নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

খারাপ সব সময় মন্দ না

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯



বিশ বিশ সালে বেশ কয়েক বছর পরে আমার একটি উপন্যাস প্রকাশের সিদ্ধান্ত নিলাম। বই প্রকাশ উপলক্ষে ফেব্রুয়ারি বইমেলায় দেশে থাকারও সিদ্ধান্তও নিয়ে নিলাম।
আগাম পরিকল্পনা অনুযায়ী আগে ভাগে জানুয়ারীর শুরুতে টিকেটও করে ফেললাম প্লেনের। এত আগে প্রস্তুতি কখনই নেয়া হয় না আমার কোথাও যাওয়ার জন্য বেশির ভাগ সময় হুটহাট বেড়িয়ে পরি, কোন পরিকল্পনা ছাড়া।
আস্তে ধীরে স্যুটকেস গুছিয়ে তৈরি থাকব যাওয়ার দিনে কোন কাজ রাখব না এমনই পরিকল্পনা। কিন্তু জানুয়ারীর শেষের দিকে করোনার আতংক শুরু হলো।
ধীরে ধীরে বাড়ছে আতংক। যে যেখানে ছিল বাড়ি ফিরার তাগদায় প্লেনের টিকেট খুঁজে ফিরছে, হন্যে হয়ে। যারা বাংলাদেশে ছিল এদেশের সরকার তাদের নিজের দায়িত্বে দেশে ফিরিয়ে আনল।
এমন অবস্থায় আমার দেশে যাওয়ার চিন্তা করাও ঠিক না।
এদিকে টিকেট কাটা হয়েছে তার রিফান্ড পাওয়া যাবে কি না জানি না। কারণ রিফান্ড পাওয়ার জন্য যে ফি দিয়ে টিকেট কাটা হয় আমি তো সেটা করিনি। আমি তো দেশে যাচ্ছি নিশ্চিত এমনই সিদ্ধান্ত ছিল। পৃথিবীর রূপ এমন বদলে যাবে কে জানত।
বইটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মেলায় এলো।
উৎকণ্ঠা নিয়ে দেখছিলাম বইমেলা হবে কিনা। কিন্তু বাংলাদেশে বেশ ভালোভাবে মেলা চলছিল।
আমার পরিচিত যারা বই কিনেছেন তারা জানালেন মেলায় যাওয়ার কথা বই সংগ্রহ করার কথা। আমি শুধু যেতে পারলাম না বলে আফসোস করতে থাকলাম।
যাহোক তবু যাওয়ার তারিখের কদিন আগে ফোন করে বললাম প্লেন কোম্পানিকে করোনা পরিস্থিতির জন্য এখন আমি যাওয়া বাতিল করছি। তারা যেন আমার টাকা ফিরিয়ে দেয়। পরিস্থিতি এমন না হলে অবশ্যই আমি যেতাম।
তারা বলল, বাংলাদেশের পরিস্থিতি ভালো করোনা নাই তাই তারা আমার টাকা ফিরত দিতে পারছে না। চাইলে আমি একটা কেইস ফাইল করে রাখতে পারি।
কি আর করা পরিস্থিতির জন্য সব নতুন করে ভাবতে হচ্ছে আগের ভাবনা চিন্তা বাতিল হলো। এত বছর বাদে বই বের করে মেলায় থেকে আনন্দ করতে চাইলাম তাও হবে না। আবার ভাড়ার টাকাও গচ্ছা যাবে। মন খারাপ হলো সবদিক দিয়ে।
যাহোক একটা কেইস ফাইল করে রাখলাম।
প্রায় আট নয় মাস বাদে তখন তো গোটা দুনিয়া করোনায় উল্টপাল্ট অবস্থা, তারা আমাকে জানাল, টিকেটের অর্ধেক টাকা আমাকে ফিরিয়ে দিচ্ছে। যাক মন্দের ভালো নাই মামার চেয়ে কানা মামা পাওয়া গেলো।
পুরোটাই তো যাচ্ছিল কিছুটা পাওয়া গেলো সেই ভালো বাকি অর্ধেকের মায়া ত্যাগ করে দিলাম। অর্ধেক টাকা ক্রেডিড কার্ডে ফিরে এসেছে।
তারপর মেঘে মেঘে বেলা গড়িয়েছে অনেক। ব্যাপারটা ভুলেই গেছি আমি। করোনার মধ্যেও দেশে যেতে হলো, আসতে হলো। ঘুরতে গেলাম ইউরোপেও। নতুন মাস্ক পরে চলায় অভ্যস্ত তখন । ভ্যাকসিন সাটিফিকেট হাতে নিয়ে প্রমাণ দেখাই আমার করোনা হওয়ার সুযোগ নেই। আমি সেইফ। যদিও এখন দেখা যাচ্ছে ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হচ্ছে অনেকেই।
এর মাঝে গত বছর মাঝামাঝি সময়ে প্লেন কোম্পানি জানাল তারা আমার বাকি টাকার একটা কুপন দিচ্ছে। আবার যখন টিকেট কাটব তখন এই কুপন ব্যাবহার করতে পারব। তবে কিছু শর্ত জুড়ে দিয়েছে। এই কুপন কোন ভ্যাকেসন প্যাকেজে ব্যাবহার করা যাবে না। আরে দেশের বাড়ি গেলেও তো সেটা ভ্যাকেশনই আমার জন্য। তারা ঠিক কি বোঝাতে চাইল বুঝলাম না। কুপন পরে আছে ইমেলে। কখন যে ব্যবহার করা হবে জানি না। ভালো তবু টাকা ফিরে এসেছে ব্যবহার করা যাবে কোন এক সময়।
বছর শেষের কদিন আগে বড়দিনের দিন একটা মেইল পেলাম, প্লেন কোম্পানী আমার বাকিটাকাও ফিরিয়ে দিচ্ছে নগদে। বড়দিনের দিন ই মেল পেয়ে ভাবলাম এটা একটা জোকস। স্ক্যাম তো কত রকমের হয় এখন। আজকাল ম্যাসেজ আসে টাকা পাঠানো হয়েছে, পেয়েছো। কে যে এত টাকা পাঠাচ্ছে আমাকে যাদের চিনি না জানি না।
এই ইমেলও মনে হলো তেমন কিছু। কিন্তু ইমেলটা আগের মেইলের সাথে লিঙ্ক আপ তাহলে আসলও হতে পারে।
আসলেই আসল এতদিন পর ওরা আমার পুরো টাকাটাই নগদে রিফান্ড দিয়েছে। বছর শেষের সময়ে ভালো একটা খবরে মন ভালো হয়ে গেল।



মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল খবর। চমৎকার শেয়ার ।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৩

রোকসানা লেইস বলেছেন: :) অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



এয়ারলাইন্স আপনাকে টাকা ফিরিয়ে দিয়েছেন জেনে ভালো লেগেছে। আকাশের চিঠি বইয়ের প্রচ্ছদ খুবই সুন্দর হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৯

রোকসানা লেইস বলেছেন: খবরটা আমাকে এত আনন্দ দিয়েছে তাই সবার সাথে শেয়ার করে ফেললাম।
সব সময় এয়ার লাইনস টাকা খেয়ে ফেলে না। আর নিয়ম মতন কিছু কাজ কি সুন্দর হয় বিষয়টা জানা দরকার সবারই।

চিঠিতে লেখা উপন্যাসটির প্রচ্ছদ করিয়েছেন আমাদের ব্লগ বন্ধু নীল সাধু। আমারও খুব পছ্ন্দ হয়েছে প্রচ্ছদটি। বইটি প্রকাশও হয়েছে নীল সাধুর এক রঙা এক ঘুড়ি প্রকাশনা থেকে।
অনেক ধন্যবাদ ঠাকুরমাহমুদ
শুভকামনা

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৮

নীলসাধু বলেছেন: ভাল হল আপা।
:D
বইমেলার স্মৃতি মনে পরে গেলো। সে বছর সেই মেলার পর হতে বাংলাদেশে করোনা মহামারী হানা দিয়েছিল।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৮

রোকসানা লেইস বলেছেন: আমারও মনে পড়ে গেলো, আসলে প্লেন কোম্পানিই আবার মনে করিয়ে দিল। তাই লিখে ফেললাম।
কত রাত জেগে কথা বলা কত আয়োজন বই প্রকাশের জন্য।
যাওয়ার ইচ্ছা সব ভেস্তে দিল করোনা দুর্দশা।
আবারও বইমেলা আসছে। আবারও আ করোনাও বেশ ঘুট পাক্কাচ্ছে । চীনে তো বেশ খারাপ অবস্থা।
সাবধানে থেকো ভালো থেকো

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

শেরজা তপন বলেছেন: আপনার টাকা নিয়ে ওরা চরম পেরেশানিতে ছিল! টাকা ফিরিয়ে দিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছে বেচারারা :)

সেই বইমেলাতে আপনার বই বেরোনোর খবর জানা ছিল না। সময় সুযোগ করে সংগ্রহ করে নিব।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫৪

রোকসানা লেইস বলেছেন: যা বলেছেন একদম মনে হয় শান্তি পেয়েছে।
কষ্টের টাকা না আমার মেরে দিতে পারবে না তাই ফিরিয়ে দিয়েছে।

সে সময়টা অদ্ভুত ছিল খবর না জানা, অস্বাভাবিক নয়।
মেলা আসছে পেয়ে যাবেন নীল সাধুর একরঙা এক ঘুড়ির দোকানে।
নয় তো পাবেন রকমারিতেও।
ভালো লাগল সংগ্রহ করবেন জেনে।
ভালো থাকবেন

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,




আসলেই, সব খারাপই সব সময় মন্দ হয় না!

