নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

অন্তরঙ্গ আলাপনঃ- কফি উইথ ব্লগার আহমেদ জী এস

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

ট্রুথ নেভার ডাই্জ



“পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ ।
প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...


প্রিয় ব্লগার আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন “ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। দীর্ঘদিন ব্যাস্ততার জন্য আয়োজনটি বন্ধ হয়ে থাকার জন্য প্রথমেই সকল পাঠক ও ব্লগার এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশ কিছুদিন ধরেই আয়োজনটা করবো ভাবতে ভাবতে আজকের দিনটিকে বেছে একটা বিশেষ কারন। কারণটা সামু ব্লগার মাত্রই জানেন। আজ রাত ১২টা পর ১৫ তারিখ “সামহোয়্যার ইন …” এর১১ তম জন্মদিন। প্রথম বাংলা ব্লগ “সামহোয়্যার ইন …” জন্ম না হলে হয়ত আজকে হয়ত আমাদের ব্লগার হয়ে উঠা হয়ে উঠত না। বলা যেতে পারে সামু ব্লগের জন্মের সাথে আমাদের ব্লগার হয়ে জন্মানোর মধ্যে একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান। সামুর জন্মদিন মানে একটা বিশাল গোষ্ঠির সৃষ্টির দিন।সামু’র প্রতিটি ব্লগারের কাছে তাই আজকের এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন।
“শুভ জন্মদিন সামহোয়্যার ইন … ব্লগ”
তাই এইদিনকেই উপলক্ষ করে ব্লগে “ অন্তরঙ্গ আলাপন” নিয়ে আমার ফিরে আসা। এখন থেকে “ অন্তরঙ্গ আলাপন” এর মাধ্যমে আবারো প্রত্যেক মাসে নিয়মিত ভাবে প্রিয় ব্লগারদেরকে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করবো। আর কথা বাড়াবো না , আশাকরি সকলেই পাশে থাকবেন এই আয়োজনের এবং পূর্ণ সহযোগিতা করবেন।

প্রিয় ব্লগার শিরোনাম এবং উপরের ছবি ও কথা গুলো পড়ে অনেকেই জেনে গেছেন আজকে আমাদের সাথে কে আছেন। হ্যাঁ! প্রিয় ব্লগার আজকে আমাদের অতিথি হিসেবে আছেন আমাদের সকলের প্রিয় ব্লগার আহমেদ জী এস ভাই। তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি – ব্লগিং নিয়ে, দেশ নিয়ে, মানুষ নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে এবং এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সম্বন্ধে। আর হ্যাঁ! আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।





প্রথমে প্রিয় ব্লগারের আহমেদ জী এস ভাই এর সাথে আমার কিছু আলাপন তুলে ধরছি। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের ঘরে প্রশ্ন করবেন প্রিয় ব্লগার সেই প্রশ্নের উত্তর দিবেন।

১) আহমেদ জী এস ভাই কেমন আছেন? অন্তরঙ্গ আলাপনে আপনাকে অভিনন্দন।
উত্তরঃ অভিনন্দন আপনাকেও । অভিনন্দন সকল সহব্লগারদের ।
কেমন আছি ? চলে যাচ্ছে দিন , দিনের মতোই ।
সবাইকে সামুর বর্ষপূর্তির শুভেচ্ছা । ভালো থাকুক সামু , ভালো থাকুক সবাই .......

২) অন্তরঙ্গ আলাপনে এসে কেমন লাগছে? এই আলাপন আয়োজনটি আপনার ব্যাক্তিগত ভাবে কেমন লাগে?
উত্তরঃকখনও ভাবিনি, আমার মতো অভাজন কাউকে কেউ এমন করে ডাকতে পারে ! তাও আবার ভরা মজলিশের আলাপে ! তাই চকিত তো বটেই , শিহরিত ও ।
ব্যক্তিগত ভাবে খারাপ লাগার কোনও কারন নেই । কারন এটা তো একটা টুল অব কমিয়্যুনিকেশান । এই ব্লগ , এমন অন্তরঙ্গ আলাপন ।
এমন আয়োজন তো পারস্পারিক সম্পর্কগুলোকে গেঁথে তোলে ফুলমালার মতো । এতে সামাজিক বন্ধনের, বন্ধুত্বের হাতখানির, সৌহার্দ্যের ভিতখানি দৃঢ় হয় । ব্লগারদের ভেতর একটা সম্প্রীতির সেতুবন্ধন গড়ে ওঠে ।
আপনার কি মনে হয় ? কিছু বাদ দিয়ে ফেলেছি কি ? :)

৩) আপানার পরিবার ও কর্মজীবন সম্পর্কে কিছু বলুন?
উত্তরঃ আমি ছা-পোষা মানুষ । পেশাগত দিক থেকে একজন চিকিৎসক । তবে বর্তমানে একটি স্বনামখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মেডিকেল সার্ভিসেস বিভাগের প্রধান হিসেবে কর্মরত । বাকী সময়ে এই আপনাদের ব্লগপাতা মেলে দেখি , কার মুখখানি কেমন । আপনাদের সাথে সঙ্গ দিতে চেষ্টা করি । আলোরিত যেমন হই তেমনি কষ্টও পাই ।
সংসারে একজনই মাত্র স্ত্রী !!!!!!! সমাজকর্মী ।
দু’টি মেয়ে আর একটি ছেলে । দেশের বাইরে সবাই । স্ত্রীও প্রায়ই ওদের সাথে থাকেন । এই হলো আমার ঘর-গৃহস্থালী ।

৪) প্রত্যেকটা মানুষের জীবনের দর্শনবোধ আলাদা আপনার জীবনের দর্শন কি?
উত্তরঃ কঠিন একটা প্রশ্ন বটে !
“জীবন বড় সুন্দর” এমনটা আমার অনুভব । এটাকে দর্শন বলুন আর আলটপকা কিছু কথাই বলুন , এমনটাই আমার চেতনায় বয়ে যায় অনুক্ষন । জীবনের প্রাপ্তি- অপ্রাপ্তি নিয়ে হিসেব কষে কষে তুচ্ছ তুচ্ছ আনন্দগুলোকেও হারিয়ে যেতে দিইনে । আমার মনে হয়, প্রত্যেক মানুষেরই মনের গভীরে একটি আলাদা ভুবন থাকা উচিৎ । হাসি-কান্না, সুখ-দুঃখ নিয়ে দিনান্তের শেষে চাল-ডালের কড়চা ভুলে সে ভুবনে ডুব দেয়াই মোক্ষ । এতে নিজেকে যেমন চেনা যায় তেমনি পৃথিবীটাকেও ভালোবাসতে মনখানা উচাটন হয় ।

৫) ব্লগের সাথে আপনার পরিচয় কিভাবে?
উত্তরঃ নেটে একটা শের খুঁজতে আমি “বাঙলা উচ্চারন” শব্দটি ব্যবহার করে ছিলুম । দেখি সামুর নামটি এসে হাজির । দেখলুম এটা একটা বাঙলা ব্লগ । একটা লেখা পড়তে গিয়ে মনে হলো আমার একটা জবাব দেয়া উচিৎ । লিখতে গিয়ে বলা হলো , আপনাকে আগে রেজিষ্টার্ড হতে হবে । হয়েছি । সেই থেকেই সামুতে মজে আছি ।


৬) ব্লগিং করতে এসে আপনার জীবনের কোন কিছুর কি পরিবর্তন ঘটেছে?
উত্তরঃ ঘটেছে তো বটেই । অনেকদিন পরে ফেলে আসা লেখালেখির মরচে পড়া উঠোনে নতুন দূর্বাঘাস তরতর করে মাথা তুলে উঠেছে । ঘর সংসারের পরে যেটুকু সময় থাকছে , আমি সামুতে ডুবে থাকছি । ক্লান্তি ঝেড়ে ফেলতে পারছি । কোয়ালিটি রিফুয়েলিং হচ্ছে , বলতে পারেন ।

৭) অবসর সময়ে কি করতে পছন্দ করেন?
উত্তরঃ আগের উত্তরে বলেছি । এর বাইরে গান শোনা, ছবি আঁকা , বই পড়া পছন্দ করি । কিছু ভালো না লাগলে কম্প্যুতে সলিটেয়ার খেলা ।

৮) একজন দায়িত্বশীল ব্লগারের কি কি গুন থাকা উচিৎ?
উত্তরঃ আমার অপ্রকাশিত লেখা থেকে তুলে দিচ্ছি কিছু লাইন সেখানে উত্তরটি পেয়ে যাবেন -----, যে লেখক আবেগময়তার সাথে মানুষের পূর্ণতাকে বুঝতে অক্ষম, নিজের সৃজনশীলতার শোভনীয়তা , অশোভনীয়তা বুঝতে অপারগ, ব্লগে তার আত্মনিবেদন নেই নয়তো প্রবেশাধিকার । তাই একজন সত্যিকারের সামুব্লগারকে সতর্ক, সংযত, রূচিশীল হতেই হয় , আজকের জন্যে এবং আগামীকালেরও ।

৯) প্রায় ৬ বছর এই ব্লগের সাথে থেকে আপনার কি কখন ব্লগিং ছেড়ে দিতে মনে হয়েছে?
উত্তরঃ না , এমনটি মাথাতেই আসেনি । ব্লগে মাঝেমাঝে ক্যাচালের ঘনঘটা থাকলেও মন বিগড়োয়নি মোটেও। জানি ও ঝড় থাকবেনা ।

১০) আপনার সময়কার অনেক ব্লগার এখন আর ব্লগিং করেন না, অনেকে ব্যাক্তিগত জীবনে ব্যাস্ততার জন্য আসেন না আর অন্যান্যরা কেন আসেননা সে ব্যাপারে আপনার অভিমত কি?
উত্তরঃ মানুষের ব্যস্ততাকে তো আর তুড়ি মেরে উড়িয়ে দেয়া যায়না । এটা হতেই পারে । তবে এটা বোঝা যায়, পাঠক সল্পতা ,ব্লগের পরিচ্ছন্নতা তাদের কে এমুখো হতে বারন করে । আমি জানি এর পরেও তারা আসবেন , আজ অতবা কাল । কেন ? আমি একটি লেখা দিচ্ছি কাল ওখানে এই “কেন”র একটা উত্তর দিতে চেষ্টা করেছি ।

১১) বাংলা ব্লগের অর্জন এবং কিছুটা থমকে দাঁড়ানো সম্পর্কে কিছু বলুন?
উত্তরঃ বাংলা ব্লগের অর্জন অনেক । সে ইতিহাস সৃষ্টি করেছে , সৃষ্টি করেছে ইতিহাসের পাত্রপাত্রী ।এই কিছুটা থমকে দাঁড়ানো , এটা তো সাময়িক । এটা কেটে যাবে ।

১২) “ব্লগ আর আগেরমত নাই” এই টপিকস আপনার কেমন লাগে?
উত্তরঃ হ্যা , এটা ভাবিয়ে তোলার মতো ।

১৩) ব্লগে কিধরণের পোস্ট পেলে আপনি খুশি হন?
উত্তরঃ সব ধরনের । সমাজ,রাষ্ট্র নিয়ে সচেতন লেখা । সাহিত্য । মোট কথা সব ... সব । সব বিষয় নিয়ে লেখা আসবে এমনটা চাই । কারন এটা তো একজন ব্লগারের দিনমানের পঞ্জী ।

১৪) আপনার কাছে কি মনে হয় ব্লগ এখনকার চেয়ে আগে বেশি জমজমাট ছিল? থেকে থাকলে এখন কেন নেই?
উত্তরঃ আমার ব্লগীয় বয়েস তেমন বেশী নয় । তবে শুরুতে অনেক ঋদ্ধ , ঋজু, সব্যসাচী ব্লগারদের দেখেছি । এখন তাদের হঠাৎ হঠাৎ দেখা যায় বটে, আশা করবো তাঁরাও আসবেন অচিরেই । এবং ব্লগটাকে আবার চনমনে করে তুলবেন ।
সুতরাং এখন কেন নেই, তা খুব প্রয়োজনীয় ব্যাপার নয় । নতুনদেরকে তো জায়গা ছেড়ে দিতে হয়, তাইনা ?

১৫) দেশ নিয়ে আপনার চাওয়া পাওয়া ও ভালোবাসা?
উত্তরঃ একটি বাক্যে সারছি - ভালো থাকুক দেশ, ভালো থাকুক এর মানুষ .......

================================================================================
প্রিয় ব্লগারের কথোপকথন দেখে আপনারও কিছু জানার ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই। হওয়াটাই স্বাভাবিক। আপনার প্রিয় ব্লগারের না জানা কথার উত্তর জানাতে আপনাদের সাথে এখন অনলাইনে আছেন আমাদের সকলের প্রিয় ব্লগার আহমেদ জী এস । পুরো ব্যাপারটাই লাইভ।
================================================================================
আর অবশ্যই ভুলবেন না অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে উপস্থিত আছি আমি নিজেও ;)




মন্তব্য ১৪৫ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১৪৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৮

ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাল লাগল এ আলাপন
ধন্যবাদ জানবেন ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ !
১১ তম ব্লগ বর্ষপূর্তির শুভেচ্ছা!

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২২

জেন রসি বলেছেন: জী এস ভাই আমার খুব প্রিয় একজন ব্লগার। তিনি চিকিৎসক এটা আমি অনুমান করেছিলাম। অনুমান মিলে গেছে দেখে ভালো লাগছে। জী এস ভাইকে নিয়ে এমন চমৎকার আয়োজনের জন্য আপনাকে ধন্যবাদ।

জী এস ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিজ্ঞান এবং দর্শন- এ দুটো টার্মকে কি তেল জলের মিশ্রন বলে মনে করেন?

