নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আলামিন হোসেন । আমি মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে আমার ছোট বেলা কাটিয়েছি।আমি আমাকে ভালোভাবেই চিনি। ক্যারিয়ারের শুরুতে আমার অবস্থা ছিল দিশেহারা এবং ভাসমান।আমি পড়াশোনা করেছি ব্যাবস্থাপনায় এবং একটা এমবিএ ডিগ্রিও নিয়েছি।

সমূদ্র সফেন

আমি এক জন আত্মবিশ্বাসী মানুষ ।যে মচকায় কিন্তু ভাঙ্গে না ।

সমূদ্র সফেন › বিস্তারিত পোস্টঃ

নিজের তবলা নিজেই বাজান ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

হা আপনাকে বলছি ,
আপনি অনেক পড়াশোনা করেন
,
নানা বিষয়ে আপনার সাধারণের চেয়ে বেশি নলেজ আছে ,
আছে চমৎকার বিজ্ঞতা ও বিনয় ।

বিনয় নাকি মধুরতম প্রতারণা ।
হোক প্রতারণা তবুও মধুর ,

প্রেমের কবি কাজী নজরুলের গানের একটি পদ এমন
“ভাঙিয়ো না এ মধুর ভুল”

আপনাকে লিখতে দিলে চমৎকার গুছিয়ে পাতা ভর্তি করে লিখে দিতে পারেন ।খুবই ভালো ।

কিন্তু যদি অনুরোধ আসে সবার সামনে দাঁড়িয়ে অমুক বিষয়ে কিছু বলুন ,তখনই মাথাই আকাশ ভেঙ্গে পড়ে ,কিন্তু আপনি মোটেও ব্যাথা পান না ।

আপত্তি করেন,ঘামতে থাকেন , কান গরম হয়ে আসে ,হৃদপিণ্ড ধড়পড় করে ,ছুটে পালাতে চান ।
এই স্বভাবটা প্রশংসনীয় নয় মোটেও , বর্জন করুন।

সাহস করুন ,দাঁড়িয়ে যান । কিছু বলার চেষ্টা করুন ।

শুরুতে বুক দুরুদুরু ,পা কাঁপা ,তোতলামি এসব থাকবে
কিন্তু নিয়মিতভাবে বন্ধুদের ,সহকর্মীদের সামনে এমন কি বেডরুমে আয়না থেরাপিতে একা একা কিছু বলার অভ্যাস করুন ,
দেখবেন প্রাথমিক সব বাধা, উপসর্গ বা উপনরক সব শেষ ।
আপনি আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন ।
একটা ছন্দ পাবেন । এই ধরনের self –expression আপনার পরিচয়ের পরিধি বাড়িয়ে দেবে
।লোকেরা আপনাকে শ্রদ্ধা করবে , তাতে আপনার লাভের লাভ হবে যে ,
আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ ।

কারন পশুপাখি সহজে পশুপাখি , কিন্তু মানুষ অতি কষ্টে মানুষ ।

তাই ঢোল আপনার আর আপনাকেই বাঁজাতে হবে (তবলা হলেই সমস্যা নেই ) যা দরকার হবে তা ছন্দময় বাজনা ,যুক্তি ,নিরেপক্ষ মনন ,বিনয় ,।
আর বাদবাকি গুন তো আপনার আছে তা হোল পড়াশোনা ,যার প্রমান এতক্ষন মনোযোগ দিয়ে আমার লেখটা আপনি পড়লেন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

ব্যাক ট্রেইল বলেছেন: ভাই, ঢোল তবলা কোনটাই নেই, কিভাবে বাজাবো?

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

সমূদ্র সফেন বলেছেন: তাহলে আপনি ভেঁপু বাজান ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: * প্রতিদিন তবলায় দাদরা কাহারবা ত্রিতাল বাজাই*

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

সমূদ্র সফেন বলেছেন: Thanks.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.