নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

লেখা চোরের চেহারাটা দেখুন

২৪ শে জুন, ২০১৭ ভোর ৫:২০



চোরের ছবি আর ফোন নাম্বার পাওয়া গেছে। ০১৯৪১১২৭২৪৮

https://www.facebook.com/1625645894373220/photos/a.1742601379344337.1073741828.1625645894373220/1887019364902537/?type=3&theater
উনার নাম জোছনার শেষ প্রহর
। উনি একজন মহান ধার্মিক লোক। লেখা যাচ্ছে আরবী ভাষা চর্চা করছেন।
নিজেকে রাইটার পরিচয় দিয়ে রেখেছেন। কিন্তু উনি আমার লিখাটি নিজের প্রফাইলের সাথে আমার নাম উল্লেখ না করে সুন্দর ভাবে দিয়ে রেখেছেন।
https://www.facebook.com/1625645894373220/photos/a.1742601379344337.
1073741828.1625645894373220/1887019364902537/?type=3&theater
ইসলামের আড়ালে থেকে চুরি করে লেখা নিতে উনার এতটুকু কষ্ট হয়নি।
তিনি এখনও তেমন জনপ্রিয় হননি। শুরু করেছেন লেখা চুরি। হয়তো ঈদের পরে অনেক চুরি করা লেখা নিয়ে ঝাঁপিয়ে পরবেন। আরো লেখা সংগ্রহ করতে।
গুগলে র্সাচ দিতে আমার লেখাটি কয়েক জায়গায় প্রচার দেয়ার পরও আমার নামে এলো না। কিন্তু উনার নামে এসে গেল। তিনি নিশ্চয়ই গুগোলে পয়সা দিয়ে বুস্ট করছেন প্রচার পাওয়ার জন্য।
বিলিয়ান যখন চুরি করা লেখার উপর লিখছিলেন তখন এ লেখাটা চুরি হয়ে গেছে। আমি দেখলাম আজ।
চোরটাকে কি করা য়ায়।
আমার লেখার লিঙ্কটা দিলাম পাঠক পরুক না পরুক চোর ঠিক চুরি করে ফেলে।

http://www.somewhereinblog.net/blog/Somudrojol/30183349

ধর্মপ্রাণ শয়তানের চেহারা এখানে

https://www.facebook.com/1625645894373220/photos/a.1627839247487218.1073741825.
1625645894373220/1627839267487216/?type=1&theater

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, হুজুর মানুষ আপনার কবিতার প্রেমে পড়েছে! ব্লগে আপনি ছবি দিয়েছেন নাকি?

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৬

রোকসানা লেইস বলেছেন: কবিতার প্রেমে পড়লে কবিতা নিত। কবিতা প্রায় চুরি হয় ফেইসবুকে কিছুদিন আগে একজনকে ধরে ছিলাম।
হাহাহা ভালো বলেছেন। ছবি দেখে লেখা চুরি।

মনে হয় বড়ই সুফি সেয়ানা

২| ২৪ শে জুন, ২০১৭ সকাল ৭:০০

নাগরিক কবি বলেছেন: চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, হুজুর মানুষ আপনার কবিতার প্রেমে পড়েছে! ব্লগে আপনি ছবি দিয়েছেন নাকি?
B-)


এত কম চুরি করলে একটা তিন সদস্যের টীম আপনার হয়ে ভবিষ্যৎ এ কাজ করবে। B-))

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৯

রোকসানা লেইস বলেছেন: একটা টিম করা জরুরী হয়ে পরেছে। দ্বায়িত নিয়ে শুরু করে দিলে হয় না নাগরিক কবি।
এমন ধর্মপ্রাণ সব এখন সব দখলের চেষ্টা আছে

৩| ২৪ শে জুন, ২০১৭ সকাল ৭:২৯

তপোবণ বলেছেন: অন্যের লেখা নিজের বলে চালাতে তার একটুও কষ্ট হয়নি।

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৪

রোকসানা লেইস বলেছেন: মনে হয় না। আরো কত লেখা জমিয়েছে কে জানে। তার স্টোরবক্স খুঁজলে পাওয়া যাবে।
নাগরিক কবির তিন সদস্য টিম তৈরি হলেই আরো চুরি করা লেখা খুঁজে পাওয়া যাবে :-/

৪| ২৪ শে জুন, ২০১৭ সকাল ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


তপোবণ বলেছেন, "অন্যের লেখা নিজের বলে চালাতে তার একটুও কষ্ট হয়নি। "

-হয়তো হয়েছে, হয়তো এখনও অনেক কস্ট হচ্ছে; উনি বললে বুঝতে পারবেন; হয়তো উনার কস্টের কথা শুনে আপনি নিজেই উনার জন্য কবিতা লিখে দেবেন!