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩০

আহমেদ জী এস বলেছেন: জেন রসি[/sb


ধন্যবাদ আপনাকে সাথে যোগ দেয়াতে ।
খুব জটিল একটি প্রশ্ন করেছেন যার উত্তর এক কথায় দেয়া সম্ভব নয় । সংক্ষেপে- দর্শনই বিজ্ঞানের স্রষ্ঠা এমনটা বলে থাকেন কেউ । তেল-জলের মিশ্রন ? অনেকটা । এরও কিন্তু সঠিক উত্তর নেই অর্থাৎ স্বতঃসিদ্ধ জবাব নেই ।

ব্লগ বর্ষপূর্তির শুভেচ্ছা ।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩২

কালীদাস বলেছেন: কবিদের ভয় পাই, খুব একটা ফলো করা হয় না; ব্লগে সবার ভালর জন্য নিজের কাব্যপ্রতিভা কখনও বের করি না। আহমেদের জী এসের ব্লগিং পরিছন্ন, যে কারণে পোস্টে ঢোকা :) এনিওয়ে, ভদ্রলোক ডাক্তার শুনে মনে একটাই প্রশ্ন আসছে। আমরা ওনার অনলাইনে লেখা দেখি, ওনার বাস্তব জীবনের হাতের লেখা কি পাঠযোগ্য? :P আই মীন, পড়া যায়? হাজার হোক, এটা ডাক্তারদের পুরান দুর্নাম :D

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪০

জেন রসি বলেছেন: জী এস ভাই,

গুরুমুখী বিদ্যায় বিশ্বাস করেন নাকি নিজেই নিজের মত অনুসন্ধান করতে পছন্দ করেন?

আপনার কি প্রকাশিত কোন বই আছে?

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: :P

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: প্রথমেই শুভেচ্ছা সামু জন্য " শুভ জন্মদিন সামহোয়্যার ইন-ব্লগ"
আপনাকে ধন্যবাদ চমৎকার এই উদ্যোগ নিয়ে ফিরে আসার জন্য ।

আমাদের বর্তমান ব্লগারদের প্রান বলতে পারি আমরা আহমেদ জী এস ভাই কে!
প্রতিনিয়ত আপনার অসাধারন লেখাগুলো আমাদের কে সমৃদ্ধ ব্লগিং শেখায়,আপনার চমৎকার বিশ্লেষণাত্মক , শিক্ষণীয় এবং লেখায় বিষয়বস্তু নিয়ে অসাধারন সব মন্তব্য গুলো ব্লগারদের লেখার অলংকার হয়ে সাজে।

আপনার ব্যাপারে বিস্তারিত জানতে পেরে খুব ভালোলাগছে ,আপনার পেশা ,পারিবারিক বাতাবরণ সবকিছুতেই আপনার সাফল্যের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি । আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভ কামনা !

সব সময়ের মত আমার মনে আজ ও একটা ই প্রশ্ন এত এত চমৎকার মন্তব্য কতটা ভালোবেসে করেন ?

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু। আশাকরি ভালো আছেন। :)

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

এডওয়ার্ড মায়া বলেছেন: প্রথমে শুভেচ্ছা জানাই প্রিয় সামুকে। “শুভ জন্মদিন সামহোয়্যার ইন … ব্লগ” ।
সামুর পথ চলা মসৃন হোক ।
চমৎকার আয়োজন নিয়ে ফিরে আসার জন্য ধন্যবাদ জানাই প্রিয় ব্লগার স্নিগ্ধ শোভন ভাই কে।
আমার খুব প্রিয় একজন ব্লগার জি এস ভাই ।বিশেষ করে উনার মন্তব্যে আমি মুগ্ধ হই ।খুব আন্তরিক এবং ভালবাসা মিশ্রিত করে মন্তব্য দেন ।
প্রিয় ব্লগারের কাছে আমার প্রশ্ন - আহমেদ জী এস নামের পূর্ণরুপ কি ???
আজকে শোভন ভাই বলেছিল - রাতে ব্লগ পোষ্ট আড্ডায় জি,এস দা থাকবেন ।জিজ্ঞেস করলাম -উনি কি ফেবুতে নাই =p~ =p~


১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ এডওয়ার্ড মায়া ।
আগের নামে দেখতে পেলে খুব ভালো লাগতো।
;)

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৫

আহমেদ জী এস বলেছেন: কালীদাস ,



ভালো লাগলো এসেছেন দেখে ।
হাতের লেখা ? সম্ভবত " সুন্দর হাতের লেখা শিখুন " এমন একটা স্কুল/ বিদ্যালয় দেবো ভাবছি :D । ভাববেন না মিথ্যে বলছি ।
কি করে বোঝাই আর কারো পঁচা লেখা আমি লিখিনা ... লিখিনা .. :(

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫১

আহমেদ জী এস বলেছেন: জেন রসি




গুরুমুখী বিদ্যায় বিশ্বাস করবো কি ? নিজেই তো গুরু !!!!!!!!!!!!!!!!! :P
আপনিই কি গুরুমুখী বিদ্যায় বিশ্বাস করেন ??? হলফ করে বলতে পারি , করেন না ।

না হে জেন ; নিজেই নিজের মত অনুসন্ধান করতে পছন্দ করি । তবে সব বিদ্যেই ঘেটে দেখি ।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫২

কালীদাস বলেছেন: আহমেদ জী এস, বিশ্বাস করেছি, টেনশনের কারণ নেই ;)
আপনার লেখা মাঝে মাঝে পড়ি, ভালই লাগে। বাইদ্যাওয়ে, সত্তরের ঘুর্ণিঝড়ের পোস্টে রিপ্লাই দিতে ভুলে যাই বারবার। আপনি ঠিকই বলেছিলেন, আমি দুইজনের নাম গুলিয়ে ফেলেছিলাম।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: শুভ জন্মদিন সামু।

প্রথমে ধন্যবাদ শোভন ভাইকে আবার এই আয়োজন নিয়ে ফিরে আসার জন্য।

@ আহমেদ জি এস ভাই,

একজন ব্লগার এর জন্য ব্লগ লেখাটাই মুখ্য নাকি ব্লগের বিভিন্ন লেখায় নিজের মতামত নিয়ে সরব উপস্থিতি মুখ্য? গিভ এন্ড টেক কমেন্ট কি আদৌ ব্লগের সঠিক উদ্দেশ্যের ক্ষেত্রে কোন কাজে আসে।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ :) পাঠক ভাই।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০০

খায়রুল আহসান বলেছেন: “ অন্তরঙ্গ আলাপন” একটি সাক্ষাতকার ভিত্তিক, নিয়মিত লাইভ আয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ এ আয়োজনটি ইতোপূর্বে আমার চোখে পড়েনি। যাই হোক, এ মুহূর্তে এটা আমার নজরে আসায় সাক্ষাতকারের প্রারম্ভিক কথাবার্তা পড়ে মুগ্ধ হ'লাম। ব্লগার বন্ধু আহমেদ জী এস কে অন্তরঙ্গ আলাপনে পেয়ে আনন্দিত হ'লাম। অন্যদের লেখায় তাঁর বিদগ্ধ মন্তব্যগুলো আমি আনন্দের সাথে পড়ে থাকি।
আপনার প্রশ্ন এবং তাঁর উত্তরগুলো পরে চমৎকৃত হ'লাম। বিশেষ করে ৪ নম্বর প্রশ্নের উত্তরে তিনি যা বলেছেন, খুব ভাল লেগেছে। তাঁর পেশা সহ ব্যক্তিগত পরিচয় জেনে ভাল লাগলো। আমার স্কুলজীবনের বন্ধুদের মধ্য থেকে যে ক'জন ডাক্তার হয়েছেন তারা প্রত্যেকেই সজ্জন ব্যক্তি এবং মেধা ও মননে উচ্চমানের উৎকর্ষতার অধিকারী। ধারণা করি, সহব্লগার আহমেদ জী এস সাহেব তাদেরই মত একজন হবেন। তাঁর পোস্ট এবং মন্তব্য পড়েই এমন ধারণার জন্ম হয়েছে, তা বলাই বাহুল্য।
এটুকু বলেই আপনাকে এবং আলাপনের অতিথিকে আমি আপাততঃ শুভরাত্রি ও শুভকামনা জানিয়ে শেষ করছি। হয়তো আগামীকাল আবার যোগ দিব।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ! শুভরাত্রি ।
আবার দেখা হবে ব্লগে :)

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: আহমেদ জী এস ভাই আপনার ব্লগ প্রোফাইল এর একটি কপি পেলে খুব উপকৃত হতাম :)

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৫

জেন রসি বলেছেন: হাহাহা....ঠিক বলেছেন জী এস ভাই। আমিও শিষ্যমুখী! মানে নিজেই নিজের গুরু! :P

নিজের সম্পর্কে লিখেছেন প্রচণ্ড রকমের রোম্যান্টিক কিন্তু জঘন্য রকমের বাস্তববাদী। এই ভারসাম্য কিভাবে বজায় রাখেন? মানে প্রচণ্ড রকম রোম্যান্টিক হলেত জঘন্য রকমের বাস্তববাদী হওয়া টাফ! প্যারাডক্স অনেকটা! আপনি কিভাবে এ ভারসাম্য রক্ষা করলেন সেই গোপন ফর্মুলা জাতি জানতে চায়! :P

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৭

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,




নিজের প্রশংসা শুনতে কেইবা অপছন্দ করে । স্বয়ং বিধাতাও এই স্তুতিকে কাটিয়ে উঠতে পারেন নি ।

অতোখানি প্রশংসার যোগ্য আমি হয়ে উঠতে পেরেছি কিনা জানিনে । তবে আপ্রান চেষ্টায় নিরত থাকি আমি যেন আপনাদের কাছের মানুষটি হয়ে উঠতে পারি । এ জীবন তো ক্ষনেকের । দম ফুরালেই ঠুসসসসসসস ! সেখানে জটিলতা টেনে এনে কি লাভ ? কিছু দিতে না পারি কিন্তু কারো মুখের হাসি যেন কেড়ে না নেই, এই ব্রতে অবিচল থাকি ।

আমার প্রোফাইলেই তো আছে লেখা .... প্রচন্ড রোমান্টিক । ব্লগের সবাইকে তাই ভালোবাসি । আর মন্তব্যগুলো সে ভালোবাসারই উৎসারিত ফল । কেউ সাদরে গ্রহন করেন , কেউবা প্রকারন্তরে গ্রহনে অনীহা প্রকাশ করেন ।

আমার পরিবারের জন্য আপনার অনেক অনেক শুভ কামনা মাথায় তুলে রাখলুম ।

তবে আপনার মন্তব্য আমাকে কঠিন একটি দায়িত্বের ভেতরে ফেলে দেবে নিশ্চিত ।

ভালো থাকুন । সামুর বর্ষপূর্তির সৌগন্ধ আপনার চারপাশ ঘিরে থাকুক ।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২০

আহমেদ জী এস বলেছেন: এডওয়ার্ড মায়া ,



এইরে সাইচ্চে !!!!!! :(( পুরো নাম দিয়ে কি করবেন ? টাক্স - ভ্যাট বসাতে চান ? সেটি হচ্ছেনা ।
তবে কাউকে না বললে বলতে পারি চুপিচুপি --- "জী" ফর "গাজী" আর "এস" ফর "সুলতান" । এখন সবটা মিলিয়ে কি দাঁড়ালো ?

না হে.... ফেবুর জন্যে এখনও মায়া জন্মায়নি । ওখানে না যেতে এ্যালার্ট থাকি ।

আপনাকে পেয়ে খুশি খুশি লাগছে ।মা বেশ রসের পোস্ট দিয়ে থাকেন আপনি ।
ভালো থাকুন । ব্লগের বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন ।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১

আহমেদ জী এস বলেছেন: এডওয়ার্ড মায়া ,




******* মাঝেমাঝে বেশ রসের পোস্ট ......

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যার ই।।
খুব খুশী মার প্রিয় একজন ব্লগারকে দেখে।। আপনাকে ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য।।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সচেতনহ্যাপী :)
ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৯

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,




এই পোস্টে সর্বপ্রথম মন্তব্যকারী হিসেবে আমার পক্ষ থেকে একটি ধন্যবাদ আপনার প্রাপ্য ছিলো । তার জবাব দিতে দেরী হওয়ার কারনে সুদেমূলে " অনেক" হয়েছে ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন । সামুর বর্ষপূর্তির সৌগন্ধ আপনার চারপাশে প্রজাপতি হয়ে উড়ুক ....

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২

ডঃ এম এ আলী বলেছেন:



নতুন বলে প্রথমে বুঝতে পারিনি অন্তরঙ্গ আলাপনের স্টাইলটা কি রকম হবে ।
ভুল পথে যাই কিনা তা ভেবে পশ্চাতে চলাই মনে হল শ্রেয়। যাহোক শ্রদ্ধেয়
পুর্বসুরীদের চলা পথ দেখে বুঝা গেল অন্তরঙ্গ আলাপনে সকলের প্রিয়
জিএস ভাইকে পাওয়া্ যাবে নিমেসে এ আলাপনেই। মনে জমে থাকা
অনেক প্রশ্নের উত্তরই জানা যায় তাঁর যত সব লিখাও গঠনমুলক
মন্তব্যে। সামুতে বিচরণ দেখি তাঁর সকল প্রকার শাখাতেই ।
তাঁকে প্রশ্ন করার কোন অবকাশ দেখিনা তাই। তবে তাঁর
বিজ্ঞ দৃস্টিতে বর্তমান সময়ে সামুতে পারস্পরিক
মিথক্রিয়া উন্নয়নের বিষয়ে কিছু কথা সবিনয়ে
তাঁর কাছে শুনতে চাই । শুভেচ্ছা রইল ।

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

আহমেদ জী এস বলেছেন: কালীদাস



আপনারও ৭০ এর জলোচ্ছ্বাস নিয়ে টেনশিত হবার কারনে নেই ।

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


সুন্দর উদ্যোগ!

