নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আলামিন হোসেন । আমি মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে আমার ছোট বেলা কাটিয়েছি।আমি আমাকে ভালোভাবেই চিনি। ক্যারিয়ারের শুরুতে আমার অবস্থা ছিল দিশেহারা এবং ভাসমান।আমি পড়াশোনা করেছি ব্যাবস্থাপনায় এবং একটা এমবিএ ডিগ্রিও নিয়েছি।

সমূদ্র সফেন

আমি এক জন আত্মবিশ্বাসী মানুষ ।যে মচকায় কিন্তু ভাঙ্গে না ।

সমূদ্র সফেন › বিস্তারিত পোস্টঃ

ব্যাকরণ কইমুদী পড়া

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:০৬

ব্যাকরণ কইমুদী পড়া

শরৎচন্দ্র তখন থাকেন হাওড়ার পনিত্রাস - সমতাবেড়ের বাড়িতে । রূপনারায়ণ নদীর এই জাইগাটি ছিল তাঁর খুব পছন্দের ।
একদিন সকালে তিনি সদর দালানে বসে ''প্রোগ্রেস অব সায়েন্স '' নামে একখানা বই পড়ছিলেন ।
পড়া লেখার সময়ে কেউ তাকে বিরক্ত করলে খুব খারাপ লগত । এমন সময় বাইরে থেকে ডাক এল
'' শরৎ বাবু আছেন ?
বই থেকে মুখ তুলে দেখেন একজন ভদ্রলোক এসেছেন। সঙ্গে একতাড়া কাগছ ।
অর্থাৎ পাণ্ডুলিপি ।
দেখেই বুঝে গেলেন আগমনের শানে নুযূল বা উদ্দেশ্য ।
তবু হাসিমুখে বললেন "বলুন কি চান?
ভদ্রলোক আমতা আমতা করে বললেন " একটা গল্প লিখেছি । আপনি যদি সেটা কাইন্ডলি কারেক্ট করে দেন তাহলে ভাল হয় ।

ভদ্রলকের মুখে দুটি ইংরেজি শব্দ শুনেই শরৎ বাবুর মাথা গরম হয়ে গেল ,
তবু তিনি মজা করে বললেন 'মহাশয়ের কি করা হয় ?'

ভদ্রলোক বললেন, 'বি-এস -সি পড়ি'। শরৎচন্দ্র আবার বললেন "ব্যাকরণ কইমুদী পড়া কতদিন আগে ছেড়েছেন '' ?
ভদ্রলোক মাথা চুলকে বললেন 'তা বছর চারেক আগে '। শরচন্দ্র হাসতে হাসতে বললেন '' তাহলে এখন ত কিছু করা যাবে না । ''কৈামুদির সন্ধি , সমাস তদ্ধিত আর কৃৎ প্রত্যয়গুলো বেশ ভাল করে পড়ে আসুন ,তখন দেখে দিবো ''।
শরৎচন্দ্র বাবুর কথা শুনে ভদ্রলোক পাণ্ডুলিপি নিয়ে চলে গেলেন । আবার তিনি পড়া শুর করলেন ''প্রোগ্রেস অব সায়েন্স ''

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ রাত ২:৪৯

শামচুল হক বলেছেন: দারুণ ঘটনা তো

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৩

সমূদ্র সফেন বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে জুন, ২০১৮ রাত ২:৫৩

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার লাগলো। একটি ভিন্নধর্মী স্বাদ পেলাম।

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৩

সমূদ্র সফেন বলেছেন: ধন্যবাদ।

৩| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৭

টারজান০০০০৭ বলেছেন: কৌমুদী শিখিয়া যদি লেখক হইতে হয় , তাহা হইলে লেখক হারিকেন দিয়া খুঁজিতে হইবে ! শরৎ তো আচ্ছা ত্যাদড় আছিল ! অনাহূতরে ভাগাইতে এমন বুদ্ধি !!!!!! :D

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৫

সমূদ্র সফেন বলেছেন: মজা পেলুম।

৪| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৪১

সিগন্যাস বলেছেন: হে হে হে এইনাহলে শরৎ

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৪

সমূদ্র সফেন বলেছেন: ধন্যবাদ !!

৫| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: বেশ।

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৪

সমূদ্র সফেন বলেছেন: ধন্যবাদ ।

৬| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৫

অর্থনীতিবিদ বলেছেন: ব্যাকরণ কৌমুদী!!! সর্বনাশ! লেখক মহাশয় আর কোনোদিন লেখালেখির নাম মুখে এনেছেন বলে মনে হয় না।

৭| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


শরৎ বাবুর ঘটনাটা মনে রাখার মতো।
আপনি নতুন কিছু নিয়ে লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.