![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।
আজ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্তে আমিনুর রহমান (৩৫) নামের এক বাংলাদেশিকে ভারতীয় গ্রামবাসী ও বর্বর বিএসএফ বেধড়ক পিটিয়ে হত্যা করেছে। পরে নিহতের লাশ টেনে হেঁচড়ে ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৭২ নম্বর মেইন পিলারের নিকট থেকে বাংলাদেশি গরু ব্যবসায়ী আমিনুর রহমানকে ভারতীয় সীমান্তের অধিবাসীরা ধাওয়া করে বিএসএফের হাতে তুলে দেয়। এ সময় বিএসএফ ও গ্রামবাসীর পিটুনিতে তার মৃত্যু হয়।
স্থানীয় বিজিবি বরাবরের মতই পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে কড়া প্রতিবাদপত্র দিয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীমান্তের ওপার ভারতীয় অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
এ ঘটনায় আমারা বলতে চাই থামো বিএসএফ থামো !! , শাহবাগের গর্জন না হয় তোমাদেরও শুনতে হবে।
©somewhere in net ltd.