"
১২) “ব্লগ আর আগেরমত নাই” এই টপিকস আপনার কেমন লাগে?
উত্তরঃ হ্যা , এটা ভাবিয়ে তোলার মতো । "

-আমার মনে হয়, ব্লগিং ক্রমশই ভালোর দিকে যাচ্ছে, ব্লগারদের দক্ষতা বাড়ছে, লেখার মান ভালো হচ্ছে।

শুরুতে, আকাশ থেকে অনেক ভালো ব্লগার হযরত আদমের মতো নেমে আসেননি; শুরুতে ব্লগিং ছিল এক নতুন সমারোহ, উৎসাহ ছিল বেশী; কিছু একটা লিখেই উল্লসিত, কিছু একটা পড়েই হতবাক!

শুরুতে সবাই আজগুবি বিষয়, ছবি, রূপকথা, নিয়ে উপখ্যান লিখা শুরু করেছিল; লেখায় তেমন ধারণা ছিল না, নিজের ভুল বুঝতে পারতেন না। সময়ের সাথে সেইসব ব্লগারগণ হতাশ হয়ে গেছেন, যাঁরা নিজকে রিফাইন করতে পেরেছেন, তাঁরা আছেন। সাহিত্য নিয়ে যারাঁ লিখতেন, তারা বেশী টিকেছেন, কারণ ওদিকটাতে যা ইচ্ছে লেখা যায়।

শুরুতে দলাদলি ছিল, আস্তিক, পাস্তিক, রাজনৈতিক দলাদলি, অনেক উৎসাহ, অনেক তিক্ততার সৃস্টি করেছিল, অনেক গ্রুপের সৃস্টি করেছিল; পরে, তাদের স্হানে তারা চলে গেছে।

ব্লগিং ক্রমশ ভালোর দিকে যাচ্ছে, সামনে আরো ভালোদিন আসছে; অতীতে চারা গাছ ছিল, এখন উহা গাছে পরিণত হচ্ছে!

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ :)

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

সায়েদা সোহেলী বলেছেন: প্রশ্নকর্তা প্রশ্নদাতা দুইজনকেই শুভেচ্ছা

৮) একজন দায়িত্বশীল ব্লগারের কি কি গুন থাকা উচিৎ?
উত্তরঃ আমার অপ্রকাশিত লেখা থেকে তুলে দিচ্ছি কিছু লাইন সেখানে উত্তরটি পেয়ে যাবেন -----, যে লেখক আবেগময়তার সাথে মানুষের পূর্ণতাকে বুঝতে অক্ষম, নিজের সৃজনশীলতার শোভনীয়তা , অশোভনীয়তা বুঝতে অপারগ, ব্লগে তার আত্মনিবেদন নেই নয়তো প্রবেশাধিকার । তাই একজন সত্যিকারের সামুব্লগারকে সতর্ক, সংযত, রূচিশীল হতেই হয় , আজকের জন্যে এবং আগামীকালেরও ।


সুন্দর কথা বলেছেন সুলতান ভাই । এখন কথা হচ্ছে রেজিস্টার করলেই যে কেউ ব্লগার হিসেবে স্বীকৃতি পেয়ে যাচ্ছে যেখানে ,সেখানে একটা পোস্ট দেবার ক্ষেত্রে নুন্যতম কি ধরনের রীতিনীতি থাকা বাঞ্ছনীয় বলে আপনি মনে করেন ?

উত্তর টা প্রেসক্রিপশন প্যাডে হস্তলেখায় পাবার আশা প্রকাশ করছি ডক্টর সাহেব , নিরাশ করবেন না নিশ্চই ?? :)

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন :)

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫২

আহমেদ জী এস বলেছেন: প্রবাসী পাঠক ১১ নম্বর মন্তব্যের জবাব ------


এতো কঠিন প্রশ্নের জবাব দিতে গিয়ে পাছে ভুলে যাই তাই সামুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখছি আগে ।

কোনওটাই একাকী মূখ্য নয় । দুটোকেই পরস্পর ক্রিয়াশীল হতে হয় । আর তাতে ব্লগীয় পরিবেশে সুস্থ্যতার সাথে ভাবের আদান প্রদানও সহজতর হয় । ব্লগীয় সখ্যতা গড়ে ওঠে ।

সৎ উদ্দেশ্যে আর নিরহঙ্কারের সাথে একজন সত্যিকারে ব্লগার হতে চাইলে আমি তো মনে করিনে " গিভ এন্ড টেক" পলিসি কারো প্রয়োজন হয় । "গিভ এন্ড টেক" কমেন্ট ব্লগের সঠিক উদ্দেশ্যের ক্ষেত্রে কোন কাজে আসার কথা নয় । লেখা আর মন্তব্য হতে হবে স্বতঃস্ফুর্ত । যদিও আমরা অনেকেই এমন সুস্থ্যধারার ব্লগিং করিনে । ভাবি, লেখার একটা জায়গা পাওয়া গেছে যখন ; তখন একটা কিছু লিখে নিজেকে জাহির করিনে কেন ! অনেকটা দেয়ালে দেয়াল লিখন লেখার মতো । লিখে গেলেই হয়, জবাবের ধার ধারিনে ।

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ১২ নং নম্বর মন্তব্যের জবাব ------




আপনার মতো আমারও চোখ থেকে “ অন্তরঙ্গ আলাপন” ফসকে ফসকে গেছে । ঘাবড়ানোর কিছু নেই । একজন সোলজারের মতো অলওয়েজ এ্যাটেনশান অবস্থায় থাকলেই হবে ।

আপনার মন্তব্যের দ্বিতীয় প্যারায় প্রশংসার পাশাপাশি চমৎকার আশাবাদ তুলে ধরেছেন । ৬নং মন্তব্যে মনিরা সুলতানাকে করা জবাব থেকে আপনার অমন আশাবাদ ও প্রশংসার জবাব দিলুম -----
অতোখানি প্রশংসার যোগ্য আমি হয়ে উঠতে পেরেছি কিনা জানিনে । তবে আপ্রান চেষ্টায় নিরত থাকি আমি যেন আপনাদের কাছের মানুষটি হয়ে উঠতে পারি । এ জীবন তো ক্ষনেকের । দম ফুরালেই ঠুসসসসসসস ! সেখানে জটিলতা টেনে এনে কি লাভ ? কিছু দিতে না পারি কিন্তু কারো মুখের হাসি যেন কেড়ে না নেই, এই ব্রতে অবিচল থাকি ।

এই জবাব যখন লিখছি তখন হয়তো আপনি ঘুমিয়ে পড়েছেন । তাই এখন এটা দেখতে পাবেন না । আবার দেখা হবে কাল ।

একজন গুনী ও সংবেদনশীল খায়রুল আহসানের জন্যে রইলো নিশীথ রাতের শুভেচ্ছা আর সামুর বর্ষপূর্তির মৌতাত.......

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৮

মৌলবাদীদের বিরুদ্ধে বলেছেন: সামুর জন্মদিনের শুভেচ্ছা

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন

২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২২

আহমেদ জী এস বলেছেন: স্নিগ্ধ শোভন ১৩ নং নম্বর মন্তব্যের জবাব ------




জিনিষটি যে কি ঠিক বুঝে উঠতে পারিনি । ব্লগ প্রোফাইলে যা লেখার তা অতোটুকুই দৃশ্যমান । কপি কোথায় পাবো ? টেকনিক্যাল ব্যাপারে আমি বকলম .... :(

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: ওকে ভাইয়া :)

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫২

পুলহ বলেছেন: জী এস ভাই দায়িত্বশীল ব্লগার কেমন হওয়া উচিত- সে ব্যাপারে ইন জেনারেল বলেছেন। আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো- ব্লগ-জগতের নবীন/ নতুনদের কাছ থেকে একজন সিনিয়র এবং দায়িত্বশীল ব্লগার হিসেবে তাঁর প্রত্যাশাটুকু কী?

উনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা এবং এ পোস্টদাতাকে ধন্যবাদ তাঁর মত একজন অশ্বত্থকে নিয়ে লেখার জন্য !

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ :)

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৫

আমিনুর রহমান বলেছেন:


শুভ জন্মদিন প্রিয় সামু।
ধন্যবাদ শোভনকে প্রিয় ব্লগারকে আজকের এই আলাপনে আনার জন্য। কপাল খারাপ জী এস ভাইয়ের :P
কপাল খারাপ বলার কারণ ব্লগাররা যাকে ধরে তাকে ছাই দিয়েই ধরে যেন ছুটে না যেতে পারে।
আপনার অবস্থা তেমনটিই হবে আশা করছি :P
একে তো চমৎকার ব্লগার সাথে সকলের পছন্দের মানুষ -
সুতরাং আপনার সম্পর্কে সকল ব্লগারেরই আগ্রহটা একটু বেশীই থাকবে।
খবর আছে ;)
জী এস ভাই আপনি আমার দেখা আদর্শ ব্লগার বলতে যা বুঝায় তার সব গুনাবলীই আপনার ব্লগিং এ বিদ্যমান।
সর্বোপরি আমার দেখা সেরাদের অন্যতম এমনকি কোন কোন ক্ষেত্রে সেরাদের সেরা আপনি।
বিশেষ করে আপনার কমেন্টের ওয়েট আমাকে সবসময়ই মুগ্ধ করে।

প্রশ্নঃ
ব্লগের বাইরের মানুষদের মধ্যে একটা বড় অংশ যারা ব্লগ এবং ব্লগারদের সম্পর্কে নেগেটিভ ধারণাই ধারণ করে থাকে, এই পথ থেকে উত্তলনের জন্য ব্লগ ও ব্লগারদের পক্ষ থেকে কি করা উচিত বলে আপনি মনে করেন?

আমার আরো প্রশ্ন আছে, তাছাড়া একটা উছিলা খুজতেছিলাম কিভাবে ফিরবো আবার ব্লগে।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবান আমিন ভাই।
অনেক দিন পর ব্লগে দেখা হল।
ব্লগ ডে ও বিজয় দিবসের শুভেচ্ছা রইলো :)

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৭

ডঃ এম এ আলী বলেছেন: আহমেদ জী এস ভাই এর প্রতি রইল ধন্যবাদ ও শুভেচ্ছা ।

৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৮

জানা বলেছেন: আজকের এই বিশেষ দিনে সবার পছন্দের আয়োজনটি ফিরিয়ে আনার জন্যে ধন্যবাদ স্নিগ্ধ শোভন। বর্ষপূর্তির শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে। আমাদের সম্মিলিত ভাললাগা, মন্দলাগা, বাকবিতন্ডা, অর্জন বিসর্জন এর ১১ বছর আজ। অন্য সবকিছু বাদ দিয়ে যদি নিজেকে কেবল একজন ফাঁকিবাজ ব্লগার হিসেবেও এখানে দাঁড় করাই, তবুও বলবো আমার অর্জন এখান থেকে অনেক। আমি অনেক জেনেছি, শিখেছি এবং শিখে চলেছি বাংলা ব্লগারদের কাছ থেকে। এটা কম সৌভাগ্যের কথা নয়।

আজকের অতিথি আমাদের সব্বার প্রিয় আহমেদ জী এস ভাই, অভিনন্দন এবং শুভেচ্ছা জানবেন। খানিকটা স্বার্থপরতা হলেও আপনাকে আমি প্রথমে দেখতে পাই আমার বাজে হাতের লেখায় একটি অত্যন্ত সাদামাটা (স্বভাবতই) পোস্ট। চমৎকার সব লেখা তো বটেই, সুন্দর করে গুছিয়ে মন্তব্য লেখায় যিনি সবাইকে নিজের করে নেন, 'প্রিয় মানুষ' এর তকমাটা অর্জন করে নেন মুহূর্তেই। গত বছর ডিসেম্বরে প্রিয় মানুষদের একটি দলের সাথে মঙ্গলজনক এবং আনন্দময় একটি কাজ করতে গিয়ে তাঁকে কাছ থেকে জানার সুযোগ হয়। এখানে আমি অনেক কিছু বলে সবার সময় নিয়ে চাইছি না। শুধু বলতে চাইছি যে 'ইতিবাচক' মানুষের প্রয়োজন আমাদের সবার জীবনে খুব বেশী দরকার আর আহমেদ জী এস ভাই ঠিক সেই মানুষটি। ভুল-ত্রুটিকেও ইতিবাচকভাবে নিয়ে তার মূল্যায়নের প্রচেষ্টা, বন্ধুবাৎল্য, মানুষকে বুঝতে চাওয়ায় মূল্যবান আকাংখা- এসবই মানুষের অসাধারণ গুনাবলী। আমরা তার সবগুলোই দেখেছি ওনার মধ্যে। আজকে এই আসরে প্রিয় আহমেদ জী এস ভাইকে আমাদের সবার পক্ষ থেকে অশেষ ভালবাসা।

ওজ্জাহ! অতিথিকে আমার প্রশ্নই তো করা হয়নি! আমার আসলে দুটো খুব সরল প্রশ্ন আছে। :)
১। আপনার লেখায় বুঝলুম<বুঝলাম, পেলুম<পেলাম, জানলূম<জানলাম এমনটা দেখতে পাওয়া যায়। প্রভাবটা কার বা কোথা থেকে এলো? B-)

২। আমরা জানি আমি গান শুনতে ভালবাসেন কিন্ত কখনও কখনও কোথাও দেখা গেছে আপনি সঙ্গীতের গলি-ঘুপচি নিয়ে কথা বলছেন। জানতে চাইছি সঙ্গীত চর্চার মত বিষয়টিও কি বাদ রাখেননি? প্রিয় রাগ কি? অনুরাগটুকু নাহয় থাক। ;) B-) :P :D

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: সামুর ১১ তম জন্মবার্ষিকীতে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। !:#P !:#P !:#P




জী এস ভাই =p~
:D

৩২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আহেমদ জিএস ভাই,
অভিনন্দন আলাপনে! :)

“শুভ জন্মদিন সামহোয়্যার ইন … ব্লগ” দিয়েই শুরু হোক আলাপন।
প্রিয় মানুষের অজানা অনেক কিছূ জানার আনন্দে সকালটা শুরু হল। ভাল লাগছে বেশ।

প্রচন্ড রকম রোমান্টিকতার সাথে বাস্তববাদীতা বুঝি এখন-সময়ের প্রয়োজন!

