নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় প্রধানমন্ত্রী!
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে যে ভাষণটি আপনি দিতে চলেছেন, সেই ভাষণটি যদি দুদিন আগে দিতেন তাহলে মনে হয় এতগুলো মায়ের বুক এভাবে খালি হতো না, আর এতগুলো মানুষ আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাতোও না। আন্দোলনকারীদের ডেকে নিয়ে তাদের দাবীর ব্যাপারে বিবেচনার আশ্বাস দিয়ে তাদেরকে শিক্ষাঙ্গনে ফেরত পাঠাতে পারতেন। কিন্তু আপনি সেটা না করে সাংবাদিকের প্রশ্নের জবাবটা যেভাবে দিলেন সেটা কি আপনার মত দেশের অভিভাবককে মানায়? যে রাজাকার শব্দটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তা দিয়ে স্বাধীনতাবিরোধীদের কোণঠাসা করা যেত সেই হাতিয়ারটি কি আর ভবিষ্যতে আগের মতই ধারাল আর তীক্ষ্ণভাবে তাদেরকে ঘায়েল করতে পারবে? মনে হয় না। আগে তো স্বাধীনতাবিরোধীরা রাজাকার শব্দটাকে যমের মতো ভয় করত কিন্তু এখন কি আর আগের মতো ভয় করবে? এখন তো রাজাকার শব্দটার ওজন একেবারে হালকা হয়ে গেল। এখন কাউকে রাজাকার বললে সে যদি উল্টো বলে বসে যে হ্যাঁ, আমি রাজাকার! তাহলে সিচুয়েশনটা কেমন হবে?
আজকের ভাষণে আপনার নমনীয়তা আশা করি। আর ছাত্রদের বিরুদ্ধে দয়া করে অন্য ছাত্রদের লেলিয়ে দেওয়ার চিন্তাটা সবাইকে মাথা থেকে দূর করতে বলুন। এ কাজটি করার কারণে আপনার ভাবমূর্তি কতটুকু ক্ষুণ্ণ হয়েছে তা কি আপনি বুঝতে পারছেন?
দেশের প্রত্যেকটি নাগরিক আপনার সন্তানের মতো। আপনার একটি সন্তান যদি কোনো অন্যায্য জিনিসও আবদার করে তাহলে তার আবদারকে কি আপনি আপনার অন্য সন্তান দ্বারা দমন করার চেষ্টা করবেন নাকি তার আবদারটি যুক্তিসঙ্গত হলে এবং তাতে আপনারও সম্মতি থাকলে তা বিবেচনার আশ্বাস দিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে সময়মতো তা পূরণ করার অঙ্গীকার করবেন?
আমি একজন সাধারণ মানুষ, আপনাকে কোনো পরামর্শ দেওয়ার অধিকার রাখি না। তারপরও আমার মনের কথাগুলো লেখার মাধ্যমে প্রকাশ করার দুঃসাহস করলাম।
১৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৬
দি এমপেরর বলেছেন: তার চেয়ারটাই এমন। সেটাকে সম্মান করা উচিত মনে করি।
২| ১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
শেরজা তপন বলেছেন: আমি উঁনার কাছে থেকে তেমন কিছু আশা করছি না- মনে হচ্ছে ঘুরে ফিরে পারিবারিক ইতিহাস বলবেন! অনলাইন মিডিয়াতে কি ভীষন তোলপাড় হচ্ছে তা কেউ তাঁর নজরে দিয়েছে বলে মনে হয় না। তিনি আছেন এক ফ্যান্টাসীর জগতে।
তবুও আশায় রইলাম।
১৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৪
দি এমপেরর বলেছেন:
৩| ১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬
গেঁয়ো ভূত বলেছেন: সাংবাদিকের প্রশ্নের জবাবটা যেভাবে দিলেন সেটা কি আপনার মত দেশের অভিভাবককে মানায়?
জবাবটা তিনি কি দিয়েছিলেন সেটা যদি আপনি কোট করে দিতেন তাহলে মনে হয় ভাল হতো, তা না হলে লিখাটিতে অস্পষ্ট একটা ধোঁয়াশা তৈরির সুযোগ সৃষ্টি হয়। আশা করছি বিষয়টি ভেবে দেখবেন।
১৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৪
দি এমপেরর বলেছেন: সেটা কারো জানতে বাকি নেই মনে হয়।
৪| ১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
মিথমেকার বলেছেন: ওনার "মাননীয়" এই শব্দটি পাওয়ার যোগ্যতা নেই!
