবাদ জানাচ্ছি এমন একজন ব্যক্তিত্ব কে আজ আমন্ত্রনের জন্য ।

আপনার ব্লগিং জীবন অনেক সুন্দর ভাবে চলছে , এর পেছনে কার অনুপ্রেরণা কাজ করে বা করেছে ??

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ জেরিফ।

৮| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:



@ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ধন্যবাদ আপু। এমনটা হলে মন্দ হত না। সবার লেখাই নির্বাচিত পাতায় দিয়ে দিতাম। আফসোস..........

৯| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

জেরিফ বলেছেন: আরেক টি প্রশ্ন

নিচের কোনটি আপনি পেইন কিলার হিসেবে ব্যবহার করেন

১) ভায়াগ্রা

২) নাপা

৩) ইয়াবা

১০| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:



@ আশরাফুল ইসলাম দূর্জয় ভাই অনেক দিন দেখা সাক্ষাৎ নেই। নিশ্চয় ভাল আছেন ?

আমাদের এই দেশের জন্য দরকার যোগ্য একজন নেতৃত্বের আর যারা রয়েছেন তাদের আমি অথর্ব বলেই মনে করি কিংবা কাউকে দেখিনা কান্ডারি হয়ে এগিয়ে আসার জন্য সংগ্রাম করছে। সকলেই যেন আমার মতই অথর্ব।


সবটাই প্রাপ্তি তবে মানুষের সহজাত প্রবৃত্তির মতই কিছু হাহাকার থাকবে এটাই স্বাভাবিক।

১১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:০১

দালাল০০৭০০৭ বলেছেন: এমন আয়জনে অংশগ্রহন না করলে হয় :) :)

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: কিছু জানার থাকলে প্রশ্ন করুন।

১২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:




@ জেরিফ আছিস কেমন ?

ব্লগিং জীবন সুন্দর ভাবে চলছে কিনা সেই মাপকাঠি অনেক জটিল তবে অনুপ্রেরনায় আমার সকল সহ ব্লগারগণ। এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।


আমি পেইন কিলার হিসেবে মিল্লাত বাম ব্যবহার করি। ;) ;) ;)


১৩| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৭

জেরিফ বলেছেন: X( X( X( X(

আপনাকে অপশন দেয়া হয়েছিল

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: তোমার প্রশ্নের অপশন ভুল ছিল। ;)

১৪| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:



@ দালাল০০৭০০৭ কেমন আছেন ?

১৫| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



@ জেরিফ অপশনে সঠিক উত্তর না থাকলে আমার কি দোষ ? :||

১৬| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: @কান্ডারী ভাই, যতদূর জানি আপনি ভালোবেসে ঘর ছেড়েছিলেন। মানে আপনার স্বৈরাচার বাবা এবং শ্বশুর মহোদয়ের স্বৈরাচারী আচরণ আপনাদের ঘরছাড়া করেছিলো। সম্প্রতি আমারো এমন কিছু করার বাসনা চেপেছে। ঠিক করেছি পালিয়ে বিয়ে করার ব্যাপারে যে রাজী হবে তাকেই বিয়ে করবো! B-) এই ব্যাপারে অভিজ্ঞতার আলোকে আপনার থেকে পরামর্শ চাইছি? :P



১৭| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৭

এহসান সাবির বলেছেন: ১মে ধন্যবাদ শোভনকে সুন্দর আয়োজন করবার জন্য।

পরিবেশ বন্ধু বলেছেন: চার চক্কা হই হই
কাণ্ডারি গেল কই 8-|

সুপার লাইক.......!!

কান্ডারি অথর্ব কেমন আছেন?
আপনার অনেক লেখা দেখি বিভিন্ন মীথ নিয়ে, এই ব্যাপারে আপনার এতো আগ্রহ কেন?

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই :)

১৮| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এরকম একটি আয়োজন করার জন্যে ধন্যবাদ। কান্ডারি ভাইয়া কেমন আছেন? শুভেচ্ছা রইলো।

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ।






@কাণ্ডারি অথর্ব

১৯| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:



@ *কুনোব্যাঙ* ভাই যদি কাউকে সত্যি খুব ভালোবাসেন তাহলে সে পালাতে চাক বা নাচাক তার ইচ্ছেটাকেই প্রাধান্য দিন। আর যাকে ভালোবাসেন তাকে মুখ ফুটে বলেই ফেলুন যে আপনি তাকে কত ভালোবাসেন এবং প্রমান করুন তার জন্য আপনি একমাত্র যোগ্য পুরুষ। দেখবেন ঠিকই আপনার হাত ধরে বেরিয়ে পরেছে।

২০| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
কান্ডারী, হুঁশিয়ার ?

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:





@কাণ্ডারি অথর্ব

২১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্নে ব্রাজিল সাপোর্ট করেন কিল্লাই ?

কাল থেকে আর্জেন্টিনা সাপোর্ট করবেন

২২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪২

মামুন রশিদ বলেছেন: লাভিউ কান্ডারি..



কোনটা বেশি ভয় পান ?? অফিসে বসের ঝাড়ি নাকি বাসায় ভাবির..

২৩| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:




@ এহসান সাবির ভাই ঐযে বলেছি ভাল আছি বলাটা নিয়তি। যাই হোক আপনি কেমন আছেন ?


বন্ধুর জন্য ভালোবাসা।


হয়ত মনের অজান্তে খুঁজে ফিরি আমার ভাগ্যদেবীকে............ আজকে যা গত হবে তাইত আগামী দিনের জন্য মীথ হয়ে থাকবে।

২৪| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:



@ রেজওয়ানা আলী তনিমা ভাল আছি। আপনি কেমন আছেন ? অনেক পর ব্লগে দেখা হল।

২৫| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৫

ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন: আমি কে ??? কাণ্ডারি ;)

২৬| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



@ ইমরাজ কবির মুন কেমন আছেন ভাই ?

২৭| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শোভনকে অনেক ধন্যবাদ সুন্দর এই আয়োজন করবার জন্য।

চৌকাঠে বন্দী জীবন নিয়ে ঘুণেদের বেঁচে থাকা,

অসম্ভব সুন্দর লাইনটা !

আপনাকে এখন খুব একটা দেখা যায় না ?

কাণ্ডারি ভাই ক্যামন আছেন ?

আমার লেখা আপনি কি পড়েছেন ?

ভালো থাকুন ।


২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা

২৮| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



@ স্বপ্নবাজ অভি ছোট বেলায় বইতে কাল মানিক পেলের গল্প পড়েছিলাম। সেই থেকে ব্রাজিল দলের সমর্থক। কাল থেকে কেন কোন দিনও আর্জেন্টিনার সমর্থন করব না।

২৯| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: কারে বেশী ভালোবাসেন?
আমারে না ব্রাজিলরে ?

৩০| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



@ মামুন রশিদ ভাই কিছু ভালোবাসার বন্ধন অটুট থাকবে চিরকাল। তেমনই একজন বড় ভাই আপনি। লাভ ইউ টু ডিয়ার বিগ ব্রাদার।


অবশ্যই বউয়ের...... কারন তারে যে আমি ভালোবাসি :!>

৩১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫২

দালাল০০৭০০৭ বলেছেন: @ কান্ডারি অথর্ব ভাল আছি ভাইয়া । আপনি কি ম্যারিড ? :!> :!>

৩২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

পুরানো আমি বলেছেন: শুধুমাত্র মন্তব্য করার জন্য লগ ইন করলাম। ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই।

@কান্ডারি ভাই আপনি এত ভালো মানুষ কেন ? ইন দ্যা নেম অফ ইনোসেন্স আপনি সত্যি একজন ভালো মানুষ। ভালো লাগে আপনার ব্লগিং , আচরণ , ব্যবহার।

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কি ব্লগার ব্যতীত এই ব্লগের অন্য কোন ঊর্ধ্বতন দায়িত্বে (মডারেটর, নির্বাচক, ইত্যাদি) সংযুক্ত?