আত্মা জীবনের মূল। অথচ আমরা দেহকে বাঁচিয়ে রাখতেই জীবনের শতভাগ ব্যায় করি। আত্মর জন্য কিছূই করিনা। অথচ শুদ্ধ পরিচ্ছন্ন আত্মাই একটা পূর্ণ মানুষ, পরিবার সমাজ এবং দেশ তথা বিশ্ব গড়ায় দারুন স্তম্ভ হতে পারে। নয়ংকি? আপনার অভিমত কি?

শুভেচ্ছা অন্তহীন।

৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯

আরজু পনি বলেছেন: এ্যাহ আমি ভেবেছিলাম আমিই বুঝি ব্যস্ত...আপনি দেখি আমার চেয়েও ব্যস্ত। :P

তবে ফিরে এসে দারুণ পোস্ট দিলেন...পছন্দের ব্লগারকে নিয়ে আড্ডা দিতে বসেছেন দেখে পোস্ট কমেন্ট সবটাই পড়লাম।

শ্রদ্ধেয় প্রিয় ব্লগার জী এস সাহেবকে অনেক শুভেচ্ছা আর শোভন, আপনাকে অনেক ধন্যবাদ এমন দারুণ আয়োজনটিকে আবার সবার সামনে আনার জন্যে।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ পনি আপু। :)

৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ৪ নং নম্বর মন্তব্যের জবাব ------




আরে এতো সহজ বিষয়টি বুঝলেন না !
প্রচন্ড রোমান্টিক হলে তবেই না কঠিন বাস্তবকে ছেনে ছেনে সুন্দরের প্রতিমা গড়া যায় । একটি লক্ষী কিম্বা স্বরস্বতীর প্রতিমা নিজের যেমনটি চাই । এতে শরীরে ঝরানো ঘামের এক একটি বিন্দু, প্রিয়ার চোখের জলবিন্দুর মতো অমূল্য হয়ে উঠতে পারে ।
ট্রাই ইট ।

৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: জেন রসি



উপরের মন্তব্যে খানিকটা ভুল হয়েছে । ওটা ১৪ নম্বর মন্তব্যের জবাব হবে । দুঃখিত আলাপে অংশগ্রহনকারী সবার কাছে ।

৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

বিজন রয় বলেছেন: ১১ বছর পূর্তিতে সামুকে শুভেচ্ছা।
সামুর প্রতিষ্ঠাতা জানাকে শুভেচ্ছা।
স্নিগ্ধ শোভন আপনাকে শুভেচ্ছা।
আহমেদ জী এস আপনাকে শুভেচ্ছা।
সামুর সকল ব্লগারকে শুভেচ্ছা।

সবাই ভাল থাকুন।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন

৩৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ১৮ নং নম্বর মন্তব্যের জবাব ------




আমার তরফ থেকেও আপনাকে এই সকালের শুভেচ্ছা ।

শুভেচ্ছা সামুর বর্ষর্পর্তিরও ......................

৩৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ২০ নং নম্বর মন্তব্যের জবাব ------



শীত সকালের শুভেচ্ছা ।

বর্তমান সময়ে সামুতে পারস্পরিক মিথক্রিয়া উন্নয়নের বিষয়ে কিছু কথা শুনতে চেয়েছেন ।
আজ সকালে একটি পোস্ট দিয়েছি । খানিকটা উত্তর ওখানে পাবেন । আশা পুরন না হলে আবার আপনার কাছেই আসবো ।

৩৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০২

সাহসী সন্তান বলেছেন: অনেকদিন পর অন্তরঙ্গ আলাপন অনুষ্টানটা চালু করা এবং প্রিয় একজন ব্লগারকে উপস্থিত করার জন্য প্রথমেই স্নিদ্ধ শোভন ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি! যদিও আমি সেই সময়কার ব্লগার নই, তবে আপনার অন্তরঙ্গ আলাপনের সবগুলো এপিসড পড়া আছে!

প্রিয় জীএস ভাইয়ের কাছে আমি মাত্র দুইটা প্রশ্ন করবো! একটা ব্লগীয় বিষয় সম্পর্কে এবং অন্যটা ব্লগ বহির্ভূত। আশাকরি স্বতঃফূর্ত ভাবে তিনি আমার প্রশ্ন দুইটার উত্তর প্রদান করবেন!

প্রথম প্রশ্নঃ- 'ব্লগের সমগ্র দৃষ্টিকোণ বিবেচনা করে একজন সুযোগ্য (লেখক, পাঠক এবং মিথস্ফিয়া) ব্লগার হইতে গেলে তার ঠিক কি কি গুনাবলী থাকাটা প্রয়োজন বলে আপনি মনে করেন?'

দ্বিতীয় প্রশ্নঃ- আপনি যে ডাক্তার সেটা অনেক আগেই কিছুটা আন্দাজ করেছিলাম, তবে কনফিউশন কাটে নাই! তবে ব্যাপারটা সম্পর্কে আজ নিশ্চিৎ হইলাম বিধায় প্রশ্নটা আপনাকে করছি।

"একজন সদ্য এডমিশন নেওয়া কোন মেডিকেল ছাত্র/ছাত্রীর জন্য বর্তমানে কোন সাবজেক্টকে চয়েজ করে নেওয়াটাকে আপনি গ্রান্টেড বলে মনে করেন? অর্থাৎ ধরুন আমি যদি ডাক্তার হইতে চাই, তাহলে কোন সাবজেক্টটা বেছে নিলে সব থেকে ভাল হবে? বা মেডিকেলের জন্য কোন সাবজেক্টটাকে আপনার ঠিক চয়েজেবল বলে মনে করেন?"

তবে এক্ষেত্রে একটা বিষয় বলে নেওয়া জরুরি যে মেয়েদের ক্ষেত্রে গায়েনোকলজিটা আমার ততটা চয়েজেবল নয়! আর একটা বিষয়, আমি কিন্তু ডাক্তারের 'ড' ও জানি না সুতরাং প্রশ্নের মধ্যে হয়তো ভুল থাকতে পারে। তবে সেটাকে গুছিয়ে পড়া আপনার দ্বায়িত্ব! ;)

আবারও ধন্যবাদ আপনাকে এবং স্নিগ্ধ শোভন ভাইকে! সামুর ১১ তম বর্ষপূর্তির শুভেচ্ছা সবাইকে!

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ অন্তরঙ্গ আলাপনের সাথে থাকার জন্য।
ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো :)

৪০| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: আহমেদ জী এস[/sb, - আপনার নিশীথ রাতের শুভেচ্ছা সকালে উঠে দু'হাত ভরে গ্রহণ করলাম, মুগ্ধ হ'লাম।
জানা'র প্রশ্ন দুটোর উত্তর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আমার প্রশ্নঃ
রুপালী নুপুর এবং অথৈ নীলিমা কে (ভারী কাব্যিক দুটো নাম) কি আজ নতুন করে কিছু বলতে চাইবেন?
(আপনার ১৪ ই মার্চ, ২০১১ এর পোস্ট দ্রষ্টব্য)।

৪১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

সাহসী সন্তান বলেছেন: ওহঃ স্যরি! আমার প্রথম প্রশ্নের উত্তরটা যে অন্তরঙ্গ আলাপনের মধ্যেই উল্লেখ করা আছে (৮ নং) সেইটা খেয়াল করি নাই! আসলে পোস্টটা পড়তে পড়তে কেবল ঐ প্রশ্নটাই মাথার মধ্যে ঘুরছিল তো, সেজন্য ফঁস কইরা কইয়ালচি! ;)

তবে জীএস ভাই চাইলে আরো বিশদ ভাবে বলতে পারেন! না চাইলে দরকার নাই, ওতেই হবে! :)

৪২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: শীতের সকালে শুভেচ্ছা জানাই, আহমেদ জি এস ভাইকে নিয়ে এত সুন্দর একটা প্রশ্নউত্তর পর্ব চলছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আহমেদ জী এস ভাইয়ের পারিবারিক বর্ননা পেয়ে আরো খুশি হলাম। আমি তার সামনের জীবনের উন্নতি এবং সুস্বাস্থ্য কামনা করি।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই :)

৪৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ২২ নং নম্বর মন্তব্যের জবাব ------




আলাপে আপনাকে অন্তরঙ্গ ভাবে স্বাগতম ।


চমৎকার করে বলেছেন ---- ব্লগিং ক্রমশ ভালোর দিকে যাচ্ছে, সামনে আরো ভালোদিন আসছে; অতীতে চারা গাছ ছিল, এখন উহা গাছে পরিণত হচ্ছে!

আমিও তেমন কথাই বলি । এমন আশাবাদ করা আছে আমারই আজকের দেয়া পোস্ট " একটুখানি ব্লগ......."য়ে ।

প্রশ্ন ১২ ছিলো - “ব্লগ আর আগেরমত নাই” এই টপিকস আপনার কেমন লাগে?
আমার উত্তরটি ছিলো এমন -- হ্যা , এটা ভাবিয়ে তোলার মতো । "
টপিকসটি ভাবিয়ে তোলার মতোই কিন্তু সত্যটা নয় । যে সত্যের কথা আপনি এখানে বলেছেন ।

ব্লগারদের এমন বিশ্বাসই সামুকে নিয়ে যাবে তরঙ্গসংকুল সমুদ্র পেরিয়ে তার অভীষ্ঠ লক্ষ্যে ।
শুভেচ্ছান্তে ।

৪৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭

শরতের ছবি বলেছেন: আমি মিস করলাম লাইভ ধরতে পারলাম না । তবু ও এমন অন্তরঙ্গ আলাপনের ফ্লেবার যেন কিছু হলেও পাচ্ছি । এমন সুন্দর আয়োজনের জন্য ব্লগার শুভন কে ধন্যবাদ ।
আর জী এস বল্গার একজন পরিচ্ছন্ন ব্লগার তাঁর লেখাগুলো থেকেই ফুটে ওঠেছে । এখানে প্রকাশিত লেখাগুলোই সকলের ইমেজ বহন করে । একজন আন্তরিক সিনিয়র ব্লগার হিসেবে আমরা উনাকে চিনেছি । একজন অখ্যাত ব্লগারকেও উনি যথেষ্ট মূল্যায়ন করেন , দেখেছি ।
এমন ব্লগার ব্লগে আরও বাড়ুক তাই আশা করি । উনার পারিপারিক জীবনটা সুন্দর ।আরও সুন্দর হউক পথ চলা এই কামনা রইল।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: মিস কোথায় করলেন? আপনি এখন লাইভ এর ভিতর আছেন :)

৪৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভনকে, এই সিরিজ পুনরায় শুরু করার জন্য। সামুর বর্ষপূর্তি এবং বিজয় দিবসের শুভেচ্ছা রইল সবাইকে।

আহমেদ জী এস ভাই সম্পর্কে শুধু একটি কথাই বলব, আমার সামুর আঙ্গিনায় পাড়ি দেয়া স্বল্প সময়টুকুতে আপনি সবচাইতে সেরা, আন্তরিক বিশ্বাস এবং নিশ্চয়তার সাথে বলছি। আপনার লেখা তো লেখাই, প্রতিটি পোস্টে করা মন্তব্যও অনেক পোস্টের চাইতে ভাল লাগে। আর আপনার সাহিত্য গভীরতা দেখে অবাক হই, পেশায় ডাক্তার শুনে আরও অবাক হলাম। নিজেকে গর্বিত মনে করি আপনার সহব্লগার হিসেবে।

ব্লগের জন্য একজন আদর্শ পাঠক হতে গেলে, একজন ব্লগারের জন্য আপনি কি উপদেশ দিবেন? বিশেষ করে এই ব্যস্ত জীবনে যখন সময় একটা ফ্যাক্টর, তখন হাজারো লেখার ভিড়ে কিভাবে সামু ব্লগে দেয়া সময়ের সর্বোচ্চ সঠিক ব্যবহার সম্ভব বলে আপনি মনে করেন?

ধন্যবাদ। ভাল থাকুন সারাদিন, সারাক্ষণ, দিবানিশি প্রতিক্ষণ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বোকা মানুষ :)
সামুর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

৪৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

আহমেদ জী এস বলেছেন: সায়েদা সোহেলী ২৩ নং নম্বর মন্তব্যের জবাব ------




সন্দেহ নিরসনে প্রেসক্রিপশান প্যাডের বদলে সাদা কাগজে উত্তর দিলুম । প্রেসক্রিপশান প্যাডে দিলে তো ডাক্তারের ফি গুনতে হতো । বাঁচিয়ে দিলুম .. :-P

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~ =p~

৪৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ১১ বছর পূর্তিতে সামুকে শুভেচ্ছা।
অাহমেদ জি এস ভাই আপনার আগের এমন কোন আয়োজনে যোগ দিতে পারিনাই ।আজ এই আয়োজন দেখে অতি উৎসাহে যোগ দিতে এলাম। লাইভে প্রিয় ব্লগারদের সাথে কথোপকথন এ যেন ব্লগীয় মাত্রা আরো বাড়িয়ে দিবে।
তার পর বলুন কেনম আছেন ?

