নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন আত্মবিশ্বাসী মানুষ ।যে মচকায় কিন্তু ভাঙ্গে না ।
হা আপনাকে বলছি ,
আপনি অনেক পড়াশোনা করেন
,
নানা বিষয়ে আপনার সাধারণের চেয়ে বেশি নলেজ আছে ,
আছে চমৎকার বিজ্ঞতা ও বিনয় ।
বিনয় নাকি মধুরতম প্রতারণা ।
হোক প্রতারণা তবুও মধুর ,
প্রেমের কবি কাজী নজরুলের গানের একটি পদ এমন
“ভাঙিয়ো না এ মধুর ভুল”
।
আপনাকে লিখতে দিলে চমৎকার গুছিয়ে পাতা ভর্তি করে লিখে দিতে পারেন ।খুবই ভালো ।
কিন্তু যদি অনুরোধ আসে সবার সামনে দাঁড়িয়ে অমুক বিষয়ে কিছু বলুন ,তখনই মাথাই আকাশ ভেঙ্গে পড়ে ,কিন্তু আপনি মোটেও ব্যাথা পান না ।
আপত্তি করেন,ঘামতে থাকেন , কান গরম হয়ে আসে ,হৃদপিণ্ড ধড়পড় করে ,ছুটে পালাতে চান ।
এই স্বভাবটা প্রশংসনীয় নয় মোটেও , বর্জন করুন।
সাহস করুন ,দাঁড়িয়ে যান । কিছু বলার চেষ্টা করুন ।
শুরুতে বুক দুরুদুরু ,পা কাঁপা ,তোতলামি এসব থাকবে
কিন্তু নিয়মিতভাবে বন্ধুদের ,সহকর্মীদের সামনে এমন কি বেডরুমে আয়না থেরাপিতে একা একা কিছু বলার অভ্যাস করুন ,
দেখবেন প্রাথমিক সব বাধা, উপসর্গ বা উপনরক সব শেষ ।
আপনি আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন ।
একটা ছন্দ পাবেন । এই ধরনের self –expression আপনার পরিচয়ের পরিধি বাড়িয়ে দেবে
।লোকেরা আপনাকে শ্রদ্ধা করবে , তাতে আপনার লাভের লাভ হবে যে ,
আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ ।
কারন পশুপাখি সহজে পশুপাখি , কিন্তু মানুষ অতি কষ্টে মানুষ ।
তাই ঢোল আপনার আর আপনাকেই বাঁজাতে হবে (তবলা হলেই সমস্যা নেই ) যা দরকার হবে তা ছন্দময় বাজনা ,যুক্তি ,নিরেপক্ষ মনন ,বিনয় ,।
আর বাদবাকি গুন তো আপনার আছে তা হোল পড়াশোনা ,যার প্রমান এতক্ষন মনোযোগ দিয়ে আমার লেখটা আপনি পড়লেন ।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
সমূদ্র সফেন বলেছেন: তাহলে আপনি ভেঁপু বাজান ।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: * প্রতিদিন তবলায় দাদরা কাহারবা ত্রিতাল বাজাই*
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
সমূদ্র সফেন বলেছেন: Thanks.
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
ব্যাক ট্রেইল বলেছেন: ভাই, ঢোল তবলা কোনটাই নেই, কিভাবে বাজাবো?