৫| ২৪ শে জুন, ২০১৭ সকাল ৯:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
মুমিন চোর।

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৫

রোকসানা লেইস বলেছেন: মুমিনদের জীবনযাপন ধরা পরছে
আখেরাতের রাস্তা পরিস্কার

৬| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধর্মপ্রাণ চোর। এসব চোরের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

রোকসানা লেইস বলেছেন: খুব ভালোলাগত দৃষ্টান্তমূলক শাস্তি হলে। ব্যবস্থাটা কেমনে করা যাবে।
ভেবে বার করা দরকার।

৭| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৩২

বিজন রয় বলেছেন: হাতে নাতে ধরে ফেলেছেন??
হা হা হা ..............

ধর্মপ্রাণ শয়তানরা আর কি করবে বলুন।
কোন কিছুতো তো আর পেরে উঠছে না।

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:০৯

রোকসানা লেইস বলেছেন: ছবি দিয়ে রেখেছে নিজেই । তার জন্য সুবিধা হলো
ধর্মের লেবাশে শয়তানি করবে

৮| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৭

নাগরিক কবি বলেছেন: ঠিক আছে তাহলে, চাঁদ গাজী ভাই মহা সম্পাদক। তার উপ্রে দায়িত্ব দেওয়া হইলো ;)

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:০৭

রোকসানা লেইস বলেছেন: বেশ তো অগ্রগতি হচ্ছে।
চোর নয় তো চোরের সাগরেদ এখানে আসছে মনে হয়। দেখেন ধরতে পারেন নাকি

৯| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৫

সুমন কর বলেছেন: এসব চোরদের শীতের রাতে জামা-কাপড়.....পুকুরে চুবানো উচিত !!!

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:১১

রোকসানা লেইস বলেছেন: এক দম।
কিন্তু শীতকালের জন্য অপেক্ষায় না থেকে অন্য সময়ে কি ব্যবস্থা নেয় যায়

১০| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৫১

ইয়াশফিশামসইকবাল বলেছেন: আপনিও একটা চোর...

২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৫২

রোকসানা লেইস বলেছেন: ইয়াশফিশামসইকবাল বলেছেন: আপনিও একটা চোর..

আমার লেখা কেউ ফলস নামে চুরি করেছে। আর এ এসে আমাকে চোর বলছে।
কখনো তাকে আমার ব্লগে দেখি নাই।
লেখা চুরি গেলে সে বিষয়ে আপত্তি করার রাইট আছে
কিন্তু আমকে কি কারণে চোর বলছে সেটা জানা দরকার

১১| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:১৫

রোকসানা লেইস বলেছেন:
চোরের অরেকটা ছবি আর ফোন নাম্বার পাওয়া গেছে। ০১৯৪১১২৭২৪৮

১২| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি ইসলামী লেবাসধারী এই চোরের প্রতি। আমি আমার লেখাচোরদের সনাক্ত করতে খুবই বিরক্ত বোধ করি। বিলিয়ার রহমানের সৌজন্যে কয়েকজনের চেহারা দেখেছিলাম। এখন তো তিনিও ব্লগে অনুপস্থিত!

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:২৫

রোকসানা লেইস বলেছেন: তীব্র নিন্দা ধিক্কার তো আছেই কিন্তু এরা সামুতে ঘাপটি মেরে বসে আছে ।
১০ নম্বর মন্তব্যকারী ইয়াশফিশামসইকবাল মনে হচ্ছে আসল চোর। নয় তো চোরের সাগরেদ।

১৩| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৬

স্বতু সাঁই বলেছেন: এরা শরিয়তের পোকা।

১২ ই জুলাই, ২০১৭ ভোর ৪:১৪

রোকসানা লেইস বলেছেন: একদম নর্দমার কীট

১৪| ২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৪৩

শামীম শাহ বলেছেন: আস্তাগফেরুল্লাহ্‌

২৯ শে জুন, ২০১৭ রাত ১১:০৫

রোকসানা লেইস বলেছেন: নির্লজ্জ বেহায়া

১৫| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ইয়াশফিশামসইকবাল বলেছেন: আপনার বেশির ভাগ লেখার মুল ভাব নকল করা/ধার করা...সেই হিশাবে আপনাকে আমার চোর মনে হোয়েছ।
পুনো: আমার লেখার স োংখা খুবি কম, সুতুরাং আসল চোর, নয় তো চোরের সাগরেদ বলাটা বেমানান।