৪৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

আহমেদ জী এস বলেছেন: সায়েদা সোহেলীর ২৩ নং নম্বর মন্তব্যের উপসংহার জবাব ------




প্রেসক্রিপশান তো দেয়া গেলো , পেসেন্ট ম্যানেজমেন্ট দেয়া বাকী ছিলো দুপুরের খাবার খেতে গিয়েছিলুম বলে ।
আপনার সমস্যা - রেজিস্টার করলেই যে কেউ ব্লগার হিসেবে স্বীকৃতি পেয়ে যাচ্ছে
হ্যাঁ... এটা হচ্ছে এখন । আমার নিজেকে "জানা""র কাছে ইন্টারভিউ দিতে হয়েছিলো কমেন্ট করার অধিকার পেতে ।
এখন টাকার উপরে যেমন লেখা থাকে " চাহিবামাত্র ইহার বাহককে......... দিতে বাধ্য থাকিবে ।" তেমনি ব্লগে নাম লেখা মাত্রই পোস্ট সহ যেখানে সেখানে মন্তব্য করার অধিকার দিতে ব্লগ কর্তৃপক্ষ বাধ্য থাকিবে হয়েছে । আমি বলবো, এটা ব্লগ কর্তৃপক্ষের অদূরদর্শিতা । ব্লগ কর্তৃপক্ষই পারে যাচাই বাছাই ছাড়া কাউকে মন্তব্য ও পোস্ট করার ক্ষমতা না দিতে। অবশ্য ব্লগের সংঙ্গায় এ কথা ধোঁপে টেকার নয় । ব্লগ সবার জন্যে উন্মুক্ত । আবার , এই "উন্মুক্ত"তার সুযোগ নিয়ে যদি কেউ ব্লগের সাজানো বাগান নষ্ট করতে আসেন তবে তাদের ঠেকাতে ব্লগ কর্তৃপক্ষ সকল পদক্ষেপ গ্রহন করার ক্ষমতা সংরক্ষন করেন ।
এখন ব্লগ কর্তৃপক্ষ কি করবেন তা তাদের এখতিয়ারভুক্ত ।
এ ব্যাপারে পেসেন্ট ম্যানেজমেন্ট করতে অভিভাবকদের সদা সচেষ্ট থাকতে হবে । হুটহাট ঠান্ডা লেগে যাতে নিউমোনিয়া না বাঁধে ব্লগে, সেদিকে ব্লগ অভিভাবকরা তো সক্রিয় থাকবেনই ; পেসেন্টকেও ঠান্ডা এড়িয়ে চলতে হবে ।

অনেক ফান হয়েছে। যেহেতু অন্তরঙ্গ আলাপ তাই রঙ্গ করলুম । আলাপ তো হলোই ।

৪৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

আহমেদ জী এস বলেছেন: পুলহ ২৮ নং নম্বর মন্তব্যের জবাব ------



"দায়িত্বশীল ব্লগার" এটা কোনও পেশাদার নাম বা পোস্ট নয় , তাই তিনি কেমন তার কোনও স্পেসিফিকেশান থাকার কথাও নয় । জেনারেল স্পেসিফিকেশানই যথেষ্ট ।
তবে মোটা দাগে বলা যায় , নিজেকে চেনার ক্ষমতা থাকতে হবে তার । তবেই তিনি বুঝবেন কোথায় তিনি অবস্থান করছেন । শ্রদ্ধায় না অশ্রদ্ধায় ?

ব্লগ-জগতের নবীন/ নতুনদের কাছ থেকে একজন সিনিয়র এবং দায়িত্বশীল ব্লগার হিসেবে তাঁর প্রত্যাশাটুকু কী? জানতে চেয়েছেন ।
একটাই প্রত্যাশা আমার মতে, সুস্থ্য একটি লেখা , বিষয়বস্তু যা-ই হোক না কেন । উদাহরন - যৌনতা নিয়ে লিখবেন , তা যেন নোংরা ভাষা -ভঙ্গী - ইঙ্গিত বর্জিত হয় । এমন লেখা, লেখা যায় না ? সব ধরনের পাঠক যেন সে লেখা পড়তে দ্বিধা না করেন ।

শুভকামনা আপনার জন্যেও ।

৫০| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রিয় স্নিগ্ধ শোভন.... আমাকে কফি খাওয়াবার পর এবার আপনার সময় হলো.... যা হোক ভালো জিনিস দেরিতে হলেও চলে।

আহমেদ জী এস ভাই.... অফিস থেকে লগইন করলাম। এটা কি সৌভাগ্য, নাকি দুর্ভাগ্য বলুন তো?

আপনার উত্তরগুলো ভালো লেগেছে। প্রেরণা আছে। যেমন থাকে আপনার মন্তব্যে। টুল অভ্ কমিউনিকেশন। হুম। একমত।

ব্লগ নিয়ে ব্লগাররাই তো আশার কথা শোনাবে। সেটি করার জন্য ধন্যবাদ।
কিন্তু সবকিছু ক্ষয়িষ্ণু.... এটি প্রকৃতির রীতি।


ব্লগের শুভ হোক। সামুকে শুভ জন্মদিন :)

শোভনকে ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। আসলেই অনেক দিন পর আবার :)
শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।

৫১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

অপ্‌সরা বলেছেন: স্নিগ্ধ শোভন ভাইয়া!!!!!!!!!!! :)

কত্তদিন পর তোমাকে দেখে অনেক অনেক ভালো লাগছে।

আর জি এস ভাইয়ার ইন্টারভিউ পড়ে আমি মুগ্ধ আরও মুগ্ধ ভাইয়ার ছবি আঁকার কথা শুনে। ভাইয়ার আঁকা একটা ছবি দেখতে চাই!!!!!!!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: আপুনি কেমন আছ। অনেকদিন পরে তোমাকেও দেখতে পেলাম :)
শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

৫২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

অপ্‌সরা বলেছেন: আমি ভালো আছি!!!!!

বহাল তবিয়তে!!!!!!

একদম আগের মতই!!!!!!!!

মাঝে যা কিছু বদলাক আমি তত বদলাইনি!!!!!

কিন্তু তুমি কোথায় থাকো!!!!!!!!

তোমার দেখা তো পাওয়াই যায় না!!!!!:(

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: কাজকর্ম নিয়ে বেশি ব্যাস্ত ছিলাম আছি। তাই বেশি ফাঁকিবাজ হয়ে গেছি।
ভালো আছ এবং আগেরমত আছ শুনে খুব ভালো লাগল। :)

৫৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ২৯ নং নম্বর মন্তব্যের জবাব ------




আগেই বলে রাখি, স্নিগ্ধ শোভন এক গুরু দায়িত্ব দিয়ে আমাকে বসিয়ে রেখেছে । আর ছাই দিয়েই যখন সবাই ধরেছে ছুটে যাবো কি করে ? যতোখানি সম্ভব আমি প্রতিটি ছাই মাখা হাতে ঝাঁপটা মেরে যাবো যতোক্ষন না অংশগ্রহনকারীরা হাঁপিয়ে ওঠেন । মাগার কল্লা কাটতে দুঙ্গি নহী । :P
তাই দেরী হবে প্রত্যেকটি মন্তব্যের উত্তর দিতে । তার উপর আমার টাইপিং স্পীড বলাকা বাসের মতো , ঢাকুর-ঢুকুর চলে । এক আঙুলে চাপ দিয়ে কাজটি সারতে হয় ।

আমার প্রতি আপনার অনুরাগ এই পোস্টে এবং আমার জীবনে খোদিত থাকবে চিরকাল ।

জানতে চেয়েছেন - ব্লগের বাইরের মানুষদের মধ্যে একটা বড় অংশ যারা ব্লগ এবং ব্লগারদের সম্পর্কে নেগেটিভ ধারণাই ধারণ করে থাকে, এই পথ থেকে উত্তলনের জন্য ব্লগ ও ব্লগারদের পক্ষ থেকে কি করা উচিত বলে আপনি মনে করেন?

ব্লগারদের সম্পর্কে নেগেটিভ ধারণাকে প্রথমে রুখতে হবে । তা রুখতে বা বদলে দিতে আমার জবাবটি হবে এরকম একটি ধারনা সাধারন্যে প্রচার করা যে -
ব্লগ কি আপনি জানেন না । এখানে কি হয় , ব্লগাররা কি করেন এখানে, এমোন ধারনাও হয়তো আপনার নেই । ব্লগ সম্পর্কে আপনার জ্ঞানটুকু - “শুনেছেন” এই পর্যায়ের । শুনেছেন , ব্লগে শুধু নাকি মন্দলোক আর অবিশ্বাসীরাই বিচরন করেন । ব্লগ খুলে দেখেন নি আপনি কখোনও ।
একবার শুদ্ধতম একটি ব্লগ খুলে দেখুন , পড়ুন । দেখবেন , এখানে প্রানের পশরা সাজিয়েছেন ব্লগাররা । আপনার নিজেরও মনে হবে , বাহ বেশতো ! এখানে তো আমিও ঢুকে পড়তে পারি । নিজের সমাজ, সংস্কৃতি, দেশ , অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ইত্যাদি হরেক বিষয়ে নিজের পুষে রাখা ধারনা, চাওয়া-পাওয়া , সুপারিশ সাজিয়ে একটি অনিন্দ্য ডালা নিয়ে আমিও তো বসে পড়তে পারি এই মেলায় । আমার ভাবনাগুলো, আমার ইচ্ছেগুলো এতোদিন আমার ভেতরে ভেতরেই গুমরে মরেছে । এগুলোকে মরতে না দিয়ে আমি তো এগুলো পৌঁছে দিতে পারি জনে জনে ! যা বলা যায়নি কাউকে এ্যাদ্দিন ।
আপনার জীবন থেকে নেয়া সব ভালোমন্দ অভিজ্ঞতার আলোকে আপনি তো বলে দিতে পারেন , ভালোটা কি - মন্দটা কোনখানে ।
সামাজিক ব্লগগুলি যে সারা বিশ্বে এভাবে মানুষের কথা বলার দরজা খুলে দিয়েছে , মত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে, বাক-স্বাধীনতাকে সুউচ্চে তুলে ধরেছে ; আপনি এখানেই তা খুঁজে পাবেন । এ তো আপনারই নিজের দিনমানের ডায়েরী !

এরকম ধারনা দিয়ে যদি ব্লগাররা অবিরত লিখে যান আর তাতে থাকে যদি শোভনীয়তা, সকলের প্রতি সহৃদয়তা , বিনম্রতা, সকল মতের প্রতি সহিষ্ণুতা, সাধারন মানুষের কথাটি ; তবে হয়তো অবুঝ মানুষের মাঝে পরিবর্তন আসতে পারে । নেগেটিভ চিন্তা তখন পজেটিভের দিকে ধাইবে ।

আগে এই কাজটিই করা উচিত ব্লগারদের , আস্থার জায়গাটি ফিরিয়ে আনা ।

৫৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আরে এই বিষয়টা তো আমি আগে খেয়ালই করিনি, প্রথমেই জিজ্ঞেস করবো, প্রিয় ব্লগার আহমেদ জীএস কেমন আছেন আপনি?

৫৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ৩০ নং নম্বর মন্তব্যের জবাব ------



বারে বারে এসে যে আন্তরিকতার ছোঁয়া দিয়ে যাচ্ছেন , তাতে আপ্লুত ।
শুভেচ্ছা আপনার জন্যেও ।

৫৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: বর্তমানে একটি স্বনামখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মেডিকেল সার্ভিসেস বিভাগের প্রধান হিসেবে কর্মরত।.....প্রতিষ্ঠানের নামটা জানা যাবে কি?

৫৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন:
“শুভ জন্মদিন সামহোয়্যার ইন … ব্লগ”

৫৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম আলো ব্লগে প্রতি মাসে একজন ব্লগারের সাথে এমন একটা লাইভ আড্ডা দিতাম, ওখানে আমরা একেক জন শত শত প্রশ্ন করে সেই ব্লগারকে ব্যতিব্যাস্ত করে রাখটাম, অনুমতি পেলে কিছুটা শুরু করতে পারি।

৫৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: জীএস ভাই, আপনার হাতের লেখায় কিন্তু ডাক্তারদের কোন ছাপই নাই, আমরা যদি পড়তেই পারি তাহলে আপনি ডাক্তার হলেন কিভাবে!! B-)

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~

৬০| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: জানা ৩১ নং নম্বর মন্তব্যের জবাব ------





নিয়তির কি অদ্ভুত পরিহাস , যার হাতে গড়ে তোলা শ্লেটে প্রথম রেখাটি টেনে গেছি সে-ই কিনা বলে - আহমেদ জী এস ভাইকে আমাদের সবার পক্ষ থেকে অশেষ ভালবাসা।
অশেষ , অফুরন্ত , সীমাহীন ভালোবাসা তো আমারই জানানো উচিৎ আপনাকে । একজন “জানা”র কারনেই তো এমন মধুময় সহ-ব্লগারদের জানা হলো আমার । এ প্রাপ্তি অমূল্য । তাই আপনি নন , আমিই আপনাকে জানাই স্বাগত এই ব্লগে । প্রিয় মানুষটি আমি নই, ব্লগ মৌচাকের প্রিয় মানুষ রানীটি হলেন আপনিই ।

দুটো খুব সরল প্রশ্ন করেছেন ।

প্রথমটির উত্তর তরল করে দিচ্ছি -খেলুম , গেলুম , চললুম ইত্যাকার হালুমীয় প্রভাব ওপার বাঙলার সাহিত্যের । এই ফর্মটিতে একটা আবেগীয় টান আছে । একসময় গিলতুম খুব । এখনও গিলছি । এ নিয়ে প্রিয় ব্লগার হাসান মাহবুবও বার কয়েক প্রশ্ন করেছিলেন , মনে আছে । সোনাবীজ-ধূলোবালি-ছাইয়ের সাথে এমন অভ্যেস নিয়ে তো রীতিমতো যুদ্ধ চালিয়েছি অনেক । আ-কার , ও-কার নিয়ে সেকি ধুন্ধুমার যুদ্ধ ! তাতে কি হয়েছে জানেন ? শিখেছি অনেক কিছু । অর্জন করেছি সোনাবীজের ভালোবাসা । সোনাবীজের অর্জনও সম্ভবত তাই । আপনি যেমনটা বলেছেন শুরুতে , সেটা মিলে যাচ্ছি না কি ?

