নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আলামিন হোসেন । আমি মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে আমার ছোট বেলা কাটিয়েছি।আমি আমাকে ভালোভাবেই চিনি। ক্যারিয়ারের শুরুতে আমার অবস্থা ছিল দিশেহারা এবং ভাসমান।আমি পড়াশোনা করেছি ব্যাবস্থাপনায় এবং একটা এমবিএ ডিগ্রিও নিয়েছি।

সমূদ্র সফেন

আমি এক জন আত্মবিশ্বাসী মানুষ ।যে মচকায় কিন্তু ভাঙ্গে না ।

সমূদ্র সফেন › বিস্তারিত পোস্টঃ

বাঁশ তুমি ঝাড়ে কেন ? সমস্যা আপনার বিরক্ত করেন অন্যদের ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

কাউকে কোনরকম জ্ঞ্যান দিয়া আমার উদ্দেশ্য নয় ,
শুধুমাত্র আমার চোখে কিছু অসঙ্গতির সামান্য কিছু কড়চা ।
সমস্যা ,অশান্তি কার না থাকে ? কমবেশি সবারই আছে।
কিন্তু তাই বলে আপনার সমস্যার ফিরিস্তি অন্য একজনকে শুনিয়ে তার সময় নষ্ট কেন করবেন?
কেন তাকে বিরক্ত করবেন?এমনটা করা কি উচিৎ ?
অথচ আমাদের অনেকের মাঝেই এ প্রবণতা প্রচণ্ডভাবে বিরাজমান।
কেউ যেই মাত্র জিজ্ঞাসা করল "কেমন আছেন, "
তৎক্ষণাৎ ইনিয়ে- বিনিয়ে ছোটবড় নগণ্য সব সমস্যার ডালি মেলে বসেন।
এটা আমাদের বোঝা উচিৎ যে আমার সমস্যা শোনার সময় অন্যদের নেই ,আমারও বলা উচিৎ নয় ।
আমি মনে করি ,আমার সমসা,আমার অশান্তি আমার, সেটার বোঝা অন্যদের ঘাড়ে চাপানো অভদ্রতা পরিচায়ক ।
বরং "কেমন আছেন "এই প্রশ্নের উত্তর -"ভালো আছি" ,"চমৎকার আছি " এই টুকু বলেই থেমে যাওয়া উচিৎ ।
যদি প্রশ্ন করা হয় ,আপনার চাকরি /অথবা যে কোন পেশা কেমন চলছে ? "নো প্রব্লেম ,একসেলেনট ,থ্যাঙ্ক ইউ ।"এ ধরণের উৎসাহব্যঞ্জক উত্তর শুনলে শ্রোতা নিজেও উৎসাহিত বোধ করেন ,সমস্যা থাকলেও সেটা হালকা বোধ হবে ।
অতএব ঝাড়ের বাঁশ ঝাড়েই থাকুক .।।তাকে টেনে অন্য কোথাও নিয়ে আসবেন না ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

মুসাফির নামা বলেছেন: সহমত পোষণ করলাম।

২| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৭

সমূদ্র সফেন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা

৩| ২৫ শে মে, ২০১৬ রাত ১০:১৭

কল্লোল পথিক বলেছেন:








সুন্দর লিখেছেন।
সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.