জানিনা আপনি সংযুক্ত কিনা? সংযুক্ত না হলে কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ আপনাকে তাড়াতাড়ি সংযুক্ত করা হোক। নির্বাচিত পাতা নিয়ে বিতর্ক ও অভিযোগ কমানোর জন্য আপনার মত পরিশ্রমী ভালো ব্লগার ও ভালো মানুষে যথেষ্ট দরকার আছে মনে করি।

দোয়া করি সবসময় আপনার সাথে আল্লাহর রহমত থাকুক।

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।

৩৩| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:



@ ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার আপনি হইলেন DHEROSH !:#P !:#P !:#P

৩৪| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ঢুলন্ত অবস্থায় আছি, ঘুমার্ত !

৩৫| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:



@ স্বপ্নচারী গ্রানমা অসংখ্য ধন্যবাদ ভাল আছি। আপনি কেমন আছেন ?


আবার নিয়মিত যেন হতে পারি সেই দোয়া করবেন।

পড়েছি........ মিস যাওয়ার কথা না আর যদি কিছু লেখা মিস হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন।

শুভেচ্ছা।

৩৬| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


@ স্বপ্নবাজ অভি তুই আমার ছোট ভাই অবশ্যই তোকেই বেশি ভালোবাসি কিন্তু ব্রাজিল আর তুইত একই পাল্লায় মাপার বিষয় বস্তু না।

৩৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:



@ দালাল০০৭০০৭ পুরুষ মানুষ দুই প্রকারঃ জীবিত আর বিবাহিত। আমি বিবাহিত শ্রেণীর অন্তরভুক্ত। :)

৩৮| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৭

এহসান সাবির বলেছেন: আপনি জানেন আমি মূলত কবিতা পাঠক। আপনার কাছে থেকে কবিতা কেন কম পাই?

৩৯| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার প্রিয় পাঁচ জন ব্লগারের নাম বলা যায় ?
আপনি এত কিউট কেন ?

৪০| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:



@ পুরানো আমি কেমন আছেন ? ভাল মানুষ কিনা জানিনা! তবে আমার কারনে কারও ক্ষতি হোক সেটা কখনই প্রত্যাশা করিনা। অন্তত কারও উপকার না করতে পারলেও সবসময় চেষ্টা করি যেন আমার কারনে কারও ক্ষতি যেন না হয়ে যায়।

আর ভাই নির্বাচক কিংবা মডু হওয়ার জন্য যে জ্ঞান কিংবা যোগ্যতার দরকার তেমন কোন জ্ঞান বা যোগ্যতা আমার নেই। ব্লগে আছি অন্যের লেখা পড়ে সময় কেটে যায় আর সেই সাথে নিজের লেখালিখির কিছুটা চর্চা হয় এই বেশ ভাল আছি। আর আমাকে নির্বাচকের দায়িত্ব দিলে দেখা যাবে সকল পাতা আর নির্বাচনী পাতায় সব একই পোস্ট। ;)

দোয়া করি যেন আল্লাহ সবসময় আপনাকেও ভাল রাখেন।

৪১| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



@ ইমরাজ কবির মুন ভাই তাহলে ঘুমিয়ে পরুন। ঘুমের মত শান্তি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।

৪২| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



@ এহসান সাবির ভাই ইদানীং হয়ত মনের মাঝে দহন কমে গেছে তাই তেমন একটা কবিতা লেখা হয়ে উঠেনা। মনের দহনেইত লেখা কবিতা....

৪৩| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৪

জেরিফ বলেছেন: আপনার কাছে প্রেম এবং ভালবাসা র সংজ্ঞা কি ??



বিয়ের পর কখনো প্রেমে পড়েছেন আপনি ;) ??

৪৪| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৪

দালাল০০৭০০৭ বলেছেন: তাহলে ত আপনি ভাইয়া শেষ ? আপু / ভাবি কেমন আছেন? এবং কি করেন?

৪৫| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:



@ স্বপ্নবাজ অভি কিউট আফটার শ্যাভ ব্যবহারের কারনে হয়ত ;)


সবাইগুনী ব্লগার এবং আমার প্রিয় ব্লগার তাই সবার মাঝ থেকে ঠিক পাঁচজন প্রিয় ব্লগারের নাম বলা খুব কঠিন। তবে সোনালী ডানার চিল ভাইয়ের কবিতা, শের শায়রী ভাইয়ের ফিচার, দিনমজুর ভাইয়ের নাগরিক সাংবাদিকতা, ইসহাক খান ভাইয়ের গল্প, আর অন্যমনস্ক শরৎ ভাইয়ের ছবি ব্লগ আমাকে ভীষণ মুগ্ধ করে।

৪৬| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কাণ্ডারি ভাই,

আমরা অভি' ভাই দের আর্জেন্টিনাকে হারিয়ে দিতে চাই ! X(

দহন পেতে আগুন লাগবে ?

ভালো থাকুন ।

৪৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:




@ জেরিফ


ভালোবাসা তাই যার জন্য সব কিছু করা সম্ভব আর ভালোবাসার রসায়ন হল প্রেম।


পড়ছি মানে একদম আছাড় খাইছি; বাংলাদেশ বর্তমান ক্রিকেট টিমের প্রেমে পড়ছি।

৪৮| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



@ দালাল০০৭০০৭ হা হা হা হা.....

ভাল আছেন। হাউস ওয়াইফ।

৪৯| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



@ স্বপ্নচারী গ্রানমা পরিসংখ্যান বলে যে ব্রাজিলই বেশি জয় পেয়েছে বিশ্বকাপে আর্জেন্টিনার তুলনায়। !:#P !:#P !:#P


আগুনের অপেক্ষায় আছি .......

শুভকামনা নিরন্তর।

৫০| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৩

কালপুরুষ০০৯ বলেছেন: কান্ডারি ভাই কেমন আছেন? আপনার সন্তান কয়জন? ভাবীকে আমার সালাম জানাবেন।

৫১| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগার কান্ডারি অথর্ব ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। :)

৫২| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



@ কালপুরুষ০০৯ ভাল আছি। আপনি কেমন আছেন ? আল্লাহর রহমতে আমার দুই ছেলে। সালাম পৌঁছে দিলাম।

৫৩| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



@ কাল্পনিক_ভালোবাসা ধন্যবাদ জাদিদ ভাইয়া। প্রিয় ভাই এবং বন্ধু জাদিদ ভাই আপনার প্রতি আমার অসংখ্য ভালোবাসা সব সময়ের জন্য।

৫৪| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার কবিতায় এক ধরনের স্বতন্ত্রতা থাকে এর পেছনের কাহিনী কি হতে পারে ?

৫৫| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বাসায় ফ্রাইডে নাইট ফিফা টুর্ণামেন্ট চলছে , মাত্র ব্রাজিলকে ৩-০ গোলের বাশ দিয়া আইলাম ! প্রতি ম্যাচ শেষে একটা করে প্রশ্ন করবো ! থাইকেন !

৫৬| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:০৮

বেগুন – দা ব্রিঞ্জাল বলেছেন: how are you bother?

কি আমাকে চেনা যায় আমি কে ?

৫৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:



@ স্বপ্নবাজ অভি


একটা উদাহরন দিলে প্রশ্নটার উত্তর দেয়া সহজ হত আমার জন্য। তবে কবিতায় কিছুটা ব্যাক্তিজীবনের প্রভাব কাজ করে।

আমার সাথে একদিন ডুয়েল ম্যাচ খেলার আমন্ত্রন রইল। তখন দেখা যাবে ব্রাজিল তোকে কিভাবে বাশ দেয় !

সেটা আমার জন্য সৌভাগ্য তাই থাকছি তোর প্রশ্নের অপেক্ষায়.......

৫৮| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:




@বেগুন – দা ব্রিঞ্জাল ভাল আছি।



আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি।

৫৯| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্লগার অপর্ণা মন্ময় আপনাকে সালাম আর শুভেচ্ছা জানিয়েছেন ! ব্যস্ততার কারণে উনি আসতে পারছেন না ! তার ব্যস্ততার প্রমাণঃ

৬০| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:১৬

আমি নিন্দুক বলেছেন: উরিবাবা!!! হালায় আমারে না আইনা আনচোছ কারে! X(

যাউকগা!!

তা কান্ডারি ভাইজান 'হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে'
গানটার কথা মনে আছে? ;)

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:
সবজায়গায় আমার নিন্দাকরে বেড়ান। আপনারে আনমু কেন? X((

৬১| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার জীবনের একটা মজার ঘটনা বলুন??

