নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো আর কোনোদিন কোনো রাতে বা প্রভাতে
সজনে গাছের ডালে বসে শালিকডাকা ক্লান্ত অলস কোনো দুপুরে
কিংবা পাখিডাকা শান্ত বিকেলে;
অথবা গোধূলির আবীররাঙা বৃষ্টিস্নাত বিষণ্ণ সন্ধ্যাতে,
তোমার সরব উপস্থিতি আর বিলোবে না হৃদয়ের স্পর্শমাখা পুলকের ঘ্রাণ,
হয়ত রাতের নীরব-নিস্তব্ধ প্রহরে হঠাৎ জেগে উঠে আর
শোনাবে না মোহময় জীবনের গান;
আমার আঙিনায় আর ফুটবে না কোনো প্রণয়ের রক্তগোলাপ,
ইথারে আর ভাসবে না অনুভূতি বিবশ করা কিন্নরকন্ঠী আহবান।
কবিতা পাঠের আসরে কান পেতে উৎসুক হবে না
রাতজাগা পাখি, ঝিঁঝিপোকা বা আকাশে ভেসে থাকা চাঁদ,
জেগে জেগে ক্লান্তদেহে পাথরচোখে
চেয়ে রইবে আমারও মৃত্যুহীন প্রাণ।
বলো তো-
সাগর কি মাপতে পারে অতল গহীনে তার কতটুকু জল,
মেঘ কি আঁকতে পারে তার বুকে জমে থাকা কান্না সকল?
পাহাড় যেমন কেঁদে কেঁদে ঝরনাকে বুকে দেয় ঠাঁই,
তেমনিভাবে আমিও সব দুঃখকে বুকের গভীরে
আজীবন, পরম সুহৃদের মত সযতনে পুষে যেতে চাই।
-দি এমপেরর
ছবি: অন্তর্জাল
০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯
দি এমপেরর বলেছেন: দুখ বাঁটনে সে কম হো জাতা হ্যায়,
সুখ বাঁটনে সে যিয়াদা হো জাতা হ্যায়।
দুঃখ যদি শেয়ার করো হ্রাস হবে বা কমে যাবে,
সুখকে যদি দাও বিলিয়ে ভীষণ সুখের জীবন পাবে।
২| ০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০
সোনাগাজী বলেছেন:
নিজের মৌলিক লেখা নাকি ধারকরা সিনথেসাইজ করা লেখা?
০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
দি এমপেরর বলেছেন: দেখুন তো আপনার কাছ থেকে ধার করেছিলাম কি না?
আমার আরও পোস্ট আছে, পড়ে দেখুন।
আপনার এক পোস্টে এর আগে আপনাকে সাবধান করেছিলাম- বেগড়বাই দেখলে আপনাকে আবার ছাই দিয়ে ধরব; ভুলে গেছেন?
৩| ০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: অসাধারণ লেখা।
০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
দি এমপেরর বলেছেন: সামান্য প্রচেষ্টা। প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ রূপক।
৪| ০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি তো দারুণ কবিতা লেখেন । পড়ে আরাম পেলাম !!
০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪
দি এমপেরর বলেছেন: কেমন লিখি জানি না, সেটা তো পাঠক বিবেচনা করবেন। তবে মনের কথাগুলো একটু গুছিয়ে লিখে সাজানোর চেষ্টা করি।
ধন্যবাদ নিবর্হণ।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫১
শেরজা তপন বলেছেন: কবিতা এড়িয়ে চলি বলে ভালো কবিতাগুলো পড়া হয় না আর।
০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৮
দি এমপেরর বলেছেন: কোনো ব্যাপার না। কবিতা অনেকেরই পছন্দের জিনিস নয় আর আমার কবিতাও তেমন কিছু নয়।
কমেন্টের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬
মিরোরডডল বলেছেন:
দুঃখকে বুকের গভীরেই রাখতে হয়, একান্ত গোপনে।
সুখ, আনন্দ সবার সাথে শেয়ার করতে হয়।