একজন বক্তিকে মাননীয় হতে দেশের জনতার ভালোবাসা লাগে, দেশের জনগণের ভোট লাগে, ওনার কোনোটিই নেই।
পেটুয়া-বাহিনী পুষে, নিরস্ত্র ছাত্রের বুকে গুলি করে, ভোট চুরি করে, একের পর এক মিথ্যা বলে কখনোই "মাননীয়" ডিসার্ভ করা যায় না।
উনি হয়তো স্বপ্ন দেখেন কিছুদিন পর জনতা ওনাকে "ইওর মেজেস্টি, ইওর গ্রেস, ইওর হাইনেস" ইত্যাদি সম্মোধন করবেন। হয়তো কিছু চাটুকার, দালাল, হায়নার পাল এগুলো করতেও পারে। কিন্তু প্রকৃত দেশ প্রেমিক, সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই ওনাকে "মাননীয়" তো দূরের কথা, ন্যূনতম সম্মান টুকুও প্রদর্শন করবেন না।
১৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৪
দি এমপেরর বলেছেন: তার চেয়ারকে সম্মান করা যায়
৫| ১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
পুরানমানব বলেছেন: ''লীগ'' হচ্ছে সকল বেজন্মার সমষ্টিগত নাম।
আর এই স্বৈরাচার কে প্লিজ কেন বলিতেছেন ?
এখনো কি বুঝিতে পারেন নাই যে এর পাছায় লাত্থি দেওয়ার সময় চলিয়া এসেছে?
১৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:০২
দি এমপেরর বলেছেন: কিছুটা আশা ছিল, কিন্তু হতাশ হলাম
৬| ১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
শেরজা তপন বলেছেন: কি ভাই কাম কিছু হৈল???
'কার কলিজা পুড়ল আর কার দিল ঠান্ডা হইল কে জানে।'
১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
দি এমপেরর বলেছেন: আপনার অনুমান সত্যি হলো। আমি খুব হতাশ
৭| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:১১
তানভির জুমার বলেছেন: আজকের ভাষনে হায়েনার মতো দেখা গেল তাকে! সংক্ষিপ্ত ভাষণটা স্ক্রিপ্টেড ছিল। কখন মুখ ফস্কে কী বলে ফেলে আবার নতুন বিপদে পড়ে। তবে তেমন আশার বাণী শুনাতে পারেনি, যা ছাত্র আন্দোলনকে ঠাণ্ডা করতে পারে।
১৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:১৫
দি এমপেরর বলেছেন: আমি তার কাছে একটু নমনীয়তা আশা করেছিলাম। ছাত্রদের দাবীর ব্যাপারে সুস্পষ্ট কোনো আশ্বাস শুনতে পেলাম না।
৮| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৫
মিথমেকার বলেছেন: লেখক বলেছেন: তার চেয়ারকে সম্মান করা যায়।
কোন সম্মানীয় চেয়ার বা পদ যদি অবৈধ ভাবে কোনো ব্যক্তি দখল করে রাখে তাহলে অবৈধ ভাবে ওই চেয়ার বা পদ দখল করি ব্যক্তি কখনোই ওই চেয়ার বা পদ এর প্রাপ্য সম্মান টুকু ডিসার্ভ করেন না। অ্যাস সিম্পল অ্যাস দ্যাট।
এই সিম্পল কথাটা কেন যে কিছু প্যাপলিক বুজতে চায় না এটা বড়ই ধোয়াশা।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২৪
দি এমপেরর বলেছেন: তার একটিমাত্র বেফাঁস কথা কতটুকু বিপর্যয়ের সৃষ্টি করবে সেটা সম্ভবত তিনি কল্পনা করতে পারেননি।
৯| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:৪৭
করুণাধারা বলেছেন: আহারে!! ভাষণ দেবার সময় এতো কাচুমাচু মুখে কথা বলছিলেন।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২৫
দি এমপেরর বলেছেন: তাই তো দেখলাম।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
আমি সাজিদ বলেছেন: গনতন্ত্রের প্রসেসে কোন সুপ্রিম লিডার থাকতে পারে না। কিন্তু, প্লিজ বলে কারও অভিমান ভাঙ্গানোর কিছু নেই। কারও সামনে নমনীয় হতে হতে তাকে আসমানের চাঁদ বানানোরও কিছু নেই।
মোদী, পুতিন, খোমেনী, কিম বা এদিকের রঙ হেডেড কারও প্রভাবই চিরস্থায়ী নয়।