দ্বিতীয়টির উত্তর গরল করে দিলুম - অনুরাগের ব্যাপারটি বাদ থাকবে কেন ? অনুরাগ না থাকলে রাগটাকে ধরবো কি করে ?
সা---রে---গা---মা --- পা ---পা----পা-----পা---মা---গা ---এর প্রতি যদি একটু খানি অনুরাগ নাই-ই থাকবে তবে রাগদেবী আমার প্রেমে পড়তে ভরসা পাবেন কি করে ? তবে অমন কপাল নিয়ে তো আর আসিনি যে রাগদেবী আমার প্রেমে মজবেন ! বরং আমিই তার প্রেমে পড়ে গেছি একসময় । প্রেমের ধাক্কা তো বোঝেনই । সইতে পারিনি । ছিটকে পড়েছি । ভিটেমাটি যেটুকু ছিলো গেছে ভেসে সব । এতোদিন পরে নদী-সিকস্তি সে ভিটেমাটির সেটেলমেন্ট রেকর্ড খুঁজে পাওয়া ভার । যতোটুকু মনে পড়ে রাগ ভৈরবী খুব টেনেছিলো । সকালের প্রথম প্রহরে তার সেই মোহনীয় ডাক শান্ত-সমাহিত করে দিতো আমার মনের বালুচর ।
গান শুনতে কে না ভালোবাসে ! আমিও বাসি । রাত যখন কিশোরী থেকে তরুনী হয়ে ওঠে তখন গানের বুকে কান পেতে রাখি ।

আশা করি, “জানা”র যা জানতে চাওয়া ছিলো তা জানা হয়েছে !

৬১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ৩২নং নম্বর মন্তব্যের জবাব -----



প্রচন্ড রকম রোমান্টিকতার সাথে বাস্তববাদীতা বুঝি এখন-সময়ের প্রয়োজন !
হ্যাঁ , ঠিক তাই নইলে কঠিন বাস্তবের আঘাতে মনের কুসুম কোমল অনুভূতিগুলো যে হারিয়ে যাবে । একমাত্র রোমান্টিসিজম তাকে রুখতে পারে । জীবনটাকে করে তুলতে পারে সহনীয় । দেহের ভেতরে তৈরী করে দিতে পারে জাগতিক লোভহীন এক আত্মার । যা একটা পূর্ণ মানুষ, পরিবার সমাজ এবং দেশ তথা বিশ্ব গড়ার সহায়ক ।

অন্তহীন শুভেচ্ছা আপনাকেও ।

৬২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ৩২নং নম্বর মন্তব্যের জবাব -----




হঠাৎ এসে মন্তব্যে স্নিগ্ধ শোভনকে নিয়ে পড়লেন । একেবারে উধাও হওয়ার চেয়ে শোভন যে ফিরে এসেছে সে-ই ঢের । আর
দারুন একটা আয়োজনে আমাকেও টেনে এনেছেন । না আনলেও তো পারতেন ! তাই স্নিগ্ধ শোভনকে আপনার মাধ্যমে ভালোবাসা জানিয়ে রাখছি ।

শুভেচ্ছা আপনাকেও ।
ভালো থাকুন আর একেবারে ডুব দিয়ে থাকার কোনও কারন নেই ।

৬৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২১

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি
৩২ নয় ৩৩নং নম্বর মন্তব্যের জবাব হবে ।
ত্রুটি মার্জনীয় ।

৬৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ৩৬ নং নম্বর মন্তব্যের জবাব...............



সামুর প্রতিষ্ঠাতা জানাকে শুধু নয় সহযোগী " আরিল" কেও আপনার শুভেচ্ছা জানিয়ে দিলুম ।
স্নিগ্ধ শোভন আপনাকে প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইতিমধ্যেই ।
বাকী রইলো আহমেদ জী এস । আহমেদ জী এস ও আপনাকে জানাচ্ছে শুভেচ্ছা।

সামুর সকল ব্লগাররের হাতে তুলে দিলুম বিজন রয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন আপনিও সামুর সাথে সাথে ।

৬৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইদানীং একটু কম হলেও প্রথম আমার প্রতিটা লেখায় আমি আহমেদ ভাইয়াকে পেয়েছি। ভালো মন্দ ভুল ঠিক একটা মানুষ এতোটা সুন্দররভাবে বলতে পারে তা ভাইয়ার মন্তব্য না পেলে বোঝা দায়।

ভাইয়ার লেখারো আমি দারুণ ভক্ত। তিনজন প্রিয় ব্লগারের নাম নিতে বল্লে ভাইয়া দ্বিতীয়তে থাকবে।

ভালোবাসা আর শ্রদ্ধা।


শোভন ভাই আপ্নাকেও ধন্যবাদ। ফিরে আসার জন্য। এবং এই আয়োজনের জন্য।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। আমি ব্লগ ছেড়ে যায়নি :p ব্যাস্তার জন্য পোষ্ট দেয়া ও পড়া হয়নি। কিন্তু মাঝে মাঝেই সম্য পেলে এসে ঢু মেরে যেতুম :)!

শুভেচ্ছা ও অভিনন্দন!

৬৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: প্রথমেই বলে রাখি, আপনার আয়োজনে এই প্রথমবার মন্তব্য করার সুযোগ পাচ্ছি। এর আগে যখন চোখে পড়েছিল, তখন আমি নিক ছিল না। লেখকদের(ব্লগার) সাক্ষাৎকার পড়ে প্রচন্ড অনুপ্রাণিত হতাম।
আজ আপনি হাজির করেছেন, আহমেদ জী এস ভাইকে। এমন একজন ব্লগার যার প্রতি কারো কোন অভিযোগ নেই। আমি মাত্র দেড় বছরের মতো ব্লগিং করছি। এই অল্প সময়ে প্রচুর গালিগালাজ হজম করতে হয়েছে। হয়তো তেমন কাজও করেছি। তাই আহমেদ জী এস ভাইয়ের দিকে তাকালে লজ্জা আর ঈর্ষা দুটোই জাগে। লজ্জা লাগে একারণে যে, তিনি কত সুন্দরভাবে ভিন্নমতকে মোকাবেলা করেন, সেখানে আমি চড়াও- গালিগালাজ এসে যায়!
আর ঈর্ষার কারণটা আরো গুরুতর। তার কথা বলার ধরণ। অত্যন্ত সুমধুর।( আমি তার কণ্ঠ না শুনেই সুমধুর বলছি তার মিষ্টি শব্দচয়নের জন্য)। তার লেখার, মন্তব্য করার ইউনিক স্টাইল সম্পর্কে কিছু বলার নেই। মন্তব্য যে এতো টাচি হতে পারে, সেটা আহমেদ জী এসের মন্তব্য না পড়লে বুঝতাম না।
তার মন্তব্য পেয়েছি অনেক। তার মন্তব্য পড়লে মনে হয়, আমি একজন লেখক যে লিখতে পারে। এই আত্মবিশ্বাসটা তিনি যে কোন ব্লগারের মাঝে রোপন করে দিতে পারেন।
আজ অনেকদিন পর সামুতে আসলুম। এই পোস্টটা দেখে মন্তব্য না করে যেতে পারলাম না।
আমি কিছু প্রশ্ন আছে। রাখছি সেগুলোঃ-
১। জী এস তে কী হয়?
(সমস্যা থাকলে ইগ্নোর করুন এক সেকেন্ডও চিন্তা না করে)
২। আহমেদ জী এস ঠিক লিখেন কোন সময়টাতে? কখন লিখতে স্বাচ্ছন্দবোধ করেন?
৩। প্রিয় লেখক কে?
সামুকে শুভেচ্ছা ১১ বছরপূর্তির।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরণ্যক রাখাল।
শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।
আশাকরি আপনার সমস্যার সমাধান ও প্রশ্ন উত্তর নিয়ে জী এস ভাই একটু পরেই আসবেন।

শুভ ব্লগিং!

৬৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: এই পোস্টের ধারাটা পুরনো, তাই আর বলতে চাচ্ছি না চমৎকার কারণ এই কথপোকথন পোস্ট পূর্বে থেকেই চমৎকার হয়ে আসছে ! তবে লেখার মধ্যবিন্দু লেখক এবং কবি আহমেদ জী এস কিন্তু চমৎকার একজন ব্লগীয় মানব। উনি সম্পর্কে চমৎকার কিছু তথ্য জানলাম এবং জীবন সম্পর্কীয় সুন্দর দর্শন চিন্তা । আর তিনি যেমনি সুন্দর লেখেন তেমনি সুন্দর তাঁর দৃষ্টিভঙ্গি । এতোগুলো সময় পেরনোতে শুভেচ্ছা এবং শুভ কামনা । আশাকরি এভাবে পথ চলুক আপনার নির্মল সৌন্দর্য্যে ।

এমন আয়োজনের ক্রমধারা নিঃসন্দেহে সবাইকে আরো আন্তরিক করে তোলে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মনোভাব সৃষ্টি করে ।

জনাব স্নিগ্ধ শোভন আপনার জন্য রইলো আন্তরিক ধন্যবাদ এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য । শুভ কামনা রইলো ।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে। আশাকরি সুন্দর ব্লগিয় দিন গুলোতে আপনাকে সাথেই পাবো।
শুভ ব্লগিং।

বিজয়ের শুভেচ্ছা!

৬৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। জানি সবাই বিজয়ের উল্লাসে এখনো ঘুমাননি। আমি অবশ্যয় কাজে আছি।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা আপনাকে ও।

৬৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৮

মামুন ইসলাম বলেছেন: চমতকার আলাপ আয়োজন ভালো লাগলো ।
লেখককে ধন্যবাদ । জী এস ভাই এর জন্য রইলো শুভেচ্ছা ।
সামুর এগারো বছরপূর্তিতে রইলো অভিনন্দন ।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মানুন ভাই।
বিজয়ের শুভেচ্ছা!

৭০| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

জুন বলেছেন: প্রথমেই শোভনের জন্য রইলো বিজয় দিবসের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ব্লগের একজন অত্যন্ত জ্ঞ্যানী গুনী নিজগুনে পরিচিত একজন ব্লগার আহমেদ জী এস এর সাক্ষাতকার নেয়ার জন্য। এই বৈঠকি আড্ডার মাধ্যমে ওনার সম্পর্কে অনেক অজানা কিছু জানা হলো। তার লেখার সাথে আমার প্রথম পরিচয় যখন তিনি ব্লগে একটি উপন্যাস লিখছিলেন। উনি যেমন শের খুজতে ব্লগের সন্ধান পেয়েছিলেন আমিও তেমনি পড়ার নেশায় পড়তে গিয়ে একজন বিদগ্ধ লেখকের সন্ধান পেয়েছিলাম। তারপর থেকে উনি আমার লেখায় নিয়মিত এসেছেন বা আসেন, মন্তব্যের মাধ্যমে বিভিন্ন ভাবে আমাকে লেখালেখিতে উতসাহিত করেন। তার জন্য আমি কৃতজ্ঞ। এই আড্ডার মাধ্যমে তার বিভিন্ন প্রতিভার পরিচয় জেনে খুশীতো বটেই অবাকও হয়েছি। একই মানুষের এত প্রতিভা!!
ওনার কাছে প্রশ্ন :
আপনার একটি পোষ্টে জেনেছিলাম আপনার সর্বকনিষ্ট সন্তান যিনি একজন ইউনিভার্সিটির শিক্ষক তার অসুস্থতার কথা। উনি বর্তমানে কেমন আছেন?
আপনার বাকি দুই সন্তান কি কিছু করেন? জানতে চাইলাম এই কারনে কারন যার বাবা মা এত প্রতিভা, নিশ্চিয় তারাও আপনার গুনের কিছুটা হলেও পেয়েছে :)
আর আপনাকে বাস্তবে দেখার যেটুকে আগ্রহ ছিল তা মিটিয়েছে শায়মা। সুতরাং তাকেও অসংখ্য ধন্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপু।
অনেক দিন পর ব্লগে সবাইকে পেয়ে অনেক ভালো লাগছে।
বিজয়ের শুভেচ্ছা।



৮০টাকার নাস্তার কথা আজ থাক :) অন্য কোন দিন

৭১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ৩৯ নং নম্বর মন্তব্যের জবাব ------


এই মধ্য সকালে আপনাকে স্বাগতম আলাপে । অন্তরঙ্গতার সাথে ।
আপনার প্রথম প্রশ্নটির জবাব পেয়েছেন আশা করি । বাড়তি যেটুকু বলার তা হলো --- একজন লেখককে দারুন ক্ষমার অধিকারী হতেই হবে । অসময়কে, অসত্যকে , অশ্লীলতাকে , অজ্ঞতাকে,
অশোভনীয়তাকে , অদক্ষতাকে , অসদাচরণকে ক্ষমা করে দিতে পারার যোগ্যতা থাকতে হবে । কারন লেখক সৃষ্টি করেন ; অসময়কে সময়ে , অসত্যকে সত্যে , অশ্লীলতাকে শ্লীলতায়, অজ্ঞতাকে জ্ঞানে, অশোভনীয়তাকে শোভনীয়তায়, অদক্ষতাকে দক্ষতায় , অসদাচরণকে সদাচরণে উত্তীর্ণ কেবল তিনিই করতে পারেন । করতে পারেন তার সর্বশ্রেষ্ঠ অস্ত্র - কলমের মধ্যে দিয়ে । ক্ষমার চেয়ে মহৎ কিছু নেই । তা অসুন্দরকে সুন্দর করতে শেখায় ।

দ্বিতীয় প্রশ্নটির জবাব একটু পরেই দিচ্ছি । ঘাবরাবেন না । উত্তর পাবেন । ততোক্ষনের জন্যে শুভেচ্ছা ।

৭২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ৪০ নং নম্বর মন্তব্যের জবাব ------





জানা'র প্রশ্ন দুটোর উত্তর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষার নিশ্চয়ই অবসান ঘটেছে এর মধ্যেই । ( ৬০ নং মন্তব্য দেখে নেবেন অনুগ্রহ করে )
রুপালী নুপুরবং অথৈ নীলিমা কে কি আজ নতুন করে কিছু বলতে চাই কিনা ?
আমি আমার প্রত্যেক সহব্লগারকে সম্মান করি অন্তর থেকে , তাঁদেরকে প্রাপ্য ভালোবাসা দিতে কার্পণ্য করিনে । ওরা দু'জন আমার ব্লগজীবনের প্রথম কদম ফুল । একথা আমি সম্ভবত ওদের কে বলে এসেছি আমার পোস্টে । কদমফুল তো আর সব সময় ফোঁটে না । তাই ওদের ফুল মুখ এখন আর দেখছিনে । যদি কোনও এক ঝুম বর্ষায় ওরা যদি কখনও মুখ তোলেন তবে ওরা দেখবেন আমার এই লেখাটি, হাযার বছর পরে হলেও । তখন তারা জানবেন , একজন আহমেদ জী এস ওদের কে বলছেন - "যেখানেই থাকুন ভালো থাকুন - নুপুরের ঝংকার তুলে জীবনের অথৈ নীলিমায় যেন রুপালী আলোর দিশা খুঁজে পান..."

