নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা ডক্টর

^^^^^^^^^

দ্যা ডক্টর

কোন লিখা পাওয়া যায়নি

দ্যা ডক্টর › বিস্তারিত পোস্টঃ

ঘুমন্ত শহরে....... মায়াবী রাতে......... [ছবি ব্লগ]

২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৮



ছবিটা তুলতে আমাকে একটু রিস্ক নিতে হয়েছে। কারণ যে ফুটোভারব্রিজে দাঁড়িয়ে এটা তুলেছি সেটা দোহা এয়ারপোর্ট ভিআইপি এক্সিট এর খুব কাছে। আর ভিআইপি চক্কর নামক জায়গাটা আইএসএফ এবং আল-ফাজা নামক কড়া পুলিশগুলার সার্বক্ষণিক নজরদারিতে থাকে। রাত ২টার দিকে ভয়ে ভয়ে ব্রিজের কাছে গাড়ি দাড় করিয়ে একবার চারপাশ দেখে নিয়ে নিরাপদ মনে করে ব্রিজে উঠে ট্রাইপড লাগিয়ে যেই ছবি তুলতে যাব দেখি রাস্তার ওপাশ থেকে আইএসএফ গাড়ি আসছে, সাথে সাথে আমি ব্রিজে বসে পড়ি। ব্রিজের দু'পাশের মাত্র দুইটা শট নিয়েছি। এটি ২য় টি, আইএসএফ এর ভয়ে ট্রাইপড কেঁপে উঠায় প্রথমটি ভুতুড়ে আসছে।









উপরের দুইটা ছবি দোহা শেরাটনের কাছের কর্ণিশ থেকে তোলা।





মিউজিয়াম অব ইসলামিক আর্ট, দোহা। রাত ১টার পর গেটের ভেতর গিয়ে তোলা। এখানেও গল্প আছে। গেটে যে সিকিউরিটি ছিল তার সাথে আগে অল্প পরিচয় ছিল, তাকে গেটের বাইরে থেকে মিউজিয়ামের ফ্রন্ট ভিউর একটা ছবি তুলব জানালে সে দুঃখের সাথে জানায় উপরের অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না। গেটের ভেতরে দাঁড়িয়ে একজন তখন মোবাইলে কথা বলছিল, অল্পক্ষণ পর কথা থামিয়ে সে বলে উঠে "ডোন্ট ওরি ম্যান, কাম ইন"। সাহস নিয়ে তার কাছে গেলাম, সে বলে নিশ্চিন্তে ছবি তোল, এটা বলেই আবার ফোনে......। ২টা ছবি তুলে তাকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসি।





এইটা দোহা কর্ণিস থেকে ডিপলোম্যাটিক এরিয়ার ভিউ, আগেও পেপসির ক্যানকে ট্রাইপড বানিয়ে অনেক কসরত করে এমন ছবি তুলছি সাধারণ পয়েন্ট & শ্যুট এ, তবে এটা ডিএসএলআর এ তোলা।



এক কাজে জেটস্কি ঘাটে গিয়েছিলাম। প্রচন্ড গরম সেদিন, সাথে হিউমিডিটি। ক্যামেরা বের করে দেখি অল্পক্ষণেই ল্যান্স ঘোলাটে হয়ে যাচ্ছে। ঝটপট এটা একটা তুলে ফিরে আসি.... পরে হ্যান্ড হেল্ড এ নিজের রেজাল্ট দেখে নিজেই সন্তুস্ট :P



এইটা একটা কাঠের বোট, তবে বোটের ক্যাপ্টেন মাদ্রাজি তার বোটের ছবি দেখে অনেক খুশি হয়েছিল :D





ফানার-ইসলামিক কালচারাল সেন্টার, দোহা।









ভিআইপি রাউন্ডএবাউট, দোহা।





মিউজিয়াম অব ইসলামিক আর্ট, দোহা।





একই জিনিস, তবে এবার স্বাদটা ভিন্ন :)





এই ছবিটা ব্লারি আসছিল, অনেকদিন হার্ডডিস্কে এমনিতেই পড়ে ছিল। সেদিন একটু কারিকুরি করে ফ্লিকারে আপলোড দিই।





এটা শহর থেকে অনেক দূরের মরূভূমিতে তোলা, অবশ্যই রাতের বেলা। বিশ্বাস না হলে গাড়ির রিয়ার উইন্ডশিল্ডে চাঁদের প্রতিবিম্ব দেখুন 'আরমাদা' লিখার ঠিক উপরে। সিংগেল 'র' কে টোপাজ এডজাস্ট ব্যাবহার করে এইচডিআর করেছি।





ছবিগুলো সম্বন্ধে জানতে চাইলে আমার ফ্লিকারে ঘুরে আসতে পারেন....

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৯

রিফাত হোসেন বলেছেন: +

২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৯

দ্যা ডক্টর বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৪০

দ্যা ডক্টর বলেছেন: কোন একজনের কমেন্ট মুছে গেছে বলে দুঃখিত.....
এটা কাতার এর রাজধানী দোহার ছবি।

৩| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৩

মিজান আনোয়ার বলেছেন: সুন্দর লাগতাছে প্রিয়তে রাখলাম+

২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:০৫

দ্যা ডক্টর বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:০৪

সাদিক সাদাত বলেছেন: যাইতে মন চায়, রাতে শহর দেখবার মন চায়।

২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:০৬

দ্যা ডক্টর বলেছেন: চলে আসেন...... ঘুরিয়ে দেখানোর দায়িত্ব আমার।

৫| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:০৬

মৃত৬৬৬ বলেছেন: ও মাই গড!!!

