নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সাহা

স্বাধীনতা আমার শক্তি। ৭১ আমার চেতনা।

সত্য সাহা

আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।

সত্য সাহা › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালীর বেলালকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড়

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

নোয়াখালীর বেলাল নামের এক কিশোর নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাপ দিয়ে একটি হরিণ শাবকের জীবন রক্ষা করেছে। এ নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলে বাংলাদেশি কিশোরের বিস্ময়কর সাহসিকতা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।



ওই প্রতিবেদনে বলা হয়েছে, মূষলধারে বৃষ্টি হওয়ার কারণে নোয়াখালী অঞ্চলে একটি হরিণ শাবক তাদের দল থেকে হারিয়ে নদীর মধ্যে পড়ে যায়। এসময় নদীতে জোয়ার ছিল। বেলাল ও তার কয়েকজন বন্ধু এ ঘটনাটি দেখে। তবে কেউ এগিয়ে না আসলেও বেলাল নদীতে ঝাঁপ দেয়। এসময় নদীর জোয়ারের পানির মধ্যে ডুব দিয়ে এক হাতে হরিণ শাবক নিয়ে আস্তে আস্তে তীরে চলে আসে।



তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমরা ভাবছিলাম হয়ত বেলাল আর ফিরে আসবে না। মজার বিষয় হচ্ছে ওইস ময় হাসিবুল ওয়াহাব নামের এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার উপস্থিত ছিলেন। তিনি কৌতুহলবশত এই ছবিগুলো তোলেন এবং পরে তা আন্তর্জাতিক অঙ্গণে ছড়িয়ে দেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.