অভাবিত এই প্রশ্নটির জবাব আপনার প্রত্যাশিত হলো কিনা জানিনে ।
আলাপে আবারও এসেছেন বলে কৃতার্থ । শুভেচ্ছান্তে ।

৭৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ৪১ নং নম্বর মন্তব্যের জবাব ------





প্রশ্ন ফাঁসের শাস্তি জানেন তো ? B-))

অনেক মন্তব্যের জবাব বাকী পড়ে আছে । চাইলেই এখন আরো কিছু বলতে পারছিনে , দুঃখিত ।

৭৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১২

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ৪২ নং নম্বর মন্তব্যের জবাব ------




সুন্দর বলেছেন কিন্তু এই আলাপে ছড়ায় ছড়ায় না হয় ক'টা প্রশ্ন করতেন !!!!!!!! #:-S

৭৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২

আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ৪৪ নং নম্বর মন্তব্যের জবাব ------





শরতের মতোই নির্মল আপনি, তার ছবিই ফুঁঠে উঠেছে মন্তব্যে ।

সাথে যোগ দেয়ার জন্যে ধন্যবাদ ।

৭৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: কিছু প্রশ্ন করতে চাই, কিন্তু আমার অনুমতির সিরিয়াল এখনো জীএস ভাইয়ের নাগালের বাইরেই রয়ে গেছে :(

৭৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ৪৫ নং নম্বর মন্তব্যের জবাব ------




প্রথমেই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে চিত্রায়িত করার জন্যে ।

জানতে চেয়েছেন - " ব্লগের জন্য একজন আদর্শ পাঠক হতে গেলে, একজন ব্লগারের জন্য আপনি কি উপদেশ দিবেন? বিশেষ করে এই ব্যস্ত জীবনে যখন সময় একটা ফ্যাক্টর, তখন হাজারো লেখার ভিড়ে কিভাবে সামু ব্লগে দেয়া সময়ের সর্বোচ্চ সঠিক ব্যবহার সম্ভব বলে আপনি মনে করেন?"

প্রথমে পাঠক হতে হবে । মনের ভেতরে একটা তাগিদ থাকতে হবে কিছু পড়ার । এর পরে আদর্শ পাঠকের প্রশ্ন । আদর্শ পাঠক হতে হলে যে লেখাটি পাঠ করা হচ্ছে তাতে ডুবে যেতে হবে । লেখক কি বলতে চাচ্ছেন তার খেই বুঝতে হবে । লেখ্য বিষয়টির
সুবিবেচনা করতে হবে । সেখানের সত্যটিকে নিংড়ে বের করতে হবে । অসত্য বা পাঠকের ভাবনার সাথে সাংঘর্সিক কিছুকে সহজ ভাবে গ্রহন করতে হবে ।
এবার পাঠকের পাঠ প্রতিক্রিয়া ।
যে ভাবটি এতোক্ষনে পাঠকের মনে ধরা দিয়েছে তাকে তিনি প্রকাশ করতে পারেন । আবার না ও পারেন । আমি বলবো, প্রকাশ করতে । এতে লেখক আর পাঠকের মাঝে একটা কমিয়্যুনিকেশান তৈরী হবে । এটাই একজন পাঠককে আদর্শ স্থানে নিয়ে যাবে ।
আর ব্লগে সময় দেয়া ? আমার কথাই বলি , পরিপূর্ণ সময় পাইনে খুব একটা । যেটুকু পাই সেটা রাতের বেলা । অপরিপুর্ণ সময়টাতে শুধু ব্লগের লেখার শিরোনামে চোখ বুলিয়ে যাই । যে লেখার শিরোনাম মনে থাকে , বা পাঠকের নামটা মনে থাকে রাতে এসে সেখানেই আগে ঢুঁ মারি । ধীরে ধীরে তা পড়ি । তা থেকে রসটি আস্বাদন করি । এরপরে মন্তব্য করি । হুট করে এসে ঝট করে পড়ে না পড়েই -ভালো লাগলো, অসাম , অনবদ্য এসব মনকাড়া মন্তব্য করিনে । লেখকের লেখার ভেতরে অসংগতি থাকলে তা বলতে দ্বিধা করিনে ।
সব চেয়ে বড় কথা হলো কি জানেন , ধৈর্য্য থাকতে হবে । নিজের এই কাজটুকুকে আনন্দের সাথে নিলে যে কেউ পাঠক থেকে আদর্শ পাঠকে উত্তীর্ণ হতে পারেন ।

৭৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ৪৭ নং নম্বর মন্তব্যের জবাব ------




অতীব দুঃখের সহিত জানাইতেছি যে, ইহা আমার আয়োজন নহে । ইহা স্বনামধন্য সহব্লগার স্নিগ্ধ শোভনের আয়োজন । আমি অধম সেইখানে "দাওয়াইত্তা" মাত্র ।

ভালো আছি সুজন । যেমন ভালো থাকলে ভালো বলা যায় আরকি !
আপনিও ভালো আছেন নিশ্চয়ই ।
শুভেচ্ছান্তে ।

৭৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ৫০ নং নম্বর মন্তব্যের জবাব ------




" সবকিছু ক্ষয়িষ্ণু.... এটি প্রকৃতির রীতি।"
বটেই তবে শক্তির বিনাশ নেই , রূপান্তর ঘটে মাত্র ।
বৃক্ষ ক্ষয়িষ্ণু হয়ে মাটিতে মিশে যায় , তারপরে কয়লা হয় ... তারপরে হীরে হয় । সে হীরে থেকে নাকফুল হয়ে কোন ললনার নাকে শোভা পায় । আবার তেল, গ্যাস তো হয়ই । গ্যাস দিয়ে আপনার স্ত্রী রান্না করেন , সে রান্না খেয়ে আপনি কোথায় কোথায় যে যান তা আপনিই জানেন.................. B:-/ ;)

ব্লগের ও রূপান্তর ঘটবে এটাও তো নিয়তি । সেটাও হয়তো ক্রুড ডায়মন্ড হবে । কেউ একজন সেই আনকাট ডায়মন্ড থেকে কাট করে করে ঝকঝকে অলঙ্কার বানিয়ে ফেলবেন একদিন !

৮০| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ৫১ নং নম্বর মন্তব্যের জবাব ------




আমার আঁকা একটা ছবি আমার “ একটুখানি ব্লগ ....আ টুল অব কমিয়্যুনিকেশান ! ” পোস্টের মাথায় দেয়া আছে , সামু ভালোবেসে যেটা লটকে দিয়েছে আপনাদের দৃষ্টি আকর্ষণে ।

আর আমার কবিতা বা গল্প পোস্টে দেয়া ছবির প্রায় সবগুলোই আমার আঁকা । ওগুলো দেখলে আপনার চাওয়া খানিকটা মিটতে পারে ।

৮১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ৫৪ নং নম্বর মন্তব্যের জবাব ------




আপনাদের মাঝে ভালোই আছি .......................

৮২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ৫৬ নং নম্বর মন্তব্যের জবাব -----





সেটা নাহয় উহ্যই থাক সঙ্গত কারনেই । দুঃখিত আপনাকে নিরাশ করার জন্যে ।

৮৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ৫৮ নং নম্বর মন্তব্যের জবাব -----




অনুমতি লাগার তো কোনও প্রয়োজন দেখিনে । পোস্টদাতা তো আমাকে টেনে এনেছেন আপনাদের সাথে আলাপ করতেই ।
আলাপটা শুরু করলেই হয় ...................।

৮৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ৫৯ নং নম্বর মন্তব্যের জবাব -----




হা.......হা...........হা.......... বেড়ে বলেছেন । দারুন রসের মন্তব্য ।
আমাকে যারা স্নেহ করেন তাঁরাও অমন বলেন , "তুই ডাক্তার হইলি ক্যান ?"
হাতের লেখায় কি ডাক্তার চেনা যায় ? বিড়াল চেনা যায় যেমন গোঁফে আর ডাক্তার চেনা যায় হাযার টাকা "ফি" যে !!!!! B:-/ :`> :|

৮৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ৬৫ নং নম্বর মন্তব্যের জবাব -----




অমনটা বলার জন্যে আন্তরিক ধন্যবাদ দিতেই হয় ।
আজকাল তেমন একটা সময় পাইনে লেখা পড়ে কমেন্ট করার । এমন কি প্রিয় লেখকদের লেখাও অনেক সময়ই চোখের আড়ালে পড়ে থাকে । যখন দেখি, তখন সময় গড়িয়ে গেছে অনেকখানি । একটার পরে আর বাকীগুলোর মন্তব্য করার সময় থাকেনা । ভাবি পরে এসে দিয়ে যাবো । সেই "পরে"টা আর হাতের নাগাল হয়না ।

এই আয়োজনের জন্যে শোভনকে ধন্যবাদ দেয়া যেতেই পারে ।

৮৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ৬৬নং নম্বর মন্তব্যের জবাব -----




অরণ্যে বিচরন করেন বলেই অরণ্যেরই মতো বিশাল আপনার মন । মন্তব্যে তারই ছোঁয়া । ধন্যবাদ অনেক ।
আমরা সবাই যদি এমনি করে একের সাথে আরেকটি করে জড়িয়ে থাকি তবে সামুও আজকের ছোট জঙ্গল থেকে বিশাল অরণ্য হয়ে উঠতে একদিন।

১। জী এস তে কী হয়? হয় গাজী সুলতান ।
( কোনও সমস্যা নেই এক সেকেন্ডও চিন্তা করি নি )
২। আহমেদ জী এস ঠিক লিখেন কোন সময়টাতে? কখন লিখতে স্বাচ্ছন্দবোধ করেন? ধরা বাঁধা কেনও সময় নেই । লিখি বেশ সময় নিয়ে । পাঁচ মিনিটে গরম গরম রুটির মতো লেখা নামাতে পারিনে । এক বসাতে লেখার মতো ধীমান নই আমি । হতেও পারবোনা কখনও । রাতের বেলাতেই লিখি মনটা ফুরফুরে থাকলে । আবার মেজাজ গরম হলেও লিখি সলিটেয়ার খেলতে খেলতে ।
৩। প্রিয় লেখক কে? রবীঠাকুর কে তো বাদ দেয়া যায়না জীবন থেকে তাই তাকে রাখতে হয় প্রথমেই । বাকীদের কাকে বাদ দিয়ে কার নামটা আগে বলবো ! জীবনানন্দ তো থাকছেনই , আছেন সুনীল, শির্ষেন্দু , আবুল বাসার , সমরেশ মজুমদার সহ আরো অনেকে । কতো নাম আর বলবো !!!!! এদেশের রশীদ করিম, ইদানিং কালের আন্দালিব রাশদী ।

অনেক অনেক শুভেচ্ছা ।

৮৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ৬৭ নং নম্বর মন্তব্যের জবাব -----




সুন্দর করে বলেছেন । বয়স আর যোগ্যতার সীমারেখা না রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধই হোক ব্লগের মন্ত্র ।

স্নিগ্ধ শোভন যথার্থই আন্তরিক ধন্যবাদ পাবার যোগ্য । তার কল্যানেই আপনাদের সাথে একটা অদৃশ্য সেতু বন্ধন রচিত হলো ।
এ সেতু নিরবিচ্ছিন্ন থাকুক.............