১৬| ০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২

রোকসানা লেইস বলেছেন: তাই নাকি। তো এত দিন চুপ করে থাকার কারন কি? আজ চোরের দোষর হয়ে নাকি চোর নিজেই অন্য নামে এসে যা তা বলার চেষ্টা করা হচ্ছে। নিজের চেহারা জনসম্মুখে উন্মচন হয়ে গেছে তাই উল্টো গান গাওয়া হচ্ছে না কি?
আমার লেখা মৌলিক কোন ভাব চুরি করেও লেখা নয়।
চোর যে আমার আস্ত লেখা তার নামে দিয়ে রেখেছে সে ব্যাপারে মতামত কি?


১৭| ০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৮

প্রাইমারি স্কুল বলেছেন: যেহেতু নম্বর আর আইডি পাওয়া গেছে তার সাথে যোগাযোগ করলে ভালো হয় কেন সে এই কাজ করেছে? বুঝে করেছে না কি না বুঝে ? যদি অনুতপ্ত হয় তাহলে তো ভালো না হলে চোর হিসাবে বলা যেতে পারে।

১২ ই জুলাই, ২০১৭ ভোর ৪:১২

রোকসানা লেইস বলেছেন: খুব ছোটবেলায় শিশুরা শিখে, না বলে অন্যের কিছু নেয়া চুরি করা। না বলে প্রতিবেশী,র শাকটা, মূলাটা, আম, লিচু পেরে খেলেও বেদম মার দেয়া হয় যে দেশে। স্কুলে খাতা পেন্সিল রাবার, কলম না বলে নিলে চুরির দায়ে শাস্তি দেয়া হয়।কাজের লোক হরদম মার খায় দেশের প্রায় পতিটি বাড়িতে চুরি করার দায়ে।
সে দেশের মানুষ আরেক জনের লেখা না বলে নিয়ে, নাম না দিয়ে নিজের বলে প্রচার করছে। এটাকে চুরি না বলে না বুঝে করেছে বলে ধুরন্দরকে আসকারা দেয়ার আপনার প্রচেষ্টাকে সমর্থন করতে পারলাম না।

১৮| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

ইয়াশফিশামসইকবাল বলেছেন: ব্লগে আমি নিয়মিত নই, এটাই এত দিন চুপ করে থাকার কারন। "চোর যে আমার আস্ত লেখা তার নামে দিয়ে রেখেছে সে ব্যাপারে মতামত কি?" আমার মনে হয় সে না বুঝে কোরেচে...

১২ ই জুলাই, ২০১৭ ভোর ৪:১৪

রোকসানা লেইস বলেছেন: ব্লগে নিয়মিত না হয়ে এই লেখাটার প্রতি দারুণ াাগ্রহ াাপনার। আর চোরের পক্ষে বারে বারে সাফাই গাওয়ার জন্য আশাটা খুবই সন্দেহের।
খুব ছোটবেলায় শিশুরা শিখে, না বলে অন্যের কিছু নেয়া চুরি করা। না বলে প্রতিবেশী,র শাকটা, মূলাটা, আম, লিচু পেরে খেলেও বেদম মার দেয়া হয় যে দেশে। স্কুলে খাতা পেন্সিল রাবার, কলম না বলে নিলে চুরির দায়ে শাস্তি দেয়া হয়।কাজের লোক হরদম মার খায় দেশের প্রায় পতিটি বাড়িতে চুরি করার দায়ে।
সে দেশের মানুষ আরেক জনের লেখা না বলে নিয়ে, নাম না দিয়ে নিজের বলে প্রচার করছে। এটাকে চুরি না বলে না বুঝে করেছে বলে ধুরন্দরকে আসকারা দেয়ার আপনার প্রচেষ্টাকে সমর্থন করতে পারলাম না।

১৯| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩

অর্ক বলেছেন: এরকম পঞ্চাশ জনের ছবি প্রকাশ করতে পারি, যারা আমার লেখা চুরি করেছে। একটা পোস্টও পাবেন 'কবিতাচুরি' শিরোনামে আমার পেজে। একজন চোরের দেখলাম সামু ব্লগেও প্রোফাইল আছে। এখন আর এসব নিয়ে মাথা ঘামাই না। আসলে কিছুই করার নেই। এরা জীবনে কোনকিছুই অর্জন করতে পারবে না; জড়বস্তুততুল্য প্রাণী। এদের নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করা বোকামি মনে হয়।

