নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সাহা

স্বাধীনতা আমার শক্তি। ৭১ আমার চেতনা।

সত্য সাহা

আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।

সত্য সাহা › বিস্তারিত পোস্টঃ

মানুুষ গুম হওয়া আল্লাহর রহমত ! X((

০২ রা মে, ২০১৪ দুপুর ২:০১

মানুষ গুম হওয়া মহান আল্লাহ তায়ালার পক্ষ হতে এক মহা নিয়ামত!

এর নানাবিধ উপকার রয়েছে, নিচে তা বর্ণনা করা হল।



১। দেশের জনসংখ্যা হ্রাস পায়।

২। নদী ও সাগরের মাছ ও প্রাণীকুলের খাদ্যাভাব দূর হয়।

৩। জন্ম নিয়নন্ত্রন কর্মসূচীর প্রয়জনীয়তা কমে যায়।

৪। ফলে সরকারী কনডম ও মায়াবড়ি বিতরনের ব্যায় কমে যাওয়ায় সরকারের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হয়।

৫। চাকুরির বাজার সম্প্রসারিত হয়।

৬। আইন শ্রীলংকার ব্যাপক উন্নতি হয়।





ভয়ে আছি!! এহেন মন্তব্য করায় সামু যদি আমাকে আবার ব্লক করে দেয়!!



কিন্তু কি কবো সামু। সেদিন দেশের এক উপদেস্টা বলেছেন "লোর্ড শেডিং আল্লাহর রহমত"



সুতারং কখন যেন বলে বসবে গুম আল্লাহর রহমত ! এর মধ্য দিয়ে তারা জান্নাতে পৌঁছে গেছেন!!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:১৪

আরিফুর রহমান বাবুল বলেছেন: ভাই হাসবো না কাদবো, বুঝতে পারছিনা। ভালো লাগলো। সামু বল্ক করবেনা।

২| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:৪৩

সত্য সাহা বলেছেন: সাব্ধান, গুম হইয়া যাইবেন। এর সাথে ঐক্যমত পোষণ করা মানে স্বর্গে একখানি ঘর তৈরি করা।

৩| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:৪৮

সিফাত সারা বলেছেন: মানুশ গুম করা যদি আল্লাহর রহমত হয়
তাহলে দোয়া করি ''গুম কারি '' দের উপর যেন
আল্লাহর গজব টাও দেখতে পাই X(

৪| ০২ রা মে, ২০১৪ বিকাল ৩:১২

রাশীদ মাহদি বলেছেন: ঘুম আল্লাহর নেয়ামত বটে। গুমও কম যায় না

৫| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:১৪

কষ্টবিলাসী বলেছেন: হে হে হে....

(আপনি নতুন বলে উত্তর মন্তব্য আকারে আসছে। আমাদের মন্তব্যের উপরে ডান পার্শে দেখুন বাঁকা অ্যারো আছে। ওখানে ক্লিক করে উত্তর দিন।)

০২ রা মে, ২০১৪ রাত ১০:০৬

সত্য সাহা বলেছেন: ধন্যবাদ @ কষ্ট

৬| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০১

আরিফুর রহমান বাবুল বলেছেন: উনি উত্তর দিবেননা মনেহয়, কারণ উনিও মনেহয় ....রহমতে আছেন..হাহাহাহাহা................!!

০২ রা মে, ২০১৪ রাত ১০:০৬

সত্য সাহা বলেছেন: জ্যামের রহমতে ছিলাম

৭| ০২ রা মে, ২০১৪ রাত ৯:০১

টিটুরকস্টার১৪৩ বলেছেন: যে ব্যক্তিরা অাল্লার প্রিয় বান্দা হয়ে গেছে শুধু মাত্র তারা গুম হচ্ছে?

০২ রা মে, ২০১৪ রাত ১০:০৮

সত্য সাহা বলেছেন: টিটুর তোমাকে খুব শীঘ্রয়ী স্বর্গে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.