৬২| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:




@ স্বপ্নবাজ অভি :-& :-& :-&

আপুকে বলিস সালাম আর শুভেচ্ছা বুঝে পেয়েছি। আপুর জন্যেও আমার সালাম আর শুভেচ্ছা রইল। তবে আশা করি খুব শীঘ্রই আপু ব্যাস্ততা কাটিয়ে উঠতে পারবেন এবং ব্লগে আসবেন।

৬৩| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:




@ আমি নিন্দুক এটা আসলেই শোভনের অন্যায় হয়ে গেছে। আমি শোভনের কাছে অনুরোধ করছি যেন অবশ্যই এরপর আপনাকে নিয়ে আসে এই সুন্দর আয়োজনে।


ওরে ভাই কি গানের কথা মনে করিয়ে দিলেন ............ B-) B-) B-)

৬৪| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



@ স্নিগ্ধ শোভন


স্কুল পালিয়ে সিনেমা দেখা ছিল নিত্যদিনের ঘটনা। প্রথমবার যেদিন মধুমিতায় সিনেমা দেখতে গেলাম বাস থেকে মতিঝিলের বদলে গুলিস্তান এসে নামলাম। তারপর পুরো গুলিস্তান চক্কর দিয়ে ফেললাম কিন্তু মধুমিতা হল আর খুঁজে না পেয়ে অবশেষে গুলিস্তান হলেই সিনেমা দেখলাম মধুমিতা সিনেমা হল ভেবে। পরে হল থেকে সিনেমা দেখে যখন বের হলাম তখন নজরে এলো যে হলের নাম গুলিস্তান :P :P :P

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-) B-)

৬৫| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার প্রিয় খেলোয়াড় কে ফুটবল ও ক্রিকেটে???

৬৬| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:




@স্নিগ্ধ শোভন

ফুটবলে প্রিয় খেলোয়াড় রোমারিও আর ক্রিকেটে হেন্সি ক্রনি

৬৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:



যারা এই পোস্টে মন্তব্য করেছেন, দেখছেন এবং অংশ নেবেন বলে ভাবছেন তাদের কাছে ক্ষমা চেয়ে আজকের মত বিদায় নিচ্ছি। তবে বেঁচে থাকলে আবারও দেখা হবে; তখন উত্তর দেবো।

৬৮| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ২:২৪

এহসান সাবির বলেছেন: শুভ রাত্রি!!

২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ রাত্রি!!!!

৬৯| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ২:৩৯

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার আয়োজন , প্রিয় ব্লগার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ।

২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন: আর জানতে চাইলে প্রশ্ন করতে পারেন। :)

৭০| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ২:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: মূলধারার সাহিত্য এবং ব্লগ সাহিত্যে তুলনামূলক আলোচনা করবেন কি?

২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: অপেক্ষা করুন। আপনার উত্তর কাণ্ডারি ভাই দিয়ে যাবে।

৭১| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৩:০৫

বৈকুন্ঠ বলেছেন: কান্ডারি ভাই, একটা উঁচুমানের প্রশ্ন করি :

আচ্ছা, এইযে সবাই আসছে যাচ্ছে এবং নীচুমানের প্রশ্ন করছে, এতে আপনার অনুভুতি কি?

সবাই খুব সাবধান.... বড়মাপের হাম্বা ছারা কেউ এমন সোন্দর কোচ্ছেন করতে পারেনা কৈলাম!!!

২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার উঁচুমানের প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করুন ।

৭২| ২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:




প্রিয় ব্লগার কাণ্ডারি অথর্ব সম্পর্কে কিছু জানার থাকলে প্রশ্ন করে যেতে পারেন। উনি সময় করে উত্তর দিবেন।

সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।

৭৩| ২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রত্যেকটা মানুষের জীবনের দর্শন আলাদা, উপলব্ধি আলাদা, আলাদা তার ভাবনার জগৎ। বেঁচে থাকার এবং ফেলে আসা সময়ের জীবন নিয়ে আপনার উপলব্ধি সেই সাথে আপনার জীবনের দর্শন কি?

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: চমৎকার প্রশ্ন।

৭৪| ২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
@কাণ্ডারি ভাই-
আপনি আমার প্রিয় ব্লগারদের অন্যতম!
খুব ভাল লাগলো আপনাকে আন্তরিকভাবে জেনে।

অভিনন্দন আর শুভেচ্ছা আপনার জন্য!

শোভন-কেও অনেক ধন্যবাদ!

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ প্রিয় চিল।

৭৫| ২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৪৮

না পারভীন বলেছেন: কান্ডারি ভাই কে অনেক শুভেচ্ছা । তাঁকে করা প্রশ্নের উত্তর দেখে চমতকৃত :) :)

৭৬| ২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৭

অপু তানভীর বলেছেন: ইয়ে সব থেকে গুরুত্বপূর্ন প্রশ্নটা আমি করি ।

কবে বাসায় বিরিয়ানী খাওয়ার দাওয়াত দিবেন কন তো দেখি ?


জলদি কইয়া ফালান !!
অপেক্ষায় আছি ! B-)) B-)) B-))

আমার মোবাইল নাম্বার তো আছেই তাই না ? কেবল একটা ফোন ডিয়ে দিয়েন !

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ;)

৭৭| ২৮ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬

আমি ইহতিব বলেছেন: গত ২ সপ্তাহ সামুতে লগইন করতে পারিনি, পেজই আসছিলোনা। মনে হয় অফিসে ব্লক করে দিয়েছে সামু :( বাসায় গিয়েও সময় পাচ্ছিলামনা। আজ এতোদিন পর সামুতে ঢুকে এই পোস্ট দেখে এতোদিন লগইন করতে না পারার দুঃখ ভুলে গেলাম।

প্রথমেই ধন্যবাদ জানাই শোভন ভাইকে এমন একটি আয়োজনের জন্য।

কান্ডারি ভাইকে আমি যতবার দেখেছি ততবারই অবাক হয়ে ভেবেছি এতোটা বিনয় মানুষ কিভাবে নিজের মধ্যে ধারণ করতে পারে? আর আমার মনে হয়েছে উনি রাগ ক্রোধহীন একজন ঠান্ডা মাথার আবেগী মানুষ।

কান্ডারি ভাই কিভাবে এতোটা বিনয়ী ও রাগ ক্রোধহীন হওয়া যায় একটু টিপস দিবেন প্লিজ?

ভালো থাকুন সব সময়।

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
আপনার সামু ঘটিত প্রবলেমের জন্য সামুর মডারেটর প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি।

৭৮| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

নিশাত তাসনিম বলেছেন: কান্ডারি ভাই এর জন্য শুভ কামনা।

৭৯| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগার কাণ্ডারি অথর্ব বিদায় নিয়ে চলে গেছেন, তাই তাঁকে কোনো প্রশ্ন করলাম না।


ব্লগার কাণ্ডারি পৃথিবীর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কিত দারুণ সব পোস্ট উপহার দিয়েছেন এ ব্লগে। তাঁর প্রতি শুভ কামনা থাকলো। ধন্যবাদ আপনাকেও এমন সুন্দর আয়োজনের জন্য।

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কবি :)

৮০| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫

তাসজিদ বলেছেন: 1. ব্রাজিল রে ভালা পাই না। so, quit brazil]

২. বর্তমান সময়ে সামু আপনার কাছে কেমন লাগছে?
কাণ্ডারি অথর্বঃ-অনুভূতিহীন

সহমত

৮১| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৫

মুদ্‌দাকির বলেছেন: কান্ডারি অথর্ব রকস !!!!!

