নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন আত্মবিশ্বাসী মানুষ ।যে মচকায় কিন্তু ভাঙ্গে না ।
কাউকে কোনরকম জ্ঞ্যান দিয়া আমার উদ্দেশ্য নয় ,
শুধুমাত্র আমার চোখে কিছু অসঙ্গতির সামান্য কিছু কড়চা ।
সমস্যা ,অশান্তি কার না থাকে ? কমবেশি সবারই আছে।
কিন্তু তাই বলে আপনার সমস্যার ফিরিস্তি অন্য একজনকে শুনিয়ে তার সময় নষ্ট কেন করবেন?
কেন তাকে বিরক্ত করবেন?এমনটা করা কি উচিৎ ?
অথচ আমাদের অনেকের মাঝেই এ প্রবণতা প্রচণ্ডভাবে বিরাজমান।
কেউ যেই মাত্র জিজ্ঞাসা করল "কেমন আছেন, "
তৎক্ষণাৎ ইনিয়ে- বিনিয়ে ছোটবড় নগণ্য সব সমস্যার ডালি মেলে বসেন।
এটা আমাদের বোঝা উচিৎ যে আমার সমস্যা শোনার সময় অন্যদের নেই ,আমারও বলা উচিৎ নয় ।
আমি মনে করি ,আমার সমসা,আমার অশান্তি আমার, সেটার বোঝা অন্যদের ঘাড়ে চাপানো অভদ্রতা পরিচায়ক ।
বরং "কেমন আছেন "এই প্রশ্নের উত্তর -"ভালো আছি" ,"চমৎকার আছি " এই টুকু বলেই থেমে যাওয়া উচিৎ ।
যদি প্রশ্ন করা হয় ,আপনার চাকরি /অথবা যে কোন পেশা কেমন চলছে ? "নো প্রব্লেম ,একসেলেনট ,থ্যাঙ্ক ইউ ।"এ ধরণের উৎসাহব্যঞ্জক উত্তর শুনলে শ্রোতা নিজেও উৎসাহিত বোধ করেন ,সমস্যা থাকলেও সেটা হালকা বোধ হবে ।
অতএব ঝাড়ের বাঁশ ঝাড়েই থাকুক .।।তাকে টেনে অন্য কোথাও নিয়ে আসবেন না ।
২| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৭
সমূদ্র সফেন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা
৩| ২৫ শে মে, ২০১৬ রাত ১০:১৭
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর লিখেছেন।
সহমত।
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
মুসাফির নামা বলেছেন: সহমত পোষণ করলাম।