নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি

সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি

বিশ্বাস০০৭

একদিন সত্যিই আমার সপ্নগুলু ডানা মেলে উড়বে। আমার ক্ষমতাকে আমি সম্পূর্ণ উপলব্ধি করতে চাই । তাই তো বেঁচে আছি এই পৃথিবীতে না হলে কবেই চলে যেতাম এই নিষ্ঠুর পৃথিবী থেকে।MBA করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জীবনে অনেক বড় হতে চাই। নতুন কিছু সৃষ্টি করতে চাই।

বিশ্বাস০০৭ › বিস্তারিত পোস্টঃ

ঢাবি সমাবর্তনে ভারতীয় জাতীয় সঙ্গীত নিয়ে যাদের কিছু প্রশ্ন আছে তাদেরকে বলছি!!!!!!

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩৪

বাংলাদেশের জাতীয় সংগীতের আগে ভারতের জাতীয় সংগীত কেন- এই রকম একটা পোস্ট দেখলাম। পোস্টটিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রীতিমত কাঠগড়ায় দাঁড়া করানো হয়েছে। তাই একটু বলছি।



আমরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ছি বা পড়েছি। কাজের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেনেশুনে এত বড় একটা ভুল নিশ্চই করবে না। তাও আবার সমাবর্তনের মত এত বড় একটা অনুষ্ঠানে। একটু লক্ষ্য করুন।



প্রথমে বলি, দুনিয়ার সব জায়গায় ধর্মগ্রন্থ থেকে তিলাওয়াতের আগে জাতীয় সঙ্গীত হয়। যেমন: Click This Link



দ্বিতীয়ত: কোন অনুষ্ঠানে যখন কোন দেশের রাষ্ট্রপতি থাকে তখন সেই দেশের জাতীয় সংগীত বাজানো একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। যেমন সার্ক সম্মেলনে যখন সব দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি থাকে তখন সব দেশের জাতীয় সংগীত বাজানো হয়। আবার উইনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া যখন ড. ইউনুস কে ডক্টর অফ ল ডিগ্রি দেয়, তখন বাংলাদেশ আর কানাডা দুই দেশেরই জাতীয় সংগীত বাজানো হয়েছিল। (Click This Link)



তৃতীয়ত: সবসময় অতিথি দেশের জাতীয় সঙ্গীত সব সময় আগে বাজানো হয়। উদাহরণ হিসেবে দেখতে পারেন: http://www.state.gov/s/cpr/what/c18027.htm



এসব সস্তা প্রোপাগান্ডায় গা ভাসিয়ে নিজের বিশ্ববিদ্যালয় নিয়ে ধুম করে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন। বিশেষত সেটা যখন ঢাক বিশ্ববিদ্যালয়, আমাদের অনেক গর্বের একটা জায়গা। নিজের বিশ্ববিদ্যালয়কে ছোট করা কিন্তু এক দিক থেকে নিজেকেও ছোট করা। যারা এই অনুষ্ঠানের সূচি নির্ধারন করেন তাদের যোগ্যতা আছে বলেই করেন।(কৃতজ্ঞতাঃ Unsigned Integer )

মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৪১

ধ্রুব তারা বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য ।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৪৬

বিশ্বাস০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৪৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: মোক্ষম জবাব

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৪৭

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: স্টিকি করা হোক

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৫১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: মোক্ষম জবাব

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৫৫

পথ-হারা এক পথিক বলেছেন: খলিলুর রহমান ফয়সাল বলেছেন: মোক্ষম জবাব

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৫৮

হাসান মাহবুব বলেছেন: জানলাম।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: অনেক কিছু জানলাম, ধন্যবাদ...

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:১১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য

৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:০৮

মুস্তাফা সাধ বলেছেন: আম্রিকার না আমাদের দেশের আইনটাই রেফার করেন,
Click This Link
শিডিউল ১২ ও তদসংলগ্ন

১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

সুবিদ্ বলেছেন: জানা ছিল না, অনেক ধন্যবাদ শেয়ারের জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.