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:



কান্ডারি অথর্ব রকস!! !:#P !:#P !:#P

৮২| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাহ, চমৎকার উদ্যোগ তো! স্নিগ্ধ শোভনকে ধন্যবাদ পোষ্টের জন্য।

কাণ্ডারিকে প্রশ্ন করি এবার -

১. পৃথিবীর কোন জিনিসটা আপনাকে মুগ্ধ করে সবচেয়ে বেশি?
২. আপনার জীবনদর্শন কি?
৩. ব্রাজিল সাপোর্ট করেন কেন? স্পেন সাপোর্ট করবেন :)

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় গল্পকার ।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার মেইল আইডিটা আমাকে দিলে বা আমাকে একটি মেইল করলে খুব খুশি হতাম।

আমার মেইলঃ- [email protected]

৮৩| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৮

উদাস কিশোর বলেছেন: ভাইজান !
আই কি আপনার ফেসবুক ফেরেন্ড হবার ফারি ? B-) B-)

৮৪| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



@ অদ্বিতীয়া আমি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: আবার আলাপনে ফিরে আসার জন্য ধন্যবাদ কাণ্ডারি ভাই।

৮৫| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:



@ বিদ্রোহী বাঙালী কেমন আছেন ?


আমি মনে করি মূল ধারার সাহিত্যের সাথে ব্লগীয় সাহিত্যের কোন তুলনা না করে বরং দুটো মাধ্যমকেই সাহিত্যের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম বলে বিবেচনা করা উচিত। এক সময় মানুষ পাহাড়ের গাঁয়ে খোঁদাই করে তাদের সভ্যতাকে ধারন করত তারপর কাগজ কলম আবিষ্কারের পর সাহিত্য চর্চা পেয়েছে সর্বজনের কাছে পৌঁছে যাওয়ার এক মাধ্যম আর এখন চলছে তথ্য প্রযুক্তির যুগ তাই সাহিত্য চর্চা পেয়েছে প্রচার ও প্রাসারের আরও বিস্তৃত একটি মাধ্যম। ব্লগের সবচেয়ে আকর্ষণীয় দিকটা হচ্ছে পাঠক ও লেখকের মাঝে ফিডব্যাক আদান প্রদানের উন্মুক্ত ব্যবস্থাপনা। যার মাধ্যমে ভুল ত্রুটি কাটিয়ে পাঠকের চাহিদা অনুযায়ী একজন লেখক অনেক পরিনত হওয়ার সুযোগ পাচ্ছে। এখনত ব্লগারদের বই বের হচ্ছে যা মূল ধারার সাহিত্যকে করছে আরও বেশি সমৃদ্ধশালী। আমি বিশ্বাস করি একসময় এই ব্লগ হয়ে উঠবে সাহিত্য চর্চার সবচেয়ে শক্তিশালী মাধ্যম।


ফেলে আসা দিন এবং বর্তমানের বেঁচে থাকা দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ। মৃত্যুই জীবনের একমাত্র দর্শন। অনেক অসম্ভব সম্ভব হতে দেখেছি, অনেক সম্ভব অসম্ভব হতেও দেখেছি, অনেক যুক্তি তর্ক দেখেছি কিন্তু সবশেষে পরিনতি কিন্তু একটাই; মৃত্যু।

৮৬| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০১

কান্ডারি অথর্ব বলেছেন:



@বৈকুন্ঠ আপনার জন্য শুভকামনা।

৮৭| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


@ সোনালী ডানার চিল প্রিয় ভাইয়া আমার সালাম জানবেন। দোয়া করি ভাল থাকুন সবসময়।

৮৮| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:



@ না পারভীন আপু আপনাকেও অসংখ্য শুভেচ্ছা। শুভকামনা সবসময়ের জন্য।

৮৯| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



@ অপু তানভীর কোন নির্দিষ্ট দিন নয় ভাই যেদিনই আপনার বিরিয়ানী খেতে মন চাইবে সেইদিনই চলে আসবেন। আপনি এলে খুশি হব।

৯০| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:




@আমি ইহতিব আপু কেমন আছেন ?

আপু মরে গেলেত আর কিছুই সঙ্গে সাথে যাবেনা। যদি কিছু যায় তা হল মানুষের দোয়া। তাই শুধু শুধু কারও সাথে খারাপ কিছু করে অন্তত দোয়া না হোক বদ দোয়া নিয়ে মরতে চাইনা।

৯১| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



@নিশাত তাসনিম দোয়া করি ভাল থাকুন সবসময়।

৯২| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২২

কান্ডারি অথর্ব বলেছেন:



@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই কেমন আছেন ? অনেক দিন পর দেখা হল ব্লগে।

কিন্তু খুব আশ্চর্য হোলাম আমি কখন ব্লগ থেকে বিদায় নিয়েছি সেটা আমি নিজেই দেখি জানিনা। তবে ব্লগে এখন কিছুটা অনিয়মিত। হয়ত আবার নিয়মিত হয়েও যাব। পোস্ট ড্রাফট করেছিলাম কিন্তু আপনাদের অনুরোধে আবার সেগুলো আন্ড্রাফট করেছি। কিন্তু ক্ষতি যা হয়েছে আমার অনেক পোস্ট দেখি হারিয়ে গেছে।

৯৩| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:



@তাসজিদ ভাই আছেন কেমন ? কতদিন পর দেখা হল !

৯৪| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



@ মুদ্‌দাকির ভাই শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৯৫| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:




@ প্রোফেসর শঙ্কু ভাই নিশ্চয় ভাল আছেন ? অনেকদিন পর ব্লগে দেখা হল।

মিশরীয় সভ্যতা যতই জানছি ততই মুগ্ধ হই।

মৃত্যুই জীবনের একমাত্র দর্শন। অনেক অসম্ভব সম্ভব হতে দেখেছি, অনেক সম্ভব অসম্ভব হতেও দেখেছি, অনেক যুক্তি তর্ক দেখেছি কিন্তু সবশেষে পরিনতি কিন্তু একটাই; মৃত্যু।

ব্রাজিলের খেলা আমার কাছে সবসময় ভাল লাগে। সেই পেলে থেকে শুরু করে রোমারিও, রোজারিও, রোনাল্ড, কার্লোস, রোনাল্ডিনহো একের পর এক অসাধারন প্রতিভাবানদের দেখা মিলেছে এই ব্রাজিলে। তাছাড়া ফুটবলের স্বর্গভূমি বলে মনে হয় দেশটাকে।

স্পেন না তবে ব্রাজিল ছাড়া হল্যান্ডের প্রতি কিছুটা দুর্বলতা রয়েছে।

৯৬| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



@উদাস কিশোর ভাই আমি আপাতত নিজেই ফেসবুকে নেই তবে যেদিন আবার এক্টিভ হব সেদিন অবশ্যই আপনাকে এড করে নেব।

৯৭| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক কে বলতে দেখা যায় সামু আর আগের মত নাই ইত্যাদি ইত্যাদি এ ব্যাপারে আপনাদের অভিমত কি?

৯৮| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার লেখালেখির অনুপ্রেরণা কে বা কি???

৯৯| ২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

টুম্পা মনি বলেছেন: আমার খুব প্রিয় একজন ব্লগার কান্ডারী ভাইয়া। ওনার সম্পর্কে জেনে ভালো লাগল।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: আর কিছু জানার থাকলে প্রশ্ন করে যেতে পারেন :)

১০০| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ব্লগিং শুরু করার পর কোন্ বিষয় টি বা নিজের ভেতর কোন পরিবর্তন আপনাকে ভাবিয়েছে অথবা নিজেকে আগের থেকে একটু আলাদা মনে করিয়েছে?

১০১| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৯:০১

মাহমুদ০০৭ বলেছেন: কান্ডারি ভাইকে প্রথমেই সালাম ।
আপনার মত একজন গুণী ব্লগার এর সাথে পরিচিত হতে পেরে আমি আনন্দিত । অনেক কিছু জেনেছি আপনার পোস্ট থেকে ।
আমার প্রস্ন - ১ ) আপনি কেন লিখেন ?
২ ) বাংলা ব্লগের বর্তমান ভাটার সময় টুকুকে আপনি কিভাবে দেখছেন ?
৩ ) বাংলা ব্লগের ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন ?

৪ ) আপনার প্রিয় খাবার কি ?

