নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আলামিন হোসেন । আমি মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে আমার ছোট বেলা কাটিয়েছি।আমি আমাকে ভালোভাবেই চিনি। ক্যারিয়ারের শুরুতে আমার অবস্থা ছিল দিশেহারা এবং ভাসমান।আমি পড়াশোনা করেছি ব্যাবস্থাপনায় এবং একটা এমবিএ ডিগ্রিও নিয়েছি।

সমূদ্র সফেন

আমি এক জন আত্মবিশ্বাসী মানুষ ।যে মচকায় কিন্তু ভাঙ্গে না ।

সমূদ্র সফেন › বিস্তারিত পোস্টঃ

কয়লা-জাতি

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

কয়লা-জাতি
সত্যি কথা বলতে গেলে বদলাবে জাত রাতারাতি
প্রায় পেরিয়ে চারটি দশক এখন আমরা কয়লা-জাতি
পুড়েছে লিমন পুড়বেই খড়ি, পুড়ে যায় কত ধর্ষিতা নারী
উড়ে যায় ধোঁয়া চায়ের কাপেতে, ঘুরে যায় কত টকশো কলাম
আর,
বিলীন হওয়ার আগে দেখে নিও বাঙ্গালী কতটা কয়লা হলাম
জনসংখ্যাও কম না নেহাত, অভাব সে নেই জ্বালানীর বেলা
আগুন ধরেছে; চুপ রাও বাছা, সরকার চায় কয়লার ডালা ।
আদিবাসী খুন? হঠাৎ আগুন! ছ'সাত হাজার দেহ জ্বলে গেলো!
কার কি তাতে? বঙ্গ বিবেক, না হয় একটু কয়লাই হল ।
তাই পুড়ে যাক দিনে আর রাতে, গ্রীষ্ম বর্ষা শরত আর শীতে
জ্বালানী এখনো রয়েছে প্রচুর, লাগুক আগুন রাজনীতিতে ।
পুড়ে যাক মন, পুড়ুক মানুষ সংবিধানও পুড়ে হোক ছাই,
লাগুক আগুন সারাবাংলায়, আমরা এখন এটুকুই চাই।
জানি আছে আজো অনেক হৃদয়, বারুদের গোলা বুকে বুকে বেঁধে
পাথরে পাথরে রূপান্তরিত হৃদয়গুলিও আয় দলবেঁধে;
জল দিয়ে ধোওয়া যায়না কয়লা, একই রুপ তার একঘেয়ে কালো
তীব্র অগ্নি রুপ দিতে তারে কয়লাখনিতে আগুন জ্বালো

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

সাবলীল মনির বলেছেন: দারুণ বলেছেন ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

কল্লোল পথিক বলেছেন: অসাধারন

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: এক কথায় অসাধারণ

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

কেউ নেই বলে নয় বলেছেন: পড়তে বেশ ভালো! ভালোলাগা রইলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.