![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোহেমিয়ান। ঘুম, ট্রাভেল আর পড়াশুনা। মাঝেমধ্যে শখের প্রোগ্রামিং। জীবনটা খারাপ না।
তুমি সুনীলের কবিতা না
ছেঁড়া কাগজে লেখা কাব্যকথা তুমি
পড়া না গেলে
আফসোস রয় না
কিছু একটা বাদ পড়ে গেলো মনে হয় না
আর একটু আদর মাখার ইচ্ছা হয় না
অহিংস না, মায়াবতী না, রুপকথা না
খবরদার
তুমি সুনীলের কবিতা না
ফেলে আসা এক অভাজনের নি:শ্বাস তুমি!
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৫
শখের চাওয়ালা বলেছেন: ভালবাসার বিপরীতেও কবিতা জন্মাতে পারে ভাবলাম!
২| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৭
খায়রুল আহসান বলেছেন: ত কিছু< এত কিছু পড়তে হবে।
৩| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩২
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম কবিতাটাতেও একটা মন্তব্য রেখে এসেছি।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫২
শখের চাওয়ালা বলেছেন: ধন্যবাদ!
৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩
শখের চাওয়ালা বলেছেন:
৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:৫২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ৯মাস ১ দিনে আপনি মন্তব্য করেছেন মাত্র ৮টি। যা গড়ে মাসে একটাও পড়ে না! আপনার কবিতা চাচ্ছে প্রকাশ পেতে প্রথম পাতায়, মাল্টি নেক হওয়ায় মনে হয় সময় দিতে পারছেন না! লেখার হাত ভালই আছে তো দেখা যাচ্ছে। আশাকরি আগামী আরো নিখুঁত প্রকাশ ফুটে উঠবে।
অনেক সুন্দর লিখেছেন। যদি চান প্রথম পাতায় এসে আমাদেরকে মুগ্ধতায় ডুবিয়ে রাখতে তো শৈল্পিক লেখা আরো বেশি করে লিখুন। পাশাপাশি মন্তব্য চালিয়ে যান। গঠনমূলক মন্তব্য, সুন্দর লেখা প্রকাশ ও আপনার একটভিটি আপনাকে খুব দ্রুত প্রথম পাতায় নিয়ে আসবে আশা করি।
শুভ কামনা থাকলো নিরন্তর।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬
শখের চাওয়ালা বলেছেন: মাল্টি নেক তো বটেই। সময় হলেও তা কোন না কোন কাজে লাগানোর চেষ্টা করি। বিশ্রামের অভাবে কবিতা এগোচ্ছে না। ব্যস্ত সময়ের লেখায় সন্তুষ্টি আসে না। বিদ্ঘুটে অবস্থা !
৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
শখের চাওয়ালা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: ত কিছু 'না' এর পরেও তাকে নিয়েই এ কবিতা?
যাক, তবে কবিতা ভাল লেগেছে। + +