৫ ) দেশে ও বিদেশে র ৫ জন প্রিয় লেখকের নাম বলুন - যাদের লেখা
আপনার ভাল লাগে । এবং কেন ভাল লাগে সংক্ষেপে বললে খুশি হব ।

ভাল থাকুন আপনি ভাই । আপনার প্রতি ভালবাসা ও শ্রদ্ধা রইল ।
সাক্ষাতকার গ্রহণকারী স্নিগ্ধ শোভন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি ।

ভাল থাকুন আপ্নিও ।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ মাহমুদ ভাই।

১০২| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:০২

একলা ফড়িং বলেছেন: কেমন আছেন কাণ্ডারি ভাইয়া? :)

নোনা ইটের পাঁজরে দেনার দায় আমাকে আঘাত করে,
অস্থির কোন ধূমকেতুর মতই বিদীর্ণ করে;
আমার বুকে জন্ম নেয়া ঘাসের সীমানা

মিথ নিয়ে কিসব কঠিন কঠিন পোস্ট দেন! :-< |-) কবিতা চাই আরও বেশি বেশি! :| :| B-)

১০৩| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩০

দি সুফি বলেছেন: চমৎকার আয়োজন। শোভন ভাই ধন্যবাদ গ্রহন করুন :)

কান্ডারী ভাই কেমন আছেন? :) বাংলাদেশ দল এত বাজে খেলতেছে কেন? X((

১০৪| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৩

বৃতি বলেছেন: শোভনকে ধন্যবাদ কান্ডারি ভাইকে উপস্থাপনের জন্য। দুজনকেই অনেক শুভেচ্ছা।

কান্ডারি ভাইকে তিনটা সহজ প্রশ্নঃ

১। অবসরে কি করতে ভাল লাগে (favorite pastime)?
২। প্রিয় নায়ক-নায়িকা কে?
৩। একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে প্রথম কোন পরিবর্তন আনতে চাইবেন?

১০৫| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৩

দি সুফি বলেছেন: চমৎকার আয়োজন। শোভন ভাই ধন্যবাদ গ্রহন করুন :)

কান্ডারী ভাই কেমন আছেন? :) বাংলাদেশ দল এত বাজে খেলতেছে কেন? X((

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ অংশগ্রহণের জন্য। :)

১০৬| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪১

বৃতি বলেছেন: শোভনকে ধন্যবাদ কান্ডারি ভাইকে উপস্থাপনের জন্য। দুজনকেই অনেক শুভেচ্ছা।

কান্ডারি ভাইকে তিনটা সহজ প্রশ্নঃ

১। অবসরে কি করতে ভাল লাগে (favorite pastime)?
২। প্রিয় নায়ক-নায়িকা কে?
৩। একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে প্রথম কোন পরিবর্তন আনতে চাইবেন?

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ অংশগ্রহণের জন্য। :)

১০৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:



@স্নিগ্ধ শোভন

সামু কখনওই আগের মত না থাকুক তেমনটাই প্রত্যাশা করি। দিন দিন এর উন্নতি হোক, নতুন নতুন ফিচার সংযোজিত হোক, উত্তর উত্তর এর সমৃদ্ধি কামনা করি।

আমার লেখালিখির অনুপ্রেরনা আমার স্ত্রী।

১০৮| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:



@টুম্পা মনি প্রিয় লেখিকার অটোগ্রাফের আশায় রয়েছি এখনও!

১০৯| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:



@বিদ্রোহী বাঙালী ভীষণ সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই।


ব্লগে না এলে জীবনে অসম্ভব রকম কিছু সাদা মনের ভাল মানুষের সান্নিধ্য থেকে বঞ্চিত হতে হত। ব্লগ ভেতরে সুপ্ত থাকা কিছু বোধ জাগিয়ে তুলেছে। স্বপ্ন দেখিয়েছে আগামীকে জয় করার। শুধু রাজপথে আন্দোলন করে নয় বরং লেখালিখির মাধ্যমেও ঐক্যবধ্য হওয়া সম্ভব। আমাদের মত সাধারন মানুষের কথা কোন পত্রিকা, মিডিয়াতে আসবেনা কিংবা আমাদের মতামত দেয়ার জন্য কোন জনসভা করাও হয়ত সম্ভব নয়। কিন্তু ব্লগে নিজের মতামতটুকু, নিজের জ্ঞান অন্যের মাঝে শেয়ার করা সম্ভব। হয়ত আমার পাশের ফ্ল্যাটের মানুষ জানছেনা যে একজন তার পাশেই বাস করা এই সামান্য ব্যাংক কর্মকর্তাটিও যে তার মতামত দিয়ে আরও কিছু মানুষের অভিমত যাচাই করতে পারছে; শুধু ঘরে পিসিতে বসে থেকেই সেই মানুষটি স্বপ্ন দেখছে সুন্দর একটি আগামী দিনের যা হয়ত রাজপথে নামলে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেত কিন্তু ব্লগের কারনে সেই স্বপ্ন বাস্তবে রুপ নিতে সক্ষম হচ্ছে। ব্লগ আমাকে স্বপ্ন দিয়েছে যার শক্তি পারমানবিক বোমার চেয়েও ভয়ংকর আকার ধারন করতে সক্ষম।

১১০| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



@ মাহমুদ০০৭ আমার সৌভাগ্য যে আপনাদের মত অসাধারন কিছু মানুষের দেখা পেয়েছি এই ব্লগের মাধ্যমে।

১। লিখি নিজের মনের তাগিদে। যেদিন মনে আর কিছু আসবেনা সেদিন থেকে আর লেখালিখি করা সম্ভব হবেনা।

২। জোয়ার ভাটা থাকবেই, এটাই স্বাভাবিক। তবে কেন ভাটা চলছে তার কারন অনুসন্ধান করে সেই অনুযায়ী ভুলভ্রান্তিগুলো শুধরে নেয়ার মাঝেই সার্থকতা।

৩। দীর্ঘ আট বছর পর এসে মনে হচ্ছে সুদিন খুব সামনেই অপেক্ষা করছে।

৪। ভাত , ডাল, আলু ভর্তা , ডীম ভাজি।

৫। দেশের পাঁচজন প্রিয় লেখকের নাম বলতে হলে বলতে হয় কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আক্তারুজ্জামান ইলিয়াস, সৈয়দ মুজতবা আলী, শহীদুল্লাহ কায়সার। আর বিদেশের পাঁচজন লেখকের নাম বলতে হলে বলতে হয় হ্যানরী রাইডার হ্যাগারড, ভিক্টর হুগো, লিও টলস্টয়, চার্লস ডিকেন্স, মারিও পুজো। উনাদের লেখাগুলো পড়লে মনে হয় চোখের সামনেই কাহিনীগুলো দেখতে পাচ্ছি, গল্পের চরিত্র হতে সাধ জাগে। তাই তাদের লেখা পড়তে বেশি পছন্দ করি।


আপনার প্রতিও আমার ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিরদিনের।

১১১| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



@ একলা ফড়িং ভাল আছি আপু। আপনি কেমন আছেন ?

আচ্ছা আপু এবার কিছু কবিতা লেখার চেষ্টা করব। অনুপ্রেরনার জন্য কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা নিরন্তর।

১১২| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



@ দি সুফি ভাই ভাল আছি, অনেকদিন পর দেখা হল; আপনি কেমন আছেন ?

এই কথাত আমারও যে দল কিছুদিন আগে নিউজিল্যান্ডের মত দলকে ওয়াশ করে দিল হঠাত কি এমন হল যে এই করুন অবস্থা !!!!!!!

১১৩| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৩

বটবৃক্ষ~ বলেছেন:
স্বপ্নবাজ অভি বলেছেন: আন্নে ব্রাজিল সাপোর্ট করেন কিল্লাই ?

