![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনেমা খোর By: সৌরভ তোফাজ্জাল টিপিনের টাকা থেকে দু'টাকা বাঁচিয়ে রেখে বিপিনের দোকান থেকে সস্তার রুটি ছেঁকে ; হপ্তা ঘুরলেই পরে দিতেম আমি দৌড় আমি সিনেমা খোর । ছিলাম সিনেমা খোর । এখনও ঘোর কাটেনি বুকের এই শোর থামেনি সিনেমার ভূত নামেনি এখনও মাথা থেকে। স্বপ্নের রাত্রি শেষে আজও এলো না ভোর আমি সিনেমা খোর । আছি সিনেমা খোর । ডিরেক্টর হব ভেবে এর ওর কাছে ঘুরি বোদ্ধা আছেন যারা বলেছেন আহামরি ভয়ে ভয়ে আছি তবু কাটেনা কাটেনা সিনেমার ঘোর। আমি সিনেমা খোর । ছিলাম সিনেমা খোর ।
আঙ্গুলের ফাঁকে নেই সে সময়, সময় গেছে চুরি।
পথিক হয়েছি আজ অজানা পথে সঙ্গীহীন এবেলা।
আবীরের আলোকে কখন হারিয়েছি পথ পথে
গোধূলি লগনে এসে ক্লান্ত আমি দিশা খুঁজি একেলা।
কবি কিংবা কাব্যের দাস নই আমি ছিলাম মুক্ত
স্বপ্ন বেঁধেছি সবুজ ধানের শীষে দখিনা হাওয়ায়।
কছতুরি পেনা হয়ে ভেসেছি আমি দূর বহুদূর
ডাহুকের সাথে মিতালী হয়েছে মৌন মায়ায়।
দুপুর রোদ আমাকে কখনও ক্লান্ত করেনি
উদ্দম যৌবন আমার আমি ছিলাম ব্যস্ত নাবিক।
উত্তাল সমুদ্রে কত ভয় দেখিয়ে ছিল সঙ্গীরা
আমি থেমে থাকিনি ছুটে গেছি দিকবেদিক।
আজ আমি জীবনের শেষ খেয়া পাড়ি দেব
দাড়িয়ে আছি ঘাটে, অপেক্ষা চাদর মুড়ি দিয়ে।
সব স্মৃতি রয়ে যাবে, জীবনের সব লেনদেন
যশ খ্যাতি একে একে মহাকাল যাবে নিয়ে।
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৫
সৌরভ তোফাজ্জল বলেছেন: অবশ্যই পড়ব ভাই।
২| ২৬ শে অক্টোবর, ২০১১ রাত ২:৪৫
পুংটা বলেছেন: ভাল লেগে গেল
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৫১
সৌরভ তোফাজ্জল বলেছেন: ধন্যবাদ ভাই। এগিয়ে যেতে সাহায্য করুন।
৩| ২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৪
সৌরভ তোফাজ্জল বলেছেন: জীবন বোদ আর জীবনানন্দ আমার উপর ভর করেছে তাই এইসব কাব্যিক কথা আসছে। আসলে আমরা সব্বাই একদিন বুড়ো হবো। ভাবতে খারাপ লাগে। তাই সবাইকে বলি বুড়ো মানুশ দের প্রতি যত্নবান হন সবাই।
৪| ২৯ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:২৯
সৌরভ তোফাজ্জল বলেছেন: kal sara din BOYOSKO PUNURBASON KENDRE Chilam. kotha bollam. ki dukhojonok history sobar.
৫| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১:১৬
হিম৩৯৯২ বলেছেন: ভালা লাগিচে.।.।.।
আপনি বুইড়া হবিন জাইনে.....
৬| ২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৫
সৌরভ তোফাজ্জল বলেছেন: আপনাদের ভালো লাগছে বলেই আমার এই কবিতা জয় করল প্রথম পুরস্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বরচিত কবিতা প্রতিযগিতায়।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১১ রাত ১:৫৭
অভী_০১৮ বলেছেন: আপনার লেখা ভাল লাগল
সব স্মৃতি রয়ে যাবে, জীবনের সব লেনদেন
যশ খ্যাতি একে একে মহাকাল যাবে নিয়ে।
কথা গুলা অনেক ভাল হয়েছে .।.।
আমার লিখাগুলা সময় হলে পরবেন আশা করি