৮৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ৬৮ নং নম্বর মন্তব্যের জবাব -----





আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।

৮৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

আহমেদ জী এস বলেছেন: মামুন ইসলাম ৬৯নং নম্বর মন্তব্যের জবাব -----




আলাপে অংশগ্রহনের জন্যে আপনাকেও অভিনন্দন ।

৯০| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

আহমেদ জী এস বলেছেন: জুন ৭০ নং নম্বর মন্তব্যের জবাব -----





আগে থেকেই বিভিন্ন পোস্টে আপনার এই অটুট স্মৃতিশক্তির কথা আমি উচ্চকন্ঠে বলে এসেছি ।
আপনার ঠিকই মনে আছে , আমার একটি অপাংতেয় আর অচ্ছুৎ উপন্যাসে আপনি আমার সঙ্গ দিয়েছিলেন । সে বৈরী সময়ে আমার সকল পোস্টে আপনার সরব উপস্থিতি আমাকে সাহস জুগিয়ে গেছে , উৎসাহিত করেছে আপনার ঋজু মন্তব্য । আপনাকে পেয়েছি একজন সুহৃদের মতো । ব্লগে যেখানেই থাকিনে কেন , আপনি আমাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন , যার যোগ্য আমি হয়তো ছিলুম না । আমিও আপনাকে, আপনার লেখাগুলোতে আমার গভীর ভালোলাগার কথা জানিয়ে এসেছি । একটা পারস্পারিক সৌহার্দ্য গড়ে উঠেছে তাতে । ব্লগে আপনিই আমার সবচে' কাছের । সামুতে শের খুজতে এসে "জুন" নামের এক কবিতার দেখা মিলেছে আমারও । এইখানেও কবিতার মতোই আপনি অসংকোচে আমায় ভাসিয়ে দিয়ে গেছেন । আপনার তুলনা আপনিই ! সামু থেকে আপনি আমার একটি অর্জন ।
স্বাগতম আপনাকে এই অন্তরঙ্গ আলাপে ।

যা জানতে চেয়েছেন----
হ্যাঁ , ঈশ্বরের অশেষ কৃপায় আমার কনিষ্ঠ সন্তান এখন ভালো আছে, সুস্থ্য আছে । এখানেও আপনার স্মৃতিশক্তির প্রশংসা না করে পারা গেলোনা ।
বাকী দু'জন মেয়ে । বড়টি দেশের প্রথম সারির একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক । বর্তমানে আমেরিকাতে উচ্চতর ডিগ্রী নিতে সেখানেই । দেশে সে আবার একটি টিভি চ্যানেলের ইংলিশ নিউজ রিডার/প্রেজেন্টার । নিজের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপকও ।
ছোট মেয়েটি চার্টার্ড একাউন্টেন্ট । বর্তমানে ক্যালিফোর্নিয়া ষ্টেট গভর্নমেন্টের একটি বিভাগে উচ্চপদে আসীন ।

হা..হা..হা... শায়মা আপনাকে দেখিয়েছে বাস্তবের আমাকে ? যে ছবি দিয়েছেন তিনি , তা তো সালমান খানের B:-)

ভালো থাকুন । সাথেই থাকুন । সামু হোক সকল মধুর সম্পর্কের পীঠস্থান ।

৯১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২

খায়রুল আহসান বলেছেন: প্রথম ৫০টার মধ্যেঃ--
ভাল লাগা মন্তব্যঃ কালীদাস (৪), মনিরা সুলতানা (৬), প্রবাসী পাঠক(১১), সায়েদা সোহেলী(২৩), পুলহ(২৮), আমিনুর রহমান(২৯), জানা(৩১), শরতের ছবি(৪৪),বোকা মানুষ বলতে চায়(৪৫), মাঈনউদ্দিন মইনুল(৫০)
ভাল লাগা উত্তরঃ ১৫, ২৪, ২৫, ৪৩, ৪৬, ৪৮, ৪৯

৯২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাইকে অন্তরঙ্গ আলাপন সিরিজটা চালু করার জন্য


এবং খুব প্রিয় একজন ব্লগার আহমেদ জী এস ভাই লাইভে আনার জন্য। :)

আহমেদ ভাইয়ের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। :)



১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় !!!
অনেকদিন পর এসে আপনদেরকে পেয়ে খুব আনন্দ লাগছে :)
বিজয়ের শুভেচ্ছা ও অভিননন্দন জানবেন।

৯৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ৩৯ নং নম্বর মন্তব্যের জবাব -----





সদ্য এডমিশন নেওয়া কোন মেডিকেল ছাত্র/ছাত্রীর জন্য বর্তমানে কেনও কোনকালেই সাবজেক্ট চয়েজ করার কোনও সুযোগ নেই এবং ছিলোও না । আপনি যদি ডাক্তার হতে চান তবে মেডিক্যাল সাইন্সের সব সাবজেক্টই পড়তে হবে ৫ বছর ব্যাপী সময় ধরে ।

সাবজেক্ট বেছে নেয়ার প্রশ্ন আসবে তার ইন্টার্ণশীপ এবং পরে পোষ্ট গ্রাজুয়েশানের সময় । যদি কেউ ইন্টার্ণশীপ এবং পরে পোষ্ট গ্রাজুয়েশান করতে চান তবেই । করাটাই উত্তম ।

আশা করি বুঝতে পেরেছেন ।



৯৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ৭৬ নং নম্বর মন্তব্যের জবাব -----



আহহারে বাঙাল !!! :P প্রশ্ন করতে কি সিরিয়াল দেয়া লাগে নাকি ? বাঙালী সিরিয়াল দিছে কবে ..... :||

৯৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২০

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ৯১ নং নম্বর মন্তব্যের জবাব -----




যথার্থ আপনার পর্য্যবেক্ষন । আলাপে আবারো এসেছেন দেখে ভালো লাগলো ।
শুভেচ্ছান্তে ।

৯৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪১

ক্লে ডল বলেছেন: @ স্নিগ্ধ শোভন,
এরকম একটি অন্তরঙ্গ আলাপন একদা পড়েছিলাম। সেই আয়োজনে ছিলেন ব্লগার তানসুভা সাখওয়াত বিথী। আপনাকে ধন্যবাদ আবার এরকম আয়োজন নিয়ে হাজির হওয়ার জন্য।

@আহমেদ জী এস,
আপনার মন্তব্যের মাধুর্যের কথা আমি আর নতুন করে বলছি না। শুধু ব্লগে না ব্লগের বাইরেও কথা হয়েছিল একজন ব্লগারের সাথে। অনেকক্ষণ কেটেছিল আপনার মন্তব্যের চমৎকারিত্ব নিয়ে।

প্রশ্ন একখানা করব! নালিশও বলা যায়!

প্রশ্নঃ ব্লগ রুলস এ বলা আছে "২ট. বাংলাদেশের সমাজে অশ্লীল গন্য হতে পারে এমন ছবিযুক্ত পোস্ট পুরোটাই প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা হবে।
কিন্তু রক্তাক্ত, বিভৎস, ছবিযুক্ত পোষ্ট নিয়ে কি কোন আইন করা যায় না ব্লগে? আপনার মতামত বলুন।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ক্লে ডল অন্তরঙ্গ আলাপনের সাথে থাকার জন্য। ব্লগ ডের শুভেচ্ছা!

৯৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: জী এস ভাইয়ের সাক্ষাৎকার খুব ভালো লাগলো । লেখককে ধন্যবাদ সুন্দর আয়োজনের জন্য ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ।
ব্লগ দিবসের শুভেচ্ছা!!!

৯৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২১

আহমেদ জী এস বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় , ৯২ নং নম্বর মন্তব্যের জবাব -----




আমার আগেই স্নিগ্ধ শোভন আপনার মন্তব্যে স্নিগ্ধ একটি জবাব দিয়ে দিয়েছেন ।

আপনার অভিনন্দনের শুভেচ্ছা সাদরে হাত পেতে নিলুম ।

৯৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ৯৬ নং নম্বর মন্তব্যের জবাব -----




আমাকে উদ্দেশ্য করে করা মন্তব্যে আমিও দারুন ভাবে চমৎকৃত ।

একখানা কেন ? হাযারখানা প্রশ্ন করুন, কারন শোভন তো আমাকে আপনাদের কাঠগড়ায় দাঁড় করিয়েই দিয়েছে আপনাদের প্রশ্নের জবাব দিতে । :(

আপনার প্রশ্নের জবাবে বলি ---- মানুষ তার শোভনীয়তার , তার রূচিবোধের , তার বিবেচনার পরিচয় দেবেন এটাই কাম্য । জার্নালিজম তা যে মিডিয়াতেই হোকনা কেন , সহজ নয় । কেবল সংবাদ তুলে ধরাই তার কাজ নয় । সংবাদবাহকের কাজ, সে তো যে কেউ করতে পারেন । একজন সংবাদ কর্মীকে খেয়াল রাখতে হয় , তার তুলে ধরা সংবাদটি সমাজ-রাষ্ট্রের পক্ষে হিতকর না কি ক্ষতিকর , এটা । প্রতিক্রিয়া কি হবে ? নেগেটিভ না পজেটিভ ? খবরের ভেতরের খবরও বের করে আনতে হবে মানুষের কল্যানে । ইত্যাকার.. ইত্যাকার ।
এসবের জন্যে আইন আছে দেশে ।

আর ব্লগে এমন আইনের মনে হয় প্রয়োজন নেই । আমরা যদি নিজেদের সচেতন , সুবিবেচক, জ্ঞানী ভাবি তবে রক্তাক্ত, বিভৎস, ছবিযুক্ত পোষ্ট আমরাই দেবোনা । বিবেকের দংশন হবে । কারন ওগুলো ভয়ঙ্করতার, শিহরনতার , আতঙ্কের জন্ম দেবে সমাজে যার প্রভাব নেগেটিভ ।
আমরা যদি তা না হই তবে ব্লগের করা আইন কি আমাদের ঠেকিয়ে রাখতে পারবে ? মনে হয় না ।

অনেক অনেক ভালোলাগা সচেতন হয়ে অমন প্রশ্নটি করাতে ।

১০০| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ৯৭ নং নম্বর মন্তব্যের জবাব -----




লেখক আপনার ধন্যবাদ গ্রহন করে শুভেচ্ছা জানিয়েছেন আপনাকে ।
আমার পক্ষ থেকেও শুভেচ্ছা ।

১০১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩৬

নস্টালজিক বলেছেন: শুভেচ্ছা, আহমেদ। শোভনকেও ধন্যবাদ।

আগ্রহ নিয়ে পড়লাম।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ প্রিয় নস্টালজিক :)

১০২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৩২

সায়েদা সোহেলী বলেছেন: ধন্যবাদ জি এস ভাই প্রেসক্রিপশনের জন্য , তবে মাইন্ড খাইছি :| আমি কি বলেছি ফী দেবো না ??? /:)

তারপর লেখা দেখে মনে হচ্ছে নার্স , কম্পাউন্ডার দুইজন রে দিয়ে লেখায় শুধু দস্তখাত করিয়াছেন /:)

( ফাঁকিবাজ ডক্টর B-)) :P )

( দুংখিত ব্যস্ততার কারনে রেসপন্স করতে অনেক দেরি করে ফেললাম )

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~

১০৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

সোহানী বলেছেন: ওফ্ চমৎকার পোস্টটা মিস করেছি সাথে প্রিয় ব্লগারের কথোপকথন।......তবে শোভনের এই সিরিজে ব্লগার সম্পর্কে অনেক কিছু জানতে পারআম। ভালো থাকুন প্রিয় ব্লগার আর কখনই ব্লগ ছাড়বেন না... কারন আপনার চমৎকার লিখা মিস্ করতে চাই না।

১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
মিস হলো কোথায়??
আপনিতো পোস্ট পেয়েছেন পুরোটাই। :)
আপনার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আশাকরি জীএস ভাই আপনাকে নিরাশ করবেন না। :)
ধন্যবাদ!!!

১০৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: সায়েদা সোহেলীর ১০২ নম্বর মন্তব্যের জবাব ------



ফি যে দেবেন অমন কথাও বলেন নি । বলেছেন ???? :( তবে একজন ডাক্তারের কাছে প্রেসক্রিপশান চেয়েছেন বলে ধরে নিতেই হয়, পকেটে নগদ টাকা এই ঢুকলো বলে । :P

সহ ব্লগার হিসেবে খাতির করলুম "ফি" মওকুফ করে, আর আপনি কিনা বললেন --ফাঁকিবাজ ডক্টর !!!!!! :((

তবে সমসাময়িক চিত্রটি তুলে ধরেছেন ঠিক ঠিক এটা বলে ---- লেখায় শুধু দস্তখাত করিয়াছেন
আমাদের দেশে প্যাথলোজীর ডাক্তার সাহেবরা নাকি এটাই করে থাকেন বলে শুনেছি । কারন অমন একজন প্যাথলোজিষ্টকে দৈনিক শত শত প্যাথলোজীর রিপোর্ট করতে হলে শুধু দস্তখত করা ছাড়া কি ভাবে তা হয় ? B:-)

আমিও দুঃখিত, দেরী হলো শীতের এমন খেজুর রস মন্তব্যটি দেখতে । B:-/

১০৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: সোহানী[/sb ১০৩ নম্বর মন্তব্যের জবাব-----------------



একই কথা আমিও বলি আপনাকে এবং আপনাদের , আপনাদের চমৎকার লেখা আমিও মিস্ করতে চাই নে।
ব্লগে আপনাদের বেশ অনেক ক'জন আছেন, যারা ব্লগটাকে এখনও সুন্দর আর সুস্থ্য রেখেছেন আপনাদের লেখায় । তাতেই ব্লগটার প্রানের স্পন্দন এখনও জাগরিত । আমি অমন সুস্থ্যধারার ব্লগারদের ঘরেই হানা দেই প্রথমে । যদি কিছু জুটে যায় , ভালো আর টগবগে লেখা ।
ব্লগ ছেড়ে যাওয়ার দুঃস্বপ্ন দেখিনে । তেমন বদখত ইচ্ছে যেন না হয় আমার !

এমনি করেই সাথে থাকুন ।
রাতের শুভেচ্ছা জানবেন ।

১০৬| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: ছেড়ে যায়নি ব্যাস্ততায় ডুবে গেছি। মাঝে মাঝে ফিরে এসে আপনাদেরকে দেখে খুব ভালো লাগে। কেমন আছেন?

১০৭| ০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১১

খায়রুল আহসান বলেছেন: আপনি "অন্তরঙ্গ আলাপন" এর মত এমন চমৎকার একটা সিরিজ বন্ধ করে বসে আছেন কেন? আবার চালু করুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.