কাল থেকে আর্জেন্টিনা সাপোর্ট করবেন

ঠিক!!! -_-

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন: :-B

১১৪| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


@বৃতি অনেক খুশি হলাম আপনার শুভেচ্ছা পেয়ে, এটা আমার জন্য সৌভাগ্য। দোয়া করি ভাল থাকুন জীবনের প্রতিটি চলার পথে।


প্রথম দুইটা কমন পরছে কিন্তু তিন নাম্বারটা সিলেবাসের বাইরে থেকে কেন করলেন ? :D :D


১। ব্লগিং আর গান শোনা , আড্ডাবাজী , বই পড়া , মুভি দেখা ,কার্টুন দেখা আর হ্যাঁ অবশ্যই ঘুমাতে খুব ভাল লাগে।

২। সালমান শাহ ও মৌসুমি

৩। একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে প্রথমেই যারা আওয়ামীলীগ আর বি এন পি এই দুই দলে বিভক্ত হয়ে যে কোন ইস্যুতেই কাঁদা ছোঁড়াছুঁড়ি করতে অভ্যস্ত সবাইকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করতাম।

১১৫| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


@ বটবৃক্ষ~

তুই এইভাবে আমার দলে না আইসা অভির দলে যাইতে পারলি বইন :(( :(( :((

১১৬| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৪

দি সুফি বলেছেন: @কান্ডারী ভাই আছি আলহামদুলিল্লাহ্‌ গরম গরম :)

১১৭| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৭

দি সুফি বলেছেন: @কান্ডারী ভাই আরেকটা প্রশ্নঃ সামুতে বর্তমানে কোন জিনিসটার খুব বেশি অভাব বোধ করেন?
আমি কিন্তু মনে মনে বলি "আগে কি সুন্দর ব্লগে কাটাইতাম"! #:-S

১১৮| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: ব্লগে কোন লেখা পড়ে যদি আপনার ভালো না লাগে, তবে সেই ক্ষেত্রে শুধু ধন্যবাদ না দিয়ে আর কী কী করা যেতে পারে বা দেয়া যেতে পারে?

এক বাক্যে সামুকে মূল্যায়ন করুন।

১১৯| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:



@দি সুফি ভাই শুভকামনা রইল যেন এভাবেই গরম গরম থাকতে পারেন আজীবন।

আমিত নিজেই বর্তমানে সামুতে কিছুটা অনিয়মিত হয়ে পরেছি তাই বর্তমানে আসলে কোন জিনিসটার বেশি অভাব সেটা আমার চেয়ে ভাল বলতে পারবে যারা এখনও নিয়মিত রয়েছেন। আমাকে শোভন বলল যে যেন ব্যাস্ততার মাঝেও যেন এই আলাপনে এসে কিছুটা সময় দেই। তাই ওর মন রাখতে এই পোস্টে এসেছি। তবে ব্যাস্ততা কাটিয়ে উঠতে পারলে আবার নিয়মিত হব আশা রাখি। তখন হয়ত অবস্থাটা বোঝা যাবে।

১২০| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:




@বিদ্রোহী বাঙালী ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন তাই কৃতজ্ঞ।

আমি ব্যাক্তিগতভাবে কাউকে নিরুৎসাহিত করতে পছন্দ করিনা। কারও লেখা যদি ভাল না লাগে অন্তত চেষ্টা করি অনুপ্রেরনা দেয়ার জন্য। আর আমি নিজেইত সব অখাদ্য লেখা লিখি। তবে ভুল ভ্রান্তি থাকলে দেখিয়ে দেয়া ভাল। লিখতে লিখতেই একদিন হয়ত আমরা আরও অনেক ভাল লিখতে পারব এটাই বিশ্বাস করি। তাই অনুপ্রেরনা দেয়ার প্রয়োজন রয়েছে।



বাংলা ভাষায় সাহিত্যচর্চাকে অনলাইন জগতে সমৃদ্ধশালী করতে সামুর অবদান চিরস্মরণীয়।

১২১| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: কখন একজন ব্লগারকে আপনি পরিপূর্ণ ব্লগার বলবেন?

১২২| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:



@বিদ্রোহী বাঙালী ভাই আপনার সাথে কথা বলে খুব ভাল লাগছে। এই মুহূর্তে এক কাপ চায়ের খুব দরকার ছিল।

পুরোটা নির্ভর করবে তার মেধা,মনন, সৃষ্টিশীলতা, গুণগত মান, ব্যবহার, সৌহার্দ পূর্ণ আচরন, বিচার বিশ্লেষণ করার দক্ষতা, যৌক্তিক আলোচনা - সমালোচনা করার যোগ্যতা, সর্বোপরি ডেডিকেশনের উপর। তবে অবশ্যই লাইক আর কমেন্ট কখনও পরিপূর্ণ ব্লগার হবার মানদণ্ড হতে পারেনা।

১২৩| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ২:৪২

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার সাথে ফাঁকে ফাঁকে আড্ডা আমারও ভালো লাগছে। তাই যখন সময় পাচ্ছি আপনাকে একটা করে প্রশ্ন করে যাচ্ছি। এই মুহূর্তে আমি কিন্তু গরম চায়ে চুমুক দিচ্ছি। সরি আপনাকে দিতে পারছি না বলে।
***
ব্লগিং এর মাধ্যমে একজন লেখক কি সত্যিকারের লেখক হয়ে উঠতে পারবে বলে আপনি মনে করেন ? (যতটা সম্ভব বিস্তারিত বলুন)

২৯ শে মার্চ, ২০১৪ রাত ৩:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন: এই নেন চা কান্ডারি ভাই

১২৪| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৪

চিরতার রস বলেছেন: এমন সৃজনশীল ধারাবাহিক আয়োজনের জন্য শোভনকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি পর্বের মাধ্যমে আমরা প্রথম সারির ব্লগারদের সম্পর্কে জানতে পারছি। আশা করি আয়োজনটি চলতে থাকবে।

@ইভান ভাইঃ
১) আপনাকে এখন সামুতে পূর্বের তুলনায় অনেকটাই অনিয়মিত দেখা যাচ্ছে। এর কারণটা কি ? সময় নাকি অন্য কিছু ?

২) আপনার তথ্যবহুল পোস্টগুলি খুব এনজয় করি। এসব পোস্ট দেয়ার জন্য অনেক স্টাডি করা প্রয়োজন। আপনি কি স্টাডি করে তারপর পোস্ট দেন, নাকি তথ্যগুলি আপনার আগে থেকেই জানা ?

৩) ভাতিজারা কেমন আছে ?

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ ।

১২৫| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


@বিদ্রোহী বাঙালী দুঃখিত ভাই রাতে বিদ্যুৎ চলে যাওয়ার কারনে আর বসা হয়নি ব্লগে।

চায়ের জন্য শোভনকে ধন্যবাদ। ;)



ব্লগিং এর ধারনাটা মূলত সাহিত্য চর্চাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়নি, তবু এখন সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিকে অনেকেই সাহিত্য চর্চার জন্য বেছে নিয়েছেন। এই ব্লগে লিখেই অনেকে তাদের বই প্রকাশ করছেন। পাঠকের মতামতের ভিত্তিতে একজন ব্লগার তার লেখার মান যাচাই করে নিতে পারছেন এবং সেই অনুযায়ী তার লেখাকে সমৃদ্ধ করতে পারছেন। লেখার বিষয়বস্তুতে ভিন্নতা আনার জন্য চেষ্টা করছেন। একজন সত্যিকারের লেখক হয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পাঠকের ভাবনাকে নিজের মধ্যে ধারন করার ক্ষমতা। যেটা ব্লগের মাধ্যমে শতভাগ সম্ভব। ধীরে ধীরে পাঠকের চাহিদাই একজন ব্লগারকে পরিনত করে তোলে।

১২৬| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



@চিরতার রস ভাই অনেকদিন হল আপনার সাথে আড্ডা দেয়া হয়না। একদিন চলে আসুন আড্ডা দেবো দুইজন মিলে।

ভাইরে মানুষের জীবনে কি আর ব্যাঞ্জনার আর যন্ত্রণার শেষ আছে !!!!!!!

