| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- আপনার কলম টা একটু দিবেন ?
- !!! ( খেয়াল করেনি )
- এই যে শুনছেন ? আপনার কলম টা একটু দিবেন ?
- ??? । বুঝতেছি না । ( মেয়েটি ইশারা করে বলল ছেলেটিকে '' কানে হেডফোন '' )
- আপনার কলম টা একটু চাইছি ( ছেলেটি হাতের ইশারা করে বলল )
- ও হ্যাঁ , সিওর ।
- ধন্যবাদ ।
- ইট'স ওকে !!
- এই যে আপনার কলম , আবারও ধন্যবাদ ।
-
একটি পার্কের ছোট্ট একটি দৃশ্য এটি । পরের দিন ছেলেটি আবার ঐ পার্কে বসে থাকলো মেয়েটির অপেক্ষায় ... কারন মেয়েটিকে দেখে ছেলেটির ভালো লাগা থেকেই । ছেলেটিকে অবাক করে মেয়েটি ঐ দিন ও আসলো পার্কে , এসে বসলো পাশে ...
- আপনি ? ভালো আছেন ?
- ??? উম উম !! ( কানে হেডফোন ইশারা করে বলল )
- আপনি কিছু শুনছেন ?
- ???? উম উম !! ( মেয়েটি আবারো হেডফোন কানে এটা ইশারা করে জানালো )
ছেলেটি এবার একটা কাগজের টুকরোর উপর লিখে দিল ...
- আপনি কি শুনছেন জানতে পারি ?
- একটা অনেক সুন্দর গান শুনি !! ( মেয়েটিও একটি কাগজের উপর লিখে দিল )
- আমি কি শুনতে পারি সুন্দর গান টা ? ( '' )
- না , এটা শুধু আমিই শুনি ... ( '' )
- ওহ , আমরা কি বন্ধু হতে পারি ? ( '' )
- হ্যাঁ , অবশ্যই । ( '' )
- প্রিয় রং ? আমার কালো । ( '' )
- নীল । ( '' )
- সত্যি !! আমার নাম নীল
। আপনার ? ( '' )
- নিলীমা
আজ যায় , আবার দেখা হবে ।
( '' )
-
একদিন পর ... আবার একই যায়গায় দুইজনের দেখা , ছেলেটি আগে থেকেই অপেক্ষা করছিল ... মেয়টিকে দেখে
-
- এটা অনেক ভালো আজ ও আমাদের দেখা হল এখানে
। ( কাগজের উপর )
- আপনি আজ দেরি করলেন !
- আপনার চুলগুলো এলোমেলো ।
- হুম , তুমি কি সব সময় কানে হেডফোন রাখো ?
- হুম
- ' ' ' ' ' '
- ' ' ' ' ' '
কিছুক্ষণ দুজনের খুঁটিনাটি আলাপ চারিতা চলল এভাবে ( কাগজের উপর ) ... এর পর মেয়েটি ...
- তুমি কি শুনতে চাও আমি কি শুনি ?
( '' )
- হুম , অবশ্যই
( '' )
- তাহলে শোনো !! ( '' )
-
-
মেয়েটি ছেলেটি কে তার হেডফোন ধরিয়ে দিল । ছেলেটি মাইক্রোফোন কানে নিল .... ছেলেটি কিছুই শুনতে পেল না ।
- অদ্ভুত ! আমি কিছুই শুনি না ।
- ???? !!!
ছেলেটি তখন বুঝতে পারলো মেয়েটির শ্রবণশক্তি নেই । তাই তার কাছে সব কিছুই সুন্দর লাগে গানের মত , সব কিছু ।
ছেলেটি ...
- তুমি সত্যি অনেক সুন্দর , আবার দেখা হবে
( '' )
-
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
সঞ্চি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
ইমরাজ কবির মুন বলেছেন:
আনএক্সপেক্টেড।
সুন্দর হৈসে ||
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
সঞ্চি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
৩|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
তাসজিদ বলেছেন: রোমানটিক
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
সঞ্চি বলেছেন: হুম
৪|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮
নীল-দর্পণ বলেছেন: এভাবে শেষ হবে ভাবি-ই নি! সুন্দর
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
সঞ্চি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
৫|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
ইসতিয়াক অয়ন বলেছেন: আবার দেখা হবে --- চমৎকার !
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
সঞ্চি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
৬|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
এম মশিউর বলেছেন: সঞ্চিতা লাবণী নোভা!!
ভালো তো।।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
সঞ্চি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
৭|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০
শীলা শিপা বলেছেন: আবার দেখা হবে?? তাহলে তো ভালই হল
![]()
সুন্দর গল্প
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
সঞ্চি বলেছেন: হুম
অনেক অনেক ধন্যবাদ ![]()
৮|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো অণুগল্প!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
সঞ্চি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৯|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯
সপ্নাতুর আহসান বলেছেন: ফেবু'র লিঙ্ক ধরে এসে পড়েছিলাম, মন্তব্যও দিয়েছি সেখানে।
গল্পের শেষাংশটাই টার্ন করেছে লেখাটাকে, তা না হলে বলতাম সাদামাটা গল্প।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
সঞ্চি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১০|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
যাযাব৮৪ বলেছেন: ভাল লাগলো
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯
সঞ্চি বলেছেন: ধন্যবাদ
১১|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
মাইয়াটা ভাব নেয়।
১২|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
মুনেম আহমেদ বলেছেন: বেশ ভালো লাগল। সুন্দর লিখেছেন
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর অনুগল্প।
ভালো লাগল ।।