২০| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৪:২০

রোকসানা লেইস বলেছেন: ঠিক এদের জন্য অকারণ সময় নষ্ট। তবে আমি এদের মুখ লুকিয়ে রাখার পক্ষে নই। ১৫০ জনের চেহারা প্রকাশ করে দেয়া উচিৎ।এ টুকু করার আছে ওদের আসল পরিচয় অন্যদের জানিয়ে রাখার জন্য। নয় তো ভালো মানুষের বেশে এরা সমাজে ঘুরে বেরাবে। জড়বস্তুততুল্য প্রাণী নয় এরা ধূরন্দর প্রকৃতির।
সামুতে এদের নামে বে নামে অনেক নিক আছে। নিজেরা নিজেদের ঢোল বাজাতে ব্যস্ত।

২১| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

মোহাম্মদ শাহ জালাল সরকার বলেছেন: আপু কি আর বলব! আমি একটি লেখা পাঠাইছিলাম "দৈনিক যায় যায় দিন" । দু-তিন দিন পর দেখি আমার লেখাটি একজনের ব্লগে। কিভাবে গেল তার কাছে? আমার লেখাতো যায় যায় দিন ছাড়া আর কেউ জানে না। তবে অবাক করা বিষয় হল-যায় যায় দিন আমার মেইল করার ৫ মিনিট আগে সে পোস্ট করছে। কিভাবে সম্ভব । টেক দুনিয়ায় অনেক কিছুই সম্ভব।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

রোকসানা লেইস বলেছেন: সব জায়গাই চোররা সুযোগ নিয়ে ভালো আছে। আর মৌলিক লেখক কেঁদে মরে
শুভেচ্ছা থাকল

২২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫০

অর্ক বলেছেন: ফোন করে ওকে বোঝাতে চাই এসব না করে নিজে লেখার জন্য। কিন্তু আপু, আমি ফোন দেয়ার সাহস পাচ্ছি না। এসব বললে নির্ঘাত খুব অপমান করবে!



ইদানীং আমার লেখা খুব চুরি হচ্ছে। আজকের কবিতা কয়েক ঘন্টায় কয়েকজন ফেসবুকে কপি করেছে। কীযে করি! এদিকে এখানে আবার পঠিত, মন্তব্য লাইক কিচ্ছু নেই। বিরক্তিকর।

শুভকামনা আপু। ওর ভয়ে কবিতা পোস্ট ছেড়ে দেননি তো আবার!
ভালো থাকুন।

২৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪১

রোকসানা লেইস বলেছেন: জেনে বুঝে সেয়ানা তাদের বুঝানো সম্ভব না।
এই যে এখানে একজন এস উল্টা আমাকে চোর বলে যাচ্ছে।
ফেসবুকে আমার লেখা নাম ছাড়া অনেকে নিজের মতন চালায় । এদের সাথে কথা বলে কোন লাভ নেই।
এই চোর তো আস্ত একটা নিবন্ধ যা আমি বাস্তবতার উপলব্ধিতে আমার অভিজ্ঞতা থেকে লেখেছি তা নিয়ে নিয়েছে।
একটা বিষয় দেখছি চোরদের অনেক বেশী প্রচার মূল লেখকের চেয়ে।

২৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

কানিজ রিনা বলেছেন: হুজুররা সবসময় বলেন আপনি যতই অন্যায়
করবেন আল্লাহর কাছে হাত তুললে মাফ
হয়ে যায়। তাই গোপনে থাকলে মাফ। ওপেন
হলে মাফ নাই।
তয় একখান কথা সব মাছেই ঘুখাশ হুজুরদেের
দোশ হয়। ধন্যবাদ।

২৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ২:২৯

রোকসানা লেইস বলেছেন: আপনার কি উনার লেবাস হুজুরদের মতন লাগছে না। উনার বিষয়ে বলা হয়েছে এখানে। যে এমন লেবাস ধারন করে, তার চুড়ি করা সাজে না।

২৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: এই চোরকে কচু গাছের সাথে ফাঁসি দেয়া দরকার।

২৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৭

রোকসানা লেইস বলেছেন: মন্দ বলেন নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.