আমার পোস্টগুলো আপনার ভাল লাগে জেনে খুব খুশি হলাম। আপনার পোস্টগুলোও অনেক গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল হয়ে থাকে। বিষয়গুলো জানা তবে পোস্ট দেয়ার জন্য নতুন করে স্টাডি করে তারপর পোস্ট দেই। আবার অনেক সময় নতুন কিছু জানলে সেগুলো নিয়ে পোস্ট দেয়ার ইচ্ছে জাগে।

ছোটটার জ্বর, সর্দি আর কাশি হয়েছে। বড়টা সুস্থ আছে।



১২৭| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

জুন বলেছেন: কান্ডারীর জীবনের অনেক অজানা তথ্য জানানোর জন্য শোভনকে অশেষ ধন্যবাদ।
@ কান্ডারী তোমার ছোট ছেলের বর্তমান অবস্থা কি রকম জানিও।

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: :) আপনার আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ আপু ।

১২৮| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:



@জুন আপু সময়ে - অসময়ে আপনি আমাকে সবসময় পাশে থেকে বড় বোনের মত যেভাবে মানসিক আস্থা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ। আমার শুভকামনা ও ভালোবাসা চিরদিন আপনার জন্য। আর ব্লগার হিসেবে আমার সবচেয়ে প্রিয় ব্লগারদের মধ্যে আপনি অন্যতম। বিশেষ করে আপনার মিশরে ভ্রমন নিয়ে পোস্টগুলো আমার মনে গেঁথে থাকবে।

ছোটটার পোড়া ক্ষত আল্লাহর রহমতে এখন পুরোপুরি ভাল হয়ে গেছে।

১২৯| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হাজিরা দিয়া গেলাম।

ধন্যবাদ শোভন ভাইকে আমার অন্যতম প্রিয় ব্লগারকে নিয়ে এ আয়োজনের জন্য।

কান্ডারি অর্থবের জন্য শূভকামনা।

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ ।

১৩০| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

জেরিফ বলেছেন: পড়ছি মানে একদম আছাড় খাইছি; বাংলাদেশ বর্তমান ক্রিকেট টিমের প্রেমে পড়ছি।


বেডাগো না বেডিগো ??

#:-S #:-S #:-S

১৩১| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

আশিক মাসুম বলেছেন: পড়লাম সকল কমেন্ট সকল প্রশ্ন উত্তর।


সেরা প্রশ্ন দাতা হয়েছেন ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার

আপনাকে অভিন্দন ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার আপনার পুরষ্কার স্নিগ্ধ শোভন এর কাছ থেকে বুঝে নেবার অনুরুদ থাকলো :)

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:
@ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার, পুরষ্কার আমারিকা থেকে এখন আমার কাছে আসে নাই। ;) আসলে অবশ্যই পাবেন।





@আশিক মাসুম, অনেক দিন পর দেখলাম, কেমন আছেন মাসুম ভাই???

১৩২| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

অদৃশ্য বলেছেন:






কান্ডারী ভাইকে কি প্রশ্ন করবো ভাবছি... !!??!! ...


ভাই কোন প্রশ্ন খুঁজে পাচ্ছিনা... শুধু আমার কিছু কথা বলি... আপনাকে আসলেই খুব ভালো মানুষ মনে হয় আমার। আমার মনে হয় আপনি খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ... সহজ... সরল... আপনাকে এভাবে ভাবতেই আমার ভালো লাগে কান্ডারী ভাই...

কোন একদিন ঘুরতে ঘুরতে আপনার সাথে দএখা হয়ে গেলে রাস্তার পাশে কোন এক টং দোকানে চা খাওয়ার ইচ্ছা রাখলাম... ভালো থাকুন সবসময়ই...শুভেচ্ছা ও শুভকামনা...


শোভনের জন্যও অনেক অনেক
শুভকামনা...

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ ।

১৩৩| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫২

অদৃশ্য বলেছেন:




গতকালকে ১টা আর আজকে ১টা মন্তব্য একদম হাওয়া হয়ে গেলো... ??!! ??

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: কমেন্টের নতুন সিস্টেমের জন্য দেখতে পাননি। :-*

১৩৪| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৫

অদৃশ্য বলেছেন:

পাওয়া গ্যাছে... শোভন আমার ১৫৩ আর ১৫৬ মন্তব্য ডিলিট করে দিয়েন...

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ডিলিট করে দিলাম /:)

১৩৫| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



@ বঙ্গভূমির রঙ্গমেলায় আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা।

১৩৬| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


@জেরিফ যে দলে তুই খেলিস :D

১৩৭| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


@ আশিক মাসুম গুড জাজমেন্ট ;)

১৩৮| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


@অদৃশ্য ব্লগে এসে আপনার সাথে কেমন একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। যদিও কখনও সরাসরি সাক্ষাৎ হয়নি দুজনের। তবে একদিন সময় করে কোথাও রাস্তার মোড়ে বসে চা খেতে খেতে আড্ডা দেয়ার খুব ইচ্ছে আছে।

আমার প্রিয় ব্লগারদের মধ্যে আপনি অন্যতম। দোয়া করি ভাল থাকুন চিরদিন। আল্লাহফেয !!!

১৩৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:২২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপনার মতে ব্লগিং কি ? আসলেই কি? সামু ছাড়া অন্য কোন কোন ব্লগ ওয়েব ভালো লাগে? ব্যাংকিং পেশার সাথে ব্লগিং কি করে সময় মেলান বুঝিনা...

অতপর শুভ কামনা... আনন্দে থাকুন..

১৪০| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩

একজন আরমান বলেছেন:
কান্ডারি ভাই আপনার কাছে আমার প্রশ্ন হল, আপনি গত বছর যেমন ছিলেন এখনো তেমনই আছেন নাকি অনেকটা বদলে গেছেন? জানি মানুষ বদলায় কিন্তু পরিবর্তনের হার সব সময় এক হয় না। আপনার পরিবর্তনের হার বেশি নাকি কম?

শুভকামনা সব সময়। ভালো থাকুন। :)

১৪১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫

লিরিকস বলেছেন: প্রশ্ন পরে করলে কি উত্তর পাওয়া যাবে?

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: উনি উত্তর দিয়ে জাবেন। আপনার কোন প্রশ্ন থাকলে করেতে পারেন। :)

১৪২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৭

আমিনুর রহমান বলেছেন: @লিরিকস উনি উত্তর দিবেন বলেই উনার এখানে আসা :)

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ।

১৪৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সাক্ষাতকারটি ভালো লেগেছে।

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ অনন্য দায়িত্বশীল। :)

১৪৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯

শরৎ চৌধুরী বলেছেন: কান্ডারির জন্য আমার একটি প্রশ্ন: আবেগ আপনার জীবনকে কতটুকু নিয়ন্ত্রণ করে? আবেগের সাথে দৈনন্দিন জীবনের সাধারণ চাওয়া পাওয়া গুলোকে মেলাতে কোন ধরণের চ্যালেঞ্জের সম্মুক্ষীণ হন?

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আলাপনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ শরৎ দা । :)

১৪৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


@ বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর ধন্যবাদ।

ব্লগিং হচ্ছে এক ধরণের নাগরিক সাংবাদিকতা , সে হিসেবে ব্লগ একটা শক্তিশালী বিকল্প মিডিয়া। ব্লগ শব্দটি ইংরেজ Blog এর বাংলা প্রতিশব্দ , যা এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলার হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগার রা এটি নিয়মিত আপডেট করেন। রায় ব্লগই মূলত লেখায় আকীর্ণ, কিছু কিছু আবার জোর দেয় শিল্প (আর্ট ব্লগ), ছবি (ফটোব্লগ), ভিডিও (ভিডিও ব্লগিং), সঙ্গীত (এমপিথ্রিব্লগ) আর অডিওর (পডকাস্টিং) ওপর। মাইক্রোব্লগিং-ও আরেকধরনের ব্লগিং, ওটায় খুব ছোট ছোট পোস্ট থাকে।

সামু ছাড়া আমি আর কোন ব্লগ আসলে ভিজিট করিনি তেমন; তাই বলতে পারছিনা।

এটা নিয়ে আমিও মাঝে মাঝে ভাবি আর অবাক হই।

আপনার জন্য অসংখ্য শুভকামনা।

১৪৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


@ একজন আরমান আমি সবসময় যেমন ছিলাম তেমনই আছি এবং থাকব শুধু বাড়বে বয়স। তারপর বৃদ্ধ বয়সে মারা যাব।

১৪৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


@ লিরিকস এবং অনন্য দায়িত্বশীল আমি শুভেচ্ছা রইল।

১৪৮| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


@ অন্যমনস্ক শরৎ ভাইয়া সালাম গ্রহণ করুন। এমন একটি প্রশ্ন করলেন যা আমার জীবনের একটি অংশ।

আবেগ আমাকে বেশ ভালই নিয়ন্ত্রণ করে তবে কারও কাছ থেকে কষ্ট পেলে যেমন সেটা নিজের ভেতর হজম করে ফেলি ঠিক তেমনি কাউকে ভালবাসলে অন্তর দিয়েই ভালবাসি। আমার মা বলেন আমার নাকি প্রকাশ ক্ষমতা খুব কম হয়ত কম কথা বলাটা এর মূল কারণ। আমার সাথে মানুষ আড্ডা দিলে বোরিং হয় কারণ খুবই কম কথা বলি।

আবেগ, চাওয়া, পাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। তবে এই নিয়ে কোন চ্যালেঞ্জ থাকেনা। আমি আবেগী তবে আমি ভীষণ বাস্তববাদী। তাই কখনও এমন কিছু প্রত্যাশা করিনা যা আমার আওতার বাইরে কিংবা যার যোগ্য আমি নই। তবে নিতান্তই কিছু চেয়ে না পেলে খারাপ লাগে তখন সিগারেট খাই আবার চেয়ে বা না চেয়েও কিছু পেলে খুশি হই তখনও সিগারেট খাই।

শুভেচ্ছা .......

