নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন আত্মবিশ্বাসী মানুষ ।যে মচকায় কিন্তু ভাঙ্গে না ।
ব্যাকরণ কইমুদী পড়া
শরৎচন্দ্র তখন থাকেন হাওড়ার পনিত্রাস - সমতাবেড়ের বাড়িতে । রূপনারায়ণ নদীর এই জাইগাটি ছিল তাঁর খুব পছন্দের ।
একদিন সকালে তিনি সদর দালানে বসে ''প্রোগ্রেস অব সায়েন্স '' নামে একখানা বই পড়ছিলেন ।
পড়া লেখার সময়ে কেউ তাকে বিরক্ত করলে খুব খারাপ লগত । এমন সময় বাইরে থেকে ডাক এল
'' শরৎ বাবু আছেন ?
বই থেকে মুখ তুলে দেখেন একজন ভদ্রলোক এসেছেন। সঙ্গে একতাড়া কাগছ ।
অর্থাৎ পাণ্ডুলিপি ।
দেখেই বুঝে গেলেন আগমনের শানে নুযূল বা উদ্দেশ্য ।
তবু হাসিমুখে বললেন "বলুন কি চান?
ভদ্রলোক আমতা আমতা করে বললেন " একটা গল্প লিখেছি । আপনি যদি সেটা কাইন্ডলি কারেক্ট করে দেন তাহলে ভাল হয় ।
ভদ্রলকের মুখে দুটি ইংরেজি শব্দ শুনেই শরৎ বাবুর মাথা গরম হয়ে গেল ,
তবু তিনি মজা করে বললেন 'মহাশয়ের কি করা হয় ?'
ভদ্রলোক বললেন, 'বি-এস -সি পড়ি'। শরৎচন্দ্র আবার বললেন "ব্যাকরণ কইমুদী পড়া কতদিন আগে ছেড়েছেন '' ?
ভদ্রলোক মাথা চুলকে বললেন 'তা বছর চারেক আগে '। শরচন্দ্র হাসতে হাসতে বললেন '' তাহলে এখন ত কিছু করা যাবে না । ''কৈামুদির সন্ধি , সমাস তদ্ধিত আর কৃৎ প্রত্যয়গুলো বেশ ভাল করে পড়ে আসুন ,তখন দেখে দিবো ''।
শরৎচন্দ্র বাবুর কথা শুনে ভদ্রলোক পাণ্ডুলিপি নিয়ে চলে গেলেন । আবার তিনি পড়া শুর করলেন ''প্রোগ্রেস অব সায়েন্স ''
২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৩
সমূদ্র সফেন বলেছেন: ধন্যবাদ।
২| ২৯ শে জুন, ২০১৮ রাত ২:৫৩
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার লাগলো। একটি ভিন্নধর্মী স্বাদ পেলাম।
২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৩
সমূদ্র সফেন বলেছেন: ধন্যবাদ।
৩| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৭
টারজান০০০০৭ বলেছেন: কৌমুদী শিখিয়া যদি লেখক হইতে হয় , তাহা হইলে লেখক হারিকেন দিয়া খুঁজিতে হইবে ! শরৎ তো আচ্ছা ত্যাদড় আছিল ! অনাহূতরে ভাগাইতে এমন বুদ্ধি !!!!!!
২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৫
সমূদ্র সফেন বলেছেন: মজা পেলুম।
৪| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৪১
সিগন্যাস বলেছেন: হে হে হে এইনাহলে শরৎ
২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৪
সমূদ্র সফেন বলেছেন: ধন্যবাদ !!
৫| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: বেশ।
২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৪
সমূদ্র সফেন বলেছেন: ধন্যবাদ ।
৬| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৫
অর্থনীতিবিদ বলেছেন: ব্যাকরণ কৌমুদী!!! সর্বনাশ! লেখক মহাশয় আর কোনোদিন লেখালেখির নাম মুখে এনেছেন বলে মনে হয় না।
৭| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
শরৎ বাবুর ঘটনাটা মনে রাখার মতো।
আপনি নতুন কিছু নিয়ে লিখুন
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৮ রাত ২:৪৯
শামচুল হক বলেছেন: দারুণ ঘটনা তো