নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

গোর্নিকা এখনও

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩২



গোর্নিকা এখনও

ঘাই মারে বুকের ভিতর যে শব্দ বিন্যাশ
তা কখনই প্রকাশ করতে পারি না।
অপ্রকাশের অপুর্ণতা কুঁড়ে কুঁড়ে খায়।
জলপাই বন, তামাটে রঙ, হয়ে যায়।
রঙহীন জল হয়ে যায় লাল, রক্তের মতন লাল।
লোহিত কনিকা ভাসে স্রোতের বুদবুদে।
সাপ্লাইর জলে অসংখ্য মানুষের মিলিত রক্ত কনিকা
ঘাম এবং মাংসের কনা মিলে মিশে সরবত হয়ে থাকে।
অনিমেষ- ট্যাপ খুলে
আমরা পান করি চুমুকে চুমুকে হাসির হুল্লেরে মেতে।
একবারও তাকিয়ে দেখি না কতটা
পান করছি, মানুষ জীবন।
ছিন্ন ভিন্ন মানুষ, প্রতিদিন মিশে যায় আমাদের শরীরে।
শব্দ ভাণ্ডার হারিয়ে যায়, থমকে তাকিয়ে দেখি,
পৃথিবীতে ঘটে যাওয়া তাবদ রক্তক্ষরণ,
উচ্ছেদে আবাসহীন মানুষের হাহাকার
আর দখলদারি উল্লাস।
বিস্ফোরিত নির্বাক চোখের ভাষা পড়তে
গড়ায় অশ্রুজল।
মানবিক মানুষ, এই চোখে তাকিয়ে থাকতে পারে না।
অন্যদিকে, ওদের আহ্লাদ বাড়ে, ভয়ে বিস্ফোরিত চোখ দেখে
উলঙ্গ ঝুলিয়ে দেয়া বা চোখের পাতা উপড়ে নেয়া
লজ্জাশীল নারীর বসন খুলে ফেলার মাতাল উন্মাদনায়
মানবেতর মৃত্যু দেখে অট্টহাসিতে তৃপ্ত হয়
সঙ্গম শেষের নির্জিবতায় ভাবে
পৃথিবীতে আর সব মিথ্যা শুধু নিজেরা সত্য যুধিষ্ঠি।
ক্লান্ত হয়ে যাই মাতৃহীন শিশুর, উপুড় হয়ে পড়ে থাকা দেহ ভাড়ে।
ট্রমা আক্রান্ত, চোখ দেখে ;নির্বিকার অসুস্থতা জড়িয়ে ধরে দেহ মনে।
শান্তির পায়রা উড়িয়ে তখনও শান্তি শান্তি রব উঠে
কিন্তু পৌঁছায় না একমুখো দানবের দেয়াল ফুঁড়ে শান্তি বারতা।
শান্তি, শব্দটি তাদের অভিধানে নেই।
গোর্নিকার ধ্বংসস্তুপ, স্পেন ছাড়িয়ে ছড়িয়ে যায় পৃথিবীর চর্তুদিকে
অথচ শান্তির পায়রা উড়ছে সমান ভাবে।
ভীত কম্পিত ভাষাহারা মানুষের
ভাবলেশহীন চোখের সামনে পরে; আমি কেবল কুঁকড়ে যাই
ভীষণ কুঁকড়ে ম্লান হয়ে যাই,
শরীর জুড়ে ভয়ার্ত শীতল সর্পিল স্পর্শ জাগে
পালিয়ে যেতে চাই ভাবলেশহীন দৃষ্টি থেকে দূরে-
এ আমার অপারগতা ক্ষমার অযোগ্য অপারগতা।
তবু প্রার্থনা কায়মনে চুপি চুপি-
পায়রাগুলো উড়ে উড়ে শান্তি, নামাতে পার তো যদি এ পৃথিবীতে

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: করুণ বর্ণনায় পরিবেশ ভারী করে তুলেছে!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

রোকসানা লেইস বলেছেন: চারপাশে যে বড় ভারী পরিবেশ উপেক্ষা করার উপায় আছে কি?

শুভেচ্ছা রূপক বিধৌত সাধু

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১২

মলাসইলমুইনা বলেছেন: বিউটিফুল ! পিকাসোর আঁকা গুয়ের্নিকাটাই যেন চোখের সামনে দেখতে পেলাম আপনার কবিতা পড়তে পড়তে | রোহিঙ্গাদের কষ্টের ছবিটা খুবই তীক্ষ ভাবে ফুটে উঠেছে আপনার কবিতায় আপনার অনুভবের মধ্যে দিয়ে |

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

রোকসানা লেইস বলেছেন: পৃথিবী জুড়ে এখনও কেন গোর্নিকা; এখনও এমন বিভৎষতার প্রতিযোগীতা।
এই অনুভব থেকে কবে মুক্তি জানি না। তবে মুক্তি চাই।

শুভেচ্ছা মলাসইলমুইনা

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগলো অপনার কবিতাটা ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা হাসু মামা

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

জাহিদ অনিক বলেছেন: পৃথিবীতে আর সব মিথ্যা শুধু নিজেরা সত্য যুধিষ্ঠি। - দারুণ ।




শান্তির পায়রা নেমে আসুক দুনিয়াতে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০৬

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!! পরিপূর্ণ বাস্তবতা কবিতায় শব্দের ভাজে ভাজে।

মানবতার জয় হোক বিশ্বময়

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২১

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন

মানবতা ফিরুক মানুষের মাঝে এই অপেক্ষা

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


মানবতা পথ হারায়েছে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

রোকসানা লেইস বলেছেন: মানবতায় মানুষকে কি ভাবে ফিরিয়ে আনা যায়

শুভেচ্ছা চাঁদগাজী

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা সেলিম আনোয়ার

৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানবতা মানবের মধ্যে নেই!!

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৪

রোকসানা লেইস বলেছেন: অমানবিক মানুষের যাঁতাকলে পিষ্ট হচ্ছে মানবতা
শুভেচ্ছা সৈয়দ মশিউর রহমান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.