১৪৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী..ব্রাজিল সাপোর্ট করায় অভিনন্দন। সুপ্রিয় কান্ডারীকে নিয়ে পোস্ট দেয়ায় শোভনকেও শুভেচ্ছা।কান্ডারী আমার প্রিয় ব্লগারদের একজন।চমৎকার সব পোস্টের মাধ্যমে তার যোগ্যতা জানার গভীরতার জানান দিযেছে বারবার।আগামীতে আরও চমৎকার পোস্টের অপেক্ষায় থাকলাম।

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কবি। বিদেশ জীবন কেমন কাটছে?? দেশের কোন জিনিসটা বেশি মিস করছেন??

১৫০| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২০

একজন ঘূণপোকা বলেছেন:
আমার প্রিয় ব্লগার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম B-) B-) B-)



প্রশ্নঃ কখনো কি ট্যাগ খেয়েছেন?? খেলে কবে, কী এবং তার অনুভুতি বলবেন ??

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: B-)) B-)) আমি জানি কিন্তু বলবো না :P

১৫১| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে দারুন কিছু সময় কাটল ,এই পোষ্টে
স্নিগ্ধ শোভন কে ধন্যবাদ ...

কান্ডারির বচন সব সময়ের মতই মন মুগ্ধকর ...

কাণ্ডারির কাছে আমার প্রশ্ন ...

একজন দায়িত্ব প্রাপ্ত মানুষ কে তার নিজস্ব পছন্দ , দল ও বিভিন্ন মত এর সীমানা পার করে ,দায়িত্ব পালনে সবচাইতে সাহায্য করে তার কোন গুণাবলি ?

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আপু আলাপনে অংশগ্রহণ করার জন্য।

আপনাকে ব্লগে খুব কম পাওয়া যায়। আশাকরি নিয়মিত হবেন।

১৫২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



@সেলিম আনোয়ার ভাই আপনাকে ভীষণ মিস করি। স্বদেশ ছেড়ে বিদেশের মাটিতে কেমন দিন কাটছে আপনার ? খুব শীঘ্রই ফিরবেন এবং সুন্দর সুন্দর কবিতা দিয়ে আবার ব্লগ মাতিয়ে রাখবেন এটাই প্রত্যাশা।

শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।

১৫৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


@ একজন ঘূণপোকা ভাই প্রিয় মানুষদের প্রিয়তে স্থান পাওয়াটা বিরাট সৌভাগ্যের বিষয় আমার মত অথর্বের জন্য।

এই মুহূর্তে তেমন কিছু মনে পরছেনা। :)

১৫৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


@ মনিরা সুলতানা আপা আমার কদমবুচি গ্রহন করেন যদিও এর জন্য সালামি দেয়া লাগবেনা। কেমন আছেন ? ভাইয়া বাচ্চারা কেমন আছে ? আমার দোয়া সব সময় আপনার জন্য বাই ডিফল্ট থাকে।

অবশ্যই রেসপন্সিবিলিটি, সিনসিয়ারিটি ও লয়াল্টি। যেমন ধরুন আমি ব্রাজিল সাপোর্ট করি। এখন যদি আর্জেন্টিনা দলের কোন দায়িত্ব প্রাপ্ত হই তাহলে অবশ্যই আমার রেসপন্সিবিলিটি সিনসিয়ারিটি ও লয়াল্টি হবে আর্জেন্টিনা দলের স্বার্থরক্ষা করে চলা। কিন্তু তাই বলে ব্রাজিলের প্রতি আমার সমর্থনের বিন্দু পরিমান কমতি হবেনা।

১৫৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬

আমিনুর রহমান বলেছেন:



ঐ শোভন তুই ভান্ডারী থুক্কু কান্ডারির ফডু যে দিছোস, ফডোগেফারের অনুমতি নিছোস রে নোয়াখাইল্ল্যা X(( X(( X(( তারপর ফডো ক্রেডিটও লিখোস নাই। ভচকাইয়া নাক ফাডাইয়া লামু।



@কান্ডারি আপনার জীবনে সবচেয়ে সুন্দর মুহুর্তের কথা কি আমাদের কে জানানো যায় !

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: দুঃখিত মন্তব্যটি ব্যক্তি আক্রমণাত্মক তাই কমেন্ট মুছে ফেলা হল। ব্লগ ব্যবহারের শর্তাবলী

























;)

১৫৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



@ আমিনুর রহমান ভাই হুম শোভনের এই জন্য জরিমানা করা হোক। তবে ছবিটা তুলে দেয়ার জন্য সকল ক্রেডিট আমার শ্রদ্ধেয় বড় ভাই ও গুরু আমিনুর রহমান ভাইয়ের উপরেই বর্তায়। কারন আজ পর্যন্ত সব ছবি ভাইয়াই তুলে দিছেন। একবার আমার ছোট ছেলেটার একটা ছবি তুলে দিছিলেন যা চিরদিনের জন্য স্মৃতি হয়ে থাকবে।


মিরপুরে ব্লগ ডে পালন করার সেই সন্ধাটা চিরদিন মনে গেঁথে থাকবে।

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: :P /:)



ফটু ক্রেডিটঃ- আমিনুর রহমান।

১৫৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৮

আমিনুর রহমান বলেছেন:





হাপ্পড় দেয়া কি নীতিমালার মধ্যে পড়ে !

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম! পড়বেনা কেন?? ইহাও একটি ব্যক্তি আক্রমণ। :((

১৫৮| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৫

ডানাভাঙ্গা চিল বলেছেন: @ কান্ডারী অথর্ব

ট্যাগ খেলে কি আপনার মন খারাপ হয়?

আজ পর্যন্ত আপনি কয়টা ট্যাগ খেয়েছেন?

আমি যদি আপনাকে ছাগু ট্যাগ দেই , আপনি কি বাসায় ছাগলের মাংস রান্না করে সেলিব্রেট করবেন?

১৫৯| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


@ডানাভাঙ্গা চিল আপনার জন্য তাহলে ছাগু শব্দটি যেভাবে আমরা পেলাম অবশ্যই পাঠ্য। আপনি নিশ্চয় এই কাতারে পরতে ইচ্ছুক নন।

আপনার জন্য শুভকামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: B-)) B-))

১৬০| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫২

মনিরা সুলতানা বলেছেন: এই প্রশ্ন টা বিশেষ ভাবে আমি আপনাকেই করলাম এই জন্য যে ।।

আমার মনে হয়েছে এই বিশেষ গুন গুলি আপনার মাঝে রয়েছে ...
একজন সঠিক মানুষের সঠিক গুণাবলী গুলো সমাজে ছড়িয়ে যাক এটাই প্রত্যাশা ।


১৬১| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


@মনিরা সুলতানা বড় বোনের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পাওয়া আমার মত অথর্বের জন্য সৌভাগ্যের বিষয় সেই সাথে বেড়ে যায় দায়িত্ব বোধ অনেক অনেক।

আপা আর একটা কথা আমারে আপনি করে বলে এভাবে পর করে দিলে কেমনে কি হবে ?

১৬২| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪

ডানাভাঙ্গা চিল বলেছেন: হুররর মিয়া , আপনি তো দেখি হুদাই গুলাইয়া ফালাইছেন? আমি কি আপনারে ছাগু কইছি নাকি , ছাগলের মাংস খান নাকি জিগাইছি। ঐ পোষ্টে বসবাস করেন দেখি B-)) B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.