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫৭

রোকসানা লেইস বলেছেন: মন্দটা তাতক্ষনিক মন্দ মনে হলেও দেখা যায় পরে তার সুফল।
অপেক্ষার কাল কাটানো লাগে তার আগে এই আরকি
অনেক ভালো থাকবেন আহমেদ জী এস

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

ডঃ এম এ আলী বলেছেন:



আপনি ভাগ্যমান ।
বছরের শুরুতেই একটি সুখবর দিয়ে
শুরু করেছেন । নববছরে দেয়া শুভেচ্ছা বার্তা
ফলতে শুরু করেছে দেখে খুশী হলাম ।
আরো বেশী বেশী শুভেচ্ছা রইল ।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০০

রোকসানা লেইস বলেছেন: আপনাদের দোয়া, শুভকামনার কামিয়াবী ফলাফল। সব সময় শুভ কামনায় রাখবেন।
অনেক ভালোলাগারই বিষয়টা।
শুভকামনা অফূরন্ত

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৩

কামাল১৮ বলেছেন: যারা লেখা লেখি করে তারা সাধারন ঘটনাকেও কতো সুন্দর অসাধারন ভাবে প্রকাশ করতে পারে।দেখে হিংসা হয়।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:০৫

রোকসানা লেইস বলেছেন: আনন্দ হচ্ছে আমার আপনার মন্তব্য পড়ে।
তবে হিংসা করবেন না প্লিজ।
ডঃ এম এ আলী র মতন শুভকামনায় রাখবেন। :D :D :D
আপনার জন্য শুভকামনা

৮| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৪

মহা পন্ডিত বলেছেন: সব ভালো যার শেষ ভালো

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫৩

রোকসানা লেইস বলেছেন: তাই সব ভালো যার শেষ ভালো
ধন্যবাদ মহা পন্ডিত

৯| ০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২০

রানার ব্লগ বলেছেন: যাক বই ও প্রকাশিত হলো টিকেটের টাকাও ফেরত পেলেন !! মন্দের ভালো !!!!

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫৫

রোকসানা লেইস বলেছেন: বই প্রকাশ হলো কিন্তু মেলায় থাকতে পারলাম না। এই দুঃখটা রয়ে গেলো
আমার প্রথম বই ছাড়া আর কোন বই প্রকাশের সময় আমি বই মেলায় থাকতে পারিনি।
শুভেচ্ছা রানার ব্লগ

১০| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: আপনি ভাগ্যবতি।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০২

রোকসানা লেইস বলেছেন: হয়তো ভাগ্যবতি তবে মূল বিষয় হলো বিদেশি কোম্পানি গুলোর কতগুলো নীতি থাকে যার জন্য গ্রাহককে সমস্যায় পরতে হয় না। প্রথম অবস্থায় হয় তো ওরা করোনার ভয়াবহতা নিয়ে অতটা বিচলিত ছিল না। কিন্তু পরবর্তিতে সব দেখে টাকা ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত তারাই নিয়েছে। যেখানে গ্রাহকের কোন দোষ নেই টিকেটটি ব্যবহার না করার জন্য।
শুভেচ্ছা রাজীব নুর ভালো থেকো অনেক

১১| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:২৩

জ্যাক স্মিথ বলেছেন: আমার যত ভালো কিছু সব খারাপ থেকেই হয়েছে।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:১৪

রোকসানা লেইস বলেছেন: খারাপ হলেই আমরা অস্থির হয়ে যাই শুরুটা খারাপ লাগলেও শেষটা সুন্দর হয় অনেক সময়।
জ্যাক স্মিথ শুভকামনা

১২| ১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬

মিরোরডডল বলেছেন:




এরকম হয়, যখন হয় মনে হয় কেনো হলো কিন্তু পরে বুঝি ভালোর জন্যই হয়েছে।

২০২০ ফেব্রুয়ারী ঢাকা যাবো, আগে টিকিট কাটা ছিলো কিন্তু করোনার কারণে ক্যানসেল করেছিলাম।
আবার কেটেছি জুলাই ২০২০ সেটাও ক্যানসেল করতে হয়েছিলো কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্স একমাসের মধ্যে ফুল রিফান্ড করেছিলো।

বইটির জন্য শুভকামনা থাকলো আপু।
বাই দ্যা ওয়ে, ইউটিউবে দেখেছিলাম তুমি খুব ভালো আবৃতি করো।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:১৭

রোকসানা লেইস বলেছেন: একটা কথা আছে না যা হয় ভালোর জন্যই হয়। খারাপ কিছু হলে সেটা মানতেই চাই না আমরা। কিন্তু ভালো হলে খুব খুশি।
মন্দ ভালোই করে অনেক সময়।
২০২০ সালে প্লেন কোম্পানি গুলো নতুন নিয়ম চালু করে রিফাণ্ড দেয়ার।
২১ সালে দেশ গিয়ে ২২ এর ফেব্রুয়ারীতে আসতে চেয়েছিলাম বই মেলা করে। কিন্তু পারিবারিক প্রয়োজনে চলে আসতে হলো ডিসেম্বরে আমিরাত রিফান্ড দিয়ে দিয়েছিল সাথে সাথে কোন প্রশ্ন না করে।

ধন্যবাদ ইউটিউব খুঁজে দেখার জন্য। এক সময় করতাম আবৃত্তি।
এত কিছু করতে ইচ্ছা করে কোনটা রেখে কোনটা যে করি। সব কিছুর জন্য চাই অনেক সময়।
সব সময় ভালো থেকো মিরোরডডল
শু।কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.