২৪ শে জুন, ২০১০ দুপুর ২:২৩

দ্যা ডক্টর বলেছেন: এটা কি অর্থে :)

৬| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:০৮

লুৎফুরমুকুল বলেছেন: ভালই দিলেন। ভাইজান থাকেন কই? আমি আছি দুবাইতে। আসুন না একদিন গল্প করে সময় কাটাই।

২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:১২

দ্যা ডক্টর বলেছেন: এই গরমটা শেষ হলে দুবাই আসব, তখন দেখা করার আশা রাখি। আমি আছি দোহা, কাতারে।
ধন্যবাদ ভাই।

৭| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:২১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দোহারে ভালা পাইলাম, বড়ই সৌন্দর্য !! :)

২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:২৮

দ্যা ডক্টর বলেছেন: সব ঠিক আছে, খালি আমার দেশের মত সবুজ নাই।
ধন্যবাদ আপনাকে :)

৮| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:২৭

বড় বিলাই বলেছেন: সুন্দর শহর।

২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:৩১

দ্যা ডক্টর বলেছেন: হুম, তারা শহরটাকে সুন্দর করে সাজাচ্ছে। এটাকে এখন বলা হচ্ছে ক্যাপিটাল অব এরাবিয়ান কালচার।
ধন্যবাদ :)

৯| ২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:৫১

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: +++

২৫ শে জুন, ২০১০ দুপুর ২:৪৬

দ্যা ডক্টর বলেছেন: অনেক ধন্যবাদ, মনসুর।

১০| ২৩ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৫

শাহ্ নাজ বলেছেন: অনেকক সুন্দর

২৩ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

দ্যা ডক্টর বলেছেন: অনেক ধন্যবাদ :)

১১| ২৩ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০১

উপদেশ গুরু বলেছেন: ডুবাই যাইতে মুঞায়।

২৩ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩২

দ্যা ডক্টর বলেছেন: আমারো যাইটে মঞ্চায়, অনেক আগে একবার গেছিলাম :)

১২| ২৩ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

সায়েম মুন বলেছেন: সৌন্দর্য!!

২৪ শে জুন, ২০১০ রাত ১২:৪৩

দ্যা ডক্টর বলেছেন: ধৈন্যা :)

১৩| ২৩ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

অলস ছেলে বলেছেন: হাবিব সাবের তোলা ছবি, বেচারা বহুতদিন ব্লগায় না, গাড়ি ঘুড়া নিয়া কিছু কিছু লেখছিলো।

২৪ শে জুন, ২০১০ রাত ১২:৪৭

দ্যা ডক্টর বলেছেন: জ্বি ভাই, আমিও তারে অনেকদিন দেখিনা। পুলাডা বড়ই ভালা আছিল :) তয় নাম পরিবর্তন করার পর অনেকেই এখনো তাকে চিনতে পারছেন না...... :)

১৪| ২৩ শে জুন, ২০১০ রাত ৮:২৯

নির্বাসিত পথিক বলেছেন: ছবিগুলো কি আপনার নিজের তোলা? আপনার তোলা হলে আপনার ক্যামেরার ডিটেইলসটা একটু দিবেন! ধন্যবাদ।

২৪ শে জুন, ২০১০ রাত ১:০০

দ্যা ডক্টর বলেছেন: ক্যানন ৪৫০ডি। ৬ নাম্বার ছবিটা ছাড়া সবগুলোই ট্রাইপড মাউন্টেড। ২,৩,৪,৭ ছবিগুলোর তিনটা ভিন্ন এক্সপোজার এইচ ডি আর করার ব্যার্থ চেষ্টা করেছি.....
তবে ১ নাম্বার টা আমার প্রিয় :)

ধন্যবাদ আপনাকে :)

১৫| ২৩ শে জুন, ২০১০ রাত ১১:৪০

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: ছবিগুলা খুব চমৎকার। শোকেসে রেখে দিলাম।

২৪ শে জুন, ২০১০ রাত ১:০০

দ্যা ডক্টর বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৬| ২৪ শে জুন, ২০১০ রাত ১:০৪

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ঝিলমিল রাত সুন্দর

২৪ শে জুন, ২০১০ রাত ১:২২

দ্যা ডক্টর বলেছেন: রাত আমারও ভালো লাগে, তবে বাংলাদেশে (গ্রামে গেলে) রাতে ভয় লাগে......
ধন্যবাদ :)

১৭| ০৩ রা জুলাই, ২০১০ রাত ১১:২৪

সমুদ্র কন্যা বলেছেন: কি আলোময় একটা শহর!

খুব সুন্দর!

১১ ই জুলাই, ২০১০ রাত ৮:১৩

দ্যা ডক্টর বলেছেন: উন্নত বিশ্বের সব শহরই মনে হয় এমন আলোময়। অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ০৩ রা জুলাই, ২০১০ রাত ১১:৩১

১২৩৪ বলেছেন: wow! :) :) :) :)

১২ ই জুলাই, ২০১০ ভোর ৪:২৪

দ্যা ডক্টর বলেছেন: ধন্যবাদ :)

১৯| ১২ ই জুলাই, ২০১০ ভোর ৪:৩২

মিরাজ is বলেছেন: অনেক সুন্দর +++

১২ ই জুলাই, ২০১০ ভোর ৫:২৩

দ্যা ডক্টর বলেছেন: অশেষ ধন্যবাদ...... :)

২০| ১৫ ই আগস্ট, ২০১০ রাত ২:১০

দুখী মানব বলেছেন: জটিল হইসে ডক্টর :#) :#)

১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:০৯

দ্যা ডক্টর বলেছেন: ধন্যবাদ দুখী মানব..... :)

২১| ২২ শে অক্টোবর, ২০১০ ভোর ৫:৩০

দ্যা ডক্টর বলেছেন: আরও তিনটা নতুন ছবি এড করে দিলাম.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.